![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………
এইতো কিছুদিন আগেই বন্ধুর বউ দেখার ডাক পেয়ে ভালো পিরান সুরমা আতর দিয়ে গিয়াছিলাম।
বন্ধুর পোষাক আশাকের বিবরণী দিয়ে দিচ্ছি।
একটা ক্ষয়েরি কালারের পাঞ্জাবির সাথে ক্ষয়েরি রংগের পায়জামা হাতে ঘরি পায়ে চটি স্যান্ডেল। চুলে জেল মুখে কসমেটিকসের ছোঁয়া আর ঠোঁট দুইটা লালচে বর্ন।
ভালোই লাগছিলো!
কিন্তু এমন অভিনব অভিজ্ঞতা আমার কখনো হয়নি।
যাক! মেয়ের বাসায় পৌছানোর কিছুক্ষণ পরেই মেয়ে আমাদের সামনে হাজির ...
বন্ধুর মনে কি যেম একটা জয়ী হবার পূর্বেই হাস্যজ্জ্বল ভরা মুখের ছাপ দেখা যাচ্ছে।
পরিচয় পর্ব সেরেই একটা মৃদু হাসি দিয়ে মেয়ে কে বললাম আপু আপনাদের কথপোকথন হওয়া উচিৎ!
মেয়েটা আমার কথা শুনেই চোখ দুটা দেশী মুরগির ডিমের সাইজ করে তাকিয়ে কি যেন মনে মনে বিরবির করে বলছে।
খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে আমরা বাসায় ফেরার উদ্দেশ্য রওনা দিলাম।
বন্ধুর মুখের বিজয়ী হাসা খানা কেন জানি মলিন্য হয়ে রইছে।
তাই এ কথা ও কথা বলে কৌশলে জানতে চাইলাম ঘটনা কি?
বন্ধু -- কোন ঘটনা?
---- হেহেহেহহে! মেয়ে কি পছন্দ হয়েছে?
বন্ধু --- ধুরররর!
--- এনি প্রবলেম?
বন্ধু --- আমরা রুমে ঢুকেই আমি ভালো ভাবে জানতে চাইলাম আপনার মতামত কি? বিয়েতে রাজি আছেন। আর ওমনি ঘেউ করে বললো সেটা অভিভাবকরা ডিসাইড করবে বিয়ে হবে কিনা।
---- তারপর?
বন্ধু --- আমি হাত দেখতে চাইলাম আর ওমনি ক্ষপাক করে বলে দিলো আংটি পড়াবেন?
--- ঠিকই তো! তুই হাত দেখবি কেন?
বন্ধু --- তুই গাধা বলে কি আমিও গাধা!
--- কেন?
বন্ধু --- আরে মেয়েদের হাত দেখলেই বোঝা যায় মেয়ের কোথাও রিলেশনশিপ আছে কিনা!
---- বলিস্ কি? তুই জুতিশী অইছোস?
বন্ধু ---- আরে গাধা মেয়ে মানুষের হাতে যদি কাটা কুটার কিংবা পুড়িয়ে যাওয়ার দাগ থাকে তাহলে বুঝবি মেয়েটার কোথাও রিলেশন আছে।
---- বাহ!! তার মানে ঝগড়া ব্রেক আপের কষ্টে এগুলা করে এইতো!
বন্ধু --- হুম।
---- আচ্ছা তুই রুম থেকে বেরিয়ে আস্তেছিল তখন এতো ঘামছিলি কেন?
বন্ধু --- আজকাল মেয়ে গুলাই এমন ভদ্রতা ও শিখে নাই।
--- কেন কেন?
বন্ধু --- মেয়ে আমাকে টিসু দিয়ে ঠোঁট মুছতে বলে।
---- হেহেহেহহে ঠোঁটে কি খাবারের দাগ লাইগা ছিলো?
বন্ধু --- ধুর হালা! হেয় কয় আজকাল ছেলেরা নাকি বিড়িখোর আর আমিও তাদের একজন!
----মেয়ে কেমনে বুঝলো তুই বিড়ি টানোস?
বন্ধু --- ওইতো টিসু দিয়ে ঠোঁট মুছলে নাকি আমার ঠোঁটের আসল কালার বেরিয়ে আসবে। যদি কালো রং হয় তাহলে ছেলে বিড়িটানে আর বিড়িটানা পোলার লগে সে বিয়ে করবেনা।
---- হুম বুঝেছি।
এ জন্যই সকালে ভেবেছিলাম তোর ঠোঁটেই ভেজাল আছে।
তুই যে ঠোঁটে লিপিস্টিক দেইস সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম।
(কাল্পনিক চিন্তাভাবনা )
©somewhere in net ltd.