নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
সামুতে পুরুষ জাতি
শুনো কথা মন দিয়ে;
পড়ো নাকো ভুল করে
নারী প্রেমে পিছলিয়ে।
জেনো সদা ভালো চাই
তাই করি শেয়ারিং;
কথা নয় মোটে হেলা
খুব করো কেয়ারিং।
আজকাল মেয়েগুলা
পাজীদের পা ঝাড়া;
প্রেম যেনো টাইম পাস
ভেরি ইজি,গা ছাড়া।
আরো আছে কত ঠেলা
দুনিয়ার নখরামি;
তাই দেখে বোকা মোরা
করি শত পাগলামি।
রঙ ঢঙ দেখে দেখে
মন গেছে বিষিয়ে;
প্রাণ চায় শকূনীরে
দেই ধূলে মিশিয়ে।
ঘটনাটা খুলে কই
গত রাত দেড়টাতে;
ফিক্স হলো ডেটিং হবে
মর্নিএ সে ক্যাফেতে।
খেনু বাঁধা প্রথমেই
শার্ট নাই ইস্তিরি;
তাই পরে বেরুতেই
সোয়ারেজ মিস্তিরি।
''আরে ভায়া কি খবর''
দেয় হাত বাড়িয়ে;
হু হা বলে কোনোমতে
যাই চামে এড়িয়ে।
ঘন্টা দাঁড়িয়ে থেকে
খুঁজি খালি রিশকা;
কোন ফাঁকে পিক ফেলে
গেলো এক মিচকা।
দুঃখের শেষ নেই
কি যে আছি ফাঁপরে;
কাক দিলো 'ইয়ে' করে
ডেটিং এর কাপড়ে।
মরন এই কপালেতে
সুখ মোটে সয়না;
লেট আর 'ইয়ে' দেখে
সে ও কথা কয়না।
হাতেপায়ে কতো ধরি
ঘেট ধরে ঠায় চুপ;
অগত্যা ক্ষেমা দিয়ে
খাই বসে বাসী স্যুপ।
বাসী তো হবেই তা
এসেছিতো দশটায়;
নখরামী শেষ নাই
গড়িয়ে বিকেল যায়।
বাসা থেকে এলে কল
উঠে যায় না বলে;
চোখে যত ঝেড়ে রাগ
গটগট যায় চলে।
অগত্যা বেয়ারাকে
ডেকে বলি দাও বিল;
ওরে বাবা একি দেখি
দেরহাজার পার মিল !!!
দুই বাটি স্যুপে নাকি
মোট বিল তিনহাজার;
দুরু দুরু বুকে বলি
একি ভাই,কি ব্যাপার ??
দুই বাটি দু'শ টাকা
বাকীটা তো ওয়েটিং;
আমি কাঁপি থরোথরো
জবোজবো সুয়েটিং।
আছে মোটে তিনশ
ফোনও হাতে সস্তা;
ম্যানেজার গুণে কয়
আন লাঠি বস্তা!!
এরপর কি যে হলো
কানে ধরি তওবা;
রেপটাই বাকী ছিলো
আর সব,ছিঃ বাবা..............
এইছিলো পাঠকেরা
শর্টকাট ইতিহাস;
প্লিজ পেটে রেখো চেপে
কয়ে দিয়োনাকো বাঁশ।
উৎসর্গঃ
ভ্রমন ব্লগে যদি বল
সব সেরা কোন;
আলবাৎ একজনি
প্রিয় আপুনি জুন।
রিভিউতে একি কথা
সেরা সেই রিকি;
এই হলো মোর মত
যাই বলো কে কি।
ছবিঃ
নেট থেকে দিনু মেরে
নেই কোনো খরচা;
কাম শেষ,এইবার
খামু সুখে বিড়ি চা।
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নেহি নেহি কভি নেহি
এ ব্যাপারে সাবধান;
সাধু দলে সকলেতে
চলো করি যোগদান।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
প্রামানিক বলেছেন: হে হে হে লাগল ভাল
নাস্তানাবুদ দশা
হর হামেশা এমন কান্ড
ঘড়ের উপর বসা।
তারপরেতেও চলতে হবে
উপায় তো আর নাই
কাকের বিষ্ঠা নাকের পরে
হোটেল রেস্তোরায় খাই।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রেলওয়ের বুফেতে
খাচ্ছি বসে কাটলেট;
হঠাৎ দেখি হায় খোদা
তেলাপোকা অর্ধেক !!!
বুঝলে কিছু ঘটনাটি
এও ছিলো কপালে;
মাঝি মাঝি ভাবি দুঃখে
সব ছেড়ে যাই নেপালে।
সন্যাসি সেজে সেথা
হিমালয়ে ঘুরবো;
ইয়েতির দেখা পেলে
তবে দেশে ফিরবো।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
দিগন্ত জর্জ বলেছেন: কথাগুলো ঠিক তাই
বলেছেন সত্যি,
কবে যে প্রেম থেকে
পাবো আমি মুক্তি।
সেলারিটা পাই কিছু
সারা মাস খেটে,
সবটাই যায় চলে
হোটেলের বিল দিতে।
তারপরও নাই রেহাই
পাই চোখ রাঙ্গানী
আর ভালো লাগে না
মুক্তি চাই আমি।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি পথের সাথী তুমি
লাগলো বড় মায়া;
বলছি শুনো দু'কান দিয়ে
মাড়িওনা তার ছায়া।
প্রেমের কালেই এত্ত ফাঁপর
কভু কি তা ভেবেছ;
বিয়ের পরে খাবে গিলে
নির্ঘাত ভায়া মরেছ।
মা-বাবার শের তুমি
কেনো বাপু মিছেমিছে;
ম্যাও ম্যাও করে ঘুরো
ডাইনীর পিছে পিছে??
আমি বলি উঠো জেগে
দাও জোরে হুংকার;
মোর লগে মাতবরি!!
এ্তো তেজ খুন কার ??
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
তুষার কাব্য বলেছেন:
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হেসো নাকো ফিক ফিক
কথা জেনো সত্য;
ফাঁন্দেতে পড়ে লোকে
বুঝে তাহা কত্ত।
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চরম অভিজ্ঞতায় পরম পাওয়া ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক বলেছো ভায়া তুমি
বেশ হলো আক্কেল;
দেখি যদি ছুড়িটারে
ঠিক দেবো পাটকেল।
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । দারুণ ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এটি কোনো কথা হলো
বলেছিনু সিরিয়াস;
তাতে হেসে গড়িয়ে
তালি মারো ঠাশ ঠাশ !!!
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
ইমরাজ কবির মুন বলেছেন:
hahah, joss hoise.
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হোটেলওলা মেরে মেরে
ভেংগে দিলো হার-গোশ;
তাই শুনে সে কি হাসি
আমোদেতে বলো জোশ!!!
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: খুব উপদেশ খয়রাত করা হচ্ছে!!!!
ঐ পোষাকে ডেটিং-এ এসে, তাও আবার দেরীতে এসে, মাথাটা যে আস্ত আছে এটাই আপনার সৌভাগ্য!!!
কথা দিয়ে, সে কথা সময় মত রক্ষা করা ঈমানের অঙ্গ!!!!
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইহহ শুনো কথা তার
কি দারুন উপদেশ;
ডেটিংয়ে তে ঈমানের
ফতোয়া ঝাড়েন দরবেশ।
বুঝি বুঝি সব ঠিকি
তুমিও তো জাতি নারী;
ভ্রুক্ষেপ নেই কি বা
ভাই গেলো মারি মারি।
কথা কই সাফ সাফ
যদি উঠে বেশী রাগ;
নখরামি বাদ দিয়ে
সুপ খেয়ে ত্বরা ভাগ।
তা না শালী ঢঙরাণী
সারাদিন পেখনামি;
রঙ করে যায় ফুটে
ফাঁদে পড়ি সিধা আমি
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
সাহসী সন্তান বলেছেন: ফান্দে পড়িয়ারে বগা কান্দেরে.......!!
ভাই এই কি কামডা করলেন কি আপনি? আপনিতো পুরুষ জাতির নাম ডুবানোর কাম করছেন? পোস্টের বিরুদ্ধে কইলাম রিপোর্ট করাম......!! তয় কানে কানে কই (পিলাচ কিন্তু একটা দিয়াই দিছি)!
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই হলো প্রবলেম
সব করো চামে চামে;
মাইয়াডি মৌজ করে
পুরুষেরা খাটে ঘামে।
নতূন শ্লোগান চাই
''পুরুষের মুক্তি'';
আর কত দাস হয়ে
করবে নারী ভক্তি !!!
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
একটু ভেবেচিন্তে ছবি দেবেন; ছবিটা খুবই অসুন্দর।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবি কি দেই সাধ করে
করি সবে সচেতন;
পাইনে যে দিশকুল
আক্কেল কবে হবে'খন
১১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২
আমি মাধবীলতা বলেছেন:
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব দেখি হাসছ যে
দাঁত গুলো কেলিয়ে;
ঐদিকে কোনোমতে
জান নিয়ে বাঁচি পালিয়ে।
১২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
দিগন্ত জর্জ বলেছেন: উপদেশটি কাজের অনেক
লেগেছে যে ভালো,
করবো না আর কেয়ার
যদিও করে মুখ কালো।
আর নয় মেও মেও
উঠবো আমি গর্জে
দেখাবো পুরুষত্ব
কাপুরুষ আমি নই যে।
ধন্যবাদ আপনাকে
দিলেন আমার চোখ খুলে,
যাই এখন বান্ধবিকে
দিতে একটু কান মলে।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানমলার ছলে তুমি
করছো যে ভুল ভায়া;
আগেইতো বলেছি ভুলে
মাড়াবেনা তার ছায়া।
ফোনে মারো ব্লক তারে
ফেবুতেও একি কাজ;
হাত-পা ঝাড়া হয়ে
মহা সুখে কর রাজ।
১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১
সুলতানা রহমান বলেছেন: কটা টাকা বিল দিয়ে এত কথা শোনাচ্ছিলেন? কৃপনের জন্য এমনিতেই প্রেম নাই।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: টাকাটাই দেখলে তুমি
দেখলেনা মনটা;
ডাইনীর ফাঁদে পড়ে
গেছলো প্রায় জানটা।
১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩
সুলতানা রহমান বলেছেন: আর দেখেন, যে ছবিটা দিয়েছেন তাতে ছেলেটা জামায় রঙ ঢেলে রক্ত বোঝাচ্ছে। এই মিথ্যে ভালবাসা পায়ে মাড়ানো ছাড়া উপায় কি।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু তুমি বেশ বোকা
ভালো করে দেখ তা;
হার্টটাকে দিলো ছিড়ে
মাড়িয়ে সে দিলো পা !!!
১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০
দিগন্ত জর্জ বলেছেন:
তা বটে খাঁটি কথা
বলেছেন আপনি,
এভাবে আমি তো
আগে কভু ভাবিনি।
আপনি অনেক জ্ঞানী
তা তো আমি জানি,
তাই তো আজ থেকে
আপনাকে গুরু মানি।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া মজা কর
খালি খালি যত ইয়ে;
ফান মজা যাই কর
কর নাকো কভু বিয়ে।
কথা যেন থাকে মনে
ভালো জেনে বলছি;
এক ভুলে জান শেষ
ধুকে ধুকে মরছি।
১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
কামরুন নাহার বীথি বলেছেন: দুঃখের শেষ নেই
কি যে আছি ফাঁপরে;
কাক দিলো 'ইয়ে' করে
ডেটিং এর কাপড়ে। ----
কাকের "হাগু" করা শার্ট পরে ডেটিং-এ গিয়ে আবার বড় বড় কথা !!!
আমি হলে ল্যাং মেরে ঠাং ভেঙে দিতাম, হুম্ম!!!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকের "হাগু" করা শার্ট পরে ডেটিং-এ গিয়ে আবার বড় বড় কথা !!!
আমি হলে ল্যাং মেরে ঠাং ভেঙে দিতাম, হুম্ম!!!
এ'রকম কতোবার
ঘটেছিলো তারবেলা;
নিজ হাতে ঘষে ঘষে
উঠিয়েছি দিয়ে ডলা।
এসবের দাম নেই
আমি যেনো কামলা;
ডেটিংয়েতে ডাইন খেতো
হাত ডুবিয়ে গামলা।
বোন হয়ে টানো তারে
বের হলো চেহারা;
ইয়াতীম আগেই ছিনু
আজ হনু বোন হারা।
১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: ভাগ্য ভাল যে থালা-বাসন ধোয়ানোর জন্য একদিন রেখে দেয় নি ।।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি করেনি তাই বলো
রেপটাই ছিলো বাকী;
হোটেলের নাম শুনে
আজো তাই ডরে কাঁপি।
১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৬
সোহানী বলেছেন: হাহাহাহা......... এমন চমৎকার কবি লড়াই ...... অনুসরন করতে বাধ্য হলাম.........++++++++++
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া কি যে বলো
মরি আমি শরমে;
শীতকালে কুলু কুলু
ঘেমে নেয়ে গরমে।
১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪১
রুদ্র জাহেদ বলেছেন: হাহা।বরাবরের মতোই ফাটাফাটি,দারুণ।জাতি তয় যাইব কই
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুনেই লাগে সেরাম ভালো
আর বলোনা বেশী;
খুশীর ঠেলায় হেঁচকি উঠে
দমকে দমকে কাশি।
২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৭
সায়েদা সোহেলী বলেছেন: এত্তোগুলা মজার ছড়া
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখেছি স্রেফ একটা
পেলে কোথা এত্ত;
এইবার বেশ বুঝি
পড়নি এক ছত্র।
২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
লিও কোড়াইয়া বলেছেন: আপনার উদ্দেশ্যে:
আছে মোটে তিনশ
মোবাইলটাও সস্তা;
আপনার ভাই সাহস আছে
কলিজা এক বস্তা।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রেটটাতো জানা ছিলো
প্রতি বাটি একশ;
ওয়েটিং এ এতো নেবে
কি খাটাশ দেখছো!!!
২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
চাঁদগাজী বলেছেন:
আপনি একটিভ রাজনীতির সাথে জড়িত, রাজনীতি নিয়ে লিখুন।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখতে হলে চাই মাথা
দাওনা কিছু ধার;
আপনা কথা লিখতে গেলেই
রোজ খেতে হয় মার।
মরতে হলে মরবো
মার খেতে আছি রাজি;
রাজনীতি কার তরে
বলো ভায়া চাঁদগাজী???
ডান বাম সব চেনা
বিম্পি বা হাম্বা;
লুটপাটে সবে বিজি
প্রাণহীন খাম্বা।
২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আয় হায় একি হাল
হৃদয় ধূলায় লুটায়
এলো কি কলিকাল
সবে বিনিময় চায়?
মন কেউ খুজে নাকো
খোজে দেহ, ওয়ালেট
প্রেম যে খোজে হায়
হয়সে ব্যাকডেটেড!
লিটনের ফ্লাটে না গেলে
হয়না সে স্মার্ট
চাইনিজে হোটেলে
মানিব্যাগ-ডেজার্ট!
কর্পোরেট ভাল-বাসা
মোটে ভালবাসা নয়
টাকা দিয়ে ষ্ট্যাটাস
আর সবকিছু বিনিময়!
সেই ভাল সব ছেড়ে
হও ভাই ছড়াকার
নাম যশ হলে পড়ে
দেখবে সব ফিরবে আবার
++++
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দাদা তুমি থামবে কি
মারবে নাকি ভাতে;
চাইছি ক্ষমা করজোরে
মরবো অপঘাতে।
সেকি ধার লেখনিতে
টসটসে ছন্দ;
তোমাতেও আছে কবি
পাই তার গন্ধ।
টুকিটাকি ছড়া লিখে
আছি কোনমতে টিকে;
তোমার ঐ ছড়া দেখে
তাও বুঝি হলো ফিকে।
২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
রাবার বলেছেন: ভাই ফাটাফাটি হইসে
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পিলে দিলে চমকে
আরো বলো ফাটাফাটি?
বিল দিতে বন্ধকে
সবি গেলো ভিটে মাটি।
২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
সুমন কর বলেছেন: সামুতে অনেক ছড়া'র জিনিয়াস আছে। তারমধ্যে আপনি একজন !!
জোস হইছে...প্লাস।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেনো ভায়া গরিবেরে
মিছিমিছি দাও পাম্প;
মন হলো মাতোয়ারা
ছাদে উঠে দেই জাম্প।
২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
লিও কোড়াইয়া বলেছেন: ওয়েটিং এ টাকা নেয়
আসলেই যম খাটাশ
ইচ্ছে করে মেরে দেই
দুই গালে ঠাশ ঠাশ!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদি হত এক দুই
সেকি আর করি মিস;
এক কুড়ি লাঠি হাতে
মেরে করে পিস পিস।
২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
চৌধুরী ইপ্তি বলেছেন: খুব সুন্দর ছড়া!!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
লিখি কি যে অগা বগা
সে কি ছাই কম জানি??
২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
আবু শাকিল বলেছেন: অনুসরন করলাম।নেক্সট লেখা গুলো মিছড করতে চাই না।
ধন্যবাদ
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: করছো আমায় ফলো জেনে
লাজেই গেনু কুঁকড়ে;
শুনেই লাগে সেরাম ভালো
ওরে কত্ত সুখ রে................
২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাইয়ার লগে পেরেম করতে মা'না করছো ভাই !
তুমি কি ভাই ''রংধনু''? লাজে মরে যাই ।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এহেম এহেম ভায়া তুমি
কি যে সব কওনা;
আর কতো পেরেম চাও
ঘরে আছে বউ না।
খোঁচা আমি ঠিকি বুঝি
ভাইবোনা অত বোকা;
পাকা আমে রুচি কম
লিচু খাই থোকা থোকা।
৩০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮
শায়মা বলেছেন: আহা
ছেলেগুলো কত ভালো
রাম শাম যদু বদু
মনে মনে শয়তানী
মুখে যেন ঝরে মধু।
টাইমপাস শুধু নাকি
রাখে আরও ব্যাক আপ
নো দুখ করে যদি
জি এফরা প্যাক আপ।
পাগলামি ছাগলামী
নাচা গানা ধিন ধিন
ভেতরের ইবলিশ বের হতে
লাগে নাকো বেশিদিন।
বজ্জাতি বাঁদরামী
দেখে মনে সাধ হয়
দুই থাপড়েতে দেখি
কেমনে যে কাৎ হয়।
শকুনীতো কোন ছার
তারা সব ড্রাকুলা
যেই হলো মতভেদ
জীবনটা ঝালপালা।
নিজেদের শত দোষ
নেই মোটে সে খবর
গাধা গরু হাম ডাম
মাথা ভরা শুধু গোবর।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: আহা
ছেলেগুলো কত ভালো
রাম শাম যদু বদু
মনে মনে শয়তানী
মুখে যেন ঝরে মধু।
শেষ বেলা এসে তিনি
কথা কন উল্টা;
হাছা মিছা কত বুলি
ঢাকে নিজ ভুল টা।
টাইমপাস শুধু নাকি
রাখে আরও ব্যাক আপ
নো দুখ করে যদি
জি এফরা প্যাক আপ।
বাস বাস রোষো রোষো
খুব চিনি তোমাগো;
ওয়েটিং এ এক হালি
কয় সোনা জানু ওগো............
পাগলামি ছাগলামী
নাচা গানা ধিন ধিন
ভেতরের ইবলিশ বের হতে
লাগে নাকো বেশিদিন।
জানিনাকো ছলা কলা
যাই করি স্ট্রেইট;
প্যানপ্যান করে কানে
করিনাকো পেনিট্রেট।
বজ্জাতি বাঁদরামী
দেখে মনে সাধ হয়
দুই থাপড়েতে দেখি
কেমনে যে কাৎ হয়।
বাদ আর আছে কি তা
চিমটি আর খামচিতে;
সারামুখে ফোলা দাগ
চর কনি খেতে খেতে।
শকুনীতো কোন ছার
তারা সব ড্রাকুলা
যেই হলো মতভেদ
জীবনটা ঝালপালা।
এখনতো ড্রাকুলাই
গালি যত খিটমিটে;
তখনতো কত কথা
দাওনাগো চোখে ঠোটে
নিজেদের শত দোষ
নেই মোটে সে খবর
গাধা গরু হাম ডাম
মাথা ভরা শুধু গোবর।
এখনতো গরু গাধা
আগে ছিলো জিনিয়াস;
নিজেরা করলে রাঁধাগীত
আর আমরা করলে সর্বনাশ...................(হুহহ)
৩১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চরম!!!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বল্লে চরম
লাগলো পরম
পেলুম শরম
লাজে মরম।
৩২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০
শায়মা বলেছেন: বাদ আর আছে কি তা
চিমটি আর খামচিতে;
সারামুখে ফোলা দাগ
চর কনি খেতে খেতে।
হা হা হা হা হা ভাইয়ু আহারে তোমার দুস্কে পরান ফেটে গেলো!!!!!!!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরো হাসো হা হা হি হি
ভাই মরে দুঃখে;
চরম বিপদে তুমি
ডাইনীর পক্ষে।
৩৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
শায়মা বলেছেন: আহা আহা ঢং করে তারে বলো ডাইনী
পিছে পিছে সোনা যাদু কত তার কাহিনী
জানিনা ভেবেছো নাকি খুব আছে তাহা জানা
ভাবো নাকি তোমার মত আমরাও কানি কানা?????
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এককালে সোনা যাদু
কত নামে ডেকেছি;
আর নয় আশকারা
মহা মহা ক্ষেপেছি।
কাহিনীর শেষ জেনো
বধ হলো ডাইনিটা;
আবার আমি সিংগেল
খাই মদ/বর্নভিটা
৩৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: কেমন হল । নারী পুরুষ মনেই ত প্রকৃতি
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নারী আর নারী নেই
বিষময় প্রকৃতি;
প্যান প্যান ঘ্যান ঘ্যান
এই তার সংস্কৃতি।
নারী আর নারী নেই
কথা জেনো স্বীকৃত;
হাল স্রোতে গা ভাসিয়ে
টাকায় হলো বিক্রীত।
নারী আর নারী নেই
ক্ষয়েছে তার যকৃত;
ভুলেছে আপন মান
পুরো মাথা বিকৃত।
৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
গেম চেঞ্জার বলেছেন: মেয়েদের নিয়া ট্রল করছেন, বুঝবেন শেষে মজা।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা বুঝার বুঝে গেছি
নয়া আর কিবা পেইন;
আকুল হইলো প্রাণ
নাচিলো যে ব্লাড ভেইন।
৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫২
সায়েদা সোহেলী বলেছেন: "এত্তোগুলা " এইটা ত মডার্ন ফ্রেস , লাইক এত্তোগুলা পচাঁ
।পড়লেও যেখানে মন্তব্য করি না , সেখানে না পড়ে মন্তব্য !??'কাভি নেহি , কাভি নেহি । । ।আমার নামে এহেন অপবাদ !!!
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা বাপু চটো কেনো
মজা করি টুকটাকি;
কমেন্ট পেয়েই জেনো
ফিল করি ভেরি লাকি।
৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৩
তিমিরবিলাসী বলেছেন: প্রতিবাদ করতেছি। এমন অপবাদ মেনে নেওয়া যায়না।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার আবার হলো কি
কেনো বাপু প্রতিবাদ;
ডরে কাঁপি থরো থরো
তিমিরবিলাসী জিন্দাবাদ।
৩৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৫
রিকি বলেছেন: শায়মা আপু ক্ষেপেছে
এবার ঠিক হয়েছে
মেয়েদের নিয়ে মশকরা
এবার কি করি ভাই খাবে ধরা !!!!
আহা তবে ছড়াখানি খাসা হয়েছে।
দুই বাটি স্যুপে নাকি
মোট বিল তিনহাজার;
দুরু দুরু বুকে বলি
একি ভাই,কি ব্যাপার ??
দুই বাটি দু'শ টাকা
বাকীটা তো ওয়েটিং;
আমি কাঁপি থরোথরো
জবোজবো সুয়েটিং।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিকি বলেছেন: শায়মা আপু ক্ষেপেছে
এবার ঠিক হয়েছে
মেয়েদের নিয়ে মশকরা
এবার কি করি ভাই খাবে ধরা !!!!
আপুর ক্ষেপা নয়া কিবা
মুড যেনো আবহাওয়া;
এই হাসে এই ক্ষেপে
ইনটেন্স খাওয়াদাওয়া।
হায় হায় করেছি কি
বলেছি মুখ ফস্কে;
আগুন কড়াইয়ে যেনো
তেল দিনু উসকে।
এইবার আপু ঠিকি
হয়ে যাবে ডাইনী;
কতদিন মানুষের
গোশত সে খায়নি।
প্রথমে সে ধরে মোরে
বটি দিয়ে পিস পিস;
সস্ দিয়ে পুড়ে খাবে
মহা সুখে দিয়ে শীষ।
খোদা জানে কি যে হবে
কাঁপি ডরে থরো থরো;
প্লিজ আপু বাঁচাওগো
সবে মিলে কিছু করো।
৩৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬
শায়মা বলেছেন: গুড গুড রেঁধে নেবো
নরমাংসের মগজী
চাক চাক করে দেবো
লেবু দুই কাগজী।
হাড্ডিটা থেঁতে নিয়ে
ম্যানমিল কুল স্যুপ
সয়াসস,গার্লিক
অনিয়ন খুব খুব।
মাংসটা কিমা করে
পুরে ভরে পিঠা
জানি সেটা তেতো হবে
হবে নাকো মিঠা।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে কি আপু হলো কি
এতো কেনো রাগ;
ফণা তুলো ফোঁস ফোঁস
যেনো বিষ নাগ!!!
হয়েছে কি বলবেতো
করলো কে বেয়াদবি;
এক চরে বদটার
দাঁত ফেলে দেবো সবি।
সাহস কি দেখ তার
তোমারে কয় ডাইনী;
তুমি মোটে ডাইনী নও
আসলে শাকচুন্নী।
খিক খিক খিক খিক খিক খিক খিক খিক খিক
৪০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: বজ্জাত মাইয়া আছে শুধু একটাই
জানটা ত্যানা ত্যানা আছি বড় ঝামেলায় ।
ভালবাসলে আহলাদে গদগদ
উপরে দেখন রাগ ভিতরে প্রেমের বুদবুদ।
এমন বজ্জাতের প্রেমে
জীবনটা অকেজো প্রাণটা বুঝি যাবে থেমে।
ইদানিং ছড়াতে হয়েছেন দক্ষ
ছড়ায় ছড়ায় বিদীর্ন করে এই বক্ষ ।
লুকিয়ে লুকিয়ে আসে আমার ব্লগে
সে যে আমার প্রেমিকা সেটাই বুঝাতে ।
আরো কত জ্ঞানীগুণী আর বড় মহাশয়
সবার সাথে বেশ খাতির বহু কমেন্টে কথা হয়।
আমার কাছে আসলে চুপ যেন ঘোমটার বউটি
গোপনে আদর নেবে দেবে গায়ে চিমটি ।
এমন মিষ্টি ভাষী বজ্জাত মাইয়াডা
যা খুশি তাই বলে গরু ছাগল পাগল গাধা ।
তবু তারে করি কত সোহাগ
তারে যেন ছোয়না কোন এক বিন্দু বিষাদ ।
রং ঢং এ দারুন পটু কত যাদু জানে যে
ঢং এর চোটে আছে মেতে কোন পোস্ট করছে না সে ।
কত জনে জানতে চায়
নতুন পোস্ট আসবে কবে
কারো কোন পরোয়া নেই
মুখটা তার বন্ধ থাকে ।
....
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রং ঢং এ দারুন পটু কত যাদু জানে যে
ঢং এর চোটে আছে মেতে কোন পোস্ট করছে না সে ।
সে কি আর বলতে
ঢং এ রাণী বিশ্ব;
তার প্রেমে পরে কত
প্রিন্স হলো নিঃস্ব।
পোষ্টেরও নেই কোনো
বেমালুম খবর,
লিখালিখি গুনটিকে
দিয়েছে সে কবর।
আজকাল সারাদিন
করে খালি খাই খাই;
দেখলেই সেরেছে
দাদা চলি বাই বাই।
৪১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
কাবিল বলেছেন: বিড়ি চা, একাই খেলে চইলবেক না।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই নাও বিড়ি ভায়া
পুরো এক বান্ডিল;
সাথে নাও গরম চা
খেয়ে সুখে কর ফিল।
৪২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা| ভাই কি হেঁটে বাড়ি গেছেন না অ্যাম্বুলেন্সে?
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একা শুধু তুমি ভায়া
এই কথা শুধালে;
আজ বুঝি তুমি ছাড়া
নেই আপন এ কপালে।
আগেই তো বলেছি
বাকী ছিলো খালি রেপ;
লাথি গুতো চর ছ্যাকা
সারা গায়ে গজ টেপ।
মারের প্রচন্ডে;
এই হুশ যায় আসে;
কেবা দিয়ে গেলো বাড়ি
মনে নেই কিছু যে সে।
৪৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২
আরণ্যক রাখাল বলেছেন: চরম প্রতিউত্তর| আপনি সেইরম জিনিয়াস
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জিনিয়াস বলে বলে
দিয়োনাকো আর বাঁশ;
আমি এক হাইব্রিড
ব্রেনলেস জিন্দা লাশ।
কাজ পারা দুরে থাক
যেথা যাই ঝামেলা;
লোকে দেখে দেয় তাড়া
দুরে মর,যা হালা।
এইভাবে অনাদরে
বেঁচে আছি ধুকে ধুকে;
তুমি ভায়া জিনিয়াস
দাওনাগো কিছু ফুঁকে।
৪৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১
চৌধুরী ইপ্তি বলেছেন: এইখানে তো বজ্জাত মেয়ে না। হাবারামের কথা দেকচি। হিহি!!
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাবারাম,ইন এ সেন্স
সে কথাও ঠিক;
তা না হলে পড়ি ফাঁদে
ধিক মোরে ধিক।
তবে ভায়া যাই বলো
মাইয়াডা মহা বদ;
সেই শোকে আজকাল
পানি ছেড়ে ধরি মদ।
ছল করে হারামীটা
করে মোরে ধ্বংস;
ইজ্জতে চুনকালি
নাশ হলো বংশ।
৪৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
জুন বলেছেন: হায় হায় কি করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোথায় পালাই
কারন দেখিনি যে উতসর্গটাই
ধন্যবাদ দিতে আমি অনেক শরম পাই
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবেনা
এসেছেন শেষরাতে;
এইভাবে ইনসাল্ট
দুঃখে মরি আঘাতে।
৪৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
জুন বলেছেন:
শিরোনাম আর ছবি দেখে
যা পেয়েছি ভয়
তাইতো আর স্ক্রল করে নীচে
নেমে করিনি শক্তি ক্ষয়
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হু হু ভায়া সবি বুঝি
অজুহাতে তুমি পাকা;
কম্বোডিয়ার কন্কালেও
হয়নি চুলটি বাঁকা।
পর বলে দুরে ঠেলে
দিলে কত উসিলা;
শক্তির ক্ষয় হলে
খাও কিনে নসিলা।
৪৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেইল করি দশহাজার
নেই কোনো রিপ্লাই;
মিছিমিছি মেইল করে
ব্যাথা হলো হাতটাই।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মহারাণী
সবশেষে;
বলো কথা
ঝেড়ে কেশে।
৪৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭
শায়মা বলেছেন: হা হা হা
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললুম দিয়ো
ঝাড়িয়া কাশি;
রিপ্লাই দিলে
চিকনে হাসি।
কৌশলি তুমি
চতুর খাশি;
আপু নয় যেন
বদের মাসি।
(ও বাবা পালাই..............)
৪৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩
শায়মা বলেছেন: ছি ছি ছি ছি মিছিমিছি বলো তুমি কি?
অংকেতে জিরো পেতে সেটা বুঝেছি।
দুইখানা মেইল করে বলো দশ, বিশ
তাও আবার হাজার হাজার ! সখ কত ইশ!!!!!!!!
আরও বলো ঝেড়ে কিবা কাঁশি দিতে জোরে?
আহ হা হা কি আহলাদ যাই আমি মরে!!!!
জ্বর কাশি সর্দিতে আমি মরি বাঁচি
আরও আছে সাথে পাছে বেয়াদপ হাঁচি।
সকালেতে উঠে আমি মনে মনে বলি
যাই ভাইয়ার পোস্টে দিতে কিছু গালি।
নানা ভাইয়ু ডোন্ট ওরি দ্যাটস নট ফর ইউ
ইউ নো, কতখানি আই লাভ ইউ ইউ!!!!!!!
গালাগালি মারামারি গাঁজীভাইয়ার সাথে
চলিবেক হরদম সকাল বা রাতে
তোমার এই গাডু মাথা শয়তানী দিয়ে
ভাইয়াটা ভরালো , দূর করি কি দিয়ে!
আমি এক মহারানী জানতো যে ভাই
সেই বলে আমি নাকি জঙ্গী এস নাই!
না না কিছুতেই এ মানা যায়না।
না দেখিয়ে মজা আমি খানা আর খাইনা!
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জীভে খুব ধার তোমা
দাও পুরো ভচকে;
'হাজার' কথাটি স্রেফ
বলি মুখ ফসকে।
তাই বলে কত কথা
শুনালে সাত সকালে;
টিকবোনা এ ধরাতে
মরবো যে অকালে।
চান্দু খরুস বড়ো
খ্যাটখ্যাটে কষটা;
ছেড়ে দাও কেঁদে বাঁচুক
খাটাস সে লোকটা।
চোর সনে রাগ করে
খানা খাবে মাটিতে;
ঐদিকে চোর ব্যাটা
মদ গিলে পার্টিতে।
মহারাণী তুমি ঠিকি
বুদ্ধিতে পোলাপান;
সে সুযোগ নিয়ে চাদু
হেসে হয় খানখান।
গরিবের কথাশোনো
ছেড়ে দাও কান মলে;
এমনিতে বুইড়াটা
বয়স ভারে টলমলে।
৫০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩
শায়মা বলেছেন: আহ হা সে বুড়া নাকি
বলবে তো আগে তা
না জেনেই তার মনে
দিলুম সে কত ব্যাথা!
মদও খায়, টলমল
করে টলে পা দুটো
শুনেছি তাহার নাকি
হার্টেতেও আছে ফুটো।
প্রেশার ওঠে তিনবেলা
চারবেলা কুপোকাৎ
যতখন ঠিক তাকে
ব্লগেতেই দিন রাত!
বক বক খক খক
কাশাকাশি আর হাসি
তবুও বুড়োটাকেই
আমরা ভালোবাসি!
বকাঝকা করেছেন
তাতেই বা হলো কি
মাথা কি আর ঠিক থাকে
এ বয়সে বলো কি?
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রেশার ওঠে তিনবেলা
চারবেলা কুপোকাৎ
যতখন ঠিক তাকে
ব্লগেতেই দিন রাত!
রিয়েলি বস যে তুমি
ছন্দের মহারাণী;
মানছি হার নাক খতে
সজোরেতে কান টানি।
গান পারো,নাচ পারো
ছড়াতেও টনটনে;
আমি গাইলে লোকে ধায়
স্বর শোনে খনখনে।
নাচগান বাদ দিনু
ভেবেছিনু ছড়াতে;
বিট করে তোমাকে
পারবো যে সরাতে।
সে আশায় গুড়েবালি
পাশ নিয়ে টানাটানি;
লজ্জায় ঢাকি মুখ
লোকে হবে কানাকানি।
মাতবরি ঘাট হলো
করো মোরে ক্ষমা;
পারছিনা আর নিতে
বুকের এই ট্রমা।
তারচেয়ে বলি বাপু
আমি আপুর পিএস;
যাই বলো তাতে সায়
সদা বলি ইয়েস।
৫১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮
শায়মা বলেছেন: ইয়েস ইয়েস জি হুজুর
মোসাহেবী ঢং ঢাং
অনেক হলো ভাইয়া
নো মোর নট ফান।
পি এসের চাকুরিটা
নহে মোটে ইজি
ফাঁকিবাজি করে বলো
ইউ আর বিজি?
মন দিয়ে দুই বেলা
বস্তাটা নিয়ে
বালু দিয়ে তারপর
খুব ঠেসে দিয়ে।
চলিবেক ঢুশ ঢাশ
প্রাকটিশ কুস্তি
চাঁদভায়া এলে তার
শেষ করবো মাস্তি!
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিকাছে ঠিকাছে বাবা
মন দিনু প্রাকটিসে;
চান্দু বাবাজীরে ধরে
কুপোকাত ট্যাকটিসে।
প্রথমেতে ল্যাঙ দিয়ে
ঠ্যাঙ দুটো জড়াবো;
তারপর আছাড় দিয়ে
মাটিতে তারে গড়াবো।
ঘাড়টা জমিনে ঠেসে
তালুতে জোরে গোট্টা;
টান মেরে ছিরে নেবো
ব্রান্ডের দামী স্যুটটা।
থান ইট দিয়ে দেবো
দুই গালে দুই ছেঁচা;
অমানুষি চিৎকারে
গর্জাবে বাঁচা বাঁচা।
ঘুষি মেরে নাকখানি
করে দেবো থেবড়া;
প্লাস দিয়ে চুল টেনে
মাথা হবে ছ্যাবরা।
ভোতা ছুরি মেরে দেব
গেলে তার ভুড়ি;
গদা দিয়ে ডলে দেবো
হাড় গুড়ি গুড়ি।
এইভাবে মার খেয়ে
ব্যাটা হবে ফুল বেহুশ;
আশা করি এইবার
আপুনিটার দিলখোশ।
আর এক সাজা দেবো
কথা জেনো পুরো হাছা;
গদাটাকে ভরে দেবো
বরাবর তার _ _ ।
৫২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য + ছড়া
দুটোই মনকাড়া।।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মূল ছড়াটি ভুলেই গেছি
টানছি সবাই রাবার,
ছন্দটানে ঐকতানে
আমরা ছড়ার লাভার।
৫৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮
-দীপু বলেছেন: হাহা .. হাহ ! দারুনকবিতালিখেনতোআপনি । লাইকডইট
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললে দারুন শুনেই মনে
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্টখানি
হৃদয়ে দাগ কাটলো।
৫৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
-দীপু বলেছেন: দুঃখিত, শব্দগুলো একসাথে হয়ে গেছে ।
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দাড়ি কমা স্পেস
এতে কিবা এসে গেলো;
তুমি এলে, দিলখোশ
মন হলো পুরো ভালো।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: কামের ফাঁদে থুক্কু নারীর ফাঁদে পড়া যাবে না!