নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক জগতের কোনায় কানায়।

ক্ষুদ্রমানব

একজন জ্ঞানপিপাসু মানুষ

ক্ষুদ্রমানব › বিস্তারিত পোস্টঃ

আধুনিক সভ্যতায় কাল্পনিক চরিত্র হিমুর বাস্তবরূপ ঃ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৯

কপিরাইট দণ্ডনীয় অপরাধ।
সুতরাং কপিরাইট থেকে দূরে থাকুন।
আধুনিক সভ্যতায় কাল্পনিক চরিত্র হিমুর বাস্তবরূপ ঃ
হিমু ঃ খালা, আমার কিছু টাকা লাগবে।
মাজেদা খালা ঃ কাম কাজ নাই সারা দিন শুধু পান্ডাগুল্লি মারস আর মৌমাছির মত ঘুরস ! ভন্ডা ............
কষ্টভারাক্রান্ত মন নিয়ে হিমুর প্রস্থান (মনে মনে ভাবছি আমি হিমু আমার তো মন খারাপ করলে হয় না)

রাত ২ টা (আনুমানিক) সিভিল পুলিশের একজন ডাক দিলেন, দৌড় দিব নাকি ভাবছি ।
(মনে মনে ভাবছি আমি হিমু আমার তো দৌড় দিলে হয় না)

পুলিশ ঃ এতো রাতে বাহিরে কি করিস ? কোন ধান্দা আচে নাকি?
হিমু ঃ (ভিত কণ্ঠে) না জনাব। আমি হিমু তাই বাহিরে থেকে বাহ্যিক জগৎটাকে অনুভব করছি।
পুলিশ ঃ আয় গাড়িতে উঠ, তোরে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই জগৎই দেখামু।
তোরে ২৪ ঘণ্টার মধ্যে পরিপূর্ণ হিমু বানাইয়া দিমু।
৩ থেরাপিতে তুই ওরিজিনাল হিমু হইয়া যাবি।
থেরাপি ১ ঃ (কালা হিমু) মাইরা কালা বানাইয়া ফালামু।
থেরাপি ২ ঃ (আলু হিমু) মাইরা আলু বানাইয়া ফালামু।
থেরাপি ৩ ঃ (পরিপূর্ণ হিমু) শেষ থেরাপি, ছাড়া পাওয়ার আগ মুহূর্তে এই থেরাপি দেয়া হয়।
এই থেরাপির বিশেষ গুন হল তুই অবোলার মত রাস্তায় রাস্তায় ঘুরবি।

সকল প্রকার থেরাপি শেষে হিংস্র ক্ষুধার্ত পশুর ন্যায় একটা খাবারের দোকানে ঢুকলাম।
মনমতো ভোজন শেষে বাড়ির পথে রওনা দিব তখনি মনে হল বিল নামক একটা লেনদেনপত্র আছে।
যেটা চুকিয়ে না আসা ছাড়া কোন উপায় নেই।

দোকানদার ঃ (নম্র স্বরে) ভাইজান , বিলটা !
হিমু ঃ আমি হিমু। আপনার অর্থ কোন না কোন সময় আমি ঠিকই চুকিয়ে দেব ।
দোকানদার ঃ কোন হিমু ? সামছু কাকার পোলা হিমু? ও তো ২ বছর আগেই মইরা গেচে। হাচা কইরা কন আপনি কেডা ?
হিমু ঃ না না আমি সেই হিমু নই। আমি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহামেদের অনবদ্য সৃষ্টি হিমু।
দোকানদার ঃ (মনে মনে) কিছুই বুঝি নাই। তয় এইডা বুঝচ্ছি হের বাপ বিরাট বড়লোক। হেরে আটকাইয়া টেকা পয়সা খাওন যাইব।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৪

কালনী নদী বলেছেন: সত্য ঘটনা নাকি?

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৭

ক্ষুদ্রমানব বলেছেন: ঘটনা সত্যি না। তবে, চরিত্র বাস্তব হলে ঘটনা সত্যি হবে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৪

তার আর পর নেই… বলেছেন: আধুনিক হিমু বলতে চাচ্ছেন কেন? হিমু পর্ব তো মাত্র কিছুদিন আগেই শেষ হয়েছে। এখনো সেটাই আধুনিক।

আর আপনারটা ভালো লাগেনি।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০২

বিজন রয় বলেছেন: দারুন তো!!
++++

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

ক্ষুদ্রমানব বলেছেন: আপনি আসলে বুঝতে পারেননি আমি কি বোঝাতে চেয়েছি। হিমু একটা কাল্পনিক চরিত্র, সেটা যদি বর্তমানে বাস্তবে রুপ নিত তাহলে কেমন ধরনের সমস্যায় পড়ত তা এখানে বলা হয়েছে।
ভাল লাগা না লাগা এটা আপনার ব্যাপার। :)
ধন্যবাদ মন্তব্য প্রকাশ করার জন্য।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

ক্ষুদ্রমানব বলেছেন: ধন্যবাদ বিজন রায় :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.