নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষু ডাক্তার

খোমেনী

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ......।

খোমেনী › বিস্তারিত পোস্টঃ

পাবনায় আওয়ামী লীগ থেকে নমুনেশন পাবে কে সাইয়িদ না টুকু?

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

গতদিন বলেছিলাম পাবনায় হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে সরকার দলীয় ক্যাডার বাহিনী। অনেকে বলেছে আমি সরকারের সমালোচক তাই এহেন বলছি। কিন্তু মুক্তিযোদ্ধা আবু সাইয়িদ যিনিও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি আজ বললেন, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী টুকু হিন্দুদের বাড়ি ঘর পুড়ানোর জন্য দায়ী।



বিস্তারিত পড়ুন



সেখানে কিছু নাম উঠে আসে যারা সবাই স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী টুকুর পালিত গুন্ডা বাহিনীর সদস্য বলে এলাকায় বহুল প্রচারিত।



পাঠক কুল মাইন্ড খাইয়েন না, সামনে ইলেকশন সাইয়িদ সাহেবের নমুনেশন দরকার। এজন্য তারা তারাই কাঁদা ছুড়াছুড়ি করছেন। এদিকে টুকু চাইছেন সাম্প্রদায়িক দাঙ্গা বাধানো এবং বিএনপি-জামায়াতকে ফাঁসানো।



তাই তো ঘটনার শেষে বলা হলো, ১৮ দলীয় জোট বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক গোষ্টি হিন্দুদের উপর নির্যাতন অগ্নিসংযোগ করেছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

নিষ্‌কর্মা বলেছেন: নামে কি আসে যায়? কামেই পরিচয়!!!

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

প্রভাষ প্রদৌত বলেছেন: এখন হইল কলিকাল
গোলাপী দেয় হরতাল
নয় তো সে হরতাল

আসলে তা ভয়তাল ।

নেত্রী মোদের পাকিস্তানী
মাথায় তার শয়তানী ।

নেত্রী মোদের আপোষহীন
মানুষ মারে প্রতিদিন ।

নেত্রী মোদের এইটপাশ
করছে দেশের সর্বনাশ ।

০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

খোমেনী বলেছেন: যত দোষ নন্দ ঘোষ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.