![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আমরা কেউ জিজ্ঞাস করি না
"দোস্ত ভার্সিটি কি কাল খোলা?"
এখন আর কেউ অনুরধ করি না
"একটা চা খাওয়া"
এখন আমরা ব্যস্ত মানুষ,বাস্তবতায় ল
ড়িতাই আর কেউ জিজ্ঞাস করি না
"কালকে ক্লাসে যাবি?"
আবদার এখন করিনা কেউ
"সিগারেটটা দেনা!"
এখন আমরা কেউ বলিনা
"কালকে হবে দেখা"
এখন আমরা জীবন সৈনিক, প্রতদিনই যুদ্ধ করি
তাই আর কেউ জিজ্ঞাস করি না
"বল কি নাস্তা খাবি?"
দেরী করে ক্লাসে কেউ বলিনা
"স্যার আসবো?"
পরীক্ষার সময় কাউকে বিরক্ত করি না
"তোর পিছেই বসব!"
এখন আমরা অনেক বিকশিত, সব কিছু বুঝি
তাই আর কেউ জিজ্ঞাস করি না
"আমার প্রেসেন্টটা দিবি?"
মুচকি হেসে এখন কেউ বলি না
"দোস্ত ভুলে গেছি"
কাউকে আর আদেশ দেই না
"বাসে সিট রাখিস"
এখন আমরা অন্যের ভিড়ে, দায়িত্ববান মানুষ
হঠাৎ দেখায় তবু আবেগ দিয়ে
"বন্ধু কেমন আছিস?"
২| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:০৫
নীল_সুপ্ত বলেছেন: নস্টালজিয়া !!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ রাত ২:০৫
নীল_সুপ্ত বলেছেন: নস্টালজিয়া !!