নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক জগতের কোনায় কানায়।

ক্ষুদ্রমানব

একজন জ্ঞানপিপাসু মানুষ

ক্ষুদ্রমানব › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগার বিবর্তনঃ

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৪

বয়স বাড়ার সাথে সাথে আনন্দ বা স্বাদ আল্লাদের ধাপের ও নানান ধরণের পরিবর্তন এসেছে ।
একটা বয়সে যেসব জিনিসে অন্তর বড়ই প্রফুল্ল হতো যেসব জিনিসে অন্তরের আত্মিক ক্ষুধা নিহিত থাকতো তা আজকাল প্রায় নেই বললেই চলে।
যেমন ধরা যাক বৃষ্টি !
একটা সময় আকাশ কালো হওয়া মানে ছিলো চিত্ত রঙ্গিন হওয়া ।
একটা সময় আকাশ ছেঁয়ে বৃষ্টি ঝরা ছিলো মানে অন্তরের প্রকৃত সুখের স্বোজোরে স্বাধীন গর্জন ।
মেঘের সুড়ে অন্তর আত্মাকে প্রষন্নিত করা ছিলো একধরণের স্বাধীনতা ।
বৃষ্টির জলে সমস্ত বিষাদের অকাতরে বিসর্জন আর বুকের ভেতর সৃষ্টি সদা নব্য জাগ্রত প্রেমের আকাশ পাহাড় সৃষ্টি ।
বর্ষার জলে প্লাবিত হতো কতো শত অনুভূতির দল আর জলের স্রোতে ভাসত একপৃথিবী সম নিজ সুখের আর্তনাদ ।
জীবনের একটা বিরাট অংশ ছিলো বর্ষা আর একটা মহাজাগতিক কাল ছিলো বরষা কাল।
এখন আর সেই অনুভূতি নেই তবে বর্ষা ঠিকই তার জায়গা ধরে রেখেছে নিজেকে রেখেছে অক্ষত ।
আজ বর্ষা আমায় ধরা দেয় না !
হয়ত সদা বলিষ্ঠ নব্য জাগ্রত কোন প্রেমিক কিংবা প্রেমিকার অন্তর রঞ্জনে নিমগ্ন ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৯

অতঃপর হৃদয় বলেছেন: হুম ভাল।

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৪

ক্ষুদ্রমানব বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:১০

ওমেরা বলেছেন: জী সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয় । ধন্যবাদ ।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬

ক্ষুদ্রমানব বলেছেন: যথার্থ বলেছেন

৩| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৫

মানবী বলেছেন: শুধু প্রেমিক প্রেমিকার বর্ষা ভালোলাগে না মনে হয়!

ছোট কিশোরীর দলও বর্ষায় ছুটোছিটি করার সুখে বৃষ্টি দেখে আনন্দিত হয়।
প্রেমিক বা প্রেমিকা নেই এমন তরুণী তরুণদেরও মনে বর্ষা স্নিগ্ধ সুরের মূর্ছনা নিয়ে আসে।
বাড়ির গৃহিনীরা বর্ষায় আয়োজন করে খিচুরির বিশেষ ভোজ।
বার্ধক্যে পৌঁছেও বৃষ্টির জলের ফোটার সাথে ফিরে যায় দুরন্ত কৈশৌর অথবা দুর্বার তারুণ্যে।

আর কৃষি কাজের সাথে যাঁরা জড়িত তাঁদের বয়স নির্বিশেষ বর্ষা অধিকাংশ সময়ই আসে এক আশির্বাদ রূপে :-)

পোস্টের জন্য ধন্যবাদ ক্ষুদ্রমানব।
দীর্ঘ মন্তব্যের জন্য দুঃখিত।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৩

ক্ষুদ্রমানব বলেছেন: ভালো বলেছেন । বর্ষা আমাদের জন্য একপ্রকার উৎসব স্বরুপ। মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.