নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক জগতের কোনায় কানায়।

ক্ষুদ্রমানব

একজন জ্ঞানপিপাসু মানুষ

ক্ষুদ্রমানব › বিস্তারিত পোস্টঃ

আধুনিক বিয়ে বাড়ি

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫


আগে ব্যাক্তিগত কিংবা পারিবারিক সূত্রে বিয়ের অনেক দাওয়াত আসতো
কিন্তু মানবিক দিক বিবেচনা করতে যাওয়া হত না।
আমি তাদের চিনি না সুতরাং আমার যাওয়ার দরকার নেই, আমাকে দাওয়াত দিল না আমি কেন ছেস্রাড়ার মত যাব,
আমি ফকির না মানুষের বিয়েতে দাওয়াত না দিলেই দৌড় দিব।
যাই হোক এবার বর্তমানে আসি বর্তমান সমাজে বিয়ের রিতি নীতিতে ও যথেষ্ট পরিবর্তন এসেছে।
ইদানীং বিয়ে বাড়িতে (ডি.এস.এল.আর) এর আধিপত্যটা বেশ লক্ষণীয়।
আর (ডি.এস.এল.আর) এর সাথে সম্পর্কটা আমার জনম জন্মান্তরের।
কিন্তু দুক্ষের বিষয় এখন আর আগের মত বিয়ের দাওয়াত পাই না।
সম্পর্কের এর দিক বিবেচনা করে পূর্বের মানবিক দিক গুলো বিসর্জন দিয়েছি।
মানুষগুলো দিন দিন ছেস্রড়া হয়ে যাচ্ছে মন খুলে খাওয়ানোর জায়গায় চোখ খুলে খাওয়ায় ।
বলে রাখলুম আমার কিন্তু নতুন জামা কাপড় তোলা আছে আলমারিতে বিয়েতে দেয়ার জন্য দামি উপহার ও প্রস্তুত,
শুধু মাত্র দাওয়াত পাওয়াটা বাকি !!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭

শায়মা বলেছেন: বুঝেছি বুঝেছি তুমি একটা ডি এস এল আর কিনেছো !!!!!!! :)

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

ক্ষুদ্রমানব বলেছেন: না আপু আমি একটা দাওয়াতের অপেক্ষায় আছি। যেখানে (ডি.এস.এল.আর) ক্যামেরায় ছবি তলার সুব্যাবস্থা আছে। কেউ যদি অনুগ্রহ পূর্বক দাওয়াত দেন.।.।.।। ;)

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

আবদুল্লাহ সাফি বলেছেন: হা হা হা

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

শায়মা বলেছেন: আচ্ছা আমি দাওয়াৎ পেলে তোমাকে দিয়ে দেবো!:)

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮

ক্ষুদ্রমানব বলেছেন: ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখবেন।
আর অবশ্যই (ডি.এস.এল.আর) ক্যামেরা থাকতে হবে।

৪| ১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৬

প্রথমকথা বলেছেন: হা হা হা ,খুব ভাল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

ক্ষুদ্রমানব বলেছেন: ধন্যবাদ

৫| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৭

বিজন রয় বলেছেন: খবর কি?

নতুন পোস্ট দিন।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

ক্ষুদ্রমানব বলেছেন: নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার কারনে পোষ্ট দিতে পারছিলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.