নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
উৎসর্গঃ শহীদুল ইসলাম প্রামানিক ও আরণ্যক রাখাল।
স্বপ্ন দেখেন চাচামিঞা
পঁচিশ বছর হলো,
বসবো আবার ঐ চেয়ারে
এই বুঝি দিন এলো।
বুবুজানও স্বপ্ন দেখেন
চেয়ারটা মোর বাবার,
বলবি কথা বেঁফাস কে কে
ক'টা ধর ক'টা ঘাড়???
ম্যাডাম আজো স্বপ্ন দেখেন
বুবুর সুমতির,
মধ্যবর্তী নির্বাচনে
সাজবে খোকা বীর।
ইনুও দেখে,মিনুও দেখে
বাদ রয়না কেউ,
কাউকে করে মিউ মিউ
কাউকে আবার ঘেউ।
আমরা দেখি দুঃস্বপ্ন
শইল্লে উঠে কাঁপ,
সব শালারা ঠাডায় মরুক
নিত্য অভিশাপ।
আরণ্যক রাখাল এর প্রতিঃ
প্রামানিকদার ছড়া পড়ে
হাউস জাগিলো মনে,
আমিও হবো ছড়াকার
ছন্দ গুণে গুণে;
লিখতে বসে পেলাম গো টের
এ নহে মোর কাম,
পাঠক হেসেই কুটি কুটি
থামরে গাধা থাম;
কে বলেরে এই দুনিয়ায়
ভালা মানুষ নাই,
আরণ্যক রাখাল দাদা
যেনো আপনা ভাই;
দোষ ত্রুটি সব ক্ষমা করে
দিলেন আমায় তালি,
হায় লাজে মরি আমি
গাল হলো মোর লালি..........
প্রামানিকের ''মজার স্বপ্ন!''
মজার স্বপ্ন!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা
ধণ্যবাদ সুমনদা
ভালো অপচেষ্টা এবং দুঃসাহস......দুটোই
আপাতত প্রামানিকদার ভয়ে আন্ডারগ্রাউন্ডে আছি
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২
প্রামানিক বলেছেন: একে বারে ফাটাফাটি ছড়া। ধন্যবাদ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার পোষ্টে কমেন্ট করতে গিয়ে,আপনার ভাষায় ছড়া মন্তব্য,যেই ''মন্তব্য প্রকাশ করুন'' বাটনে প্রেস করবো অমনি মাথায় শয়তানিটা চাপলো।কমেন্ট না করে পোষ্ট করলে কেমন হয়?পাঠকের ঢিল,জুতা,ডান্ডার শংকাকে পুরোপুরি উপেক্ষা করে দিলাম পোষ্ট।
ওমা একি?
এখন দেখি
বুক কাঁপে দুরু দুরু
ভয়ে আমি জড়োসড়ো।
ভালো কথা,ফাটাফাটি ছড়া বলিয়া আমায় ফাটাইয়া ছিড়িয়া ফেলিবার প্লান নয়তো?
ধৃষ্টতা ক্ষমো দাদা
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪
জেন রসি বলেছেন: আমরা দেখি দুঃস্বপ্ন
শইল্লে উঠে কাঁপ,
সব শালারা ঠাডায় মরুক
নিত্য অভিশাপ।
হা হা হা
চমৎকার হইছে ভাই।
আসলেই ঠাডাগুলো সব ভুল জায়গায় পড়ে!!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ যে দেখি কবি বস্!!!
হার্টবিট দুটো লস
ওরে মারে বাপরে
ভয়ে আমি কুঁকরে।
ঠাডা নাকি পড়ে ভুল?
ভয়ে খাড়া সব চুল,
রসি বস্ যেই এলো
ঠাডা ঠিক পড়লো।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
প্রামানিক বলেছেন: ছড়ার উপর ছড়া লেখা হয়েছে। নিচে লিংক দেয়া হলো
পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিলাম চাল
এইবার আপনার দান গুরু
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১০
মিমমা সুলতানা মিতা বলেছেন: রসের কবিতা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাঠে রস জমলো আরো
কৃতজ্ঞতা
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে । চেষ্ঠা চালিয়ে যান ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধণ্যবাদ
প্রীত হইলাম
ঈষৎ লালও হইলাম
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
কামরুন নাহার বীথি বলেছেন: বুবুজানও স্বপ্ন দেখেন
চেয়ারটা মোর বাবার,
বলবি কথা বেঁফাস কে কে
ক'টা ধর ক'টা ঘাড়???
ম্যাডাম আজো স্বপ্ন দেখেন
বুবুর সুমতির,
মধ্যবর্তী নির্বাচনে
সাজবে খোকা বীর। --------
সাব্বাস!!! এটাই খাটি বাঙালির স্বপ্ন!!!
এই স্বপ্ন না দেখলে আমার টিয়া পাখি বলবে, "তুই রাজাকার!!!! "
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্বপ্ন দেখে টিয়া পাখি
গাদা গাদা গাঁদার
বীথি আপুর বাগান লুটে
একদিনেতেই সাবাড়......
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর লেখা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুন্দর মনের মানুষ বলেই লেখাটি সুন্দর লাগলো,
সুন্দর মন্তব্যের জন্য ধণ্যবাদ।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
আমিও
কি করি আজ ভেবে না পাই , কার পোষ্টে যে যাই .....
ছড়ার লড়াই উঠছে জমে , চলুক আরো ভাই
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মূল ছড়াটি ভুলেই গেছি
টানছি সবাই রাবার,
ছন্দটানে ঐকতানে
আমরা ছড়ার লাভার।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিকের পাল্টাপাল্টি “মজার স্বপ্ন” লেজাংশ
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০
সুমন কর বলেছেন: ভালো প্রচেষ্টা।