![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের মোট বোমা বিস্ফোরণের ঘটনার ৭৫ শতাংশই হয়ে থাকে ভারত, পাকিস্তান ও ইরাকে !!
২০১৩ সালে ভারতে ২১২টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা আফগানিস্তানের চেয়ে দ্বিগুণ। ২০১৩ সালে আফগানিস্তানে ১০৮টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বছর বাংলাদেশে ৭৫টি বোমা হামলা হয়েছে। আর সিরিয়ায় হয়েছে ৩৬টি।
২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ভারতে বোমা হামলার সংখ্যা কমেছে। দেশটিতে ২০১২ সালে ২৪১টি বোমা বিস্ফোরিত হয়। ২০১৩ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১২।
২০১২ সালে বোমা বিস্ফোরণে ১১৩ জন নিহত ও ৪১৯ জন আহত হয়। ২০১৩ সালে বোমা বিস্ফোরণে ১৩০ জন নিহত ও ৪৬৬ জন আহত হয়। বোমা হামলায় আফগানিস্তানের চেয়ে ভারতে হতাহতের সংখ্যা বেশি।
(সুত্র- টাইমস অব ইন্ডিয়া ভারতের ন্যাশনাল বোম ডাটা সেন্টারের (এনবিডিসি) বরাত দিয়ে এ খবর প্রকাশিত)
০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫
খোমেনী বলেছেন: কেন নয়- যা সত্য তা তো তুলে ধরা উচিত
২| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
পথহারা সৈকত বলেছেন: েবামাবাজ রেন্ডিয়া..........
ভারত মাতা কি জয়....!!!
৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:০০
হ্যারিয়ার-৩ বলেছেন: কোন সাপোর্টিং লিঙ্ক নাই।
মুলকথা -
ইন্ডিয়া খারাপ
পাকিরা ভাল।
আবগান আরো ভাল!
তালিবান-আলকায়দা - সবচে ভাল!
০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩
খোমেনী বলেছেন: হ্যারিয়ার- ৩ সোর্স দিয়েছি খুজে নিন। লিংক এর প্রয়োজন গুগল মামা আছে না।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২১
বেলা শেষে বলেছেন: do not talk about india- the bengal will shock!