নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষু ডাক্তার

খোমেনী

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ......।

খোমেনী › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘুদের উপর হামলার জঘন্য কাজটি কারা করছে?

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

গতদিনের ডেইলি ষ্টার দেখা, লিখেছে কাজটি হয়েছে রাতের আধারে। তার পরেও ঐ পত্রিকা কোন প্রমান ছাড়াই চালিয়ে দিল জামাত-বিএনপি হিসেবে!



মজার ব্যাপার হচ্ছে--

১। এই মিডিয়া গুলোই আবার বলছে বিএনপি-জামাত যৌথবাহিনীর অভিযানের কারনে বাড়ি-ছাড়া ঘর ছাড়া, দৌড়ের উপর আছে। যারা নিজের বাড়ি-ছাড়া তারা কিভাবে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি র বিশাল নিরাপত্তা বেষ্টনীর ভিতরে এসব কাজ করছে?



২। যারা করছে তারা একজনও ধরা পড়ছে না কেন? অথচ প্রতিদিন হাজার হাজার বিএনপি-জামাত নেতা কর্মীকে গ্রাম-থেকে গ্রামে অভিযানে ধরা হচ্ছে।



৩। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনী কি আঙ্গুল চুসছে?



৪। বলা হয় ২০০১ সালে বিএনপি-জামাত জোট নির্বাচনে জিতে ক্ষমতার দাপটে সংখ্যালঘুদের উপর হামলা করেছিল। এবার তাহলে তারাই আবার কিসের জন্য হামলা করছে? তারা নির্বাচনে নাই, নির্বাচনে জিতেও নাই। ক্ষমতার দাপটেও নাই, তাহলে?



৫। এর আগে দেখা, পাবনাতে হিন্দুদের উপর হামলা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বেহাই নিজেই। রাষ্ট্রে নিরাপত্তায় থাকা মুল ব্যক্তিই যদি সংখ্যালঘুদের উপর হামলা করতে পারে, তাহলে অন্যদের লাগবে কেন?



৬। যে মিডিয়া গুলো লিখছে, কাজটা বিএনপি-জামাতের তারাই তো লিখেছে নির্বাচনে কোন ভোটার ছিল না। সুতরাং সেখানে তো কোন সংখ্যালঘুদের ভোটদানের প্রশ্নই আসে না। তাহলে বিএনপি-জামাত তাদের উপর ক্ষেপারা তো কারন নাই।



৭। নির্বাচনে গো হারা হারার প্রতিশোধ ও মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যই মুলত আওয়ামীরা একাজ করাচ্ছে এই যুক্তি আপনি কিভাবে উড়িয়ে দেবেন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

তাজুল_ইসলাম বলেছেন: লীগের কথামতো ওরা ভোট না দেওয়ার কারনে এমন করতে পারে। জামাত পছন্দ করিনা। কিন্তু বর্তমান ক্ষমতাশীলরা যে কোন অপরাধ করে শুধু জামাতের নাম ভাঙ্গিয়ে পার পেয়ে যাচ্ছে। সঠিক তদন্ত না করে এরুপ করলে অপরাধী আরো উৎসাহী হবে।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

লেখোয়াড় বলেছেন:
জামাত করুক, বি এন পি করুক আর লীগ করুক যারা করেছে তারা তো মুসলমান। নাকি বলবেন হিন্দুরা নিজেরা করে দোষ দিচ্ছে অপরের।

আসলে আমাদের মুসলমানদের জ্ঞান হলো না, এজন্য সারা পৃথিবীতে তাদের ঘৃণা করে, সন্ত্রাসী বলে। এরা পৃথিবীর কোথাৗ শান্তিতে নাই, শান্তি আনতে পারেনি।

এজন্য দায়ী মুসলমানরা নিজেরাই।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

খোমেনী বলেছেন: তাই নাকি। মুসলমানরাই দায়ী। হয়তো আবার না। আর মুসলমান হবার কিছু পূর্ব সর্ত আছে। নাম মাত্র মুসলমান হলে কিন্তু হবে না। সন্ত্রাসীর কোন ধর্ম নাই। যারা অপরাধ করেছে তাদের বিচার করা চাই, দোষীদের গ্রেফতার দেখতে চাই। মিডিয়াকে মিথ্যা রিপোর্ট করার চান্স দিতে চাই না। সরকার ও তার প্রশাসনের উচিত অভিযুক্তদের ধরা হোক।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

রাজীব বলেছেন: বলেছেন বটে।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫৫

খোমেনী বলেছেন: তাই বুঝি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.