![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাত্রলীগ নেতা সাদকে কে মারলো ওভাবে? কত কষ্ট নিয়ে শেষ কথাগুলো সে বলছিল?? ইশশ..
‘ভাইয়া, আমাকে ছাত্রলীগের ছেলেপেলেরা মেরেছে। আমি হাসপাতালে ভর্তি। আমার অবস্থা খুব একটা ভালো নাই। এখানে কোনো চিকিৎসাও হচ্ছে না। তোমরা তাড়াতাড়ি আমার এখানে আসো। আমাকে প্রচণ্ড মেরেছে। পাঁচটা স্টাম্প ও রড দিয়ে মেরেছে। সারা শরীরে মেরেছে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের নির্যাতনে নিহত মেধাবী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ মৃত্যুর পূর্বে হাসপাতালের মেঝেতে শুয়ে নিজের ভাইকে মোবাইল এ কথাগুলো কাঁদতে কাঁদতে বলছিলেন।
লিংক
সম্প্রতি আবার রাজশাহীতে শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে গুলিতে নিহত হয়েছেন ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ। সে ছাত্রলীগের ওই হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমাদের মিডিয়ার সন্দেহ তীর শিবির মুখী।শিবির বলছে, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।
লিংক
ভাবুন তো? একজন মৃত্যুর পূর্বে বলছে, তাকে মেরেছে ছাত্রলীগ। আরেকজনকে নিজ কক্ষে কে যেন বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে কেউ কিছু বলতে পারে না? গুলির শব্দ পর্যন্ত শোনা যায় নাই !! কিন্তু আমরা বলছি শিবির মেরেছে !! কিছু হলো? এভাবে প্রত্যেকটি ঘটনায় শিবির জামায়াত সুর তোলার ফলে আসল অপরাধীরা ধরা ছোয়ার বাহিরে চলে যাচ্ছে এটা কি বুঝতে পারছি না আমরা??
০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪
খোমেনী বলেছেন: সব মাছে গু খায় নাইরা মাছের দোষ হয়
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪
কর্পোরেট ভালোবাসা বলেছেন: এমনি তো হবে । বেজম্মারা মরবে বেজম্মদের হাতেই এটাই নিয়তি
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৮
খোমেনী বলেছেন: কাউকে বেজন্মা বলা কি ঠিক? হিংসাত্মক কথা বার্তা কখনই কোন ভাল ফল বয়ে আনতে পারে না।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১
আল ইফরান বলেছেন: রক্তের ঋণ রক্ত দিয়েই পরিশোধ হয়
৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৪
আসিফুর রহমান নাজিব বলেছেন: সাদ এর জন্য খারাপ লাগছে আর ছাত্রলীগ নেতাকে ছাত্রলীগই কোন সন্দেহ নাই।
০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯
খোমেনী বলেছেন: সাদ এর বাবা জামায়াতের রুকন নাকি? খুব ভালো সুখ্যাতি আছে তার বাবার। আলেমের পেটে জালেম হইছিল মনে হয়।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:২০
সীমাহীন ভালবাসা বলেছেন: সহমত
৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৩
িশপু মাস্তান বলেছেন: আপনি যদি কখনও কারো এক তিল পরিমান উপকার করে থাকেন তাহলে ঐ ব্যাক্তির দ্বারাই আপনি উপক্রিত হবেন এমনটি নয় । বরং যে কোন মাধ্যমে আপনি সেই উপকার টুকু পাবেন যে টুকু অন্যের জন্য করেছিলেন । মন্দটাও ঠিক এর বিপরীত ।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩১
কামরুল ইসলাম রুবেল বলেছেন: কর্পোরেট ভালোবাসা বলেছেন: এমনি তো হবে । বেজম্মারা মরবে বেজম্মদের হাতেই এটাই নিয়তি
০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭
খোমেনী বলেছেন: কাউকে বেজন্মা বলা কি ঠিক। সাদাতের বাবা অনেক পরহেজগার লোকেএলাকায় সুখ্যাতি আছে। এটা বলা কি ঠিক। কামরুণ ইসলাম রুবেল ভাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২
নিরীহ বালক বলেছেন: যত দোষ , নন্দ ঘোষ