![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………
আমার কন্ডাক্টরের কম করে হলেও মোবাইলে ৫০০ নাম্বারের বেশি সেভ করা আছে। নাম্বার গুলো এতোই অদ্ভুত নামে সেভ করা যা দেখলেই আমার ডর লাগে!
প্রবলেম হচ্ছে উনি নাম্বার বের করতে পারেন না। তাই আমার সাথে থাকা অবস্থায় আমাকে দিয়ে নাম্বার বের করে নেন।
কিছু সেভ করা নাম্বারের নাম বলা যাক___
২ নাম্বার ম্যাডাম।
বান ডাইপার (ভ্যান ড্রাইভার )
নুনু রাজ। (নুরু রাজ)
১০ নাম্বার এমডি।
১ নম্বুর এঞ্জিন ( ১নাম্বার ইঞ্জিনিয়ার)
যম (ঝুম)
বোতল সার (বাদল স্যার)
ভাস মতিন (বাশঁ মতিন)
গাই ছার ( গাইবান্ধার স্যার)
ফুলিশ (পুলিশ )
এরকম আরো অনেক নাম আছে যা দেখে আপনার গা শিউরে উঠবে কিংবা হাসতে হাসতে খারাপ মুডটা কে ঝালিয়ে ফ্রেস মুডে রুপান্তরিত করতে পারবেন।
আমাদের কাছে একই নাম দুইয়ের অধিক হলে আমরা যেমন সংক্ষিপ্ত রুপ দিয়ে সেভ করি তেমনি ভাবে উনি বেশিরভাগ নাম রাস্তা নম্বর বাড়ি নম্বর কিংবা যায়গার নাম দিয়ে সেভ করেন। তার কাছেই এটাই সহজ হয় মনে রাখার জন্য।
নিজে নাম্বার সেভ করতে পারেন না বলে কাছে যে থাকে তার কাছে নাম্বার সেভ করে নেন। তাই অনেকে নামের স্পেলিং ভুল করে নাম্বার সেভ করে দেয়।
আসলে আমি অবাক হই এতো নাম্বার কিভাবে ওনার মগজে এই বয়সে ধরে রেখেছেন ....
আজ বিকেল বেলায় দাত কেলিয়ে হেসেছি বলে আজ লিখেই ছারলাম। আর যে কারনে হেসেছি তা হল __ বিকেলে একজন ফোন করেন আর কন্ডাক্টর আমাকে বলেন স্যার দেখেনতো কি নাম?
কলিং………… মুতি দে! (মতি দেব)
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১
নির্মাণ শ্রমিক বলেছেন: হুম এরকম অনেক অদ্ভুত ঘটনা আছে। আসলে ভালোই লাগে ইসমাইল ভাই …………
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: আমার কয়েকজন দুষ্ট বন্ধু আছে, যারা অন্যের মোবাইলে সেভ করা নম্বরগুলো দেখে আমাদের কাছে শেয়ার করে। হাসতে হাসতে পেট ব্যথা করে। শুভ কামনা রইল। ভাল থাকুন।