![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেজর সাব এবার এলেকশনে খাড়াইবেন। এলাকায় বহুত দিন ধইরা প্রচার প্রচারনা চালায়া আইতেছেন। দল করেন আওয়ামী লীগ, ২৫০০০/- টাকা দরে দুইটি আসনে মনোনয়ন পত্র ক্রয় কইরা জমাও দিছেন কয়দিন হইলো। গতদিন প্লেনে কইরা এলাকায় আইছেন। এহন এলাকায় নতুন উদ্যেমে প্রচার চালাইতেছেন।
মেজর অব: বনি সরকারী দল থেইক্কা নমুনেশন নেওয়ার জন্য পুরা লট বহর নিয়া তাই বাইর হইছেন এ্যালাকার লোকদের কাছে দোয়া লইতে। আয়োজিত পথসভায় সমর্থকদের উদ্দেশে তিনি বলছিলেন, ‘মণিরামপুরবাসীর জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত।’ এ কথা বলতেই তিনি নতুন ব্লেড দিয়ে নিজের বাম হাতে পোচ দেন।
মেজর সাব ব্লেড দিয়া হাত কেটে রক্তপাত ঘটিয়ে ভালবাসার প্রমাণ দেখাইতে গেছিলেন। কিন্তু বেশি কাইটা যাওয়ায় সমর্থকরা ভয় পাইয়া তারে নিয়া কি হুড়াহুড়ি। পরে হাসপাতালে নিয়া গিয়া ৮/৯ টা সেলাই দেয়া হয়।
উল্লেখ, রক্ত দেখিয়ে ভালোবাসার প্রমাণ দেয়া ওই ব্যক্তি হলেন- মেজর (অব আ ন ম মোস্তফা বনি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ এবং যশোর-৫ আসনে আওয়ামী লীগের সমর্থন পেতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
২| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি সত্যি কমেডিয়ানের যুগ চলতেছে নাকি?????
কত বড় ভন্ড আর বেকুব হলে এমন করতে পারে?????
আর তাদের আশ্রয়দাতা গোড়া হইলে কত বড় ভন্ড আর বেকুবের স্থঅন-যেখানে এইরাম বেকুবেরও জায়গা হয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
খোমেনী বলেছেন:
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০১
হাসান মাহবুব বলেছেন: নেশাগ্রস্থ অবস্থায় ছিলো সম্ভবত।
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৭
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Digital way te major shaber putu ma hoi!
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭
অ্যানোনিমাস বলেছেন: হা হা হা
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
তিক্তভাষী বলেছেন: ঘটনা সত্যি নাকি?
৭| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১
শিক্ষানবিস বলেছেন: একেবারে খাটি হিরোইনখোর। সদরঘাটের হিরোইনছিরা এমন করে থাকে। তারা ব্লেড দিয়ে নিজের শরীর রক্তাক্ত করে মানুষের কাছে টাকা চায়।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
খোমেনী বলেছেন: