![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।
স্নিগদ্ধ প্রথম শিউলি
শান্ত সকালে-
হৃদয় জমিনে
ফুটে আছে ওই
আমিও আমার সর্বস্বই
আঁকরে লয়ে
সবুজ ঘাস
ঠিকে আছি- পাশে
চিহ্ণটি আমার-
আঘাতে আঘাতে আমি এই-
এখন আছি তখন থাকবো
কিছু কাল পরে দেখবে
আমি আর নেই।
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৩৮
নিশাচড় বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৪৯
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: বাহ্
৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৫৯
নিশাচড় বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরণা।
৩| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৬
আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লাগল, ধন্যবাদ
৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৯
নিশাচড় বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: মনের সব টুকু আবেগ সুন্দর করে কবিতায় দিয়েছেন।