নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যে শার্টের কলার ধরে বলবে--- শুধু আমাকে ভালবাসবি! না হলে ঘুসি মেরে নাক ফাটায় দিব!\"

নির্মাণ শ্রমিক

হাত জোর করে বলছি ___ আমাকে বিশ্বাস করুন! আমি একজন অকর্মা ………

নির্মাণ শ্রমিক › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশীকে হত্যা!

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৬

আজ ১৪ই অগাষ্ট মোবাইলে সময় সকাল ১০:১০ বাজে। যারা যুক্তরাষ্ট্রে এ থাকেনা তারা হয়তো জানেননা……
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের কুইন্সের ওজোন পার্কে ইমামসহ দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা; নিহত ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি ও তারাউদ্দিন। ঘটনাস্থলে কয়েক শ’ বাঙালির বিক্ষোভ করেই চলছিলো কিন্তুু পরে বিক্ষোভকারীরা ক্লান্ত হয়ে পরলে নিজ নিজ গন্তব্য স্থানে চলে যায়।
বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করার সময়ে যুক্তরাষ্ট্রের পুলিশকে হুমকি দিয়ে বলেন তাদের মনের ক্ষোভ না কমা প্রজন্ত তারা যে কোন সময়ে আবারো বিক্ষোভ চালিয়ে যেতে পারেন। নাম জানা নেই আনুমানিক কয়েকজন বলেন তাদের রাস্তায় বিক্ষোভ করতে নিশেধ দিলে তারা বেডরুমে আন্দোলন চালিয়ে যেতে পারেন।
যুক্তরাষ্ট্রের সরকার এখনো মুখ খুলেনি এ বিষয়ে... কারন হিসাবে সাংবাদিকরা জানান সরকার এখনো ঘুম থেকে উঠেননি। ঘুম থেকে উঠলেই হয়তো কি ব্যবস্থা নেয়া হবে তা পুরোপুরি বলা যাবে বলে মনে করেন।
কিছু দুই পয়সার অনলাইন নিউজ দাবি করেন, বাংলাদেশে বিদেশী হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার জন্য এই হত্যাকাণ্ড করা হয়েছে বলে তারা দাবি করেন।
এদিগে নরেন্দ্র মুদি তার ফেইক টুইটার একাউন্ট থেকে টুইট করে বলেন, "রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি কিন্তুু সকালে নিউজটি চোখ পরতেই কেন জানি মনের ভিতরে একটা আনন্দ কাজ করছে" মুদি আরো বলেন যুক্তরাষ্ট্রের সরকারের উচিত যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আর্থিকভাবে সাহায্য ও সম্মাননা দেয়া উচিত।
বারেক ওবামা এক বিবৃতিতে বলেন, এ দুই হত্যাকাণ্ড আমাদের চরম ভাবে হতাশাগ্রস্থ করেছে। পশ্চিমা জাতী এটা কখনোই মেনে নিবেনা কারন হত্যাকাণ্ডে যে অর্থ সহযোগিতা ও অ- উন্নত গোলাবারুদ দেয়া হয়েছে তাতে জাতিকে খুবি হতাশা ফেলবে বলে মনে করেন।
এদিগে কলকাতার সানি লিয়ন ও প্রিতমের ভক্তরা একটি বিক্ষোভ রেলি বের করেন। প্রিতমের সাথে কথা বলতে চাইলে প্রিতম জানায় তিনি এখনো ব্রাশ করেনি তাই মুখের দুর্গন্ধ বের হবার সম্ভাবনা আছে।
পরে মমতার কাছে নিচ্ছিত হয়ে যানা যায় যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডের প্রতিবেদনে কেন বাংগালী বলা হল।
শুধু বাংলাদেশী বলে প্রচারণা করা উচিত ছিলো। এতে কলকাতাবাসীদের মনে এখন চরম এলার্জীর চুলকানির বাতাশ বইছে।

"গুজব নিউজ, দেশি মাল"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪১

সেলিম৮৩ বলেছেন: নিউজটি যদি হতো " বাংলাদেশে দুই অামেরিকান হত্যা"
তবে একটা কথা ছিলো।
অানন্দবাজার প্রতিকার হেডলাইন হতো।
সবদিকে একটা রণ-রণ ভাব দেখা যেত।


২| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭

নির্মাণ শ্রমিক বলেছেন: আনন্দ বাজার হয়তো এটা না পারুক তবে এটা বলতেই পারে "দুই মুসলিম কে সন্দেহের বসে গুলি করে হত্যা"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.