![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই তুই খালি আমার নামে বদনাম করিস। আমার ত্রিসীমানায় যাতে তোকে না দেখি। ১০/১২ বছরের কণ্যার এমন অভিব্যাক্তি এমনটাই হওয়া স্বাভাবিক। কিন্তু ভাবা যায়, আমি তোমার সমালোচনা করি এজন্য তোমার তল্লাটে যাওয়া আমার জন্য হারাম।
এবার আসি অাসি অন্য কথায়, প্রধানমন্ত্রীর সকল কার্যক্রমে এবার অবাঞ্চিত ঘোষনা হল ইটিভি ও ডেইলি স্টার !শেখ হাসিনার পক্ষে নম নম করতে অপারগ তথা সমালোচনা, বিরোধীতা করে খবর ছাপিয়ে আসছিল ইটিভি ও ডেইলি স্টার। এর পূর্বে দিগন্ত টেলিভিশনের ঘাড়ে এমন খড়গ নেমে এসছিল। প্রধানমন্ত্রীর সকল কার্যক্রমে নিষিদ্ধ ছিল তারা। এবার নতুন করে ইটিভি ও ডেইলি স্টার যোগ হল।
উল্লেখ্য, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনকে অযাচিত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রমে। যেখানে প্রধানমন্ত্রী সেখানেই নিষিদ্ধ রয়েছে এই দুটি মিডিয়া। এদের কোনো প্রতিনিধি যাতে প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচিতে যেতে না পারে সে ব্যাপারে ইনস্ট্রাকশন রয়েছে এবং সেভাবেই কাজ চলছে।
ধারনা করা হচ্ছে সরকারবিরোধী অবস্থানের কারনেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উৎসঃ বাংলানিউজটোয়েন্টিফোর
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
খোমেনী বলেছেন: জনগন কর্ম করেছে এবার ফল ভোগ করছে
২| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
আলী খান বলেছেন: লেওঠেলা কুত্তা (হাসিনা) সামলা.........
৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৮
ভ্রমন কারী বলেছেন: জয় বাবা বাকশাল
৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৪
নিরীহ বালক বলেছেন: ডেইলি হাচিনা চালু করলেই পারে
দেশে ঐটা ছাড়া আর কুনু পত্রিকা চলিবে না ।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯
হাসিব০৭ বলেছেন: ভারতীয় এবং হাসিনা বুবুর লীগ একটা জায়গায় অনেক মিল আর তা হল সমালোচনা সহ্য করতে পারে না। নিজে য বলবে তাই ঠিক আর অন্যরা ভূল। ভারতীয়রা যেমন কাউকে সম্মান করতে জানে না টিখ তেমনি আমাদের বুবু্ও কাউকে সম্মান করতে জানে না।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য কথায় আগে ঘা
তাইকি বলে দূরে যা!!!!
বললেই কি হয়ে যায়????
এর আগেও ৪টি নমনম চামুচ পতিক্রাবাদে সব পত্রিকা প্রকাশনা বাতিল করেছিল। লাব কি হযেছিল?
বাকস্বাধীনতার শত্রু হিসাবে চিহ্নিত হয়েছিল । স্বৈরাচার অভিহিত হয়েছিল।
আজ আবার নতুন ভাবে সেই পুরানা ভার্সন যেন চালু হল-
দেখা যাক- মতপ্রকাশের স্বাধিনতা কেড়ে ক্ষমতা কত দীর্ঘস্থায়ী হয়!!!!!!