![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সমাজে একটা প্রচলন আছে বিশেষ করে ঈদের সময় অনেকে পা ছুয়ে ছালাম করে সেলামী নেয়। আবার নতুব বউ তার শ্বশুর শাশুড়ির পা ছুয়ে সালাম করে। মুসলিম চিন্তাবিদ ও স্কলাররা বলেন, এটা অপ্রয়োজনীয় মুখে সালাম এবং মুসাফা বা গলায় গলা মিলানো যেতে পারে। কারো পায়ে পড়ে কুর্নিশ করা ঠিক না। কোরআন হাদীস ফেকাহ শাস্ত্রে এমন কোন নজির নেই।
আমরা সবাই জানি কম বেশি, শয়তান ইবলিসকে (তখন ফেরেস্তা) যখন বলা হলো আদমকে সেজদাহ করো। তখন সে অবাধ্যতা করায় তার শেষ ইচ্ছামত বিপুল ক্ষমতা দিয়ে বলা হলো সৃষ্টিজগত ধ্বংসের পর সারাজীবন তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমাদের পৃথিবীর আগুনে মৃত্যু হলে শেষ, কিন্তু সেই আগুন জ্বলে মৃত্যু হবে আবার শারিরীক অবকাঠামো ফিরে পাবে আবার জ্বালানো পুড়ানো হবে। আমরা জানি আল্লাহর অবস্থানের পর মানুষ। জ্বীন ফেরেসতা কুলও মানুষের পরে তাদের অবস্থান। কিন্তু প্রথমে আল্লাহ।
আল্লাহ আবার বলছেন তোমরা শুধু আমারই কাছে সাহায্য চাও এবং আমারই প্রার্থনা করো। ( সোর্স: সুরা ফাতিহা)
যে জন্য এসব কথা বলা, আজ মেয়াদীত্তির্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রনালয়ের মন্ত্রী আমলার অনেকে পা ছুয়ে সালাম করে তার কাছে আশির্বাদ নেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে তাঁর কাছে দোয়া চেয়োছেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের মাথায় হাত রেখে দোয়া করেন।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
খোমেনী বলেছেন: সালাম দেয়ার প্রচলন অর্থাৎ আসসালামু আলাইকুম এসেছে সাহাবী আবু জর গিফারী ও রাসুল (সা) এর একটি সাক্ষাতকার থেকে। আবু জর গিফারী ছিলেন একজন মরুভূমির ডাকাত। যখন মরুভুমির ঐ আরবে একটি ধর্ম প্রচার হচ্ছিল শুনে তখন সে রাসুল (সা) এর সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়ে উঠেন। এরই ধারাবাহিকতায় একদিন তিনি দেখা করেন। এরপূর্বে অনেকবার তিনি চেষ্টা করে পান নি দেখা। যেদিন প্রথম রাসুলের সাথে আবু জর গিফারীর সাথে দেখা হলো তিনি প্রথম রাসুলকে বলেন আসসালামু আলাইকুম। সেখান থেকে শুরু আমাদের মুসলিম স্টাইলে সালাম।
২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
মো কবির বলেছেন: চামচা কি আর সীমা আছে ।ধ্বংস হোক এই সব পাপীরা
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
খোমেনী বলেছেন: কবীর ভাই কাকে কি বললেন ?
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০
Saeen বলেছেন: Sohomot.....!!!
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১
মো কবির বলেছেন: এদের চামচামীর কি আর সীমা আছে । এরা পারলে পা চেটেও খেত ।
এই পথভ্রষ্ট দুই বেত্রীর হাতে এই দেশের লোভী মানুষদের মতো এদেশে সাধারন মানুষরাও বন্দী ।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সালাম এসেছে মনে হয় ভারত থেকে। কারণ হিন্দুরাও আমাদের মতই সালাম করে। এই সালাম না করা নিয়ে কত মুরুব্বির কত রাগ।