নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষু ডাক্তার

খোমেনী

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ......।

খোমেনী › বিস্তারিত পোস্টঃ

বেটা রাখালের সাহস কত?

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭





যুগে যুগে নুর হোসেনরা জন্ম নিবে আর স্বৈরাচার নিপাত যাবে। ২০১৩ এর শেষ বেলায় আরেক নুর হোসেনকে দেখলাম। বুকটা তার চওড়া কিন্তু খালি। যে কোন মুহুর্তে একটি বুলেট কোন বাধা ছাড়াই বিদ্ধ হয়ে কেড়ে নিতে পারে জীবন, এটা সে ভালো করেই জানে। তবু কিসের নেশায় মত্ত্ব সে। যে জীবনকে আমরা এত ভালোবাসি। জ্ঞানপাপীরা যেখানে লাভ লোকশান হিসেব করে শীতের কুণোব্যাঙ সেজেছে। সেখানে এমন খেটে খাওয়া নুর হোসেনরা কিশের লোভে জীবন সঙ্কায় ফেলছে।



১৯৮৭ সালের ১০ই নভেম্বর তৎকালীন স্বৈরাচারী রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল এরশাদ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে ৫,৭ ও ৮ দলীয় জোটের ঢাকা অবরোধ কর্মসূচী পালিত হয়। সেদিন নুর হোসেন খোলা বুকে দু:সাহসিকতা দেখাতে গিয়ে মৃত্যুবরণ করেন।



২০১৩ সালের ১১ই নভেম্বর বর্তমান মেয়াদীত্তির্ণ সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ চট্টগ্রাম নগরীতে ১৮ দলের হরতালে কর্মীদের মিছিলে পুলিশ বাধা দিলে খোলা বুকে প্রতিবাদ জানায় আরেক নুর হোসেন। সময়ের সাহসী সৈনিক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

নীল আকাশ আর তারা বলেছেন: +++++

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

খোমেনী বলেছেন: ভাই জীবনে কোন পরীক্ষায় + একটাও পাই নাই। এতগুলান পিলাস দিয়া আমি কি করতাম?

২| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

নীল আকাশ আর তারা বলেছেন: ভাইজা খান নাইলে তেলের সাথে মাথায় লাগান B-) B-)

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪

খোমেনী বলেছেন: আইচ্চা মাতায় রাকলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.