নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক জগতের কোনায় কানায়।

ক্ষুদ্রমানব

একজন জ্ঞানপিপাসু মানুষ

ক্ষুদ্রমানব › বিস্তারিত পোস্টঃ

প্রতিশোধ

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

ক্রুসেড নিয়া একটা আর্টিকেল লিখতেছিলাম আচানক জানালা থাইকা একটা মধুর কণ্ঠস্বর কানে বাজলো
জানালায় গিয়া দেখি পাশের বাড়ির ছাদে একটা সুন্দরী মাইয়া দেয়ালের লগে ঢেলান দিয়া মনের সুক্ষে তার বয় ফ্রেন্ড'রে মোবাইলে গান শুনাইতাছে।
আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতাছি আর জ্বলতাছি !
দুইদিন পর আমার প্রেমিকার বিয়া আর এই মাইয়া তার প্রেমিকরে গান শোনায় !

মন চাইতাছে তারে ধাক্কা মাইরা ছাদ থাইকা ফালাইয়া দেই। কিন্তু একতালার ছাদ থাইকা পড়লে তার হাত পা ও ভাঙবো না শুধু শুধু ফ্রি'তে আমি পাবলিকের মাইর খামু।

কতক্ষণ দাঁড়াইয়া থাইকা রাগ জমাইয়া হন্য হইয়া খুঁজতে লাগলাম আশে পাশে কি আছে তার মাথায় মাইরা তার ব্রেইন আউট কইরা দিমু। কতক্ষণ খুইজা টেবিলের উপ্রে রাখা আঙ্গুরের বিচি নিয়া আসলাম। (বড় জিনিস মারা সাহসে কুলায় নাই।) আঙ্গুরের বিচি সব গুলা তার মাথার উপ্রে ঢাইল্লা দিলাম; ঢাইলা পর্দার ফাঁকে লুকাইয়া গেলাম ।

কিছুক্ষণ পর আবার পর্দা থাইকা মাথা বাহির কইরা দেখি আগের পজিশনেই আছে এবার ফোনে চুম্মা চাটি করতাছে এইবার তো মন মেজাজ পুরাই ক্ষেপছে
জীবনে আমার প্রেমিকা আমারে একটা চুম্মা দিলো না আর এই মাইয়া সেকেন্ডের মইধ্যে একগাদা চুম্মা দিয়া ভইরা দিলো।

এইবার আস্তে পর্দা থাইকা মুখ বাহির করলাম 'থু' মাইরা লুকাইয়া গেলাম এইবার ও কোনো খবর নাই এইরকম কয়েকবার 'থু' মাইরা লুকাইয়া গেলাম এই বান্দার কোনো হুঁশ নাই,
বেহুঁশে প্রেম করতাছে ।

এইবার হারপিকের লগে গিফট দেয়া মগে এক মগ পানি নিয়া হাজির হইলাম জানালার সামনে, যেই না তার দিকে পানি মারমু তাকাইয়া দেখি সে আমার দিকে চাইয়া রইছে
আমার দিকে তাকাইয়া কয়-
- ''কি, সমস্যা কি?''

আমি একদম লক্ষ্মী পোলার মতো মাথা নাড়াইয়া ''কিছু না'' উত্তর দিয়া মগ আবার আগের যায়গায় রাইখা কাঁথা মুড়ি দিয়া ঘুমাইয়া পড়ছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: সব সময় এরকম লক্ষ্মী হয়েই থাকুন।

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০২

ক্ষুদ্রমানব বলেছেন: অবশ্যই ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

ময়না বলেছেন: :D :D :D
আঙ্গুরের বিচি!!!

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

ক্ষুদ্রমানব বলেছেন: বড় আঙ্গুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.