নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যে শার্টের কলার ধরে বলবে--- শুধু আমাকে ভালবাসবি! না হলে ঘুসি মেরে নাক ফাটায় দিব!\"

নির্মাণ শ্রমিক

হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………

নির্মাণ শ্রমিক › বিস্তারিত পোস্টঃ

সবজি-ফল নাকি ১৮+

২০ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৬



আমি সেই থেকেই দেখে আসছি। কোথায়
দেখেছেন?
কোথায় আবার ফেসবুকে!
অনেক ফ্যান পেজ আর গ্রুপে লাল টমেটো ১৮+,
পুদিনাপাতা ১৮+, লালমরিচ ১৮+, ধনেপাতা ১৮+, গোল আলু
১৮+ …………… ইত্যাদি হরেক রকমের নাম।
আমার মাথায় সেই থেকে কাজ করেনা। ১৮+ বলতে আমি
বুঝি বয়স্ক প্রাপ্ত নারী পুরুষ কে বোঝানো হয় কিন্তু
টমেটো আলু পুদিনাপাতা ধনেপাতার সাথে ১৮+ এর
সম্পর্ক কি?
এর মানে কি? প্রাপ্তবয়স্ক ছারা এগুলা কেউ খেতে
পারবেনা।
জানি এর উত্তর কেউ না কেউ দিতে পারবে।
শুধু উত্তর হলেই চলবেনা ____ লাগবে উদ্দেশ্য
লাগবে নামকরণ লাগবে যথাযোগ্য বিশ্লেষণ .....
আমি নিজেও পেজ গুলোতে ঘুরে নামের সাথে
কর্মের মিল পাইনি। শুধু এটুকুই উপলব্ধি করেছি পেজ
গুলো নোংরামিতে ভরপুর কিন্তুু নাম গুলো
হরেকরকমের সবজির নাম থেকে নামকরণ করা
হয়েছে।
সবজিতে বিভিন্ন প্রকার ভিটামিন থাকে, যা আমাদের
বেচেঁ থাকার জন্য সকল উপাদান যথাযথ ভাবে কাজ
করে। কিন্তু নোংরামির কি আছে এখানে?
একটা কথা মনে হল। মনে যখন হয়েছে বলেই ফেলি।
কি বলেন?
পরিমল বাবুর কথা ভুলে গেছেন। পরিমল বাবুর মতোই
অনেক শিক্ষক আছে যারা বিভিন্ন ভাবে ছাত্রীদের কে
নানান কৌশলে নোংরামী করে থাকে।
মিডিয়া, সোস্যাল মিডিয়া কিংবা পত্র পত্রিকায় এলে তা নিয়ে
আমরা সবাই আন্দোলনের ঝরনা হাওয়া তুলি ছরি ঝরনা না
ঝড়ো হাওয়া হবে।
তখন সমস্ত শিক্ষক জাতিরা পরিমল বাবুদের জন্য দায়ভার
নেয় না বা স্বিকার প্রযন্ত করেন না।
কিন্তুু শিক্ষকের কান ধরে উঠা বসা দেখেই সকল
শিক্ষক জাতিরা আজ সোচ্ছার ....
ধুর ভাই কিসের সাথে কি মিলাচ্ছেন।
দেশে আইন আছে যে অন্যায় করবে অবিচার করবে
তার জন্য আইন সে ভাবেই প্রয়োগ করা হবে।
কিন্তুু না! নানানা!! কানে ধরা বিষয় টা মেনে নেয়ার মতো
না।
আমিও একমত বিচার চাই চাইইই!
এবার কাচাবাজারের দিগে আসা যাক।
সে দিন তো রিতিমত বিপদেই ফেলে দেয়েছিলাম।
দোকানদার মামাকে বললাম মামা লাল টমেটো ১৮+
দেনতো ১/২ কেজি………
দোকানদার মামা কি যেন চিন্তা করছে আমি ভাবলাম
হয়তো বুঝতে পারছে ... যাক এতোদিনে হয়তো
আমার লুকানো প্রশ্নের উত্তর মামার কাছেই পেয়ে
যাব।
মামা হেসে হেসে বলছে____ মামা লাল টমেটো ১/২
কেজি বুঝলাম কিন্তুু ১৮+ কি? ১৮+ বলতে কি দামের কথা
বুঝাইলেন।
নাহ! দোকানদারেরও উত্তর যানেনা।
তাই ভাবছি কৃষকের কাছে হয়তো উত্তর মিলবে।
ধুর বাল! আমি নিজেই তো কৃষকের ছেলে আবার কার
কাছে গিয়ে উত্তর নিব।
ও হ্যা হ্যা মনে পরেছে এই লাল টমেটো, স্বাদের
লাউ, জাম্বুরা নিয়া তো অনেক গান আছে ... বাংগালী কি
খারাপ রে মাইরি! শেষমেষ গানের উপর টার্গেট করে
বোধহয় পেজের নাম গুলো দেয়া।
নাহ! হিসাব তো মিলছে না।
নাম কেন সবজি ফলের হবে এটাতো এখনো অমিমাংসিত।
উত্তর আজ বের করেই ছাড়বো ……
সামুতে ব্লগারদের কাছে না হলে ফেসবুকে!
উত্তর অবশ্যই আজ মিলবে।
আজ আর লুকানোর কিছু নেই।
যে যে ভাবে পারুক উত্তর একটা দিয়েই ছাড়ুক………

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ইক্বরা বলেছেন: াহাহাহাহাহাহা

২| ২০ শে মে, ২০১৬ রাত ৮:৩৩

মুসাফির নামা বলেছেন: যিনারা লিখছেন,উনারাই ভালো বলতে পারবে,আমরা ভাই আম জনতা,হুদাই আমাদের বিপদে ফেলছেন।

৩| ২০ শে মে, ২০১৬ রাত ৯:৪৮

নির্মাণ শ্রমিক বলেছেন: তাই বলে কি উত্তর মিলবেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.