নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

প্রামানিকের পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”-২ এর গেঁজ দাঁত

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১




দুদিন ছিলুম অধীর হয়ে
সামুর প্রথম পাতায়,
প্রামানিকের টাটকা লিখা
মজার ছড়ার আশায়।

অবশেষে লিখলে তুমি
''মজার স্বপ্ন'' দুই,
শৈশবেরটি বলেছো বেশ
বাকী স্বপ্ন কই?

সত্যি কথা এমন কান্ড
করেছি কতো হায়,
এই সেদিনও বিছানাতে
ছিঃ ছিঃ......শরম পায়।

বাবার ধমক,মায়ের আদর
দিলে মনে করিয়ে,
ইয়াতীমের বুক ফাটে
অশ্রুতে গড়িয়ে।

বাবা ছিলেন লৌহমানব
যমরাজ ফেল খায়,
তিনি যান এ গলিতে
ও গলিতে আমি ধায়।

মা আমার পরীরাণী
মোমগলা স্নেহ তার,
বুঝবে কি কষ্ট সে
মা আছে আজো যার।

দেখো দেখি কান্ড
দিলেতো ভাই কাঁদিয়ে,
এ ভারী অন্যায়
লেখা আসে কি দিয়ে?

আঙ্গুল তো চলছেনা
কিবোর্ড টা ভিজিয়ে,
আজ আর পারছিনা
ভালো থেকো সকলকে নিয়ে।

পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”-২

উৎসর্গঃ শহীদুল ইসলাম প্রামানিক,শায়মা,কামরুন নাহার বীথি।
ছবি: ইন্টারনেট

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭

শায়মা বলেছেন: এই তো ভায়া লক্ষী তুমি
নাম ভুলোনি এবার
তাইতো তোমার জন্য আমি
রাঁধছি মজার খাবার!

ছোট্টবেলার মাটির ঢেলার
মাছ রেঁধেছি কত
কাগজ কুঁচি ভাতের ঝুরি
ঠিক ভাতেরই মত।

শাকের মত দেখতে পাতা
সেমাই কাঠি দিয়ে
বাটি ভরা ডাল রেঁধেছি
রঙ গুলিয়ে নিয়ে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই বলেছো মজার খাবার
রাঁধছো আমার জন্যে,
কাগজ কুঁচি,মাটির ঢেলা
কতো আজব পণ্যে!!!

আমি বলি রক্ষে করো
আজ রেখেছি রোজা,
ইফতারীতেও চাইনা বাপু
সেমাই কাঠি ভাজা।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬

চ্যাং বলেছেন: এই আপুনি টা দেখতে কি রম হববো ভগবানই জানে লে বাব্বা । B:-) মাটির ঢেলার মাছ রাঁধলে তো খায়ও নিসচি । কাগজরে ভাত ভাইবা খেয়ে পেলে । রং গুলিয়ে ডাল । আমি তো লম্বা হইয়া যামু । :> এই খাবাল খাইয়া আপুনি কিরম থাহে রে ভাই । B:-/ :-<

ব্লগার ভাই সতলক কচচি । এইগুলা খায়া হসপিতালে যাওয়া ছাড়া গতি নাই । সাববান!! B:-) :| :-B

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জ্যাকি চান,ব্রুস লি
অনেক তো দেখেছি,
চ্যাং ভায়ার হ্যালথ্‌ টিপস্‌
কত কিছু শিখেছি!!!

আমাদের এক দোষ
দেখে কেউ শিখেনা,
আমি ভাই শিখলুম
আপু ভয়ে রাঁধেনা....... :) ;) :P

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

প্রামানিক বলেছেন: চলছে যখন চলুক ভাইরে
ছড়ার আড্ডাবাজি
পাল্টাপাল্টি ছড়ার আড্ডায়
আমি আছি রাজি।

সাথে যারা যোগ দিয়েছেন
ধন্যবাদ জানাই
তাদের পেয়ে এই ব্লগে
খুশির সীমা নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরা সবাই ছড়াখেকো
ছড়ায় বসবাস,
ছন্দচ্ছটায় উদ্ভাসিত
মোদের চারিপাশ।

তত্বকথা এবার রাখি
কেমন হলো দাদা,
জানি মনে দিচ্ছ গালি
শালা হারামজাদা...... :) ;) :P

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

শায়মা বলেছেন: চ্যাং বলেছেন: এই আপুনি টা দেখতে কি রম হববো ভগবানই জানে লে বাব্বা । B:-) মাটির ঢেলার মাছ রাঁধলে তো খায়ও নিসচি । কাগজরে ভাত ভাইবা খেয়ে পেলে । রং গুলিয়ে ডাল । আমি তো লম্বা হইয়া যামু । :< এই খাবাল খাইয়া আপুনি কিরম থাহে রে ভাই । B:-/ :-<

ব্লগার ভাই সতলক কচচি । এইগুলা খায়া হসপিতালে যাওয়া ছাড়া গতি নাই । সাববান!! B:-) :| :-B


চ্যাংভায়া তোমার বয়স কত এক নাকি দুই?
নাকি থুথুড়ে বুড়াই তুমি নব্বই ছুই ছুই
কথা বলতে পারোনা কেনো দাঁত কি নড়বড়ো?
নাকি তোমার দাঁত ওঠেনি অথবা পড়ো পড়ো।
ব্যাপার কি ভাই আধো বলে ততা বলো তেনো ?
এই অবস্থা হলে তিন্তু মাইলটা তাবে দেনো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বয়স তো জানিনাপু
দুই কিবা বিরাশি,
ফিডারেতে এই হাল
নাকি হুকো টেনে খুক কাশি।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

চ্যাং বলেছেন: ওলে বাব্বালে । আমাল বয়স জানতে চায় । না না না । তা বুলবো না । আল আমার প্রাইভেচি আমি কাউলে কমু না । আমাল সবই প্লাইভেচি ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি ডাকবো বলে দিন
খোকা নাকি কাকা?
চুল নেই ভ্রূ আছে
কাঁচা নাকি পাকা?

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

আবিরমোসলেম বলেছেন: দারুন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাগলো দারুন
আমিও খুশি,
শুভেচ্ছা...
বেশী বেশী

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৫

লালপরী বলেছেন: কবির লড়াই :) শায়মা আপুরটাও দারুন ++++++্

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লড়াই নয় গো,ছন্দ নিয়ে
টানছি মোরা রাবার,
শায়মাপুটা সেই সুযোগে
দিচ্ছে বেস্বাদ খাবার।

কোন জনমে ছিলো মোদের
আপুর সনে শত্রুমি,
উদ্ভট তার রান্না খেয়ে
বাড়ছে মোদের পাগলামী।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

শায়মা বলেছেন: লেখক বলেছেন: লড়াই নয় গো,ছন্দ নিয়ে
টানছি মোরা রাবার,
শায়মাপুটা সেই সুযোগে
দিচ্ছে বেস্বাদ খাবার।

কোন জনমে ছিলো মোদের
আপুর সনে শত্রুমি,
উদ্ভট তার রান্না খেয়ে
বাড়ছে মোদের পাগলামী।




আহা আমার খাবার খেয়ে
পাগল নাকি হলে!
পাগল তুমি আগেই ছিলে
জন্ম থেকেই বলে?

শত্রুতা নয় মিত্রতা নয়
পাগল হলে পরে
মজার খাবার খেয়েও
নাকি বিস্বাদ বলে তারে।

ভাইয়া তোমার অসুখ বড়
দেখাও ব্রেইনের ডাকতার
এই জনমে খানার মজা
নইলে পাওয়া হবেনা আর!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলেছেন:
জন্ম থেকে!!! বলছো কিহে
এহেম এহেম অসম্ভব,
এই কিছুদিন আগ অব্দিও
সব খেয়েছি গবাগব।

যেইনা চাটা তোমার রাঁধা
আজগুবি সব ডিশ,
তবে থেকেই পাগল মোরা
লাইফটা.....ফিনিশ

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন:
জন্ম থেকে!!! বলছো কিহে
এহেম এহেম অসম্ভব,
এই কিছুদিন আগ অব্দিও
সব খেয়েছি গবাগব।

যেইনা চাটা তোমার রাঁধা
আজগুবি সব ডিশ,
তবে থেকেই পাগল মোরা
লাইফটা.....ফিনিশ


১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০০

শায়মা বলেছেন: শুধু পাগল?
ছিলে তুমি
আস্ত একটা ছাগলটাও
এই কারণেই খেয়েছো যা
যখন তুমি যেথায় পাও। X((

রাগ করোনা ভাইয়া তুমি
শুনোনি কি সেই বাণী
ছাগল নাকি সব কিছু খায়
কাপড়, জামা জল, পানি। :D

এসব শুনেই পন্ডিতেরা
বুদ্ধি করে তার মাথায়
লিখে গেছেন অমর বাণী
ছাগলে আর কিনা খায়?

সাথে আরও লিখেছেন যে
পাগলেরা বলে যাতা
তাইতো তুমি দুষছো আমায়
বলছো

আমার খাবার খেয়ে গেছে নাকি মাথা~!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



ও মাই গড এত বড় মিছা কথা!!!!!!!!

দাঁড়াও পুলিশ ডাকছি!!!!!!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মানছি তোমার অভিযোগটি
সত্যি ছাগল ছিলাম,
তাই না হলে কোন আক্কেলে
তোমার রান্না খেলাম!!!

রান্না খেয়েই পাগল হলুম
তাঁর ছিড়া সক্কলে,
প্রলাপ শুনেই বলছে লোকে
পাগলে কি না বলে।

পাব্লিক তো জানেনা আর
ঘটনার আড়ালে,
ডন এক নারীর হাত ছিলো
ছলে বলে কৌশলে।

ডন বলে ডন,মুখের কথা
ইতালীর মাফিয়া,
প্রশাসন থরো থরো
পুলিশও উঠে কাঁপিয়া।

কি যে অপশক্তি
বলবো কি সকলেতে,
বিচারের বাণী কাঁদে
নিরবে নিভৃতে।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

শায়মা বলেছেন: হায় আল্লাহ ভাইয়া তুমি
রাগ করেছো নাকি?
আই এ্যাম স্যরি কান ধরেছি
আর কি আছে বাকী?

মজা করে না হয় তুমি
ডাকতে পারো ছাগলীটাও।
হতেও রাজী এই দোষেতে
তোমার জন্য পাগলীটাও।

ভাইয়া তুমি সোনার খনি
বেবীর মত লক্ষীটা
তারপরও যদি রাগটা দেখাও
মেরে বানিয়ে দেবো পক্ষীটা!:( ( মানে রাগে হাড্ডি গুড়া করে দেওয়া:))

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন দিয়ে শুনো
নীচে দেয়া লিংকটি দেখতে ভুল হয়না যেনো......

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

মো: আশিকুজ্জামান বলেছেন: কবিয়ালদের মতো রীতিমতো ছড়ার লড়াই চলছে দেখছি। দেখাযাক কি ফলাফল দাঁড়ায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফলাফলে লাভ কি বলো
চলছে তন্ত্রমন্ত্র,
চোরা পথে মারছে ছুরি
আপুর ষড়যন্ত্র। :|

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: হা হা ভাইয়া সোনামনি
এইসব মিথ্যা কথা
তার ছিড়েছে তাই তো
মুখে আজগুবী বারতা!!!

আমার খাবার খাইয়ে তোমার
জ্ঞানটা ফিরে এলো
তখন খেলে কার রান্না
ওহ ভাবীর খাবার ছিলো!!!

ভাবী আমার বুদ্ধিমতী
সাজেন গোলাপ ফুলে
তোমার খানায় জোলাপ তিনি
দেয় মিশিয়ে গুলে!:)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু তুমি বড্ড আজব
উল্টাপাল্টা বকো,
ভাবী পাবো কোথা থেকে
বিয়েই করি নাকো।

আচ্ছা তবে দুষ্ট মেয়ে
এই ছিলো মূল ব্যপার?
খানায় দিলে জোলাপ গুলে
প্ল্যান করেছো সুপার।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

সাহসী সন্তান বলেছেন: মচৎকার, মচৎকার সব ছড়া পইড়া তো মুই নিজেই একখান ছড়া হইয়া জাওনের জোগাড় হইছি! কবতে তো সাংঘাতিক ভাল হইছে! ভাল থাকবেন!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়াপড়া মচৎকার
ভালোই সাহস তোমার,
আপুর ডরে মুখ খুলিনা
আমার ক'টা ঘাড়....... |-)

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা আপু রাগ করোনা

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

কামরুন নাহার বীথি বলেছেন:

প্রথমেই শুভেচ্ছা, পরে পড়ছি!! একটু ব্যস্ত আছি যে!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু তুমি এসেছো
এতে আমি বাগবাগ,
পোষ্ট যদি নাও পড়
নেই খেদ,নেই রাগ।

সূর্যটা মূখী হয়ে
ঘুরে ঘুরে বারবার,
এই ছোট,এই বড়
আচানক কারবার!!!

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

শাহাদাত হোসেন বলেছেন: খাবার নিয়ে ঝগড়া লাগলো ছড়ায় ছড়ায় ।
উদ্ভট সব খাদ্য নিয়ে দেখো না কি বড়াই ।
রান্না করবে ভালো
ভালো খাবার ।
যা দেখে নিমেষে পেটে করবো পাচার !

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই তুমি বুজছো ভায়া
শায়মাপুর বড়াই,
আজিব কিছিম রাঁধে কি সব
নাম শুনিলেই ডরাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.