![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।
তুমি যতদিন ছিলে পাশে
কবিতা আসেনি মনে
তুমি কবিতা হয়েছিলে
হৃদয়ের খাতায়।
আজ তুমি নেই তাই
নতুন কবিতার উকি
হৃদয়ের আঙ্গিনায়
বিরহের শব্দ মালার গুঞ্জরন।
০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
নিশাচড় বলেছেন: আমি তো গরু হারাইনি বাছা
২| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৩
রুদ্র জাহেদ বলেছেন: এটা থেকে কাটিয়ে উঠাও কবিতা
৩| ০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
সোজোন বাদিয়া বলেছেন: সঠিক, বিরহ কবিতার সবচেয়ে শক্তিশালী ঝর্ণাধারা।
০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
নিশাচড় বলেছেন: ঠিকই! বিরহ না থাকলে ভালো কবিতা আসেনা।
৪| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৫
বিজন রয় বলেছেন: সুন্দর। মিষ্টি কবিতা।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৬ বিকাল ৫:২২
মানুষ বলেছেন: গরু হারালে এমনই হয় বাছা!