নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
উৎসর্গঃ শহীদুল ইসলাম প্রামানিক,শায়মা,জেন রসি ও সুমন কর
প্রামানিকঃ
''মজার স্বপ্ন পড়ার পরে
ব্লগার এক ভাই
অনেক স্বপ্নের ভাব লিখেছে
তুলনা তার নাই।
“কি করি আজ ভেবে না পাই”
বড়ই তিনি গুণি
তার স্বপ্নটা কেমন স্বপ্ন
তার মুখেতেই শুনি।''
সবিনয় নিবেদনঃ
স্বপ্ন দেখি দিবানিশি
স্বপ্ন ভালোবাসি,
স্বপ্নে করি বসবাস
স্বপ্ন জালেই ফাসি।
স্বপ্ন দেখি মাতৃভূমি
সুখী সোনার দেশ,
নেইকো কোথা হানাহানি
নেইকো মোটে ক্লেশ।
স্বপ্ন দেখি রিক্সা চড়ে
ঘুরবো শহর ঢাকা,
ঈদের মতোন সারা বছর
থাকবে আহা ফাঁকা।
স্বপ্ন দেখি মা-বোন আমার
পুরোই নিরাপদ,
না প্রতিবাদ,না মিছিলে
পুলিশ-গুলি-বধ।
স্বপ্ন দেখি ফুটপাথে আর
নেইকো জীর্ণ টোকাই,
বাচ্চারা সব খেলছে মাঠে
এর বেশী আর কি চাই।
স্বপ্ন দেখি বিশ্বকাপে
কাপ জিতেছি মোরা,
ক্রিকেট,হকি,ফুটবলেতে
নতূন রেকর্ড গড়া।
এমনিতর এলেবেলে
হাজারো স্বপ্ন দেখি,
একি সুরে,একি স্বরে
জয়বাংলা,জিন্দাবাদ ডাকি।
এই হলো মোর ছন্নছাড়া
স্বপ্ন দেখার বাতিক,
এবার বলো তোমার স্বপ্ন
ভাইয়া ব্লগার প্রামানিক?
পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”
প্রামানিকের ''মজার স্বপ্ন!'' এর বাকী অংশ
মজার স্বপ্ন!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট করেছি স্বপ্ন নিয়ে
স্বপ্ন দেখি কি কি?
পরীর রাণী বললো এসে
আমারটাও শুনবে কি?
বলবো আমি আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাকো,
এটা কোনো প্রশ্ন হলো?
আর দেরী করো নাকো।
তাকিয়ে দেখো উৎসর্গ-তে
তোমার নামটি লেখা,
করবে কতো দেরী বাপু
বড্ড তুমি ন্যাকা.........
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
শায়মা বলেছেন: ঐ আমার নাম কই লিখছিস মিথ্যাবাদী ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
দেখছি আমি তিনভাইয়ার নামটা লেখা আছে
এক আপুরও নামটাও নেই গন্ধও নেই পাশে
মিছাকথা বলে ভুলাও খবর আছে তোমার
যাও এইবার তোমার সাথে আড়ি হলো আমার
কাঠবিড়ালী আনছি আমি পেয়ারা মারবে ছুড়ে
তখন তোমার স্বপ্ন দেখা যাবে অনেক দূরে!!!!!!!!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মারলে মিছে ঝাড়ি
ভালো করে দেখেই তবে দিয়ো আমায় আড়ি,
তোমার সনে মিথ্যে বলা,সে যে না মুমকিন
পেয়ারা ছুড়ো যত খুশী,খাবো সারাদিন।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০১
প্রামানিক বলেছেন: এখন একটু ব্যস্ত আছি
জবাব হবে পরে
কাজে কর্মে রাস্তা-ঘাটে
নাই তো আমি ঘরে।
শায়মা বোনের অভিযোগটা
মাথায় তুলে নিব
সামনের ছড়ায় তার নামটা
ছড়ায় লিখে দিব।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাস্তাঘাটে কিসের কাম
ফাঁপর মারো খালি
রাস্তা হলো হাঁটার জন্য
ব্যস্ত অলিগলি।
শায়মাপুর পক্ষ নিলে
আমিই হলুম পর
পরীর রাণী মাথার উপর
হুহ,,,প্রজাই দেবে কর।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০২
শায়মা বলেছেন: একটু আগে এদিক ওদিক খুঁজলাম আতি পাতি
নামটা না তো, ছিলো সেথায় ইয়াব্বড় এক হাতী
কিন্তু
তোমার আমার মত বুদ্ধি অনেক অতি
দরকার হলেই যেদিন পানি সেদিক ধরো ছাতি .......
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চশমা তোমার ক্ষয়ে গেছে
দৃষ্টি আঁটোসাটো
তাই দিচ্ছ আমায় গালি শুধু
করছ কতো ছোট।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনার স্বপ্ন পূরণ হোক । শুভকামনা রইলো ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ আমাদের আজব ভূমি,দুই ললনার বঙ্গ
স্বপ্ন দেখ যতই তুমি,হবেই হবে ভঙ্গ
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৭
শায়মা বলেছেন: প্রামানিক বলেছেন: এখন একটু ব্যস্ত আছি
জবাব হবে পরে
কাজে কর্মে রাস্তা-ঘাটে
নাই তো আমি ঘরে।
শায়মা বোনের অভিযোগটা
মাথায় তুলে নিব
সামনের ছড়ায় তার নামটা
ছড়ায় লিখে দিব।
আমি হইলাম এই দুনিয়ার বিরাট ছড়াকার
আর আমার নাম লেখোনি তুমি ( ও মাই গড রাগে ছন্দই খুঁজে পাচ্ছি না )
এবার থেকে আমায় ছাড়া লেখো যদি ছড়া
তোমার বাড়ি পাঠিয়ে দেবো ইটের যত বড়া
পাটকেলেতে সেমাই রেঁধে ভরে মুড়ির টিনে
তোমার বাড়ি পাঠিয়ে দেবো এবার ঈদের দিনে।
কিন্তু যদি আর কখনও ভুলটা নাহি করো
তুমি আমার কলিজা ভাইয়া আল্লাদেতে মরো!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এত্ত বড় সাহস তোমার
আপুর সনে রংবাজি!!!
ঈদে এবার খাচ্ছ শিউর
রুটির সাথে ব্যাংভাজি
আপু হলো এই দুনিয়ার
বিরাট ছড়াকার
আমি হলুম আপুর পিএস
বলবো কিবা আর
ছড়াপনা যতই কর
নামটি তাহার দেবেই জুড়ে
রাগবে আপু বেজায় ভীষন
যদি না নাও আমারে...........ও
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
মিমমা সুলতানা মিতা বলেছেন: আমি হইলাম এই দুনিয়ার বিরাট ছড়াকার
আর আমার নাম লেখোনি তুমি পাবেনাকো পার
এবার থেকে আমায় ছাড়া লেখো যদি ছড়া
তোমার বাড়ি পাঠিয়ে দেবো ইটের যত বড়া
পাটকেলেতে সেমাই রেঁধে ভরে মুড়ির টিনে
তোমার বাড়ি পাঠিয়ে দেবো এবার ঈদের দিনে।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
মিমমা সুলতানা মিতা বলেছেন: সাইমা আপু আপনার ছন্দটা মিলিয়ে দিলাম
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
মিমমা সুলতানা মিতা বলেছেন: সাইমা আপু আপনার ছন্দটা মিলিয়ে দিলাম
আমি হইলাম এই দুনিয়ার বিরাট ছড়াকার
আর আমার নাম লেখোনি তুমি পাবেনাকো পার
এবার থেকে আমায় ছাড়া লেখো যদি ছড়া
তোমার বাড়ি পাঠিয়ে দেবো ইটের যত বড়া
পাটকেলেতে সেমাই রেঁধে ভরে মুড়ির টিনে
তোমার বাড়ি পাঠিয়ে দেবো এবার ঈদের দিনে।
আমি হইলাম এই দুনিয়ার বিরাট ছড়াকার
আর আমার নাম লেখোনি তুমি পাবেনাকো পার
এবার থেকে আমায় ছাড়া লেখো যদি ছড়া
তোমার বাড়ি পাঠিয়ে দেবো ইটের যত বড়া
পাটকেলেতে সেমাই রেঁধে ভরে মুড়ির টিনে
তোমার বাড়ি পাঠিয়ে দেবো এবার ঈদের দিনে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ,,,বেশ বলেছো বাছা
ছন্দ তোমার খাসা
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!!!!!!!!!!!!
এই তো আমার মিমমা আপু লক্ষী সোনার কাঁকন
ঠিক এসেছেন তখন আমি আটকে গেছি যখন!
এই না হলে যাদুমনি সোনার আপু হয়!!!!!!!!!!
এই কারনেই মিমকে আমি দেখাবোনা ভয়!!!!!!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুই নারী জোট বেঁধেছে
খাচ্ছে চিকেন শর্মা,
স্যুপ খায় শায়মাপু
ফ্রেঞ্চ ফ্রাই মিমমা।
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
আমি মিন্টু বলেছেন:
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বড্ড কিউট হাসি
বড়ই ভালোবাসি
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
শায়মা বলেছেন: লেখক বলেছেন: এত্ত বড় সাহস তোমার
আপুর সনে রংবাজি!!!
ঈদে এবার খাচ্ছ শিউর
রুটির সাথে ব্যাংভাজি
আপু হলো এই দুনিয়ার
বিরাট ছড়াকার
আমি হলুম আপুর পিএস
বলবো কিবা আর
ছড়াপনা যতই কর
নামটি তাহার দেবেই জুড়ে
রাগবে আপু বেজায় ভীষন
যদি না নাও আমারে...........ও
গুড গুড গুড ব্যাঙের ভাজি সেটা তুমিই রেঁধো
ভালো করে ব্যাঙ বাবাজীর ঠ্যাংগুলো সব বেঁধো
নইলে ছুটে লম্ফ দিয়ে উঠেই যদি পড়ে
ওরেব্বাবা ছড়া ছেড়ে যাবোই কিন্তু মরে
তখন তুমি কোথায় পাবে আমাকে ভাইয়া পি এস
ভুত হয়ে আসবো কিন্তু করতে তোমার জীবন শেষ!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্যাঙের ভাজি করবো আমি
পাগল হলে তুমি!!!
হেথায় আছে ভূবন সেরা
শেফ যে নামি দামি।
আমরা সবাই আদর করে
ডাকি শায়মাপুন্টিস
রান্না তোমার ভারী মজার
ব্যাঙের ফ্রায়েড ডিশ।
ডিশ দেখে লোল পড়ছে ঝরে
প্রামানিকের গালে,
খেয়ে বলে ওরেব্বাবাহ
যায়না চাখা ঝালে।
বল্লে তুমি পাগল নাকি
কোথায় পেলে ঝাল,
নিজের মুখে টেষ্ট করেছি
কুক করেছি কাল।
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
সাহসী সন্তান বলেছেন: চমৎকার ছড়া! উৎস্বর্গ কৃত মানৃষ গুলোও অনেক ভাল। তবে মাঝখানে কিসের জানি একটা গন্ধ পাচ্ছি!
এই মাত্র গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম যে, আপনার কবিতার উপরে নাকি জবরদস্তি মূলক ভাবে উৎস্বর্গ কৃত মানুষদের মধ্যে একজনের নাম বসানো হয়েছে। ভাই বিষয়টা কি সত্যি? আপনি কোন ভয় পাবেন না, সত্যি হলে নির্দ্বিধায় বলবেন? আমি আমার মাইরালা চ্যানেলের মাধ্যমে বিষয়টি জাতির সামনে তুলে ধরতে চাই!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলবো কিবা দুঃখের কাহন
আমি গাধা আপুর বাহন,
মুখ খুলে ভাই মরবো নাকি
করবে আমায় চাকি চাকি।
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২২
শায়মা বলেছেন: সাহসী সন্তান !!!!!!!!!!!!!!!!!!!!!!
তোমার চ্যানেল অফিসে বোম্ব ব্লাস্ট হবে!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাম চ্যানেলের মাইরালা
আপুর নামে বোম ফালা
১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
সাহসী সন্তান বলেছেন: শায়মা বলেছেন: সাহসী সন্তান !!!!!!!!!!!!!!!!!!!!!!
তোমার চ্যানেল অফিসে বোম্ব ব্লাস্ট হবে!
-দেখেন আপা, আপনি কিন্তু অযথাই আমার উপর ক্ষেপছেন? আমি কিন্তু কারো নাম উচ্চারন করে কিছু বলি নাই! সুতরাং আপনার রাগার তো কোন কারন দেখছি না? ও তাইলে আপনিই কি সেই ব্যক্তি, যে লেখককে হুমকি দিয়ে তার লেখার মধ্যে আপনার নাম ঢুকিয়ে নিয়েছেন।
দর্শক এই মূহুর্ত্বে আমরা দাড়িয়ে আছি সেই স্থানে যেখানে একটু আগেই একজন দুস্কৃতিকারী ধরা পড়েছে, যে অন্যকে হুমকি দিয়ে তার নাম লেখার ভিতরে স্থান করিয়ে নিয়েছেন। আমরা এখন সরাসরি তার মুখ থেকেই কথা শুনবো। তো ম্যাডাম, এই মূহুর্ত্ত্বে আপনার মনের অবস্থাটা কি একটু জাতিকে জানাবেন? তাছাড়া হঠাৎ এমন ভাবে আপনার এই পদক্ষেপ নেওয়ার কারনটা কি একটু বলবেন? দেখেন চোখ বড় বড় করবেন না, এই পোস্টের ০২ নং কমেন্ট কিন্তু আপনার হুমকির জ্বলন্ত প্রমাণ? সুতরাং যা জানতে চাইছি তার ঠিক ঠিক উত্তর দেন??
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খেপেছো নাকি সাহসী ভায়া
অপরাধী করছো তালাশ,
চেনোনাত শায়মাপুকে
পান্ডা দিয়ে করবে খাল্লাশ......
১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
জেন রসি বলেছেন: হরেক রকম স্বপ্ন সবার
পূরণ হলেই ভুলে যায়
নতুন স্বপ্ন দেখে আবার
গনমানুষ ভালো পায়।
বোকা মানুষ, আমারা সবাই
স্বপ্ন দেখি বোকা বোকা
ধরা খাইলে জামিন চাই
স্বপ্ন দেখি ধোঁকা ধোঁকা!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্বপ্ন বড়োই জালিম গো ভাই
দেখতে কুসুম রাঙা,
ছলাকলার পূর্ণবতী
মন করে দেয় ভাঙা।
১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
সুমন কর বলেছেন: সুন্দর।
চলুক........
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুমনদা এর ইচ্ছেমতন চলছে চলবে চলুক
প্রামানিকদার চালটি এখন,সে তো আগে বলুক......
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
সেলিম আনোয়ার বলেছেন: শায়মার অংশ আমি মিলিয়ে দিলাম
আমি হইলাম এই দুনিয়ার বিরাট ছড়াকার
আমার নাম লেখোনি তোমায় মারবো তুলে আছাড় (একটু কমের উপর দিয়ে দিলাম) ( ও মাই গড রাগে ছন্দই খুঁজে পাচ্ছি না ( )
এবার থেকে আমায় ছাড়া লেখো যদি ছড়া
তোমার বাড়ি পাঠিয়ে দেবো ইটের যত বড়া
পাটকেলেতে সেমাই রেঁধে ভরে মুড়ির টিনে
তোমার বাড়ি পাঠিয়ে দেবো এবার ঈদের দিনে।
কিন্তু যদি আর কখনও ভুলটা নাহি করো
তুমি আমার কলিজা ভাইয়া আল্লাদেতে মরো
পোস্ট পড়ে মজা পাওয়া গেল ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট পড়েছেন,মজাও পেলেন
এইতো আমার পাওয়া,
ভালো থাকুন,সুস্থ থাকুন
খোদার কাছে চাওয়া।
১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
শায়মা বলেছেন: আমি ধরা পড়িনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি বিউটি পার্লার গেছিলাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ৪:২০ এ করলে কমেন্ট
গিয়েছিলে পার্লারে,
এই ফাঁকেতে নিউজ করে
সাহসী ভায়া করলো কি যে আল্লারে........
২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
শায়মা বলেছেন: লিম আনোয়ার বলেছেন: শায়মার অংশ আমি মিলিয়ে দিলাম
আমি হইলাম এই দুনিয়ার বিরাট ছড়াকার
আমার নাম লেখোনি তোমায় মারবো তুলে আছাড়
থ্যাংক ইউ থ্যাংক ইউ সেলিমুলভাইয়ু!!!!!!!!!!!!
আই লাইক থিস লাইন!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাইক করেছো,থ্যান্কস্ দিয়েছো
সেলিম ভায়াও খুশি
উৎসর্গ করেও তোমায়
খেলুম তোমার ঘুষি
২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
গেম চেঞ্জার বলেছেন: এবার থেকে আমায় ছাড়া লেখো যদি ছড়া
তোমার বাড়ি পাঠিয়ে দেবো ইটের যত বড়া
পাটকেলেতে সেমাই রেঁধে ভরে মুড়ির টিনে
তোমার বাড়ি পাঠিয়ে দেবো এবার ঈদের দিনে।
হাঃ হাঃ হাঃ
ফাঁপর দেখি তাই হবেই ঠিক ঠিক যা ।
লেখক ভাই কি দবে গেছে
আপুর হুমকি কি মারাত্মক লাগছে!!
জবাব চলুক ছড়ায় ছড়ায়,
কে দেখি কাকে ছাড়ায়,
চলুক ছড়া চলুক মজা,
চলুক না ঐ ব্যাঙটাও ভাজা ।
পাটকেলেতে সেমাই রাঁধে,
ওমাঃ সেইটা করে শায়মা আপি,
কূল কিনারা পাচ্ছি না যে,
হাসছে দেখ সবাই গ্যাপি গ্যাপি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাগো ভায়া গেম চেঞ্জার
আমি মোটে দমিনি,
কমেন্টটা ফাশক্লাস
এই নাও এক তোড়া কামিনী।
২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
বুলস আই বলেছেন: ্বপ্ন নাই ভাত চাই
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কই গেলেগো শায়মাপু
ডাকছে তোমায় বুলস আই,
ক্ষিধে পেটে তত্ত্বকথা?
জমছে নাগো ধ্যুত ছাই......
২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬
রাবার বলেছেন: হা হা হা মজার ছড়া
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মূল ছড়াটি ভুলেই গেছি
টানছি সবাই রাবার,
ছন্দটানে ঐকতানে
আমরা ছড়ার লাভার।
২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
চাঁদগাজী বলেছেন:
দুইজনের মজার স্বপ্ন থেকে সিনথেসিস করে নতুন স্বপ্নের সৃস্টি হবে, ভালোই
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্বপ্ন থেকে স্বপ্ন গড়া
দারুন আইডিয়া,
প্রামানিকদা কোথায় তুমি
রিপ্লাই করনা ভুল গেয়া কিয়া?
২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২
কামরুন নাহার বীথি বলেছেন: ছড়া আর মন্তব্য, দারুন উপভোগ্য!!!
সব্বাইকে শুভেচ্ছা!!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বীথি আপু আসলো ব্লগে
মন হলো মোর চনমনে,
তোমার টিয়ার খবর কি গো
ঢুঁ দিলো আর ফুলবনে?
২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: আমার টিয়ার বড়ই অভিমান হয়েছে, সে আর আসেনি আমার ফুলবনে!!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হলোই বা সে টিয়া পাখী
সেও তো একটি মানুষ,
মান করেছে তোমার সনে
আমায় মেনেছে পোষ.......
২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন:
হলোই বা সে টিয়া পাখী
সেও তো একটি মানুষ,
মান করেছে তোমার সনে
আমায় মেনেছে পোষ....... -------------
না য়া য়া য়া য়া য়া য়া ------------------!!!!!!!!!!!!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে বাবা ভয় লাগে
শাবনুর শাবানা
একি ডাক দিলে তুমি
অঞ্জনা রোজিনা........
২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
ক্রিবিণ বলেছেন: ছড়ায় ছড়ায় তাল মিলিয়ে তোমরা ক'জন মন নিলে, এসেছি আমি তর তরিয়ে তাল দিতে তাই খোশদিলে।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়ায় ছড়ায় লড়াই করে
গিয়েছিলুম নেতিয়ে,
তাল দিলে ভাই,সাহস পেলুম
উঠবো আবার তাতিয়ে.....
২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
ক্রিবিণ বলেছেন: তাঁতের মতই বুনতে চাই শব্দ বুননে যেন ছড়া পাই। একটু হেলে একটু দুলে দাওয়াত চাই আসিতে,,, একটু তালে একটু ভুলে মাততে চাই হাসিতে।।...
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়ায় ছড়ায় শব্দ বুনন
কাজটি বড় দরো
হাসাতে গিয়ে লোক হাসাই
তাই ভয়েতেই জড়োসড়ো
৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১
ক্রিবিণ বলেছেন: ভয় চাহিনে, ভয় করোনা,/ ভয় যে বুড়োর ভীমরতি,,।/ তাল মিলিয়ে হাসতে শিখি,/ ছড়ার তালে চাহিনে যতি।।/
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ,বেশতো তোমার ছন্দজ্ঞান
মিলঝিল তাল লয়েতে,
আমি বাপু যম কাঁচা
লিখি ভয়ে ভয়েতে.......
৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৯
ক্রিবিণ বলেছেন: ভ এর ভূতে কাবু হয়ে,/ ভয়ের দায়ে পরাজয়।। ।// ছন্দ কভু মন্দ নহে,/ ছ এর ছায়ায় বেচে রয়।।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভ'এ ভালো বলেছো ভায়া
ভয় পেলেতো লুজার,
ছ'এ ছন্দে ছাগু আমি
ছিপছিপে ছাল চুজার
৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬
ক্রিবিণ বলেছেন: চুজার বলো, লুজার বলো,/ বলো পেয়েছো ভয়,, / ছড়ার ছাপ ছাপাও তুমি/ মানুষ মন্দ নয়।।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্দ নয় বলেছো আমায়
মনটা হলো খুশী
ঈদ মোবারক জানাই তোমায়
ভালোবাসাও বেশী
কাটলো কেমন ঈদের দিনটি
কি দিয়েছো কোরবানী
গরু,ছাগল,উট কি ভেড়া?
মুরগী নয় যে,তা জানি
৩৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
ক্রিবিণ বলেছেন: ঈদ কেটেছে ঈদের মতোই,/ চাঁদটা ছিল আসমানে,,/ লেট মোবারক জানাই তোমায়,/ গরু দিয়েছি কোরবানে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাল দেখেছ চাঁদ কি তুমি
আকাশও ছিল ফকফকা;
''ব্লাড মুন'' ঠিক একেই বলে
রক্তিম আভায় টকটকা।
৩৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
ক্রিবিণ বলেছেন: ব্লাড মুন দিয়েইতো চাঁদ ফিরেছে বাড়ী,/ আকাশটা তাই গোমরামুখী, তারারা দেয় আড়ী।/
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আঁধার রাতে ঘুটঘুটে সব
জোনাকীরা দেয় আলো;
একলা আমি আকাশ দেখি
ছমছমে নিকষ কালো।
ছায়ার নড়ন,তাতেও ভয়ে
ছলকে উঠে প্রাণ;
ছন্দে গাঁথ মালাটি বেশ
মিষ্টি তাহার ঘ্রাণ।
নিঃসঙ্গ অলস সময়
সঙ্গী তোমার ছড়া;
সেটাই আমার সাত নরি ধন
আকাশ ভরা তারা।
ধন্যবাদটি জানাই তোমায়
ভরিয়ে দিলে সন্ধ্যা;
মন থেকে দিচ্ছি জেনো
টাটকা গুচ্ছ রজনীগন্ধা।
৩৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০
ক্রিবিণ বলেছেন: ধন্যবাদটি প্রাপ্য তোমার/ আমি ছড়ায় খুশি,,/ তোমার ছড়ায় তাল দিয়েছি,/ পেয়েছি একটু বেশী।/ নিশির নেশায় বুদ হয়েছ,/ মন নিয়েছে জোনাকী,/ গন্ধরাজ গন্ধ বিলায়,/ ছড়ার খেয়ায় মন রাখি।।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি হলুম ছড়া খেকো
ছন্দ নেশায় মাতাল;
নেশায়ও ঘটে ছন্দপতন
ছন্দে বড্ড আকাল।
ছন্দে ঘেরা এই ভূবনে
ছন্দে ছড়াছড়ি,
আমার হলো সাড়া রে ভাই
কাজ করেনা ঘড়ি।
ছড়ার রাজ্যে ছন্দ ভরা
ছড়ার কভূ নেইকো শেষ;
আমার সাড়ায় কি আসে যায়
এইতো তুমি লিখছো বেশ।
আবারো বলি ধন্য আমি
খুশী তোমায় পেয়ে;
ছন্দ কভূ ছেড়ো নাকো
সে বড্ড অভিমানী মেয়ে।
৩৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
ক্রিবিণ বলেছেন: মেয়ে যে মোর ধাত বুঝেনা-/ আনাড়ী তার চলন,/ আলসে খোকার ছন্দ জ্ঞানে-/ সাঝেনা কোন চরণ।।/ তারপরেও তাল পেলে ভাই-/ একটুখানি চলি, চলতে চলতে নতুন সূরে-/ ছন্দকথন বলি;/ ছড়া আমার মন নিলোরে,/ ছড়াই মাতে ভুবন,, / ছন্দবীণায় হাত দিয়েছি,/ ছড়া হলো আপন;/ তোমার ছন্দে সূর পেয়েছি,/ ছন্দে বুনা ছড়া।/ অগোছালো চরণ আমার,/ ছড়ার ছাচে গড়া।।
০৩ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার ছন্দে সূর পেয়েছি,/ ছন্দে বুনা ছড়া।/ অগোছালো চরণ আমার,/ ছড়ার ছাচে গড়া।।
সবি তোমার মুখের কথা
বুঝি আমি ঠিকি;
পড়নি আর একটি লিখাও
এ'পোষ্টেতেই ষ্টিকি
৩৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:০০
ক্রিবিণ বলেছেন: ষ্টিকি নয়তো আমি,/ ব্যস্ত মহাশয়,,/ অন্য পোষ্ট পড়িনি আমি,/ তাও কিন্তু নয়;/ এইখানেতে আসি আমি,/ নোটিফিকেশন এলে,,/ তোমার চোখে দেখি আমি/ ছন্দ ছড়া তালে।।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কথায় ফাঁক রয়েছে
দিচ্ছ আমায় ফাঁকি;
কমেন্ট কেবল দাওগো হেথা
নয় কেনো আর বাকী???
আসল কথা বুঝি আমি
ভালো হয়নি মোটে লিখা;
তাইতো ছুতো ব্যস্ততার-ই
টিকিরও পাইনা দেখা!!!
৩৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৪
ক্রিবিণ বলেছেন: বলতে পারো ছুতো তুমি,/ বলতে পারো ছল;/ পার করেছি ফিফটি কমেন্ট,/ তবুও কী অচল!// বিশটি হয়তো পরলো হেতা,/ ত্রিশটি আছে বাকী,/ তুমি হয়তো সত্য যেথা,/ আমি কাঁচা ঢেকী।।/
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা বাপু চটছো কেনো
তুমি পরম সখা;
কষ্ট লাগে হর পোষ্টে
যদি না পাই দেখা।
আসল কথা তোমার কমেন্ট
ভরিয়ে তোলে মন;
চেয়ে থাকি অপার হয়ে
রিপ্লাই দেবে যে কখন???
৩৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৩
ক্রিবিণ বলেছেন: অযথা চটা স্বভাব নহে,/ মেজাজ ভীষন কুল,/ মার্জনা তথা কাম্য আমার/ যেথা করি ভুল।/ আকাশ শেখায় হাসতে আমায়,/ বায়ু বলে চলি,/ লিখতে লিখতে ছন্দ-কথা,/ সরল আবেগ বলি।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ:
এতো দেখি লক্ষী ছেলে
মিষ্টি ক্রিবিণমনি;
মুগ্ধ তোমার সরলতায়
বন্ধু বলেই জানি।
৪০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২
ক্রিবিণ বলেছেন: মিষ্টি আমায় বলেছো ভায়া,/ একটুখানি হেসে,/ মণি,লক্ষী প্রলাপগুলো কি/ ছেলের পিছে বসে?
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছিঃ ছিঃ ভায়া বলছো কি যে
শুনলে হাসি আসে
লুকিয়ে কমেন্ট অফিসেতে
কেউ নেইকো আশেপাশে।
৪১| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৯
ক্রিবিণ বলেছেন: আশেপাশে থাকে ছায়া,/ হেসেছিলো কী সেও,/ হাসতে তবে নেইকো মানা/ যদি দেখে কেউ।।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাসবে ছায়া,বলছো ভায়া
গা করে ছমছম;
ভুতুরে কথা বলোনাকো
আটকে আসে দম।
৪২| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১১
ক্রিবিণ বলেছেন: শুনেছি যে ছোটবেলায়,/ ভূতের হয়না ছায়া,/ ছায়ার ছলে অবহেলায়/ কাটাও ভূতের মায়া;
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে তাইতো ভুলেই গেছলুম
ভুতের নেইকো ছায়াটা;
ভুতবিদ্যা আরো বেশ জানি
পায়ের পাতাটাও থাকে উলটা।
থ্যান্কু ভায়া তোমায় জানাই
সাহস দিলে আনি;
ভুত বলে কিছু নেই জানি
তবু কেনো ভয় কি জানি
৪৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২
ক্রিবিণ বলেছেন: ভয়টা তোমার মনের মায়া,/ বলতে পারো এ কীসের ছায়া?
০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মায়া নয়গো গল্পের আসর
ঠাকূমার ঝুলি;
ডাইনী-পরী,দৈত্য-দানো
যত্ত জঞ্জালি।
মামদো-জামদো,শেওড়া-জংলা
বাস করে সব মাথায়;
অন্ধকারেই জাপটে ধরে
ভয় মূলত সেথায়।
৪৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬
ক্রিবিণ বলেছেন: ভয় করোনা ভায়া তুমি,/ জ্বালাও প্রদীপ মনে;/ মুক্ত করো জঞ্জাল যত/ ভয়ের সাথে রণে।।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জ্বালবো প্রদীপ,পাবো কোথা
সে তো আলাদীনের;
দৈত্য ছাড়া ভয় যাবেনা
মনটা ভীতুর ডিমের
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৯
শায়মা বলেছেন: আমার স্বপ্ন বলবোনা ভাইয়ু???