নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

প্রামানিকের ফুল নিয়ে ভুল তত্ত্ব

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪



মূল পোষ্টঃ ফুলের দুঃখ কথা

সংশোধনীঃ

ওরে দাদা আজো তুমি
রয়ে গেলে বেশ বোকা;
কি সাহস! নেতাদের
দাও কষে ফুল টোকা !!

ফুল তারা ঠিকি আছে
তোমারই বুঝার ভুল;
মোটে তুমি বুঝ নাকো
তাহাদের কথা মূল।

পবিত্র ঠিক তারা
ফুল বনে রাজা;
ফুলটির নাম হলো
সিদ্ধির গাঁজা।

আরো এক ফুল আছে
নিবেদন সঁপি;
যে সে ফুল মোটে নয়
হেরোইন পপি।

মধু কিবা সেন্ট ছাড়া
আরো হয় ড্রাগ;
যা বলি তা হাছা জেনো
যতো করো শ্রাগ।

নেতারা হামেশা যেমন
খায় ঝাঁড়ু ঝাটা;
ফুলেতেও একিভাবে
আছে বিষ কাঁটা।

এই হলো শর্টকাটে
নেতাদের পিউরিটি;
খোদ মাফিয়ারা দেয়
এ গুণের অথরিটি।

আশা করি বুঝেছো
ইউ আর নট এ ফুল;
তুমি দাদা বেশ জ্ঞাণী
আমিতো পথের ধূল।

ফুল নিয়ে ওকালতি
বাদ দাও এইবার;
ফুলকপি বড়া খাও
সস্‌ মেখে বা আচার।



উৎসর্গঃ
প্রথমেতে আলবাৎ
প্রামানিক ছড়াকার;
চিরকালি তার আসন
ভালোবাসা শ্রদ্ধার।

এরপর আসে নাম
মহারাণী শায়মার,
তার নাম বাদ দেবো
সে সাহস নেই আমার।

ছবিঃ
ছবি নিয়ে অলওয়েজ
থাকি মহা ফাঁপরে;
নেট ছাড়া নেই উপায়
আঁকি নিজে কি করে? /:)

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কামরুন নাহার বীথি বলেছেন:

ছবি নিয়ে অলওয়েজ
থাকি মহা ফাঁপরে;
নেট ছাড়া নেই উপায়
আঁকি নিজে কি করে?
---------
------ কেন????? আমার কাছে কি ছিল না!!!!!!!



২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাষ নিয়ে যতো কথা
আগে যেই বলেছি;
গাজাখোর নেশাখোর
কতো কথা শুনেছি।

কি দারুন ফুলক্ষেত
মন চায় গাঁথি মালা;
প্রামানিকে ঝারি দেয়
চুপ ব্যাটা,ভাগ শালা।

এটা হলো সোনাবীজ
ফুল রাজ পপি;
গুড়া করে বেচলেই
কেজি কোটি রুপী।

শুনে মাথা বনবন
জীভে এলো জল;
সেই থেকে যোগ দিনু
মাফিয়ার দল।

সেই থেকে ক্রাইম জোনে
আমি এক ইয়া ডন;
খালি এক কল দিও
ফাউল করে কোন জন। B-))

২| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭

অগ্নি সারথি বলেছেন: কাহিনী কিতা? সব্বাই প্রামানিকের পিছে লাগল ক্যান?

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পিছে লাগা মোটে নয়
মুখোমুখি কুস্তি;
দেবো নাকো কোনো ছাড়
যত থাক দোস্তি। :-B

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

জুন বলেছেন:
আরেকটি সে ধুতুরা ফুল।
বিষাক্ত আর কাটায় ভরা
যদি খাও তো অক্কা পাবে ত্বরা।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরেকটি সে ধুতুরা ফুল।
বিষাক্ত আর কাটায় ভরা
যদি খাও তো অক্কা পাবে ত্বরা।


সাব্বাস আপু তোমার
শার্প বেশ কিডনিটা;
কত কথা মনে থাকে
নিশ্চয়ই খাও বর্নভিটা।

আরো এক বস আছে
নাম হলো বিছুটি;
চুলকানি শুরু হলে
থামবেনা পিছুটি।

ভুলো নাকো সেই চিজ
দিলে স্রেফ এক ফোটা;
শুরু হয় কেয়ামত
নাম তার জামাল গোটা। =p~

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

সাবলীল মনির বলেছেন: বেশ লাগল ছড়া ।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট পড়ে লাগে বেশ
কমেন্টটি সাবলীল;
শুনেও যে লাগে ভালো
মন হয় লাল নীল। :)

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

গেম চেঞ্জার বলেছেন: বেশ বেশ বেশ.........

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছোট্ট করেই বললে তুমি
বেশ বেশ বেশ;
জানি ফাঁপা তাও রয়ে যায়
ভালো লাগার রেশ।

৬| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

গেম চেঞ্জার বলেছেন: (বি.দ্র.) উপ্রে একখানা ফাঁকিবাজি কমেন্ট।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগেরটি নয় এটিই বরং
লাগলো আমার ফাঁকি;
দুষ্ট ছেলে,পাজী আমায়
মদনা পাইছো নাকি?? B-)

৭| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

ফেরদৌসা রুহী বলেছেন: বাব্বাহ কেম্নে লিখেন এসব :-B

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাব্বাহ কেম্নে লিখেন এসব :-B

কেম্নে আবার,আঙ্গুলেতে
টাইপো করে ল্যাপিতে;
টেনশানে নেয়ে ঘেমে
লোল ফেলে ন্যাপিতে।:)

এ আর এমন কি বা
লিখে ফেলি ধুমধুম;
এলে বেলে যা-ই মনে
আগডুম বাগডুম। ;)

এইবার তুমি বলো
কি খবর বাটিটার;
দৈ সবি শেষ নাকি
আছে কিছু বাকী আর ?? :-B

৮| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: চাষ নিয়ে যতো কথা
আগে যেই বলেছি;
গাজাখোর নেশাখোর
কতো কথা শুনেছি।
-------

বাব্বাহ, ভাই আমার গোসসা করেছে দেখছি!!! B:-/
আমি বুঝি একাই বলেছিলাম!!!!

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাব্বাহ, ভাই আমার গোসসা করেছে দেখছি!!! B:-/
আমি বুঝি একাই বলেছিলাম!!!!


লোক বলুক যত খুশী
পুরো পাড়াসুদ্ব;
একলাই এই আমি
লড়বো সে যুদ্ধ।

তুমি কেনো বলবে তা
বোন হয়ে আপনা;
দিল হুয়া চুরচুর
টুট গেয়া সাপ্না। |-)

৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: প্রামানিক যদি মানহানির কেস করে,তখন যাওয়ার পথ রেখেছেন তো??
তবে যার বিয়ে তার খবর নেই,পাড়া-পড়শীর ঘুম নেই।।
আশা করবো প্রামানিক ভাইও হাজির হচ্ছেন তার অভিজ্ঞতা নিয়ে।।

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেস যদি করেও বা
ঠুকে কোর্টে মানহানী;
ফ্যাক্টস্‌ বড়ো দূর্বল
টিকবেনা মোটে জানি।

ভালো বলে বললুম
দিয়ে সব যুক্তি;
সেই যেনো কাল হলো
বিষ মোর উক্তি।

মূল কথা জেনো ভায়া
করো নাকো উপকার;
রাখে নাকো মনে কেউ
হুদা এতো ঠ্যাকা কার??

১০| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০৪

অর্বাচীন পথিক বলেছেন: 'ফুলের দুঃখ কথা' বিপরীতে আগমন হল 'প্রামানিকের ফুল নিয়ে ভুল তত্ত্ব'

আর এরপর মন্তব্য গুলো ছড়ায় পূর্ণ।
উপভোগ করার মত ব্যাপার B-)

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট পড়ে রিপ্লাই-
করো নাকি উপভোগ;
শুনে লাগে বড় সুখ
প্রাপ্তিতে হলো যোগ। :)

১১| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩১

শাহাদাত হোসেন বলেছেন: কি বুলছে এসব

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুল কি বা বুলেছি
কও দিনি মামুর বেটা;
প্রামানিকে যদি শুনে
দেবে ঠিক ঝাড়ু পেটা। :-B

১২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

কামরুন নাহার বীথি বলেছেন:

তুমি কেনো বলবে তা
বোন হয়ে আপনা;
দিল হুয়া চুরচুর
টুট গেয়া সাপ্না।
-----------

ছড়ার পাখি দেখছি ওমর খৈয়াম হতে চলেছে!!!!

২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লোল পড়ে জীভ দিয়ে
ছবি দেখে তরতাজা;
টমেটো সরষে দিয়ে
ঝাল মাখা মুড়ি ভাজা।

করলে কি আপুনি
পড়ে গেলো স্বাদ মনে;
থ্যান্কস্‌ দিনু এইবার
একশত গুণে গুণে। :)

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পড়লে জেনে বেজায় খুশী
দিলে আবার থ্রী প্লাস;
এবার পুরো ফুরফুরে
মনটা হলো ফার্স্ট ক্লাশ। :)

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: রাখে নাকো মনে কেউ
হুদা এতো ঠ্যাকা কার?
খুব মন ছোয়া।।

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব পাম দিলে মোরে
বল্লে বড় ''মন ছোয়া'';
আসল কথা হেসে মরো
মনে মনে কও ভূয়া :D

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: ছড়া আর মতামত
পড়লাম সবি
ফুল নিয়ে কত কথা
বললেন কবি।

নেশা হোক পেশা হোক
অতি সুন্দর ফুল
ফুলের সাথে অন্য কিছু
নাই কোন তুল।

পপি গাঁজা খারাপ হলেও
ফুল সুন্দর
এক নজর দেখলেই
জুড়ায় অন্তর।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গাছে কিবা ফুলদানে
লাগে কতো সুন্দর;
কাঁটাবনে ফুল পাশে
বাঁধা থাকে বান্দর !!!

গার্লফ্রেন্ড জেদ ধরে
ফুল দাও সাথে কলি;
যেই কথা সেই কাম
নিতে কাঁটাবনে চলি।

গিয়ে দেখি অমা একি
আচানক কারবার;
উৎকট গন্ধেতে
নাকে হাত বারবার !!!

ফুল বেচে,মাছ বেচে
সাথে বেচে কুত্তা,
কোনটা যে কার ঘ্রাণ
বুঝি নাকো ধূৎ তা। X(

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা দই আরো আছে।

আজ সমুচা চাট বানিয়ে খেয়ে শেষ করব।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু তুমি ভারী ইয়ে
সব খাও একলাই;
বাসা গেলে বেড়াতে
খেতে দেবে শুধু চা-ই ??

ভেবেছিনু দই শেষ
আছে তবু সামুচা;
গিয়ে দেখি ঠনঠনা
সাধো চিনি ছাড়া লেবুচা !!!

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

সুলতানা রহমান বলেছেন: কত কথা হচ্ছে
যত আছে ফুল,
তাইতো আসতে
করিনি ভুল।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফুল শুনে ভুল করে
যেই ছুটে আসলে;
এসে দেখো গাঁজা পপি
দমে দমে কাশলে :-*

মাফ চাই সরি বলে
নেই তাতে মোর দোষ;
প্রামানিকে গাঁজা টেনে
ধোঁয়া ছাড়ে ভুস ভুস।

মহারাণী শায়মাপু
আরো এক কাঠি বাড়া;
কাটে নাকো তার দিন
এলএসডি ড্রাগ ছাড়া।

আরো আছে বীথি আপু
পান খায় দিয়ে জর্দা;
পিক ফেলে লাল হলো
জানালার সাদা পর্দা।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬

রিকি বলেছেন: ছবি নিয়ে অলওয়েজ
থাকি মহা ফাঁপরে;
নেট ছাড়া নেই উপায়
আঁকি নিজে কি করে?


পেন্সিল দিয়ে আঁকতে বসেন
কলম লাগান কানে
এই মেথডে ছবি আঁকা
শায়মা আপু জানে !!!!

আর নাহলে নিতে পারেন
চক কিংবা কোল
বেশি ঘষামাজা করলে কিন্তু
লাগবে গণ্ডগোল!!!! :P

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পেন্সিল দিয়ে আঁকতে বসেন
কলম লাগান কানে
এই মেথডে ছবি আঁকা
শায়মা আপু জানে !!!!

আর নাহলে নিতে পারেন
চক কিংবা কোল
বেশি ঘষামাজা করলে কিন্তু
লাগবে গণ্ডগোল!!!! :P


শুনতে লাগে পান্তা অতি
কিন্তু জেনো সত্যি;
ছবি আঁকার টেলেন্ট ঘটে
নেই মোটে এক রত্তি। :-<

শায়মাপু মহাজ্ঞাণী
বিদ্যার টাইটানিক;
আমি হনু ফুটো ডিঙি
ধিক মোরে শত ধিক। /:)

আরো এক স্টার আছে
মেধা জ্বলে ধিকি ধিকি;
সে গ্রেট আর কেউ নয়
মোর প্রিয় আপু রিকি। :)

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

শায়মা বলেছেন: রিকিমনি কবিরাণী
এও হলো জানা
লুকিয়ে রাখেন গুণাবলী
দেখে হলাম কানা। B:-)

ফুল নিয়ে ভুলভাল
লেখো নো প্রবলেম।
প্রামানিকভাইয়াকে
বলো যত শেম শেম।

কিন্তু আমার এল এসডি
ড্রাগ নিয়ে কথা
আর যদি বলো তবে
ভেঙ্গে দেবো মাথা।

ভাঙ্গা মাথা নিয়ে তুমি
কোরো খুঁত খুঁত
লোকে তোমায় বলিবেক
স্ক্রন্ধ কাঁটা ভুত!!!!!!!!!!!! :P

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিন্তু আমার এল এসডি
ড্রাগ নিয়ে কথা
আর যদি বলো তবে
ভেঙ্গে দেবো মাথা।


আমার কি দোষ বলো
বলেছিলো প্রামানিক;
আমি ভোলা সাধু মনে
ভেবেছিনু সবি ঠিক।

আর নাকি দেখেছিলো
কারা কারা নিজ চোখে;
কানে ধরি আর কভু
শুনবোনা মিথ্যূকে.....;)

২০| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১২

শায়মা বলেছেন: শুনে মাথা বনবন
জীভে এলো জল;
সেই থেকে যোগ দিনু
মাফিয়ার দল।

সেই থেকে ক্রাইম জোনে
আমি এক ইয়া ডন;
খালি এক কল দিও
ফাউল করে কোন জন। B-)) '



ও আচ্ছা তাই নাকি
নেই মাফ নেই আর
পাঠাচ্ছি পুলিশকে
পালাও পগার পার।:)



২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও আচ্ছা তাই নাকি
নেই মাফ নেই আর
পাঠাচ্ছি পুলিশকে
পালাও পগার পার।:)


হো হো হা হা বোকা নাকি
কারে তুমি দিচ্ছ ফাঁপর;
রোজ আইজির সাথে
বারে খাই হুইস্কি পাপড়।

টাকা দিয়ে পোষি আমি
পুলিশকে পকেটে;
ভক্তিতে গদগদ তারা
মোর ছবি ঝুলে লকেটে।:)

২১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

শায়মা বলেছেন: গাছে কিবা ফুলদানে
লাগে কতো সুন্দর;
কাঁটাবনে ফুল পাশে
বাঁধা থাকে বান্দর !!!

গার্লফ্রেন্ড জেদ ধরে
ফুল দাও সাথে কলি;
যেই কথা সেই কাম
নিতে কাঁটাবনে চলি।

গিয়ে দেখি অমা একি
আচানক কারবার;
উৎকট গন্ধেতে
নাকে হাত বারবার !!!

ফুল বেচে,মাছ বেচে
সাথে বেচে কুত্তা,
কোনটা যে কার ঘ্রাণ
বুঝি নাকো ধূৎ তা। X(



হা হা হা ছড়া ছলে ঠিক কথা বলেছো
ভাইয়াটা ছড়াগুরু হতে তুমি চলেছো।:)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা ছড়া ছলে ঠিক কথা বলেছো
ভাইয়াটা ছড়াগুরু হতে তুমি চলেছো।:)


ইয়ে মানে ধ্যাত্তেরিকা
কি যে তুমি কও না;
অত কিয়ের তাড়াহুড়া
ইট্টু পাশে বও না।

তোমারে লইয়া ক্যাম্পাসে
ঘুরার কত্ত হাউস;
ক্যাফেটেরিয়ার ব্রোস্ট চিকেন
খাওয়ামু ইয়া ঢাউস।:)

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: ছড়ার ছড়াছড়ি . . . :-D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলেছো যে ছড়াছড়ি
উৎসাহ পেলুম
পাঠে জানাই কৃতজ্ঞতা
কৃতার্থ হলুম।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.