![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে প্রবেশ করার জন্য ধন্যবাদ যদিও দেখার মত কিছু নেই
খোরশেদ মাহমুদ
একটা সাইকেল কেনার সখ ছিলো
ছোট বেলার সবচেয়ে বড় ইচ্ছে।।
তার পড় প্যাডেলে পা দিয়ে ছুটে চলা
একটু অচেনা জায়গা ; গ্রাম থেকে।
কতদিন পুশে রেখেছিলাম স্বপ্নটাকে
ধিরে ধিরে বেড়ে উঠা কিশোরের সন্ধিপথ পেরোবার আগেই
রামেশ দিয়েছিলো ইচ্ছে পূরনের পরশ
তার চলে যাওয়াতে।।
দেশ ভাগ ৪৭, ৫২ পেড়িয়ে ৭১
ফিরলনা রামেশ
কিন্তু আমার জোবন পেড়িয়ে ফিরেছে আরেক ধাপ
ঠিক সাইকেলটার মতো।
২| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩৩
বীণার তার বলেছেন: ভাইয়ু!!!!!!!!!
তোমার কবিতা পড়ে আমি মুগ্ধ!!!!!
তোমায় পালং শাকের জুস বানায়ে খাওয়াবো ভাইয়ুতা!!!!!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৭ রাত ১২:০৪
Imtiaz Arnab বলেছেন: ভাল লেগেছে ভাইয়া।