![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে প্রবেশ করার জন্য ধন্যবাদ যদিও দেখার মত কিছু নেই
কালো বলে অবহেলা করো না
কালোর মাঝে অলো আছে
গান কোকিলের মত গায়তে পারিনা
কন্ঠ মিষ্টি না তাই
কিন্তু গান লেখি যা কোকিল তোমাদের গেয়ে শোনায়।
যে লিখতে জানে তার গাওয়ার কন্ঠ না থাকলেও চলবে।
যে গায়বে তার জন্য সৃস্টিতে ভূমিকা কম কিসে
...।
কাক হয়েও দেশের উপকারে আসি
আর মানুষ হয়ে স্বার্থটাকে গুরুপ্ত দিলা.....
কাক হয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখি
আর মানুষ হয়ে সেই পরিবেশ নষ্ট কর.....
আর
এমনকি আমাদের থাকার যায়গাও
যখন আমারা থাকব না তখন বুঝবে.... কাকের ভূমিকা কতটুকু। কা কা..... কা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১০
খোরশেদ মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে। খুব ভালোলাগা অনুভব করলাম আপনার মন্তব্যে। কবি বা কাব্যর কিছুই না আমি। সামাজিক বয়কটগগুলোকে তুলে ধরারার চেষ্টায় প্রচেষ্টা
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
এ তো দেখছি কাকের অভিমান ! মানুষই এখন সবচেয়ে অপকারী । ভাল লেগেছে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৭
খোরশেদ মাহমুদ বলেছেন: ভালোবাসা ভাইয়া
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
কাক হয়েও দেশের উপকারে আসি
আর মানুষ হয়ে স্বার্থটাকে গুরুপ্ত দিলা..... -যেন সাগরের ঢেউ এসে ধাক্কা দিয়ে গেল চোখে.....
দারুণ লিখেছেন কাব্য,
শুভকামনা রইল কবির জন্য