![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক তুহিন মালিকে নাস্তানাবুদ সরকার। তার উপর হামলাও হয়েছিল কিন্তু কেন? জেনে নেয়া যাক -
দুই দশক যাবৎ সুপ্রিম কোর্টে আইন পেশায় জড়িত। মালিক ল’অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা। বাবা অ্যাডভোকেট ফজলুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক। ব্রিটেনের অ্যাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্নাতকোত্তর পড়াশোনা এবং পিএইচডি ডিগ্রি লাভ আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে।
মেয়াদীত্তির্ণ সরকার প্রসঙ্গে ড. তুহিন মালিক মন্তব্য করেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ইচ্ছে করলে আজীবন ক্ষমতায় থাকতে পারবেন।
তার কাছ থেকে আরো কিছু গবেষনালব্দ মতামত আসে, ২৭ তারিখের পর বর্তমান সংসদের অধিবেশন অবৈধ। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদ সংবিধানবিরোধী। চালাকি করতে গিয়ে ফেঁসে গেছে সরকার। ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে তার লিগ্যাল নোটিশ। প্রধানমন্ত্রীর ইচ্ছার বহিঃপ্রকাশেই সংবিধানের এত বড় বিপর্যয় ঘটেছে। এদিকে আপিল করলেই আবদুল হামিদের প্রেসিডেন্ট পদ চলে যাবে বলে মন্তব্য করেন তিনি। সরকার সংবিধানকে বিকৃত করছে।
তিনি মুক্তিযুদ্ধ ও ইসলামকে বিপরীত প্রান্তে দাড় করিয়ে দেয়া প্রসঙ্গে বলেন, বাংলাদেশে যেই ইসলামের কথা বলবে সেই রাজাকার। আল্লামা সাঈদীর রায়ের চুলচেড়া বিশ্লেষণ ও মধ্যযুগীয় বর্বরতা শীর্ষক প্রগতীশীল মহল থেকে একটি হুজুগ সম্পর্কে তিনি বলেন, সভ্যতার উতকর্ষ মধ্যযুগেই হয়েছে।
বর্তমান অস্থিতিকর সময়ের সমাধান দিতে গিয়ে তুহিন মালিক বলেছিলেন, প্রধানমন্ত্রী একদলীয় মনোভাব থেকে সরলে ৫ মিনিটে সমাধান।
গার্মেন্টস খাত ধ্বংসের পায়তারা এবং সঠিক পরিচর্যা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ইমেজ তৈরি করতে পারেনি পোশাক শিল্পের উদ্যোক্তরা। রক্তের দাগ দিয়ে কাপড়ের ব্র্যান্ডিং করা হচ্ছে।
রাজনৈতিক নেতারাই যে সুশাসন চান না তার কারন হিসেবে তুলে ধরেন, সুশাসনই রাজনৈতিক দলগুলোর বড় প্রতিপক্ষ।
আওয়ামী লীগের রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়েও অনেক কিছু বলেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য, প্রতারনা দিয়েই রাজনিতি শুরু করল জয়। ইনুর আঙ্গুল হলো ১২টা, ২ টা শুধুই খোচা দেওয়ার জন্য।
নারী এমপিদেরও তিনি এক হাত নিয়েছেন। সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা প্রসঙ্গে বলেন, এমপিদের পেস্ট-এর বদলে হারপিক ব্যবহার করা উচিৎ বলে তিনি মন্তব্য করেন।
দুদক এর চেয়ারম্যান সরকারের গোলামী করছে এই প্রসঙ্গে বলেন, তার বাপ তার নাম ঠিকই রেখেছেন গোলাম দুদক।
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫২
খোমেনী বলেছেন: ধন্যবাদ ভাইয়া সময় ছিলো না তথ্য গুলো কালেক্ট করে করা তো তাই। এবার কিন্তু সুন্দর হয়েছে বলতেই হবে
২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
জাহিদ গাছবাড়ী বলেছেন: ইনিতো সব সঠিক বলেছেন।
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৬
খোমেনী বলেছেন: গরম দুধে বিড়াল বেজার ভাই কি করবেন।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩
রতন দাস বলেছেন: অধিকাংশ কথাই ঠিক বলেছেন ড তুহিন।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৫
উদাসী স্বপ্ন বলেছেন: সবই তো ঠিক বললেন কিন্তু আল্লাম সাঈদীর শিশ্ন চেটে উনি কি মজা পেলেন সেটা বললেন না? আর বললেন না যে সাঈদীর তোষামদ করার বাজার রেট কত?
যত ভালো কথা বলুক না কেন, রাজাকারের বাচ্চা রাজাকারই হয়, ছাগু কোট টাই পইড়া মন্ঞ্চে গেলেও সে ছাগুই থাকে
১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
খোমেনী বলেছেন: ছাগু বলে যদি মনে শান্তি না পান তাহলে আরো কয়েকটা গালি দেন। তাই তো বলি তারা এত ক্ষেপা কেন। আর শিশ্ন চাটার কথা বললেন। মুসলিম আইনে এসব নিষিদ্ধ। প্রগতিশীলদের কাছে শোভনীয় বলেই জানি। নিজেরটা একবার চেটে দেখার চেষ্টা করে দেখতে পারেন।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩০
বেঈমান আমি. বলেছেন: খোমেনী তোর নিক দেখলেই বুঝা যায় তুই ছাগু নিজামির গেলমান।
১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
খোমেনী বলেছেন: ভাই আপনেও দেখি আমার উপর ক্ষেপা। আমি আবার কি করলাম? নিক দেখেই এতকিছু বোঝা যায়। আর উচিত কথায় গেরস্থ কি বেজার হয়ে গেলো
৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
প্রফেসর সাহেব বলেছেন: besirvag tik
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য কথায় আঁতে ঘা....
তাই তারা তুহিনের উপর ক্ষেপা..
@আপনার লেখাটা অগোছালো মনে হল...একটু গুছিয়ে দিন-আরো ভাল লাগবে.....