![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে প্রবেশ করার জন্য ধন্যবাদ যদিও দেখার মত কিছু নেই
খোরশেদ মাহমুদ
মরে পড়ে আছে সাদ ছিলো তাই জন্মাবার আগে
তা না হলে ঈশ্বর চেয়ে ছিলেন অভিমান অনুরাগে
ফানুস উড়ায় ঈশ্বর এখন মানুষ মরে শেষ
খেলেন ঈশ্বর চুপি চুপি নাই তার চিন্তারর লেশ।
নিশ্চয় তিনি পরম দৈর্যশীল দেখছি জেগে ড্রিম
তা না হলে বার্মায় অন্তত মারতেন ছুড়ে ডিম
ঈশ্বর বোধ হয় ঘুমিয়ে গেছে, জাগবে কবে বাপু?
ধ্বংশ খেলায় মুসলিম নিধন, জগত জুরে কাবু।
খেলেন তিনি কিযে খেলা বুঝি না তার মানে
কাকে দিয়ে কাকে মারেন , বাঁচান কাকে প্রাণে
কোন ধর্মটা প্রিয় তার? হিন্দু, মুসলিম, খ্রিষ্টান
ধর্ম নাকি মানব সৃস্ট পাইনা তার কোন প্রমাণ
তারই যদি ধর্ম হতো, তাহলে একি দেশে দেশে
বার্মায় কেনো মরছে মানুষ, রক্তে যাচ্ছে বেশে
যৌনিতে আজ চলে যুদ্ধ বার্ম সেনার ধনে
কোথায় মুসলিম সারা জাহান, বুঝি না তার মানে
বৌদ্ধ আজ শরির মিলায়, শরির পাতে মুসলিমে
যৌন দাসী মুসলিম মা বোন, দেখেন না ক্যান ঈশ্বরে।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০
খোরশেদ মাহমুদ বলেছেন: সে অপেক্ষায় রইলাম। ভালোবাসা আপনার জন্য
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০
সনেট কবি বলেছেন:
খোরশেদ মাহমুদের“ঈশ্বর ঘুমে আছেন’ পোষ্টে মন্তব্য-
ওদের অত্যাচারের সুযোগ না দিলে
ওরা অত্যাচার করে অপরাধ করে
নাকি না করে কিভাবে সেটা বুঝা যাবে?
সে কারণে পরীক্ষক এমন নিরব।
ওরা অত্যাচার যদি না ভোগে তাহলে
ওরা পরীক্ষকে ছেড়ে যায় কিনা সেটা
কিভাবে বুঝা যাবে? সে জন্য নিরব
পরীক্ষক করছেন ঘন্টার অপেক্ষা।
পরীক্ষার হলে দেখে পরীক্ষক খাতা,
এমন আজব কথা শুনিনি কোথাও!
তথাপি মানুষ বলে অত্যাচার দেখে।
ঘন্টা পড়ুক তাহলে দেখবে তখন
অত্যাচারের কারণে অত্যাচারীদের
কি হাল হয় অবাধ্য জীবন যাপনে।