![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাশ্মিরে স্বাধীনতাকামী মুজাহিদদের হামলায় ভারতের ১৭ সেনা কর্মকর্তা নিহত।
খবরটি আমাদের মিডিয়ার কাছে সুখকর মনে হয়নি। তারা রিপোর্ট করেছে, সন্ত্রাসী হামলায় ভারতের ১৭ জওয়ান নিহত ! আচ্ছা, একাত্তরের স্বাধীনতাকামী জনতাকে যদি আজকে সি এন এন সন্ত্রাসী বলতো, আমাদের মিডিয়ার কেমন লাগতো ?
স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা শব্দটি শুনলে আমাদের মিডিয়ার চেতনার পারদ উদ্ধমুর্খী হয়ে যায়। নিজেদের মুক্তিযোদ্ধাদের সোনার ছেলে উপাধী দেওয়ার জন্য কত কলাম থিসিস লিখে ফেলে। অথচ পাশের মুসলিম জনগোষ্টির নিজস্ব স্বকিয়তা, স্বাধীনতা অর্জনের লড়াইকে ওরা বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাস বলে গুলিয়ে ফেলে।
ভারত মাতাকে খুশি করতে গিয়ে এরা প্রকারন্তরে নিজেদের মুক্তিযুদ্ধ, যুদ্ধের ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদে সম্মানবোধকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে ! ওরা ভাবে না যে, ভারত কাশ্মিরের কোন কিছুই ধারণ করে না। ধর্ম, বর্ন, শিক্ষা, সংস্কৃতি এবং কুষ্টিকালচারে কাশ্মিরের রয়েছে আলাদা বৈচিত্র। ভারত তাকে শুধু জবরদখল করে রেখেছে মাত্র। জবরদখলকারী কোন শক্তির সহযোগী হওয়া স্বাধীন মিডিয়ার কাজ হতে পারে না। কেবল মাত্র ভারতের দালাল মিডিয়াই কাশ্মির মুজাহিদদের সন্ত্রাসী বলতে পারে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৭
চিন্তার খোরাক বলেছেন: দু:খজনক
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: শ্রীলংকার এলটিটিই তো তামিলদের স্বাধীনতার জন্য ধ্বংস হয়ে গেলো । নিজস্ব সবকিছু থাকার পরও ওরা স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করতে পারেনি আন্তর্জাতিক সমর্থনের অভাবে । ভারতের আসাম, কাশ্মীর, কিংবা পাকিস্তানের বেলুচিস্তানও স্বাধীনতা পাবেনা, কারণ তাদের কারও আন্তর্জাতিক সমর্থন নেই । আমরা একাত্তরে অতিরিক্ত কিছু সুবিধা পেয়েছিলাম, ওদের সে সুযোগ কই?
তো একটা প্রশ্ন মনে, পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরাও তো স্বাধীনতা চাচ্ছে, তাদেরকে কী বলবেন? কেউ বালুচদের পক্ষে, কেউ কাস্মীরীদের অথচ নিজেদের ব্যাপারে সবাই সজাগ!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৭
চিন্তার খোরাক বলেছেন: পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরাও নির্যাতিত। তাদের ওপর সামরিক শাসন চলে
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
এরশাদ বাদশা বলেছেন: মাদারচোদ!!! অন্য দেশ কি করলো, না করলো তাতে মাথাব্যাথা নাই, কিন্তু তুই মাদারচোদ আমার দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কটাক্ষ করার কে???? তুই কি পাকি বীর্যের ফসল?? নাকি এখন যারা চান্দের দেশে আছে, তাদের কোনো বেজন্মার সন্তান? মাদারচোদ!!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৬
চিন্তার খোরাক বলেছেন: আইডি নেমটা যেমন , মুখের ভাষাও তেমন
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
এরশাদ বাদশা বলেছেন: স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা শব্দটি শুনলে আমাদের মিডিয়ার চেতনার পারদ উদ্ধমুর্খী হয়ে যায়। নিজেদের মুক্তিযোদ্ধাদের সোনার ছেলে উপাধী দেওয়ার জন্য কত কলাম থিসিস লিখে ফেলে। অথচ পাশের মুসলিম জনগোষ্টির নিজস্ব স্বকিয়তা, স্বাধীনতা অর্জনের লড়াইকে ওরা বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাস বলে গুলিয়ে ফেলে।
মাদারচোদ!!!
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সাধুর সাথে একমত।লেখক যে বাংলাদেশ বিরোধী এতে কোন সন্দেহ নাই।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬
আশাবাদী অধম বলেছেন: লেখকের লেখায় মুক্তিযোদ্ধের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে। দুঃখজনক!
@এরশাদ বাদশা এরশাদ বাদশা বলেছেন: মাদারচোদ!!!
জি এটা মনে হয় আপনার নিজের পরিচয়?
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৫
চিন্তার খোরাক বলেছেন: লেখক মুক্তিযুদ্ধকে সম্মান করে। লেখকের ভয় , যারা ভারতের দালালি করতে যায়, তারা যে দালালি করতে গিয়ে নিজেদের মুক্তিযোদ্ধাদের অপমান করে, সেটি তারা বুঝেনা
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কাশ্মীর নিয়ে আমার লেখা টা পড়তে সবাইকে অনুরোধ করছি :
কাশ্মীর -অতীত , বর্তমান এবং ভবিষ্যৎ
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
অেসন বলেছেন: লেখক, আপনি কি কাশ্মিরি ? যদি কাশ্মিরিরা জুদ্ধ করত তাহলে সেটা অবশ্যই স্বাধীনতা যুদ্ধ বলতাম। যারা হামলা করেছে তারা পাকিস্তানী, কাশ্মীরি নয়। কারগিল যুদ্ধের সময়ই তা দেখা গেছে। আর আপনি কি মনে করেন এভাবে কাশ্মির স্বাধীন হবে?
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩
চিন্তার খোরাক বলেছেন: আপনার কাছে কি প্রমান আছে যে তারা পাকিস্তানি ? যদি ধরেও নেই তারা পাকিস্তানি, তাহলে ৭১ এ ভারত যদি আমাদের হয়ে পাকিস্তানি সৈন্য মারলে সেটা হালাল হয়, তবে পাকিস্তান কাশ্মীরের হয়ে ভারতের সৈন্য মারলে সেটাতে কেন ডাবল স্ট্যান্ডার্ড প্রদর্শন করছেন ?
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১
অেসন বলেছেন: একটি রাষ্ট্র কখনও চোরাগোপ্তা কায়দায় সন্ত্রাসী হামলা চালাতে পারে না। পাকিস্তান এই রকম হামলার দায় নিবে না। যদি চায় ত যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করতে পারে। আর আপনের জ্ঞাতার্থে বলি, ৭১এ ভারত কিন্তু প্রথম আক্রমনের সুচনা করে নাই। পাকিস্তান ই প্রথম আক্রমন করেছিল। ৭১ এর যুদ্ধ সম্পর্কে ভাল করে জানুন তারপর তুলনা করুন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫২
চিন্তার খোরাক বলেছেন: তো ভারতীয় সৈন্যরা কাশ্মীরিদের কেমন জামাই আদর করতেছে শুনি ?
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কাশ্মীরে জিহাদীদের নিয়োগ চলছে , পাকিস্তান থেকে অনেক এসেছে ,আপনি আসবেন ? মজুরি ভালো। কাফির ভারতীয় সেনার দিকে মুখে কাপড় বেঁধে একঘন্টা পাথর ছুঁড়লে ৫০০ রুপী আর গ্রেনেড মারতে পারলে ১০০০ রুপী। মসজিদে থাকা খাওয়া ফ্রী।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৩
চিন্তার খোরাক বলেছেন: শাহবাগেও নিয়োগ চলছে। বেতন খুব বেশি না, তবে একপ্যাকেট বিরিয়ানি পাবেন নিশ্চিত
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫১
আশাবাদী অধম বলেছেন: @লেখক
বাবুরাম সাপুড়ে১ উনি সম্ভবত ইন্ডিয়ার নাগরিক
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
মো:সাব্বির হোসাইন বলেছেন: দাদাদের সাথে সু-সম্পর্ক রাখতে হবে না!! তাদের খুশি করার জন্যই মিডিয়া এই নিন্দনীয় খবর প্রকাশ করেছে।