নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষু ডাক্তার

খোমেনী

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ......।

খোমেনী › বিস্তারিত পোস্টঃ

শেখ পরিবার নিয়ে ঠাট্টা তামাশা : জাবি শিক্ষক ওহিদুজ্জামান কারাগারে !!

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

‘টিভিতে বড় বড় স্ক্রলে দেখাচ্ছে, প্রধানমন্ত্রীর ছেলে ও আইটি স্পেশালিস্ট সজীব ওয়াজেদ জয়, এর আগে দেখাতো, প্রতিবন্ধী বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। পাবলিক এডমিনিস্ট্রেশনে পড়ালেখা শেষে কয়েকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আইটি স্পেশালিস্ট। আর নিজের প্রতিবন্ধী সন্তান লালন পালন করে প্রতিবন্ধী বিশেষজ্ঞ। মায়ের আবার রয়েছে দেড় ডর্জন ডক্টরেট ডিগ্রি। হে হে হে...পুরাই বিজ্ঞানী পরিবার। ভাগ্যিস প্রকৃত বিজ্ঞানী বাবাকে এইসব প্রতিভার বিকাশ দেখতে হচ্ছে না।’-



ওহিদুজ্জামান গত ২২ আগস্ট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তানদের নিয়ে এই স্ট্যাটাস দেন।



উল্লেখ্য, গত ৮ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী শেখ হাসিনা ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে ‘কটূক্তি’ করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক ও অনলাইন এক্টিভিস্ট একেএম ওহিদুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

খোমেনী বলেছেন:

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

স্মার্টফোন বলেছেন: কি যে দিন কাল এল.....

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

খোমেনী বলেছেন: দিন বদলের সনদ বলে কতা... হতি পারে ....এমন হওয়া তো স্বাভাবিক

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

শফিক আলম বলেছেন: মন্তব্য করা যদি প্রপাগান্ডার উদ্দেশ্যে হয়, তা'হলে তো ব্যবস্থা নেওয়া উচিত। টিভিতে যা দেখাচ্ছে তার সবগুলো তো ভাল কাজই দেখছি।

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

খোমেনী বলেছেন: ক্ষমতার অপব্যবহার করা কি ঠিক? আর টিভিতে তো এখন টক শো গুলো বাদ দিয়ে কোন কিছুই ভালো দেখি না। নিউজের উপর বিশ্বাস উঠে গেছে। একেকটা সাংবাদিকের রিপোর্ট দেখলে মনে হয় যেন দলীয় কর্মীতে পরিনত হয়েছে তারা। তাদের দলের নেতাদের মন খুশি করতে কথার মালা দিয়ে সুন্দর পংক্তি তৈরি করে আমাদের মত গর্দভ জনগনকে গিলানো হচ্ছে।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

নানাভাই বলেছেন: "পাবলিক এডমিনিস্ট্রেশনে পড়ালেখা শেষে কয়েকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আইটি স্পেশালিস্ট। আর নিজের প্রতিবন্ধী সন্তান লালন পালন করে প্রতিবন্ধী বিশেষজ্ঞ। মায়ের আবার রয়েছে দেড় ডর্জন ডক্টরেট ডিগ্রি। হে হে হে...পুরাই বিজ্ঞানী পরিবার। ভাগ্যিস প্রকৃত বিজ্ঞানী বাবাকে এইসব প্রতিভার বিকাশ দেখতে হচ্ছে না।’-

উনি মইর‌্যা গিয়া বা্ঁইচা গেছেন ...................

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

খোমেনী বলেছেন: বিজ্ঞানী বাবা যদি বেঁচে থাকতেন আসলেই উনি অনেক খুশি হতেন। কেননা তারই আদর্শ নাকি বাস্তবায়ন করছে তার কণ্যা ও পরিবার বর্গ। সব কিছু বাবার ইচ্ছার প্রতিফলন ঘটছে। যেমন উনি থ্রিজির স্বপ্ন দেখতেন :)

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

ইসলামপ্রেমিক বলেছেন:
মুক্তি চাই,,, হাসিনা মনে হয় আমাদের প্রিয় নবী সা: থেকেও বেশি মর্যাদার অধিকারী!!!!!!!!!!! তাই ধর্মদ্রোহী নিকৃষ্ট কুলাংগারদের কোনো বিচার হয় না অথচ..............!!!!

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: টিভিতে বড় বড় স্ক্রলে দেখাচ্ছে, প্রধানমন্ত্রীর ছেলে ও আইটি স্পেশালিস্ট সজীব ওয়াজেদ জয়, এর আগে দেখাতো, প্রতিবন্ধী বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। পাবলিক এডমিনিস্ট্রেশনে পড়ালেখা শেষে কয়েকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আইটি স্পেশালিস্ট। আর নিজের প্রতিবন্ধী সন্তান লালন পালন করে প্রতিবন্ধী বিশেষজ্ঞ। মায়ের আবার রয়েছে দেড় ডর্জন ডক্টরেট ডিগ্রি। হে হে হে...পুরাই বিজ্ঞানী পরিবার। ভাগ্যিস প্রকৃত বিজ্ঞানী বাবাকে এইসব প্রতিভার বিকাশ দেখতে হচ্ছে না।’-

ওহিদুজ্জামান গত ২২ আগস্ট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তানদের নিয়ে এই স্ট্যাটাস দেন।

নানাভাই বলেছেন:
উনি মইর‌্যা গিয়া বা্ঁইচা গেছেন ...................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.