নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যে শার্টের কলার ধরে বলবে--- শুধু আমাকে ভালবাসবি! না হলে ঘুসি মেরে নাক ফাটায় দিব!\"

নির্মাণ শ্রমিক

হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………

নির্মাণ শ্রমিক › বিস্তারিত পোস্টঃ

স্বপে আকা প্রজাপতির সমাপ্তি

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭


একটার পর একটা বিপদ লেগেই আছে। আমার চাওয়ার পাওনাটা একটু ভিন্নতা আছে।
আসলে অস্থির স্বভাব দেখাতে গিয়ে নিজেই আবার স্থিতিশীল হয়ে যাই।
সেই কাল আর এই কালের মাঝে কোন তফাত নেই। যেমন আছি তেমনিই আছি।
নিজের চেঞ্জ নেই ক্যারিয়ারের চেঞ্জ নেই। চেঞ্জ শুধু স্বপ্নে আকা ছবি গুলো... ফ্রেম আছে কিন্তু ফ্রেমে বন্দী ছবিটা নেই!
আজকালকের দিনে কেউ সহজে বিস্বাসি করতে চায়না। বিস্বাস করাতে সিকিউরিটি হিসাবে লিখিত জবানবন্দি দিতে হয়।
আর ভাবনা গুলোও আমার! বরই অদ্ভূত! নিজেকে বুদ্ধিজীবীদের সাথে তুলুনা করা।
একটা গেছে আর একটা আসবে! ব্যাপার না চালায় যাও। কিন্তু এখানেই প্রবলেম বস___ আপনি সেকেন্ড হ্যান্ড হয়ে গেছেন? বাজারে আপনার মুল্য অত্যান্ত নিম্নমানের!
মার্কেটিং শিখে নিজেকে ফ্রেস আর কোয়ালিটি সম্পূর্ণ করে তুলুন।
আমিও দিলাম শুরু চাপাবাজিতে নাম। লাভ কি? শুরুতেই ধরা।
আসলে এ অস্তিত্ব আমার কথা বলে না। সে আমার নিজেই নিজের সাথে বিস্বাস ঘাতকতা করেই চলছে।
আর আমিও একজন অনাড়ি পাব্লিক নিজের বিছানা বালিশ কে সাধু ভেবেছি। আর সেই বিছানা বালিশ আমাকে চুসে খাওয়াতে ছারপোকাদের দরপত্র দিয়ে নিজের ভিতরে লুকিয়ে রেখেছে।
সিদ্ধান্ত, মনোবল কিংবা কোন কারুকাজে আমার দক্ষতা নেই। এগুলো নিজের মধ্যে অতিপ্রয়োজনীয় দরকার....
তাই যার কাছে গেলাম নিজেকে ফিরিয়ে আনতে সেই বলে হ্যালায় আর যায়গা পাইলোনা। দুরে গিয়ে মর!
আর আমিও পাক্কা একটা ছ্যাচড়া! ওদের কাছেই আত্ত সমর্পণ!
কি পাপ! + কি অভিসাপ!+ কিসে অপুর্নতা তা পাকড়াও করার মতো ক্ষমতা সৃষ্টিকর্তা আমায় দেয়নি। মনে হয় যেনেও লাভ নেই কারন প্রাইভেন্সিতে তালা মারা আছে। স্রষ্টা তুমি মহান তুমি এই অনাড়িকে করেছো ধন্য হয়েছো নারাজ...
কাল হয়তো আর একটা স্বপ্নের সমাপ্তি ঘটবে......।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.