![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………
একবার ইমুতে Kamrul H Sarker লিখতে ভুল করে Hamrul H Sarker লিখেছিলাম। আমার খুব কাছের এক ফ্রেন্ডের প্রথমে নজরে আসে। তারপর যা হবার তাই হল।
শুধু আমার যে ভুল হয় তা কিন্তু নয়। আমার দেখা অনেক টাইপের নাম গুলো এমন :- আরজ আলী ভুলে লিখেছে জারজ আলী, আরমিল ভুলে গরমিল, জব্বার ভুলে গব্বার...
আরজ আলী কে তখন আমার ব্যক্তিগত একটা ফেসবুক পেজের শেয়ার করার জন্য ওর নাম মেনশন করে মেসেজ করি ভাই পেইজে একটা লাইক দিয়েন।
দুপুর গেলো বিকেল এলো আরজ আলীর রিপ্লে নাই। রাত আনুমানিক ১০ টা বাজে আরজ আলী আমাকে এতো ভালো ভাষায় রিপ্লে দিলো যে আমি রিতিমত চোখ দিয়ে জোনাক পোকা দেখা শুরু করে দিয়েছিলাম।
একটু ধর্য্য নিয়ে বললাম ভাই ভুল বুঝছেন আমাকে
_______ আমাকে জারজ বললি কেন?
_______ ও তাই! তাহলে নামটা ভালো করে দেখেন।
এরপর আর আরজ আলীর সাথে আর ফ্রেন্ডশীপ রাখা হয়নি।
ফেসবুকে এখনকার সময়ে জনপ্রিয় হচ্ছে ট্রল পেইজ!
সকালে একটা ট্রল পেইজে দেখলাম " যে ছেলেদের নাম সাইফুল হয় তারা বাসার কাজের মেয়ের প্রেমে হাবুডুবু খায়"
আর সবার কাজ হল তাদের সাইফুল নামের বন্ধুদের কে মেনশন করে সাইফুলদের বাজিয়ে তোলা।
আমি আকারে ছোট খাটো বলে আজ আর কাউকে ভয়ে ছোটলোক বলে ডাকতে পারিনা।
একবার আমার এক স্যারের সামনে আমার এক ফ্রেন্ড কে ছোটলোক বলতেই স্যার চেচায় বলেন, এয় তোরা দুইজনে মাফ দে দেখি কে বড় কে ছোট।
-----
আজ একটা সত্য কথা বলি আমার নাম কেউ প্রথম বার শুনে বলেনি ' তোমার নামটা খুব সুন্দর '
নামে কি যায় আসে কর্মেই সব।
কিন্তুু যে নাম মুখে আনতে নেই আর সেই নামের যদি সমার্থক শব্দ খুজে না পাওয়া যায় তাহলে কি সেই নাম মুখে আনাটাও পাপ!
©somewhere in net ltd.