![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।
আমাদের সমাজের মানুষের নৈতিকতার খুব অভাব জার ফলে আমাদের সমাজে এতো অভক্ষয়। বিষেশ করে বাঙ্গালী জাতি নৈতিক অবক্ষয়ের শীর্ষে। জাতিগতভাবে আমরা এর থেকে কিভাবে বের হয়ে আসব এটা আমি যেমন জানিনা তেমনি জারা গোল টেবিলে বসে জাতির নৈতিক অভক্ষয় নিয়ে তর্ক করেন তারাও মনে হয় জানেনা।
আমার মনে হয় জাতীয়ভাবে মানুষের নৈতিকতা উন্নয়নে পদক্ষেপ নিলে হয়তোবা কিছুটা কাজে আসতে পারে। নয়তো যে হারে জাতীয় নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে তাতে আমেদের সমাজে সুফল বয়ে আনবেনা বরং অশৃঙ্খলাই দেখা দিবে।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯
খায়রুল আহসান বলেছেন: মাত্র পাঁচ লাইনের পোস্ট, কিন্তু তাতেই এত ভুল বানান? প্রথম লাইনেই তিনটাঃ জার, অভক্ষয়, বিষেশ!