![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে প্রবেশ করার জন্য ধন্যবাদ যদিও দেখার মত কিছু নেই
ধর্ম তাদের আলাদা করলেও। মায়ের মমতা কখনো আলাদা করা যায়না। হিন্দু মায়ের মুসলিম ছেলে তাই মাতৃ টানে মায়ের সাথে দেখা করতে এসে অবেগে অপ্লুত। ছেলের নতুন দিগন্ত উন্মোচিত হলেও মায়ের হাহাকারের কমতি নেই। হাজার হলেও মায়ের মনে একটাই অভিযোগ ধর্মটা দেয়াল হয়ে দাঁড়িয়ে তাদের কুড়ি - একুশ বছরের সম্পর্কে যেনো বাধা হয়ে দাড়ালো।
সেই ধর্মান্তরিত ভাইয়ের প্রতি আমার অনুরোধ তাদের বাবা মা কে যেনো আদবের সাথে দিনের দাওয়াত দিতে পাড়ে। তার ধর্মান্তরিত হওয়া যদি সঠিক হয়ে থাকে, সে যদি সঠিক পথের সন্ধান পেয়ে থাকে, তাহলে তার পরিবারকে যেনো সে সঠিক পথ থেকে বঞ্চিত না করে। সে পথে তাদের ডাকেন । যে ভাবে মুয়াজ্জিন পাচ ওয়াক্ত ডাকেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
খোরশেদ মাহমুদ বলেছেন: কাটলে সাদা হবে নাকি লাল.... সে অশায় তরমুজ কিনা বাদ দিলে চলবে কি.....
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একটা লাইক না দিয়ে গেলে অন্যায় মনে হচ্ছিল আমার....
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০১
খোরশেদ মাহমুদ বলেছেন: কেনো ভাই?
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
কোন ধর্মই মায়ের ইচ্ছার থেকে বড় নয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০২
খোরশেদ মাহমুদ বলেছেন: কাব্যিক বড় উচ্চ মানের কথা বুঝলাম না দাদা
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৭
মলাসইলমুইনা বলেছেন: এবসোলিউটলি বিউটিফুল ! অনেক্ষন তাকিয়ে থাকলাম ফটোটার দিকে | আরো অনেক্ষন |আবারো ...| তবুও ভালো লাগাটা যাচ্ছে না আর !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
খোরশেদ মাহমুদ বলেছেন: খুব অনুপ্রাণিত হলাম নিজের ধর্মের প্রতি
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
বারিধারা বলেছেন: ছেলের বুকের ধুপধুপানি শুনে মায়ের সুখের কান্না। মাকে এরকম সুখ দিতে পেরে ছেলের চোখে মুখে তৃপ্তির হাসি - লাখে একটা পাওয়া যায় এরকম ছবি। ধন্যবাদ!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
খোরশেদ মাহমুদ বলেছেন: ঠিক এমনটাই মনে হয়েছিলো আমার
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
টারজান০০০০৭ বলেছেন: আহ ! নিজ বাবা মা , আত্মীয় স্বজনের জন্য নও মুসলিমের কান্না আমি দেখিয়াছি ! আজ বিধর্মী মায়ের কান্না দেখিলাম ! ইসলামে সদ্ব্যবহারের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন ! আমিন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
খোরশেদ মাহমুদ বলেছেন: আমিন
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২
সেয়ানা পাগল বলেছেন: লম্বা দাঁড়ি থাকলেই যদি মুসলিম হত। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ও মুসলিম এবং রাম ছাগল ও মুসলিম।
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬
কাউয়ার জাত বলেছেন: সেয়ানা পাগল একটা রাম ছাগল।
কারণ পাগল আর ছাগল নাকি একই জিনিস। অবশ্য আমাকে যিনি এই তথ্যটি দিয়েছেন তিনিও সামু ব্লগের এক বিখ্যাত পাগল এ আর ১৫।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
সেয়ানা পাগল বলেছেন: @ কাউয়ার জাত
কউমি মাদ্রাসা থেকেই আপনার মত গর্দভ উৎপন্ন হয়।
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩
কাউয়ার জাত বলেছেন: @ সেয়ানা পাগল,
আর আপনার মত রাম পাঠা উৎপন্ন হয় কোথা থেকে?
গৌ-মাতাকা দেশ থেকে? না রাম রহিমের সাধ্বী ডেরা থেকে?
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩
চাঁদগাজী বলেছেন:
আশাকরি কোন এজেন্সীর হয়ে কাজ করতে গিয়ে মাকে কস্ট দিচ্ছে না।