নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
গায়ে মেখে আতর,চোখে দিয়ে সুরমা
সকালের নাস্তাতে মুখে পুরে খোরমা।
মাথায় পাগড়ি বাঁধা,গায়ে আলখাল্লা
চোখে মুখে নূরানীর সে কি তার জেল্লা।
খোলা হাতে তরবারী,কাঁধে রাইফেল
কোমরেতে গ্রেনেড,বগলে বোম শেল।
মরলে শহীদ সে, কনফার্ম জান্নাত
গাজী হলে গড়বে ইসলামী মিল্লাত।
কন্ঠে আগুন ঝরে, ট্রেনিংএ সে কি হল্লা
ময়দানে জেতা চাই ওবামার কল্লা।
ঐ দেখ ওবামারে, মার ধরে শালারে
ও বাবাগো ও মাগো, মলাম কি জ্বালারে!!!
হতচকি চেয়ে দেখে, লাথি খেলো বৌটা
বাজলো প্রামানিকের স্বপ্নের বারোটা।
(টু বি কন্টিনিউ............)
উৎসর্গঃ
রসেতে ডুবিয়ে দিনু, প্রামানিক কিচ্ছা
নয়া সালে এই মোর সামুতে শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভোদকাতে ডুবে আছি
আরো আছে হুইস্কি;
দাদা তুমি ভালো লোক
এই নাও গ্রীন টি।
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২
কামরুন নাহার বীথি বলেছেন:
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংকস্ আপু মেনি মেনি
নাইস বেশ কার্ডটি;
তোমাকেও শুভেচ্ছা
সুপার হোক সালটি।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: নববর্ষের শুভেচ্ছা
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা জানালে
মন হলো খুশী;
তোমাকেও শুভেচ্ছা
ইয়াত্ত বেশী বেশী।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২০
রক্তিম দিগন্ত বলেছেন: খোলা হাতে তরবারী,কাঁধে রাইফেল
কোমরেতে গ্রেনেড,বগলে বোম শেল।
মানুষ না অস্ত্রের দোকান???
প্রামাণিক ভাই স্বপ্নে নিজেকে অস্ত্রের দোকান কল্পনা করে? খাইছে!! নয়া বছরে এইডা কী খবর হইল!!!!
প্রামাণিক পোষ্টে যাইতেও ডর লাগতেছে। কখন না জানি আবার গ্রেনেড মাইরা উড়াইয়া দেয়!!!
নতুন বছরের শুভেচ্ছা। ছড়ায় পিলাস!! পরের পর্বগুলোতে আরো কী কী ব্রেকিং নিউজ আসবে - সেইটার সম্পর্কে হাল্কা ধারণা দেন!!!
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামাণিক ভাই স্বপ্নে নিজেকে অস্ত্রের দোকান কল্পনা করে? খাইছে!! নয়া বছরে এইডা কী খবর হইল!!!!
প্রামাণিক পোষ্টে যাইতেও ডর লাগতেছে। কখন না জানি আবার গ্রেনেড মাইরা উড়াইয়া দেয়!!!
স্বপ্নেতে প্রামানিক
নিজেরে ভাবে ওসামা;
ব্লগে যেও সাবধানে
কি হবে বাপু জানিনা।
নতুন বছরের শুভেচ্ছা। ছড়ায় পিলাস!! পরের পর্বগুলোতে আরো কী কী ব্রেকিং নিউজ আসবে - সেইটার সম্পর্কে হাল্কা ধারণা দেন!!!
কি করে বলি আপডেট
সবি প্রামানিকের ইচ্ছা,
তোমাকে জানাই ভায়া
নয়া সালের শুভেচ্ছা।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৬
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহাহ, হ্যপি নিউ ইয়ার
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা তোমাকেও
থেকো খুব ভালো;
শুভ হোক নয়া সাল
দু'হাজার ষোল।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিকের মাথায় দেখি
কি চমৎকার শিরোস্ত্রাণ ,
এখনো যে হাসতে আছি
হেসেই বুঝি যাবে প্রাণ ?
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানতুম আমি ঠিকি
পড়বে তোমার চোখে;
প্রামানিক দেখে বুঝি
এই ডরে ফুঃ ই বুকে।
ডর মোটে সেটা না
মূল ডর ভায়া তুমি;
ছন্দের বাড় দেখে
গা উঠে ছমছমি।
ছড়াতেও হাত দিলে
এই কাম সারছে;
লিটইন্না ভাইয়াডা
মোরে ভাতে মারছে।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি হলে জাত কবি
কাব্য তোমার অলংকার ,
ছন্দে ছন্দে গাঁথ মালা
আহা কিজে চমৎকার !
আমায় দিয়ে
কাব্য চর্চা ?
মিছে ভেবে
যাচ্ছ মূর্ছা !
যদি পারতুম
তোমার মত
প্রেম করতাম
শত শত ।
তা যখন
পারিনি আর
প্রশ্ন কেন
ভাত মারার ?
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রেম করোনি তুমি???
আর কত হাসাবে;
চোখ দেখে যায় চেনা
আরো কত নাচাবে।
প্রপিটাই কথা বলে
ছিলে লেডি কিলার;
বোকা গাধি মেয়ে সব
তোমাতে পেত থ্রীলার।
কত কথা ফুলঝুরি
ফোনের ঐ চ্যাটিংএ;
ফ্রেন্ডশিপ নাম করে
নিয়ে যেতে ডেটিংএ।
হাত ধরা থেকে শুরু
ঠোটে গিয়ে থামতে;
খেলা উঠে জমে ধীরে
কৌশলে নিতে রূমেতে।
এইভাবে দিনে দিনে
বানালে কত গোপী;
প্রেমে ওস্তাদ তুমি
বস মেনে জপি।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হ্যাপি নিউ ইয়ার....
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাকেও শুভেচ্ছা
হ্যাপি নিউ ইয়ার;
গার্লফ্রেন্ড,শালীদের
কর সুখে পেয়ার।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: একি ভায়া একি
লিটন ভাইয়ের এই খবর
এক্কেবারে হাটে
খুলে দিলে ঝাপি
সবে বলে নিরবতা
সম্মতির লক্ষন
তবে কি ধরে নেব
যাবলেছ সত্য বিলক্ষন
শরমেতে লিটন ভায়া
কইযে হারাল
কোন কিছূ না বলে
সব মেনে নিল
তুমি ভায়া শার্লক
ফেলুদাও ফেল
আহা কি লিকস-
এসাঞ্জ ও হার্ট ফেল
হোক দেরী তবু রইল
নতুন বছরের শুভেচ্ছা
সুস্থ থাক ভাল থাকো
লেখো ছড়া আচ্ছা।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেরী দেখে ভেবোনাকো
ভুলে গেছি সবি;
কটাদিন লিটন ভায়াকে
করেছি ফলো খুবি।
মৌনতা আসলেই
লক্ষন সম্মতি;
সত্য বলাতে ভায়া
ডরিনাকো, হোক ক্ষতি।
কটাদিনে যা বুঝেছি
সে হলো এক লাভগুরু;
ছুড়ি বুড়ি বাদ নেই
যা পায় তাতেই শুরু।
কথার সে যাদুকর
মুখে সে কি পটানি;
দু'দন্ড বলে কথা
বনে যায় টুনাটুনি।
আজতক হয়ে গেছে
সেলিব্রেট সেঞ্চুরি;
আজো সে যে নট আউট
হিংসেয় জ্বলে মরি।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
প্রামানিক বলেছেন: রাত জেগে বসে থাকায় শুভেচ্ছা রইল ভাই
নব বর্ষের নাচন কোঁদন তাইরে নাইরে নাই।
নতুন বছরের নতুন পোষ্টে শুভেচ্ছা রইল।