নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক জগতের কোনায় কানায়।

ক্ষুদ্রমানব

একজন জ্ঞানপিপাসু মানুষ

ক্ষুদ্রমানব › বিস্তারিত পোস্টঃ

আশা নিরাশার যন্ত্রণা

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:২৩


মানুষের জীবনে আছে দুরন্ত আশা, আছে নিরাশার বেদনা।
যা তাকে যন্ত্রণায় দন্ধ বা বিদ্ধ করে এক আশার শূন্যতাবোধ জীবনকে করে তোলে অর্থহীন।
কিন্তু এছাড়াও জীবনের আরও একটি অস্তিত্ব আছে, যে অস্তিত্ব মানুষের চৈতন্য জাগায়।
আকাঙ্খা, শত বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও সে নতুন আশায় উজ্জীবিত হয়।
হতাশা আসে কখনো কখনো, আশা মানুষকে আবারো করে তোলে উদ্দীপ্ত।
মানুষের চিত্তে আশার জাগরন চিরন্তন।
আশার শেষ নেই।
আশা নিরাশা নিয়েই মানুষের জীবন। আশা মানুষ কে বাঁচিয়ে রাখে আর নিরাশা মানুষ কে নিরাশ করে দেয় ।
হতাশ না হলে আশা পুরন অবশ্যই হতে হবে। :-<

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:২৮

বিজন রয় বলেছেন: শূণ্যতাবোধ জীবনকে করে তোলে অর্থহীন, এটা ঠিক মানতে পারলাম না।
শূণ্যতা আসে পূরণ হওয়ার জন্য।

লেখায় ++++

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৪৪

ক্ষুদ্রমানব বলেছেন: শূণ্যতাবোধ কারো জীবনে আশে আশীর্বাদ হয়ে কারো জীবনে অভিশাপ হয়ে। কারো শূন্যতা আশে পুরন হবার মতো করে আর কারো শূন্যতা অপূরণীয়ই থাকে। যেমনটি আমার ক্ষেত্রে হয়েছে।
মতামত জানানোর জন্য ধন্যবাদ ।
আর প্লাস দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ২:৫১

ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাল লাগল , ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য । তবে জানতে ইচ্ছে করে কোনটার যন্ত্রনা বেশী, আশার না নিরাশার ।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

ক্ষুদ্রমানব বলেছেন: চমৎকার একটি মন্তব্ব করেছেন। আমার কাছে মনে হয় অপূরণীয় আশার যন্ত্রণাটাই একটু বেশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.