নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

এই ফার্মের মুর্গিদের পা ধুয়া পানি খাওয়া উচিৎ জাতীয়তাবাদী ছাত্রদলের

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

সদ্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষার উপর অযাচিত ভ্যাটারোপের বিরূদ্ধে যে আন্দোলন করলো এবং যেভাবে তারা তাদের দাবী আদায় করতে সরকারকে বাধ্য করলো তা সত্যিই প্রশংসার দাবীদার।বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সরকার বিরুধী আন্দোলনে বিগত বছরগুলোতে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনসমূহ যেভাবে ব্যর্থ হয়েছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাত্র চারদিনের আন্দোলন এবং দাবী আদায় নিঃসন্দেহে এক অনন্য এবং অনুকরণীয় দৃষ্টান্ত।
তাদের এই আন্দোলনকে ছাত্রলীগের আক্রমন,হুমকী-ধামকী,এনবিআর এবং সরকারী আমলাদের মিথ্যা প্রলোভন,আশ্বাস,মাল বাবুর কথার ফুলঝুরি-সকাল বিকাল নিত্যনতূন তত্ত্ব-নানাভাবে ব্যহত করার চেষ্টা করা হয়েছিলো।তারপরও ফার্মের মুরগী বলে খ্যাত বাঘের বাচ্চারা দাবী আদায়ে ছিল গ্রানাইট কঠিন অনড় এবং সরকারকে বাধ্য করেছে নতি স্বীকার করতে।যদিও ভ্যাট কেবল মাত্র প্রত্যাহার হয়েছে এবছরের জন্য এবং ইংলিশ মিডিয়ামে পড়ুয়া কোমলমতি শিশুরা এখনো রয়েছে ভ্যাটের আওতায়!!!
তবে সেটা ভিন্ন আলোচনা।আমার এই পোষ্টের বিষয় হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই আন্দোলনে বিস্ময়করভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের নিরবতা এবং নির্লিপ্ততা!!!
আন্দোলনের বিগত চারদিনে কি ঢাকা কি চট্টগ্রাম কোথাও ছাত্রদলের কাউকে(cow) কোনো ভূমিকা রাখতে দেখলামনা।
একদিন স্রেফ আসাদুজ্জামান রিপন ভাইকে দেখলাম প্রেস ব্রিফিং করে তাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করতে আরেকদিন দেখলাম অবঃ ব্রিগঃ হান্নান শাহকে ছাত্রছাত্রীদের আন্দোলনের পক্ষে কথা বলতে।
ব্যাস এই!!!
এই কি রাজপথের একটি দলের ভূমিকা?এই কি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির নমূনা?
নিজের ছাত্ররাজনীতির অভিজ্ঞতা থেকে বলছি এই একটি ইস্যু নিয়ে ছাত্রদল পারত রাজনীতির মাঠ গরম করতে।
তারা ক্লাশ বর্জন করতে পারতো
সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনির্দিষ্টকালের অবরোধ ডাকতে পারতো
হরতাল ডাকতে পারতো
সংবাদ সম্মেলন করতে পারতো
প্রতিকী অনশন করতে পারতো
মানব বন্ধন করতে পারতো
নিদেন পক্ষে অন্তত একটা মিছিল করতে পারতো
কিন্তু কোথাও কেউ নেই!!!

মনে পড়ে ছাত্রদের দাবী আদায়ের জন্য শিক্ষামন্ত্রী কি বি চৌধূরী,কি জমিরউদ্দিন সরকার,কি এহসানুল হক মিলন কি শেখ হাসিনার সাদেক সাহেব,অতীতে এই জাতীয়তাবাদী ছাত্রদল কাউকেই ছাড় দেয়নি।আর আজকের ছাত্রদল আন্দোলন দূরে থাক একটা মিছিল করারও যোগ্যতা রাখেনা!!!পারে শুধু কমিটিতে পোষ্ট না পেলে নিজেদের পার্টি অফিস ভাংচুর করতে।
ছিঃ
লজ্জায় মাথা নুইয়ে যায় কোনোকালে ছাত্রদল করেছি ভেবে।
এখন যদি বিরুধীরা বলে বিএনপি নেত্রী শুধুমাত্র বাড়ী আর পুত্রের মামলার বিরুদ্ধেই হরতাল ডাকেন,
আর বাধা দেবনা,কোনো কথাই বলবোনা,এই মুখে কুলুপ আটলাম,স্পিকটি নট।
ছাত্রদলের অথর্বদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পা ধুয়া পানি খাওয়া উচিৎ।আর বিএনপির উচিৎ শেখা কিভাবে আন্দোলন করে দাবী আদায় করতে হয়।
ছাত্রদলের হাইব্রিড গর্ধবদের বলছি,প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আর ফার্মের মুরগি বলোনা।বরং তারা যেনো তোমাদের দুয়ো দিতে না পারে তাই তাদের ছায়া এড়িয়ে লুকিয়ে গা বাঁচিয়ে শাড়ী চুড়ী পরে চলাফেরা করো।কারন সুইসাইড-তো তোমরা করতে পারবেনা।সে আত্মমর্যাদা বোধ এবং সাহস তোমাদের নেই।
প্রিয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাইবোনেরা,অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জানাই প্রাণঢালা অভিনন্দন।তোমরা আমাদের অহংকার।আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি।এগিয়ে যাও বাঘের বাচ্চারা।স্বপ্ন দেখ,স্বপ্ন দেখাও,বিজয় ছিনিয়ে নিয়ে আস।
আর প্লিজ প্লিজ ছাত্রদলের মতন অথর্ব আর দূষিত হয়োনা।শিক্ষাজীবন ধ্বংস করোনা।
হৃদয়ের সমস্ত শুভকামনা তোমাদের জন্য।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া শিরোনাম পড়ে হাসছি! :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ.......সিরিয়াস পোষ্টে তোমার হাসি পেলো আপুন্টিস!!!
লেখার কতো ধার গো মাইরি
লাজে,দুঃখে এই নিলুম ফাঁস =p~

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

প্রামানিক বলেছেন: আর প্লিজ প্লিজ ছাত্রদলের মতন অথর্ব আর দূষিত হয়োনা।শিক্ষাজীবন ধ্বংস করোনা।
হৃদয়ের সমস্ত শুভকামনা তোমাদের জন্য।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এরাই জাতির ভবিষ্যত
হৃদয়ের সমস্ত শুভকামনা তাদের জন্য

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

রাখালছেলে বলেছেন: বাড়ি হাতছাড়া হলে যিনি কেদে প্রেসবক্স ভিজিয়ে ফেলেন তারও কোন চেহারা দেখলাম না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খোঁচাটা হাতূরীর বারির মতনই লাগলো গো মশাই
কিন্তু আগেই বলেছি মুখে এঁটেছি কুলুপ
তাই এক শিশি হজমোলা দিয়ে হজম করলুম

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

কাউফি বলেছেন: হুমমম এই বুঝলেন এতদিন এ ... ? লুল..

ভ্যাট এর মূলা দেখাইয়া গ্যাস বিদুৎ যানবাহন ভাড়া চিকনে বারাইয়া দিল। এইটাই ছিল মাষ্টার প্লান..

এই দেশের জন্য আওয়ামীলীগ বেষ্ট .. জয় বাংলা...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভ্যাট এর মূলা দেখাইয়া গ্যাস বিদ্যুৎ যানবাহন ভাড়া চিকনে বারাইয়া দিল। এইটাই ছিল মাষ্টার প্লান......
আই ডোন্ট থিংক সো,
আওয়ামী গোয়ার্তোমি যতোটা চিনি, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনগন যেভাবে প্রায় নিরবেই হজম করলো তারা কল্পনাও করেনি প্রাবি ছাত্রছাত্রীরা এইভাবে একটা আন্দোলন দাঁড়া করাতে সক্ষম হবে।ব্যর্থ করার মাল মশলা কিন্তু কম ছিলোনা।কিন্তু যেভাবে ছেলেমেয়েরা তাদের দাবী আদায়ে অনঢ় ছিলো তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।হ্যাটস্‌ অফ।
তবে এই ব্যাপারে ১০০% একমত,
এই দেশের জন্য আওয়ামীলীগ বেষ্ট .. জয় বাংলা...
হেগো লীলা বুঝার আক্কেল অইতে বিএনপির অহনো বহুত দেরী

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

আমি আবুলের বাপ বলেছেন: ছাত্রদল আন্দোলনে না জড়ানোর কারনেই সফল হইছে।ওরা আন্দোলনে জড়ালে এতক্ষনে ওদের দশটা নেতার সাথে ৫০টা সাধারন ছাত্র রিমান্ডে থাকত।সরকার এই আন্দোলনকে সরকার বিরধী আন্দোলন হিসাবে কঠোর হাতে দমন করত।হয়তোবা দুই চারটা লাশ পরত পুলিশ এবং ছাত্রলীগের হাতে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছাত্রদল আন্দোলনে না জড়ানোর কারনেই সফল হইছে।ওরা আন্দোলনে জড়ালে এতক্ষনে ওদের দশটা নেতার সাথে ৫০টা সাধারন ছাত্র রিমান্ডে থাকত।সরকার এই আন্দোলনকে সরকার বিরধী আন্দোলন হিসাবে কঠোর হাতে দমন করত।হয়তোবা দুই চারটা লাশ পরত পুলিশ এবং ছাত্রলীগের হাতে।
আজকের ছাত্রদলের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য।
কিন্তু এ যদি ৮০/৯০ দশকের ছাত্রদল হতো তবে দুদিনেই দাবী আদায় হতো।
ভুলে যাবেন্না শুধুমাত্র ছাত্রদলের নৈতিক সমর্থনের কারনে ৯২এ বি চৌধূরীর মতন হাই প্রোফাইল নেতাও শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এটা তো কোন রাজনৈতিক কর্মসূচি ছিলোনা । সরকারও অনেকটা নমনীয় ছিলো । এখানে ছাত্রদল জড়িত হলে পুলিশ নিষ্ঠুরভাবে ঝাঁপিয়ে পড়তো । অার তাদের দাবিও পূরণ হতো না ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এটা তো কোন রাজনৈতিক কর্মসূচি ছিলোনা । সরকারও অনেকটা নমনীয় ছিলো । এখানে ছাত্রদল জড়িত হলে পুলিশ নিষ্ঠুরভাবে ঝাঁপিয়ে পড়তো । অার তাদের দাবিও পূরণ হতো না ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সরকার নমণীয় নয় মূলত হয়ে পড়েছিল দ্বিধাগ্রস্ত।প্রাবি ছেলেমেয়েরা যে এইভাবে একটি আন্দোলন দাঁড় করিয়ে ফেলবে তা তারা কল্পনাও করেনি।শিক্ষা নিয়ে এতো বড় একটি ইস্যু আর ছাত্রসংগঠন নামধারী এতো বৃহৎ একটি দল জড়াবেনা এটা কেমন কথা?
তাহলে আর ছাত্ররাজনীতির রইলটা কি?ছাত্র আন্দোলনের দাবী আদায়ের হাজার হাজার কৌশল এবং পথ রয়েছে,যত্ত বড় স্বৈরাচারীই হোকনা কেনো দাবী মানতে বাধ্য।দরকার কেবল মাত্র সৎ সাহস আর দেশপ্রেম।
পুলিশতো তাদের উপড়ও ঝাঁপিয়ে পড়েছিলো প্রথম দিন।সরকার নমণীয় ছিল বললে তাদের আন্দোলনকে খাটো করা হয়।৪দিন তারা পুরো ঢাকাকে অচল করে রেখেছিল।আর তাদের সবচেয়ে বড় শক্তি ছিলো প্রিন্ট,ইলেকট্রনিক,অনলাইন আর সোশ্যাল মিডিয়া।এবং তারা এর প্রয়োগও করেছে যথাযথভাবে।
অবশ্যই এটা ছাত্রআন্দোলনের অনেক বড় অর্জন এবং নিঃসন্দেহে একটি নতুন মাত্রা।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২

রাফা বলেছেন: কেনো আপনার প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদে ফার্মের মুরগি মনে হলো।পক্ষান্তরে পোষ্টের বিষয় ভালো হলেও -আপনি তাদেরকে অপমান করছেন এই পোষ্টের মাধ্যমে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আধা পাঠে সংশয়
পুরো পাঠে হবে ক্ষয়
বারবার বলেছি প্রাবির জয়

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১১

রাফা বলেছেন: ব্যাপারটা এমন হয়ে গেলোনা.....কুকুরকে কুত্তা বলিওনা ।তাহোলে মাইন্ড করতে পারে।আমি পুরোটা পড়েছি বলেই বললাম।
শিরোনামেই আপত্তি করবে যে কোন প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ের ছাত্র।

আমিওতো তাই বললাম- প্রশংসা করতে গিয়ে গালি দিলে সেটাও জায়েজ কিনা আমার জানা নেই।

আমি আপনার বিষয়ের সাথে পুরো একমত,কিন্তু সম্ভোদন আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে।

ধন্যবাদ,আপনাকে বুঝাতে পারি নাই ।সেটা আমার ব্যার্থতা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
"ছাত্রদলের হাইব্রিড গর্ধবদের বলছি,প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আর ফার্মের মুরগি বলোনা।বরং তারা যেনো তোমাদের দুয়ো দিতে না পারে তাই তাদের ছায়া এড়িয়ে লুকিয়ে গা বাঁচিয়ে শাড়ী চুড়ী পরে চলাফেরা করো।কারন সুইসাইড-তো তোমরা করতে পারবেনা।সে আত্মমর্যাদা বোধ এবং সাহস তোমাদের নেই।''
ভাইরে ঈমানসে কই সারাজীবন কলেজ/ভার্সিটি লাইফে প্রাবিদের এই বলেছি।কিন্তু ভুল ভেংগেছে।আমার ভেংগেছে,এবার অন্যদের ভাংগানোর আন্দোলনে আছি........ :)
তাইতো বলেছি,''তোমরা আমাদের অহংকার।আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি।এগিয়ে যাও বাঘের বাচ্চারা।স্বপ্ন দেখ,স্বপ্ন দেখাও,বিজয় ছিনিয়ে নিয়ে আস।''
ভাই বাঘের বাচ্চা বলে কাফ্‌ফারা দিলাম,এবার তো একটু হাসুন
লক্ষী সোনা,চাঁদের কণা

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩২

রাফা বলেছেন: আপনিও হেসে নেন আমার সাথে-https://www.youtube.com/watch?v=dnc0F50__cc :-B

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুপার লাইক দিলাম
রাফামনি হেসেছে
ব্লগ মোর জেগেছে

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫১

উড়োজাহাজ বলেছেন: ছাত্রদল করে খুব দাগা পেয়েছেন বোধ হয়!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা
দাগা বলে দাগা!!!
পুরো লাইফটাই জীবন হয়ে গেলো
ঢিল মারি রাজনীতির টিনের চালে.........
কেমন চলছে বন্ধুবর?কাল অনেকবার ভেবেছি কল দেবো,কেনো যেনো দেয়া হলোনা।
আজ হতে পারে সেই ভয়ংকর দিন....... :P

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

উড়োজাহাজ বলেছেন: এত কিছুর পরেও কিন্তু আপনার চরিত্রের নির্মল আনন্দটুকু যায় নি।সেটা আপনার কমেন্ট পড়লেই মনে হয়।
ফোন দেবেন? হায় হায়!! আমিতো ভয় পাইতাছি।
নাম্বার কোনটা দিসিলাম মনে নাই। জিপি দিয়ে থাকলে ওটাতে কল দিয়েন। আর বাংলালিংক হলে ওটাতে পাবেন না। ওটা এখন মডেমে ঢুকানো। দরকার হলে এফবিতে এসে নক করবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দরকার হলে এফবিতে এসে নক করবেন।
প্রয়োজনে এফবিআই দিয়ে হলেও আজ উড়োজাহাজ আমার চাই
ককপিটে বসে দেখতে চাই কে চালায়.....লাদেন?ওবামা?মোদী?ক্রিকেটার .....আলী খান?
নাকী বন্ধুবর? :P

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই মনে হয় স্বপ্নে হজমোলা খাইয়া পেটের গ্যাস কমাইতেছেন!!

আচ্ছা আপনাকে ওপেন চ্যালেঞ্জ- আপনারাতো তৃপ্তির ঢেকুর তুলতেছেন বিরাট জয় করে ফেলেছেন ! যেকানে ছাত্রদল কিছুনা বব্লা ব্লা.. অক্কে...

আপনারা নিশ্চয় দেশ প্রেমিক!
আপনারা নিশ্চয়ই আমজনতার কষ্ট লাগবে ভাবেন।
দেশের চলমান যে কোন সকটের একটা নিয়া মাঠে নামেনতো দেখি!!!!!!!!!!!!!!!!!!!

ভোটের কথা বাদই দেন! অনির্বাচিত স্বৈরাচারতো মূখেও আনতে পারবেন না!
একেবারে সাধারন নাগরিক দুর্ভোগ নিয়ে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েই একটু নামুনতো দেখি!

আনু স্যারকে যখন পিটিয়ে রাস্তায় ফেলে দেয়- তখন বোঝা যায় আন্দোলন কোনটি!

বাবুরা যখন বাবা-মার দেখাদেখি চেয়ারে বসে চোখে চশমা এটে পেপার পড়ে বা কোন কাজের আদেশ দেয়- তখন সবাই দৌড়েই তা করে খুশি হয়!
কিন্তু বাস্তবে মাঠে নামলে বোঝা যায় কত গুমে কত খুনে আর কত নির্যাতনে পিছু হটতে হয়!

তো রইল ওপেন চ্যালেঞ্জ- সরকারের আতে লাগে এরকম সামান্য ইস্যু নিয়ে একটু নড়েচড়েই দেখান।

আপনাদের স্মৃতি দুর্বল না হলে মনে করিয়ে দিই- এই শাহবাগ কিন্তু সরকারেরই ফসল! আবার এই সরকারের পুলিশই কিন্তু শাহবাগীদের জল কামান আর লাঠিপেটা করে মাঠ খালি করেছে! সবই স্বার্থ আর ক্ষমতার দ্বন্ধ।

মৌাচকে কাঠি লাগীয়ে মধু খাওয়া সোজা
একটা চাক ভেঙ্গে দেখুন দেখি!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাই মনে হয় স্বপ্নে হজমোলা খাইয়............
হা হা হা,ভালোই বলেছেন
ভোটের কথা বাদই দেন! অনির্বাচিত স্বৈরাচারতো মূখেও আনতে পারবেন না!
একেবারে সাধারন নাগরিক দুর্ভোগ নিয়ে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েই একটু নামুনতো দেখি!
তাই তো বলছি.....বাবা
আফসোস এখানেই,আজকাল লোকজন দেশপ্রেম নিয়ে কথা বলে!!!ছাত্রদলকে দেয় ওপেন চ্যালেঞ্জ!!!
এ লজ্জা কোথায় রাখি???
আনু স্যার আমারো খুব প্রিয় একজন মানুষ।স্যারের কথা যখন বললেন ধরে নিচ্ছি বাম সংগঠনের সংগে জড়িত আছেন।
আনু স্যার,রতনদা,প্রিন্সদা কে জিজ্ঞেস করবেন রাজপথের আন্দোলনে এই ছাত্রদল কি চিজ?(ছিল এবং এখন হতে পারতো)
পুলিশের পিটানোর কথা বলছেন?শরীরের দাগ গুনে শেষ করতে পারবেন্না।কারাগারে নিজের লাগানো গাছে এখন ফল ধরে।আমদানী সেলের প্রতিটা পিলারে নিজের নাম লিখা আছে।
''শাহবাগী'' কথাটায় তীব্র আপত্তি আছে।শৈশব,কৈশর,তারুণ্য,যৌবন সঅঅঅব পার করলাম শাহবাগের পিচে মিছিল করে,মার খেয়ে অজ্ঞান হয়ে,রক্তাক্ত হয়ে আর টেংরা টেংরি পোলাপান পুলিশী প্রহরায় দুইদিন পিকনিক পিকনিক খেলে শাহবাগরে বানাইছে পৈত্রিক সম্পত্তি!!!
আন্দোলন কি চাংখারপুলের বিরানী না নীলখেতের তেহারী???

মৌাচকে কাঠি লাগিয়ে মধু খাওয়া সোজা
একটা চাক ভেঙ্গে দেখুন দেখি!............চমৎকার বলেছেন
আপনার স্পিরিটকে শ্রদ্ধা করি......ধরে রাখবেন প্লিজ
আন্দোলনের বয়স নেই,সংগ্রামের শেষ নেই
শুধু জানবেন,আমি এক আমৃত্যূ যোদ্ধা
শুভ কামনা,
পাঠে কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.