![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭১ !! কারো কথাই আর বিশ্বাস হয় নাই
কোন পক্ষই সালা সঠিকটি ইতিহাস বলে না
সবাই নিজেদের মত করে ৭১ এর গান গায়, গল্প ফাদে।
বই পুস্তকে ভাসানী মুজিবকে কেউ অন্তর্ভূক্ত করে, আবার কেউ কেটে ফেলে।
কেউবা ওসমানীকে হিরো বলে, কেউ নামটি উচ্চারনে বাধা দেয়।
সংবিধান সংশোধন করে কেউ নিজেদের মোড়ল সাজায়।
এদের শরীরে আর ৭১ এর চেতনা, গণতন্ত্র বিন্দু পরিমান নাই।
৭১ !! কারো কথাই আর বিশ্বাস হয় নাই !!
০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৩৮
খোমেনী বলেছেন: পাকিস্তানের মত মিলিটারী শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে জয় চারটি খানি কথা নয়। ভারতও ডরায়। আমরা বাংলাদেশী বাঙ্গালী বিধায় সম্ভব হয়েছে। ঢোল না পিটালে যে বেইমানী হয়ে যায়।
২| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
যারা স্বাধীনতা চায় নি, মুক্তিযুদ্ধে শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে গণহত্যায় অংশ নিয়েছিল তাদের এখন জ্ঞ্যান বিতরন করা হাস্যকর।
Click This Link
০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৩৭
খোমেনী বলেছেন: জ্ঞান পাপীদের আস্ফালন অতিরিক্ত বেড়ে গেছে। এখন আর গোফ ওয়ালা বুদ্ধিজীবীদের বয়ান পাবলিক খায় না।
৩| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:০১
ভুয়া প্রেমিক বলেছেন: যারা অন্তিম মুহুর্তে পালিয়ে গিয়েছিল তারাই আজকে মুক্তিযুদ্ধের দালাল হয়েছে। খুবই হাস্যকর
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৪ দুপুর ১:১২
ঢাকাবাসী বলেছেন: চেতনা ফেতনার কথা ক্ষ্যামা দেন! মুক্তিযুদ্ধ নিয়ে এতো প্যাচাল পৃথিবীর কোন দেশেই হয়না! যারা আমাদের চাইতে ১০০ গুন বেশি যুদ্ধ করেছে তারাতো বকবক করেইনা!