![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে প্রবেশ করার জন্য ধন্যবাদ যদিও দেখার মত কিছু নেই
মোবাইল কোম্পাপানি গুলি যে গ্রাকদের কাছে কল ডপ রিটান দেয়ার নামে প্রতারনা করছে ইনন্টারনেটে এমবি কেটে নিচ্ছে। আমাদের এই চুরি যাওয়া টাকা গুুলো আমরা চাই না সরকারের প্রতি আকুল আবেদন এই চুরি জাওয়া টাকা উদ্ধার করে রহিঙ্গাদের সাহায্যে ব্যাবহার করুন আপনারই জনগনের টাকা তিলে তিলে চুরি যাচ্ছে কত কষ্টকর রক্ত ঝরাঘামের বিনিময়ের এইটাই কি তার পতিদান আমাদের কি চুরি যেতেই থাকবে আবার অফারের নামে অভি নব কায়দা গলাকাটা গাধার সামনে মুলা ঝুলা, মেলার নামে চলছে ১টাকায় তিন সিম জিবি জিবি বিনামূল্য। কোথায় থাকে এই অফার।জমাকিত এমবির জদি মেয়াদ শেষ হয়ে য়ায এমবি ও গায়েব পরে মেয়াদ বারিয়ে নিলেও লাভ নাই কোটি কোটি মানুষকে হতভম্ভ করে হাওয়া মে উরতাহে
বিঃদ্রঃ ( বানান নিজের ইচ্ছায় ভুল লিখেছি, কেউ বানান রীতি নিয়ে পাণ্ডিত্য দেখাবেন না।)
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২
খোরশেদ মাহমুদ বলেছেন: আমার লেখার চেয়ে আপনার মন্তব্য দামী হয়ে উঠলো আমার কাছে।। ভালোবাসি আপনাকে ভাইয়া
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩২
হাফিজ হুসাইন বলেছেন: বেশ!! বেশ লিখেচেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮
খোরশেদ মাহমুদ বলেছেন: ভালোবাসা ভাইয়া
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জনগনের টাকা লুটে পুটে খাওয়ার জন্য বিশ্ব সিন্ডিকেটের আরেক রূপ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২
খোরশেদ মাহমুদ বলেছেন: তাই বলি কি....
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
প্রশ্নবোধক (?) বলেছেন: বিঃদ্রঃ ( বানান নিজের ইচ্ছায় ভুল লিখেছি, কেউ বানান রীতি নিয়ে পাণ্ডিত্য দেখাবেন না।)[/sb
কিছু মনে করবেন না। বানান কি আসলেই ইচ্ছাকৃত ভুল লিখেছেন নাকি কেউ যেন ভুল বানান গুলোকে ভুল বলতে না পারে তাই শেষের বিঃ দ্রঃ
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭
খোরশেদ মাহমুদ বলেছেন: জি কথাটি আপনি বুঝতে পেড়েছেন ধন্যবাদ। প্রুফ দেখিনা মোবাইলে লিখি তো তাই...... ঝামেলা এড়াতে
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ব্যক্তিগত ধারণা হলো, সমগ্র পৃথিবীতে এই মোবাইল নামক আশ্চর্যজনক জিনিসটা নিয়ে বেশ মাতামাতি/ধোকাবাজি চলছে। বাংলাদেশের কথাতো আপনিই কিছুটা বলে দিলেন। খোদ আমেরিকাতেও চলছে অন্য ধরনের প্রতারণা। ১০০০ ডলারের থেকে শুরু করে মাসে ১০০ ডলার মূল্যের প্ল্যান, সবকিছুতেই একটু বাড়াবাড়ি দেখতে পাচ্ছি। বাংলাদেশের মোবাইল ব্যবস্থাপনা নিয়ে আমার মোটেই ধারনা নেই। তবে গত মার্চে দেশে বেড়াতে গিয়ে যা দেখলাম, তা বেশ শঙ্কাজনক। তরুণ প্রজন্ম সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত। কে কার চেয়ে বেশী দামী ফোন ব্যবহার করে তার একটা নিরব প্রতিযোগীতা চলছে। আমার কাজিনতো বলেই দিলো, "ভাইয়া তুমি এখনো আইফোন ৬ ব্যবহার করো?! এটাতো পুরান হয়ে গেছে! আমেরিকায় থেকে পুরান ফোন ব্যবহার করলেতো মান-সম্মান থাকবেনা!
" আমি বলি সবাই কি আর তোর মতো দামী ফোন ব্যবহার করতে পারে? আমি গরীব মানুষ, পুরোনোটাতেই কাজ চলে যাচ্ছে। হা হা হা
লিখার জন্য ধন্যবাদ।