নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

শায়মা আপু রাগ করোনা

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২



শায়মা :
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

''হায় আল্লাহ ভাইয়া তুমি
রাগ করেছো নাকি?
আই এ্যাম স্যরি কান ধরেছি
আর কি আছে বাকী?

মজা করে না হয় তুমি
ডাকতে পারো ছাগলীটাও।
হতেও রাজী এই দোষেতে
তোমার জন্য পাগলীটাও।

ভাইয়া তুমি সোনার খনি
বেবীর মত লক্ষীটা
তারপরও যদি রাগটা দেখাও
মেরে বানিয়ে দেবো পক্ষীটা!:( ( মানে রাগে হাড্ডি গুড়া করে দেওয়া:))''

রিপ্লাই:
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

আরে ধুরো আপু তুমি
পাগল হলে নাকি?
বলছো কিসব,লজ্জা দেবার
আছে কিছু বাকী?

তোমার আদর পেয়ে পেয়েই
হয়েছি এক বাঁদর,
ছাগল পাগল বল্লে তোমায়
বলবে লোকে গিদর।

ধরবে কানে,ছিঃ ছিঃ আপু
এতো ছোট করলে?
মুখে মুখে ছোট ভাই
এই বুঝি চিনলে??

হয়েছে কি সকালেতে
খানা দিলো টেবিলেতে,
রুটিভাজি ছিল প্লেটে
সব খেনু চেটে চেটে।

আরো ছিলো আন্ডা
কিঞ্চিত ঠান্ডা,
চায়ের সাথে বিস্কুট
তারপরে টাই কোট।

মাথাভরা তেল দিয়ে
চুল খুব আঁচড়াই,
ফুলবাবু সেজে আমি
বাসে অফিসেতে যাই।

ব্যপারটা ছিলো এই
আশা করি বুঝেছো,
তারপরও মারবে??
ওরে বাবা........ক্ষেপেছো!!!

উৎসর্গ:শায়মা আপু
ছবি:ইন্টারনেট

প্রামানিকের পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”-২ এর গেঁজ দাঁত

মন্তব্য ১০৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

গেম চেঞ্জার বলেছেন: জমে উঠেছে বাঃ বাহঃ
চলুক রে ভাই চলুক আহঃ
কি যে মজা পাচ্ছি
মজার মজা গিলছি
চরম গরম ভরমু সামুয়
কোমর বেঁধে নামুক সবেয়

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাচ্ছ মজা,গিলছ সবি
ছন্দ মিলাও কাভি কাভি,
দিচ্ছ সাবাসী......
কমেন্ট পড়ে ভায়া আমি মহানন্দে ভাসি :)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

কাবিল বলেছেন: এইটা শায়মা আপুর জন্য, তাই নো কমেন্ট।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্ট সমেন্ট নেইকো কোনো
শায়মাপুর জন্যি,
পোষ্ট পড়েছেন,এতেই খুশি
ধন্যি আমি ধন্যি।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

জেন রসি বলেছেন: চমৎকার। :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জেন রসি কহেন চমৎকার
চমৎকার তবে হতেই হবে,বসের মতে অমত কার???
;) :P

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

এস কাজী বলেছেন: হাহাহাহহা। ভালা হইছে। দেখি সায়মা আম্মু কি নিয়ে আসেন? :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইছেন ভালা হইছে
বড় ভালা লাগলো,
দেখি সায়মা আম্মু কি নিয়ে আসেন?
কৌতূহল জাগলো....... :)

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

শায়মা বলেছেন: মাথা ভরা তেল দিয়ে
চুল তুমি আঁচড়াও? B:-)
কোট টাই পরে
তারপরেতে অফিসে যাও? B:-)

ছি ---ছি ---ছি --- ছি
এত দিনে বললে তুমি কি!!!!
"টাক বেল ঐ মাথায় আমি তৈল দিয়েছি!!!!!!!!!" :-P

আমার ভাই হয়ে তুমি
তেল দিয়ে যাও অফিসে!!! X((
আজকে তোমার খেত্তুগিরি
ছুটাবো এক নিমিষে। X((

আজকে থেকে শ্যাম্পু দিয়ে
চুলগুলো সব ধোবে
হেয়ার ড্রায়ার জেল্লো দিয়ে
তারপর শুকুবে। :D

স্পাইক করে হিরোর মত
চোখে কালো ঠুলি B-)
সামনে কেউ এলেই তারে
মেরেই দেবে গুলি। B-))

হাতে নেবে দু একটা চেইন
কোমরে পিস্তল
খেলনা হলেও সমস্যা নেই
হিরোগিরির ছল!:) :) :) :-&

আন্ডা মান্ডা আর খাবেনা
এনার্জী ড্রিঙ্ক খাবে
তোমার ভয়ে তোমার বসও
এক লাফে পালাবে। :#)

তখন তুমি বাগিয়ে চেয়ার
বস হয়ে বেশ বসো
দেখলে আমার বুদ্ধি কত
এবার একটু হাসো!!:)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বল্লেতো পই পই
তোমার কথাই সই,
শ্যাম্পু দিয়ে,জেল্লো দিয়ে
কালো ঠুলি চোখে লাগিয়ে,
চুলে দিলুম স্পাইক
সাথে লেটেস্ট বাইক,
এক হাতে চেইন
মারলে কি পেইন,
আরেক হাতে পিস্তল
ঝকমকে কালো নল,
বস হবো অফিসেতে
এই আমি চললুম......
সামনেতে যাকে পাই
ধুররুম...ধুররুম
এইভাবে কিছুদুর এগোলুম
হিরু বেশে;
ক্যাঁক্‌ করে ধরে চর
মারলো যে পুলিশ এসে;
হ্যান্ডকাফ হাতে দিল
সন্ত্রাসী বলে;
আপুনির বুদ্ধিতে
এখন আমি জেলে......... |-)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

সাহসী সন্তান বলেছেন: আপনারা আপনারা গন্ডগোল, মারামারি, ঝঁগড়াঝাটি করেন, আম জনতা হিসাবে মুই চাইয়া চাইয়া দেহি!! শুধু দেহা ছাড়া তো আমাগোর কিছু করবার নাই! তয় কবতে ভাল হইছে।

আপনার কবিতার প্রতিউত্তরে শায়মাপুর কবিতায় কইস্যা লাইকান!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাতো লাইক দেবেনই
শায়মাপু নারী যে,
যত ভালো লিখি তবু
এই দোষে হারি যে........ ;)

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

আপেক্ষিকতাবাদী বলেছেন: মজার তোহ! :D

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মজার তোহ!
ওহ্‌
বেশ ভালো লাগলো গোহ! :)

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

শায়মা বলেছেন: ৬. ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭ ১
সাহসী সন্তান বলেছেন: আপনারা আপনারা গন্ডগোল, মারামারি, ঝঁগড়াঝাটি করেন, আম জনতা হিসাবে মুই চাইয়া চাইয়া দেহি!! শুধু দেহা ছাড়া তো আমাগোর কিছু করবার নাই! তয় কবতে ভাল হইছে।

আপনার কবিতার প্রতিউত্তরে শায়মাপুর কবিতায় কইস্যা লাইকান!!



হা হা হা

এই বটে ভাইয়ার মত কথা বললে :)
তবে
কান টেনে ছিড়ে দেবো ঐদিকে চললে X((
সর্বদা বলবে তোমার আপু বলীয়ান B-)
আল্লাদে গদ গদ আমি হবো মহীয়ান!:) :) :) :`>

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু তুমি বলীয়ান
মহা বলী পালোয়ান,
লোকে রাখে ড্রাইভার
তুমি রাখো গাড়োয়ান.......(যেদিন পালোয়ান উজান যায়য়য়য়য়য়য়.........)

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: অামার মনে হয়, বারবার একই জিনিস ভালো লাগবে না !!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা বলেছেন গো
আমি কি ছাই বুঝি কম?
হাঁপিয়ে উঠেছি বড়ো
এতটুকু নিতে দম।

তারও কি সুযোগ আছে
আপুনির যন্ত্রনায়?
পোষ্ট লেখ,পোষ্ট লেখ
ঘ্যানরঘ্যান শুধু জ্বালায়।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

চ্যাং বলেছেন: সুমন কর বলেছেন: অামার মনে হয়, বারবার একই জিনিস ভালো লাগবে না !!! [/sb

আমি ১০০/১০০ সহমত পোষন কচচি । আলেকটা কথা চুনেন । ছলা নিয়া বেচি ঘাচাঘাচি কললে পলে ছলাল মজা চেচ হই যায় ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরা সবাই ছড়াখেকো
ছন্দে মজা নেইকো শেষ,
মজা পাবে কেমন করে
প্রোপিতে নাই কেশ........ ;)

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৯

শায়মা বলেছেন: সাহস কত পুলিশ বেটার
আমার ভাইকে ধরে?
আর রক্ষা নেই
ওর জীবন নেবো এক থাপড়ে চড়ে!

কানটা কেটে করবো কুচি
নাক করবো ভোতা
চোখদুটোকে করবো কানা
নেড়ু করবো মাথা।

হাত দুটোকে ভেঙ্গে দেবো
ঠ্যাং করবো খোড়া
উল্টো করে চড়িয়ে দেবো
লেংড়া কালো ঘোড়া।

ডোন্ট ওয়ারী ভাইয়া তুমি
একটু ওয়েট করো
জামিন নিতে আসছি আমি
একটু ধৈর্য্য ধরো!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কতকাল করবো সবর
জেলে আমার খুঁড়ছে কবর,
রিমান্ডে সাত দিন
মাইর দেয় রাইতদিন :-<
কোর্টে নেবে কালকে
তার আগে চাবকে,
পিঠ করে ফালা ফালা
নুন মেখেছে,করে জ্বালা,
কালশীটে চোখেতে
ফ্র‌েক্‌চার হাঁটুতে,
ঠোটগাল ফোলা ফোলা
হাতদুটি আধা ঝোলা,
মাজা ভাংগা কোমরেতে
বিষ করে দু'কানেতে,
দাঁত নেই একটাও
নখগুলো সব উধাও,
কোন ভূতে চেপেছিলো
হতভাগা ঘাড়েতে,
বুদ্ধি শুনে তোমার
মজা টের হাড়ে হাড়েতে......... |-)

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

এস কাজী বলেছেন: আম্মুজান আমাকে দরকার হলে ডাক পাড়বেন। মামা শ্বাশুর বলে কথা। ছাড়িয়ে আনতে দৌঁড়ে আসব :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কতো দেরী হবে শ্রদ্ধেয় মামুজান
রিমান্ডে মাইর খেয়ে পরাণ আমার খানখান
বাঁ চা ন

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: হাহা ওকে ওকে
সাক্ষী রইলো সকল লোকে
দরকার পড়ে ডাকবো তোমায় বাবা ( এস কাজী)
পুলিশ গরু এক ঘাটেতে বানিয়ে দেবো হাবা!:)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুহহ,,, মুখেই যত কথা
এবার লিখ শোক গাঁথা
সারা অংগে ব্যাথা আমার
ঔষধ দেবো কোথা

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: একটু খানি সহ্য করো লক্ষী আমার ভাই
কি হবে আর হাত পা দিয়ে ভাঙ্গছে যখন তাই
ফিরে এসে করতে হবে ভীক্ষা হামাগুড়ি
আহারে ভাইয়া ভাবতে আমার কান্না আসছে ভারী।

এস কাজীকে সঙ্গে নিয়ে আসছি একখনি
মারতে আসলে থামলে বলো তখনি তখনি।
সাহসী ভাইর সাহস যে নাই আসতে নাহি চাচ্ছে
তার জন্যই আমার তো ভাই একটু দেরী হচ্ছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বদ,পাজী,শকুনি আপু
এই ছিল তোর মনে!!!
আমায় দিয়ে ভীক্ষাবৃত্তি
ফুটপাথের কোনে???

মরলেও আজ আফসোস নেই
জলদি মরণ চাই,
মামদো জামদো সবি হবো
তোমার রেহাই নাই............. :-& X( X((

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২ ১
লেখক বলেছেন: মজার তোহ!
ওহ্‌
বেশ ভালো লাগলো গোহ! :)


হা হা হা ভাইয়া গরুর মত করছো কেনো গো গো
রাস্তা ঘাটে গরু দেখে এমন করো নাতো।
শেষে পুলিশ জেইল থেকে আজ পাঠাবে গরুর হাটে
তখন আমি খুঁজবো তোমায় কোন মাঠে ঘাটে??? :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গরুর মতোন ছটফটিয়ে
করছি গোঁ গোঁ যন্ত্রনায়,
মাঠে ঘাটে খুঁজবে কেনো
আসছি নেক্সট্‌ অমাবশ্যায়........হিহ্‌ হিহ হিহ হিহ

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: লেখক বলেছেন: তা যা বলেছেন গো
আমি কি ছাই বুঝি কম?
হাঁপিয়ে উঠেছি বড়ো
এতটুকু নিতে দম।

তারও কি সুযোগ আছে
আপুনির যন্ত্রনায়?
পোষ্ট লেখ,পোষ্ট লেখ
ঘ্যানরঘ্যান শুধু জ্বালায়। '''


মিছা কথা বলবানা
দম কেনো যাচ্ছে
কারণটা জানি আমি
ছন্দ না আসছে।

আসছে না ছন্দটা
তাই দম বন্ধ
পুলিশের মাইর খেয়ে
তুমি আবার এখন অন্ধ!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছা কতা কমু ক্যান
অত ছোড ভাব্বানা,
ছন্দের কমতি নাই
ইষটক মন্দনা।

ছন্দতে মাথা লাগে
কান আর চোখ না,
নিজেরটা নাই বলে
একি মোরে ভাইব্বনা।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

শায়মা বলেছেন: লেখক বলেছেন: বদ,পাজী,শকুনি আপু
এই ছিল তোর মনে!!!
আমায় দিয়ে ভীক্ষাবৃত্তি
ফুটপাথের কোনে???

মরলেও আজ আফসোস নেই
জলদি মরণ চাই,
মামদো জামদো সবি হবো
তোমার রেহাই নাই............. :-& X( X((


আহা ভাইয়া আমার কি দোষ
মারলো তোমায় পুলিশ :(
লেংড়া হলে কানা হলে
আমার কি দোষ ইশ!!!!!!!! :( :(

ভালোই হবে ভাইয়া এবার
ভীক্ষা করে বড়লোক
বিদেশ যাবো ঠিক করাতেই
এবার তোমার কানা চোখ!!!!:)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহারে নারীজাতি
ঠিক দিলে পাল্টি,
সাধাসিধে জীবনেতে
সব গেলো উল্টি।

কত ভালো লাইফ ছিলো
৯-৫টা আপিশ
তেনার কথা শুনে এখন
বাকী জীবন হা-পিশ।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪

এস কাজী বলেছেন: এইতো আমি আসছি, আর কোন নেই ভয়

এর পরের লাইনগুলা মিলে না শ্বাশুড়ি আম্মাজান :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইতো আমি আসছি, আর কোন নেই ভয়
শাশুড়িকে ডাকাতেই মনে জাগে সংশয়

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬

শায়মা বলেছেন: এইতো আমি আসছি, আর কোন নেই ভয়

কানা চোখ ঠিক হবে ভীক্ষার হবে জয়!!!!!!!:)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানা চোখ ঠিক হবে ভীক্ষার হবে জয়
বলি কানা চোখ ঠিক হলে ভীক্ষা কি করে হয়???
এইতো লাগলো ভয়
আপু বুঝি পাগল হয় হয় ;)

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

এস কাজী বলেছেন: আমি তো চশমা পড়ি। আমাকে আবার কানা বললে না তো আম্মাজান? B-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক ধরেছেন দাদা
আপু অনেক কৌশলী
লোক কে বানায় গাধা
পরে হাসে খিলখিলি.......

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

শায়মা বলেছেন: কে বলেছে নেই কান চোখ
তাও বুঝি আমার!!
পুলিশ কি মাইর আমায় দিসে
মাথাও গেলো তোমার!!!!!!!!!!!!


হায় হায় হায় এখন দেখি
আই স্পেশালিস্ট রেখে
পাগলের ডক এবার আমায়
আনতে হবে ডেকে!!!!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এটাই নিয়ম পাল্টিমারার
ধরার রীতিনীতি,
ধাক্কা দিয়ে কূয়ায় ফেলে
গাইছ কতো গীতি !!!
হুহহহহ

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

শায়মা বলেছেন: আহা ভাইয়া হাপিস কেনো?
অফিস করার কি দরকার?:(
এবার থেকে ভীক্ষা করো
সেটাই নাকি ভালো আর:)
জব করে কেউ পায়না বেতন
ভীক্ষুকে পায় তার বেশী :) :)
কয়েকখানা বাড়ি গাড়ি
কিনেও তারা বৈদেশী :)
তুমি না হয় বিদেশ যাবে
স্বয়ং বিদেশ রপ্তানী
করবো তোমায় সেসব দিয়ে
বিয়ে দেবো বিদেশিনী! :)


(আমি আজকে হাসতে হাসতে মারা গেলে আমার মৃত্যুর জন্য দায়ী থাকিবেক কি করি আজ ভেবে না পাই ভাইয়া)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পথে বসলুম আমি
হাসছো সুখে তুমি
হাহা হিহি হেহে হোহো
কত্তো পদের হাসি
এতো হাসি তবু যায়না
তোমার মনের কষি
হাসতে হাসতে মরলে নাকি
আমিই উল্টা দায়ী,
বিট লবনের দিচ্ছে ছিটা
শুকায় নাকো ঘায়ী

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আর কিছু ভেবে পাওয়া গেলনা ???? ;) ঢং !:#P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢং বলে ঢং,রঙ্গ কতো
সং সেজেছে আপু,
ভর গরমে গা'য় জড়িয়ে
কাঁথা কম্বল লেপু।

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬

এস কাজী বলেছেন: এহ বুঝতে না শাশুরি ডাকার মানে! শাশুরি ডাকার মানে আপনে আমার মামা শাশুর =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে শশুর,কে শাশুরি
বুঝা বড় দুষ্কর
আপু দেয় সুড়সুড়ি
করলার জুস্‌ কর

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯

শায়মা বলেছেন: এস কাজী ভাইয়া তোমার পদ বরখাস্ত করা হবে তোমাকে একটা কমেন্ট দিলাম চুপি চুপি মনের দুঃখ রাগ বলে তুমি সেটা দেখতেই পেলেনা!!!


এবার আমি বুঝতে পেলাম আসল কানা কে?
পুলিশ বুঝি আসলে তাকেই মেরেছে।
এক ঘুসিতে হয়েছে সে আস্ত একটা কানা
এবার তাকে ধরিয়ে দেবো মামদো ভুতের নানা( কি করি আজ ভেবে না পাই ভাইয়া)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হচ্ছেটা কি ফুসুর ফাসুর
ভাগ্নে বউ আর মামা শশুড়
ষড়যন্ত্রের নয়া কি সুর?
মাফ করোনা আমার কসুর

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

এস কাজী বলেছেন: সত্যি আপুনি আমি দেখিনি তো কোথায়? :( নোটিফিকেশনও তো আসল না। একটু আবার দাও না lokkhi আম্মা আমার :(

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু আবার লক্ষী???
খিক খিক হাহা হোহো হাসে কাক পক্ষী

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: ওকে আবার দিচ্ছি!!! এইবার যদি না দেখো!!!!!!!! এস কাজি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X((

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে মা কি বিষম ফাঁপর
কাজীদা বেচারা,
কি ভয়ানক লাগছে দেখো
শিং দুটো তার খাড়া

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


বিরাট মিস করছিলাম; এখানে তো কাব্যিক আদর, অনুযোগ হচ্ছে!

"তারপরও যদি রাগটা দেখাও
মেরে বানিয়ে দেবো পক্ষীটা "

-কি ধরণের পক্ষী বানাতে চায়? পক্ষী হলে সবাই ভালোবাসবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বানাবে যবে শায়মাপু
কিবা হবে পক্ষীটা,
বড় জোড় দাঁড় কাক
বেশী হলে কানা বগীটা।

২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০০

চাঁদগাজী বলেছেন:

মনর হয়, ময়না বানায়ে গান শিখাবেন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাক বানাবে ময়না?
আমার মনে হয় না

৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

শায়মা বলেছেন: Click This Link

ভাইয়া মেজাজটা খুব খারাপ ছিলো আমার
এই পোস্টে এসে কাব্য পড়ে হাসছি আমি আবার...
তুমিও কম নয়কো ভাইয়া আস্ত পাঁজীর হাড়ি
তোমার সাথে পাল্লা দিয়ে এখন আমি মরি
তাই বলে কি হার মানবো ? কখনো কাভি
তোমার বাড়ি পাঠিয়ে দেবো একটা গরু আর একটা গাভী!!!! :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি হয়েছে আপু তোমার মনটা খারাপ কেনো?
কবে কোথা পোষ্টে কে বা লিখছে যেনোতেনো;
হাসছে আপু মিষ্টিমনি,মন জুড়িয়ে যায়
রিনরিনে সেই হাসির তোড়ে চোর(ডাইনি আন্টি) পালিয়ে ধায়;

পাঁজির হাঁড়ি বল্লে আমায়,করলে আবার খাটো
পাঁজিরা সব সাগরেদ আমার,র‌্যান্কে কতো ছোট;
আমি হলুম পাঁজির রাজা,বদের গজাধারি
বস মেনেছে ইবলিশ আমায়,পা টেপে আমারি;

পাল্লা দেবে আমার সনে
ছোট্ট একটি দাবী,
ছাগলটা বাদ রইলো কেনো
যখন দিলেই গরু গাভী....... :P

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

প্রামানিক বলেছেন: ছড়ার রাজ্যে সবাই রাজা
আমি যাবো কই
ছড়া নিয়ে এই ব্লগে
লাগছে যে হইচই।

সবাই যদি ছড়া লেখেন
দলটা হবে ভারি
কবিতার রাজ্যে বিমুখ পাঠক
ফিরবে তাড়াতাড়ি।

যারা ভাইরে ছড়ায় অজ্ঞ
চেষ্টা করেন তবু
লিখতে লিখতে বিশাল কবি
হতেও পারেন কভু।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যারা ভাইরে ছড়ায় অজ্ঞ
চেষ্টা করেন তবু
লিখতে লিখতে বিশাল কবি
হতেও পারেন কভু।

এই কথাটিই মন্ত্র মেনে
করছি ছড়ার বন্দনা,
ছন্দ খুঁজি,ছন্দ কোথা!!!
ছন্দ আমার বন্ধু না #:-S

৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

শায়মা বলেছেন: এই কথাটা সত্যি ভায়া প্রামানিক ভাই
চর্চা করলে যাবেনা পারা এই কথাটা নাই
সবচে বড় প্রমান আমি এই আমাকে জেনো
একটা ছন্দ আনতে আগে লাগতো কষ্ট হেন
ডিকশনারী, ওয়েব খাতা, বই পুস্তক শেষে
একটা ছন্দ অনেক কষ্টে দিত ধরা এসে।
এখন আমি আবল তাবল মনে যা যা আসে
ঝপঝপাঝপ লিখতে পারি ভাইয়া কাপে ত্রাসে!!!!!!


ভাইয়া মানে কি করি আজ ভেবে না পাই
আমার ভয়ে মাথায় জেল দিয়ে ভাইয়া এখন অফিস যায়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এখন আমি আবল তাবল মনে যা যা আসে
ঝপঝপাঝপ লিখতে পারি ভাইয়া কাপে ত্রাসে!!!!!!

কসম খেয়ে বলছি আপু,যা বলেছো সত্যি
ছড়া লিখি স্রেফ ফাঁপরে,নেই কোনো ভিত্তি;
এ জীবনে এ প্রথম ছড়া পোষ্ট করলুম
মাথা ছুঁয়ে বলছি,সব হাছা বললুম।

ছড়া লিখি ভুল কথা,সবি অপচেষ্টা
তোমাদের ছন্দত্রাসে লাগে বুকে তেষ্টা;
মানতে লজ্জা নেই,আমি এক ভুয়া
টিকে আছি এতদিন,তোমাদেরি দয়া।

৩৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১/
ছড়ার রাজ্যে সবাই রাজা
প্রজারওতো দরকার ,
আমি তবে প্রজাই থাকি
নাকি হব সরকার ?

২/
এসেছে এক পরী আনটি
বলছে ডেকে শায়মা ,
কতদিন দেখিনারে
এই বুকেতে আয় মা । =p~ =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১/
প্রজাতন্ত্রে প্রজাই রাজা
এই জেনেছি এতকাল;
আসল কথা তারাই প্রভূ
প্রজারা সব পঙ্গপাল।

২/
আন্টি পরী,অন্তঃপুরী
নিক নিয়েছে নকল,
শায়মাপু করলো যে ফাঁস
ডাইনী এখন বিকল।

৩৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: গিয়াসলিটন বলেছেন: ১/
ছড়ার রাজ্যে সবাই রাজা
প্রজারওতো দরকার ,
আমি তবে প্রজাই থাকি
নাকি হব সরকার ?

২/
এসেছে এক পরী আনটি
বলছে ডেকে শায়মা ,
কতদিন দেখিনারে
এই বুকেতে আয় মা । =p~ =p~


ভাইয়া সেটা আন্টির নামে আঙ্কেল হতে পারে
এই জগতের সকল রহস্য সবাই জানে নারে!:(

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেস্‌ করলুম একটুখানি
'সূর্যপাজি' নাম কি?
ঠিক যদি হয় অবাক হবো
এসব করে লাভ কি?

৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

আবু শাকিল বলেছেন: ঘি কম ছিল :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘি কম ছিল কিসে ভায়া
ভাজি নাকি রুটিতে?
হলেও তা হতে পারে
কুক গেছে ছুটিতে।

৩৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাই? ওই রাস্কেল
আসলেই আংকেল ?
আন্টি রুপী দুর্বৃত্তর
ছেঁচা দরকার মিনিট অন্তর ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাস্কেলটার আক্কেল কি
নিক নিয়েছে লেডিস!!!
লিভারে তার এইডস্‌ হয়েছে
মাথাতে জন্ডিস।

৩৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

প্রামানিক বলেছেন: ঝগড়া ঝাটি কম করেন ভাই
পরিবেশটা রেখে
সবাই শিখুক ছড়ার ছড়া
আপনার দেখে দেখে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখবো ছড়া শান্তিতে
সে সুযোগ কি আছে;
শায়মাপুর যন্ত্রনাতে
পালাই আমি গাছে

৩৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

লেখোয়াড়. বলেছেন:
পাগলের ধর্ম হলো........... অন্যে যা বলে সে সব বোঝে, কিন্তু নিজে যা বলে বা করে তা বোঝে না।
শায়মা আবার রাগ করবে কি। গেল ৫ বছর ৫ মাস ধরে তো দেখছি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোক্ষম বলেছেন
ষোল আনা খাঁটি,
পাগলামো দেখে দেখে
সাড়ে পাঁচ গেলো কাটি।

৩৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: লেখোয়াড় ভাইয়া আমার কিন্তু মেজাজ খারাপ। মনও খারাপ আমার পোস্ট ড্রাফট হয়না। আমি আবার তিনাদেরকে ব্লকও করতে পারছিনা!:( এ কোন যন্ত্রনায় পড়া গেলো!:(

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা আপুর মেজাজ খারাপ
ড্রাফটও হয়না পোষ্ট,
ডাইনী আন্টি বাজায় খুশি
খাচ্ছে সুখে ফ্রেঞ্চ টোষ্ট।

হচ্ছে বড় যন্ত্রনা
মনকে দিও শান্তনা;
ব্লগ মোটেও যন্ত্র না
আর কটাক্ষন সবুর কর,ফুঁ.....এ দিলুম মন্ত্রনা।

৪০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: থ্যাংকু ভাইয়া ফু এর জন্য
মেজাজ বড় খুশি
কাকে ইয়াব্বড় এক
মারতে হবে ঘুসি।


প্লিজ বলে দাও বক্সিং প্যাড
হাতে পরতে হবে
নইলে আবার ডাইনের গায়ের
নোংরা লেগে যাবে।

এটা ডাইনি না ডাইন ভাইয়া!:)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডাইনটাকে ধরে ডাইনে
জোরে মারো ঘুসি,
ম্যাও ম্যাও করে তার মুখে
ছেড়ে দিলো পুষি ;)

তারপর মরিচের গুড়ো মেখে
কিক মারো ....ছা তে;
ওরে মারে খালা বলে
পালাবে সে লাফাতে।

ফের ধরে ডাইনটাকে
আরো মারো চাটি,
সারা গায়ে মেখে দাও
বিলাই চিমটি,বিছুটিপাতা আর আলকাতরা খাঁটি।

৪১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

শায়মা বলেছেন: উফ ভাইয়া টায়ার্ড আমি
মারামারি করে
সারাদিন শপিং করেও
ঘুরেছি অনেক মরে

শুধুই শপিং? জ্যামটা কেমন ?
রোডে গরু ছাগল
এসব নিয়ে আমি
এখন অনেক কিন্তু পাগল!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সারাদিন শপিং!!!
পারোও বটে তোমরা নারী জাতি
কামলা খেটেই কূল পাইনা
আধা জীবন বাতি।

জ্যামের কথা আর বলোনা
গরু ছাগলের হাট;
কিনে গরু ছাগুর মতোন হাঁটে মাঝ রাস্তায়
কত্ত বড় লাট???

*** ছোট্ট একটা খটকা আছে
ডাইনী চাচীর ব্যপারে,
''কান কাটা রমজান(হালুম জানোয়ার)'' না ''সূর্যপাজী''
তুমিই বলো কোনটা রে?

৪২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

শায়মা বলেছেন: এটা তো সেই রমজান
যার কান কাটা যায় বার বারে
তবুও সে তার কানের লোভে
ফিরে আসে, না পেরে।

হাজার হাজার নিক বানিয়ে
হাজার চেষ্টা বদগুনে
বললে তারে হাজার বারও
কারও কথা সে না শুনে।

নিজের মান সে না বাঁচাতে
নিজেই যখন না জানে
তারে বলো আমরা এখন
বাঁচাই বা আর কোন প্রাণে!

অনেক সহ্য করেছিলাম
বন্ধু ছিলো ঢের আগে
ভুল ভেবেছি বোকাটাকে
বন্ধু ভেবে ভুল করে।

বোকার রাজ্যে বাস করে সে
ভাবে তাহার হিরোগিরি
গালির কাছে সবাই সিধা
চলেই যাবে নাইজেরি।

কিন্তু বোকা এইভাবে তো
পাবেনা ভাই ভালোবাসা
বোকার মত আর করোনা
এমন কোনো দূর আশা!

আবার আসছি--- ওয়েট :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাম কাজে রমজান
তার কাছে কম যান
আমি বলি ছ্যাঁচরা
ছাগুছানা হিজড়া

৪৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

শায়মা বলেছেন: সূর্য্যপাজী!

এই কথাটা বুঝতে আমার
লাগলো খানিক টাইম
ভাইয়া তোমার বুদ্ধি ভারী
মাছের মত বাইম।

হা হা হা ভাইয়া তোমায়
একটা কথা বলি
যাই বলো আর তাই বলো
হা ছিলো সে এক জ্ঞানী।

এমন নাকি হদ্দ বোকা
সাইয়া সজে আসবে সে!
তাও আবার বিনা কারণ কাজে
খেয়ে কি কাজ কম পড়েছে????


২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাজী পাজী কাজী গাজী
দেখলুম কত সঙ;
জ্ঞানপাপীর বান লেগেছে
হিজড়াগো কতো ঢঙ???

৪৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

শায়মা বলেছেন: ওপস ভাইয়া আরেক কথা
ভুল করেছো তুমি
হালুম হুলুম নয় হার্মফুল
মনটা বড়ই দামী
একটু বোকা তাই বলে সে
নয়কো মোটেও লোক ছোট
ঝোল টেনে খায় লাপুস লুপুস
তবু
দিল খোলা তার কান ছোট
ছোটকানের মানুষ গুলো
বুদ্ধিতে হয় তাল কানা
যতই বলো দুরে যা তুই
শুনবে না ভাই কোনো মানা!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছোটকানের মানুষ গুলো
বুদ্ধিতে হয় তাল কানা

বললে কি হায়,লাগলো বুকে
যতই করো অভিমান,
লাজের কথা কি যে কমু
আমারও যে ছোট কান !!! :-*

আমার কথা বাদ দাও আপু
আমি এক পিচ্চি,
কানেকানে ফিসফিস
তথ্য এক দিচ্ছি।

গিয়েছিলুম ডাইনটার
অরিজিন ব্লগে,
কি যে বেটা বদমাশ
লিংক দিছি লগে.....

কি লিখে সে ঠিক নাই
ধরা-ধামা হুশ নাই
সেন্স মোটে নাইকো
আমি বলি বাদ দাও,,,,,,,,,,,চিজ এক সাইকো

***ওহহহো
লিন্ক দেখে লাভ নাই
ধরিবাজ বেটা
কলিজায় দম নাই
বোঝা গেলো সেটা

#রিপ্লাইখানা দিলো মুছে
লিখা ছিলো লাভ ইউ.....
নামখানা আপুনির
হুলো পালিয়ে মিউ মিউ (পাজির পাঝারা,লেজ ঝারা)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যূৎ ছাই মিছিমিছি
হলো রং নাম্বার,
ইশারায় বলে দাও
নাম সেই প্লাম্বার

দিয়েছিনু দুটি ক্লু
বলেছিনু দাও আওয়াজ
কিছুই তো বল্লেনা
অযথাই কি কেওয়াজ?

পরিশেষে ক্ষমা চাই
বেশি বুঝি বলে
কান্ডটাই না হতো
জানাজানি হলে।

৪৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

শায়মা বলেছেন: কত্ত আর ইশারা দেবো
তুমি একটা বোকারাম
নয়তো তোমার খবরই নেই
কখন কাহার কি ছিলো নাম?

দুটির ক্লু ভাবছো যা তা
একটাও তার ঠিক নয়
ওকে আবার দিচ্ছি ক্লু
না বুঝলে কি আর করা!!!!!! ( রাগ হলে আমি ছন্দ মিলাতে ভুলে যাই X(( )


*****************************
ভাবছি এবার কষ্ট তারে
আর দেবোনা আমি
নিজেই গিয়ে ধরা দেবো
এই এসেছি আমি!

বলবো ওগো প্রানেশ্বরো
অনেক হলো খেলা
গালাগালি প্রানপাতেতে
জীবন হেলাফেলা।

মুখোশ পরে নৃত্য করে
ধিতাং ধিনা নেচে
ভুতের মত সং এর সাজে
আবল তাবল বেশে।

শেষে কিনা সাইয়া সাজে
আসতে তোমার হলো
ও মাই গড শেষ কালেতে
এও বাকী ছিলো?


হিরোর মত লম্ফ ঝম্ফ
ছেড়ে কিনা তুমি
এই সাইয়া বেশেতে এখন
করছো পেনপেনানি ?

দুঃখে আমার কলিজা ফাটে
এও ছিলো মোর ঘটে?
তুমি গালিবাজ সাইয়া হলে আজ
তুমি আজ চোর বটে!:( :( :(

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঈদ মোবারক জান্টুশ আপু
করলে কেমন ঈদ
ভুলে সকল ঝগড়াঝাটি
পুষে রাখা জিদ।

কি দিয়েছো এবার তুমি
ঈদে পশু কোরবানী
গরু,ছাগল,উট না ভেড়া?
মুরগী নয় যে,তা জানি :P

রান্নাবান্না কি করেছো
কয়টা নয়া রেসিপি?
দাওয়াত ছাড়া যদি আসি
দেবে নাকি গলা টিপি :) ;)

মিস করেছি ঈদে তোমায়
মন করেছে হু হু
লাগলে বিষম জানবে শিওর
ইয়াদ করেছে...ম্যায় হু :) :-B

৪৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

শায়মা বলেছেন: ওহ তাই বলো
বিষম খেতে খেতে আমার জানটা গেলো
এই ছিলো যে কাহিনী তা বুঝিনিতো একটু আমি
মিস করেছো ভাইয়া তুমি!!!!!!!!!!

আমিও তো ভাবছিলাম ঠিক এ কথাটাই একলা বসে
ভাইয়া আমার কোথায় গেলো? পশুর হাটে গিয়ে সেকি
নিজেই এবার নিখোঁজ হলো!!!!!!!!!

আমি ভীষন ভালো মানুষ ঝগড়া ঝাটি করি?:(
শুধু যখন গায়ের পরে পড়ে মানুষ কানটা দেই মুলি।
তবুও তো একটু খানি , কিন্তু ভীষণ ইচ্ছে করে দেই ছিড়ে কান-

এক্কেবারে আচ্ছা করে। কানকাটা রমজানের মত
বিষম রকম .... ওহ মাই গড জানোই তুমি
বিষম রাগে ছন্দ খুঁজে পাইনা আমি!:(

যাহোক বলি এবার তবে গল্প ঈদের
গরু ছাগল দুটোই ছিলো, রান্না বান্না সাজুগুজু সবই হলো
সুমন ভাইয়া পোস্টে গেলে দেখতে পাবে সেসব তুমি !:) :) :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি সৌভাগ্য আরে...........
জান্টুশাপুর রিপ্লাই এলো চৌদ্দ মিনিট পরে!!!

বিষম খাবে নতুন কিবা
পড়ছ কতো মনে
ঈদ কেটেছে একা ভারি
কেবল ছায়ার সনে :|

গরু ছাগল দুটোই ছিল
জিভে এলো পানি
বিন বুলায়ে হাজির হবো
জাগিছে শয়তানি ;)

সুমন ভায়ার পোষ্টে ঢুঁ যে
মারবো খানিক পরে
কমেন্ট করার সুখ কি আছে
বস হারামী ডাক পারে X( X(( |-)

৪৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

শায়মা বলেছেন: বস হারামীর চোখ বেঁধে দাও
খেলুক কানামাছি
তারপরে দাও চম্পট
এই তো আমরা আছি।

ঘুরুক মরে বদ্ধ ঘরে
সারাটা দিনমান
তুমি মোদের কবি ভাইয়া
জান্টু মান্টু প্রাণ!!!:)

ছায়া আপু কোথায় ভাইয়া
নাকি ভাবী আমার
এতদিনে নাম বললে
খানাই নেই তোমার!!!

যাও ভাগো এখনি তুমি
নিজেই খানা আনো
ভাবীর হাতের রান্না খাবো
সেই কথা না জানো????

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইহহহহ...আপুর শখটি কতো
''বসের চোখটি বাঁধো"
মরি আমি না খেয়ে আর
তুমি সুখে রাঁধো।

ছায়াও তোমার ভাবী লাগে
মনে কত্ত রং
বউ দেখিনি তবু উনার
ননদীনির ঢং।

হুহহহ...বুঝলাম আমি কিপ্টে তুমি
মেহমানদারীর ইচ্ছা নাই
থাউক লাগবোনা,খামুনা মুই
রাইতের বাসি দিনে খাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পড়ো শায়মাপ্পু

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাগছে আপু ব্যস্ত ভীষন
স্কুলে কিবা কিচেনে,
আতি পাতি খুঁজি রোজ
রিপ্লাই মনে মনে...... /:) :| |-)

৪৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: রিপ্লাই তো দিলাম তোমার নতুন আরেক লেখায়
হঠাৎ দেখি পুরান পোস্টে নোটিফিকেশন দেখায়

সকাল থেকে মনটা খারাপ তাই তো জোর করে
আনন্দটা বাতাস থেকে আনতে চাইছি ধরে। :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনে মনে এটাই কিন্তু
ভেবেছিলুম আমি
মন ভালোনা,তাইতো আপুর
পাইনে রিপ্লাই দামী।

মন রাঙ্গাবো কেমন করে
তুমিই বলে দাও;
বুকটি দিলাম উজার করে
যা খুশী তাই নাও।

৪৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: আমি বড়ই ইন্ট্রোভার্টো
আমি জানি তা
মানুষ বলে তুই ইন্ট্রোভার্ট!
স্যরি, মানতে পারলাম না।

নাচতে নেমে ঘোমটা টানা
এসব ঢং ছাড়
যা মন আসে বলেই ছাড়িস
করিস ছারখার।

কিন্তু ভাইয়া আমি জানি
অবলা নারী জাতি
মুখ ফোটেনা হাজার দুখেও
ফাটেনা বুকের ছাতি।

সেই কারণেই দুঃখটাকে
একাই পুষে রাখি
আনন্দ আর হাসি খেলার
চাদর দিয়ে ঢাকি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্রেফ কটা লাইন বল্লে তুমি
হীরার চেয়েও দামী;
দমকে আছে আজো নারী
মর্দের খাটাশ গোয়ার্তূমি /:)

অবলা আর অবহেলা
দু'য়েই নারীর বাস;
বুক ফাটেতো মুখ ফুটেনা
না মেটে তার আশ

বুজছি না যে,বলবো কি যে
দিচ্ছি তোমায় কথা;
প্রিয়াকে কেবল ভালোইবাসবো
দেবোনা কভূ ব্যাথা

এটুকুনই করতে পারি
ছোট্ট আমার সীমা;
এটুক পেয়েই হাসো একটুশ
জানটুশ আপু শায়মা

৫০| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

গেম চেঞ্জার বলেছেন: শায়মাপির দুঃখ এত্ত কেন বলতো :(
দুঃখ দুঃখ খেলা হোক চাইনাতো।
কিসের এতো দুঃখ শুনি?
আমরা থাকতে সবি।
'কি করি' ভাই আছে,
সাসভায়া, জিনিভায়া, কথন ভায়াও আছে,
আরো আছে অনেকেই, বললাম কি মিছে।

তবে কেন লুকিয়ে আপু
মিছে মোদের বলবানা বাপু!!

২৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো তো একি কথা
আছি মোরা সকলে;
তাও শোনে কান কথা
বাজে লোকে যা বলে!!!

৫১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫১

রুদ্র জাহেদ বলেছেন: ছড়ায় ছড়ায় শুধু মজা
গিলতে চাই আরো কিছু তাজা।
বেশ করেছি বেশ করেছি
শায়মা আপু রাগ করোনা,
এইটাও আমি প্রিয়তে রেখেছি।

কী করি আজ ভেবে না পাই
আপনারে আমি কী বলে যে ধন্যবাদ জানাই!!!

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে কি ভায়া তুমি দেখি
বিনয়ের অবতার;
মিছিমিছি করলে কত
প্রশংসা ঠিক আমার। :)

শায়মা আপুনিটাকে
বড় বেশী ভালোবাসি;
সামু আছি তার টানে
ফিরে ফিরে তাই আসি।

ভালো থেকে,সুখে থেকো
এই করি কামনা;
কি করেছি নাশতা
যাও,মোটে কমুনা :) :D ;) :P

৫২| ০২ রা মে, ২০১৭ রাত ১:১০

ডঃ এম এ আলী বলেছেন: ছড়ায় ছড়ায় কাব্যকথা
অনেক অনেক ভাল লাগা
জন্মদিনের শুভেচ্ছা
রেখে গেলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.