নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যে শার্টের কলার ধরে বলবে--- শুধু আমাকে ভালবাসবি! না হলে ঘুসি মেরে নাক ফাটায় দিব!\"

নির্মাণ শ্রমিক

হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………

নির্মাণ শ্রমিক › বিস্তারিত পোস্টঃ

পুরোনো প্রেমিকার কন্ঠস্বর শুনতে যে প্রেমিকের আর্তনাদ

১৫ ই মে, ২০১৬ সকাল ১০:৩৩

আজ রাতে আমার এক্স গালফ্রেন্ড কে এতোটাই মিস করেছি যে বালিশ চাপা দিয়ে ডুকরিয়ে কান্না করেছি।
রাত ১২ টা হলেই ঘন্টার পর ঘন্টা কত অকথ্য কথোপকথন করেছি।
এখন গালফ্রেন্ড নেই কথাও নেই।
আমি যখন ঘুমিয়ে রাত পাড়ি দেই তখন হয়তো সে কারো সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা ফ্যামিলি প্লানিং নিয়ে হাবুডুবু খায়।

আমি চাই তার বাবা মা চায় সে সুখেই থাকুক। আমার মতো অযোগ্য কেউ তার জীবনে না আসুক এটাই প্রার্থনা আমার………

এতো দিন হয়ে গেলো তার কোন খবর আমি জানিনা। রাখার প্রয়োজন বোধ করিনি ...
কিন্তু আজ খুব তার ভয়েস শুনতে মনটা ডুকরিয়ে কান্না করছে। কি করেই বা ফোন কিংবা এসএমএস করবো সেই তো কসম দিয়ে নিষেধ করেছে ...

আমার পরিচিত কত মানুষের এক্স গালফ্রেন্ডরা মাসে সপ্তাহে ফোনে দিয়ে খোজ নেয় আর আমার? শুধু কি তাই বিয়ের পরও যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

হায় পোড়া কপাল আমার!

কেউ পারলে একটা ওয়ে বের করুন যেন আজ এই বৃষ্টি লগনো দিনে আত্মকেন্দ্রিক ছেলেটা তার দুশমনের সাথে কম করে হলেও যেন " কেমন আছিসরে কুত্তার বাচ্ছা" কথাটা একটা বার শুনতে পারে।

এ আমার আর্তনাদ এ আমার প্রতিক্ষা।
দয়ালুরা প্লিজ এই অসহায় মানুষটার জন্য একটু উপকারে আসুন।
খুব মিস্ করছি হারিয়ে ফেলা মানুষ টার সেই হারিয়ে যাওয়া কন্ঠ!
কথা কি হবে হে পর নারী?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.