নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

যন্ত্রনা ব্যাক !!! :-B

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

এই দেখো চলে এনু
যমে/ডকে টানাটানি;
''বাঁচবেনা'',''এই শেষ''
শুনেছি কত কানাকানি।

বেড়ালের জান যেনো
মরন নেই সহজে;
টাউট জেনো বিশ্ব
নার্স প্রেমে ছিনু মজে। ;)

এই সামু কেমন আছ
কতদিন দেখিনা;
মিস করে মরে ছিনু
ভেবো মোটে মেকি না।

বেডে শুয়ে লিখেছিনু
সামু নিয়ে ছড়াটা;
তাও পোষ্ট করলোনা
পঁচা আপু বদটা........(শায়মাপু)

ঘোর মনে লিখেছিনু
সেন্স ছিলো আধা;
হেথা দিনু পেস্ট করে
প্লিজ বলোনা গাধা...........:)

প্রিয় সামুঃ

পরিপাটি রুম যেনো
পাঁচতারা সুইট;
তবু মন অস্থির, কবে
করবো যে কুইট।

আলিশান সবি আছে
টিভি ফ্রিজ এসি;
নেট বার সবি পাবে
চার্জ দাও বেশি।

সদা আলো ঝলকানি
নেই ফিনাইলের গন্ধ;
কল দিলে সব হাজির
সার্ভিসে সেকি ছন্দ।

সামনেতে ট্রান্সপ্লান্ট
চলে ডায়ালাইসিস;
দুরু দুরু কাঁপে বুক
সাহসেরি ক্রাইসিস।

নার্সিং বেস্ট হেথা
পারফেক্ট কেয়ারিং;
কথাতেই ভরে মন
দুর হয় ফিয়ারিং।

বাঘা বাঘা ডকটর
কত শত মেশিনারি;
ট্রিটমেন্ট ফার্স্টক্লাশ
দাও টাকা কাড়ি কাড়ি।

ভয় তবু এসে যায়
যত দিক শান্তনা,
মনে মনে আধা মরা
তবু বলি ক্লান্ত না !!!

মনে পড়ে বড় বেশি
মা'র সেই মুখখানি;
আসছি মা তাড়াতাড়ি
যে যা বলে ঠিকি জানি।

মনে পড়ে প্রিয় দেশ
পরিচিত সব মুখ;
ফিরি আর নাই ফিরি
''প্রিয়ভূমি'' জয় হোক।

মনে পড়ে বড় বেশি
প্রাণের ঐ সামুকে;
মিস করি ছড়ারাজ
প্রামানিক মামুকে।

সাস ভায়া,গেম ভায়া
সাদা বোকা সুমন;
রাখাল ভৃগু লিটন
আছো সবে কেমন?

লেখোয়ার জেন রসি
প্রিয় কাকু চাঁদগাজী;
রক্তিম দিশেহারা লিও
হামা কাভা এস কাজী।

আপুদেরও মনে পড়ে
রিকি বীথি সোহানী;
জুন মহুয়া আরজুপু
মানবী রুহী ধমনী।

মনে পড়ে সকলেরে
আরো আছে যত;
বুঝবেনা সামু তুমি
ভালোবাসি কত।

মিস করে মরে যাই
মহারাণী আপুটাকে;
ভালোবাসি খুব বেশী
বলো দেখি চিজ সে কে?

ভালো থেকো জানা আপু
ভালো থেকো সর্বে;
সামুর ব্লগার আমি ভেবে
বুক ভরে গর্বে।

কি লিখেছি জানিনাগো
মাথা মোটে খেলেনা;
কতো কিছু মনে আসে
ছন্দে তা মেলেনা।

বেশীখন পারি নাকো
কোথা দিতে মনোযোগ;
তার ছেড়া পোষ্ট পড়ে
রেখোনাকো অনুযোগ।:)

ফের বলি শুনো প্রিয়
সামু ব্লগে সর্বে;
মোর তরে প্রাণ ভরে
দোয়া করো, করবে???

শেষ কথাঃ
লিখেছি যা অগাবগা
করে দিনু শেয়ার;
বুঝাতে চেয়েছি কত
সামুকে করি পেয়ার।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

আবু শাকিল বলেছেন:

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডায়ালগে সেরা তিনি
ঝাড়ে কত বাণী;
তেলানীটা কম হলে
ভুলিয়ে দেন নানী।

আপুকেতো চেনো না
মহা লেডি রংবাজ;
গুমখুন ছেলেখেলা
লাখ টাকা নেন চার্জ।:(

বললুম কানেকানে
আবার তারে বলোনা;
ঘেচাং করে দেবে ফেলে
প্লিজ এটি ভুলোনা।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

সুমন কর বলেছেন: আপনার হঠাৎ করে কি হলো ? দেখা নাই যে !! আপনি কি কোন হাতপাতালে ভর্তি ?

ছড়া চমৎকার হয়েছে। +।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর ভায়া বলনাকো
মাস পুরো ছিনু বেডে;
টেস্টমেস্ট হাবিজাবি
লিখা আছে ডক প্যাডে।

কাটিয়েছি ডরে ডরে
তেরো নদী ঐ পারে;
মন পড়ে ছিলো সদা
তোমাদেরি সামু তরে।

তোমা দেখে মন খুশি
কেমন আছ বলনা;
আমি আছি এই বেশ
পুরোপুরি ভালোনা।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

গেম চেঞ্জার বলেছেন: এখন আছেন কেমন ভাই?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিন কেটে যাচ্ছে
রক্ত বেরুচ্ছেনা,
তাও আছি বেশ ভালো
পেইন ফিল হচ্ছেনা।:)

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

শায়মা বলেছেন: বেডে শুয়ে লিখেছিনু
সামু নিয়ে ছড়াটা;
তাও পোষ্ট করলোনা
পঁচা আপু বদটা........(শায়মাপু)


শয়তানী তবু দেখি
একদম গেলো না
ফিরে এসে বাঁদরামী
মিথ্যা কি ছলনা!!!!!

নিজে আমি বাঁচি নাকো
সব নাকি মোর নিক
এর মাঝে আবদার
"আমারটা পোস্ট দিক। ( দাও)

পোস্ট দিয়ে মরি আমি
এই নিকও মোর হবে
কটকটি, বনু মনু
সব আমার সব হবে!

আরও হবে আমি বুঝি
কিযে করি নিজে ভাই
আহা কত আহলাদ
একদম শখ নাই!!!!!! X((

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হেসে হই কুটি কুটি
খিক খিক খিক;
কটকটি বনু মনু
তোমার কত নিক।:)

ছাগুদের কথা শুনে
যাও কেনো রেগে;
চুপচাপ শোনে যাও
যাবে ঠিকি ভেগে।

ব্লগেতে অভাব নেই
এইসব ডিসপুট;
এক ফুঁ য়ে দাও ঝেড়ে
যাহ ভাগ....ফুট ফুট।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

শায়মা বলেছেন: মিস করে মরে যাই
মহারাণী আপুটাকে;
ভালোবাসি খুব বেশী
বলো দেখি চিজ সে কে?

চিজআপু?
চিনি চিনি
ব্রেড দিয়ে খায়:)
মাঝে মাঝে নানা পদে
তারে দেওয়া যায়। :) :)

টম এ্যান্ড জেরীটার
দুজনেরই প্রিয় চিজ
এই নিয়ে সারাদিন
করে তারা কিচমিচ।


তুমিও কি জেরী নাকি?
নাকি তুমি টমটা?
রয়ে সয়ে খেও ভায়া
আর একটু কমটা।:)


১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইতো পেরেছো দেখি
আসলেই তুমি ব্রেনি;
আমি হনু আলাদীনের
কূৎসিত সেই জিনি।:)

টম হলে ক্ষতি নেই
জেরীতে এলার্জী;
পারলে গুড়িয়ে দেই
মনে জাগে মর্জি।

হাড়ে হাড়ে বদ ব্যাটা
পেটে কত শয়তানী;
মায়া লাগে টম তরে
আহা কত দুখ জানি!!

ভালো কথা ফের দিনু
নয়া এক লিন্ক;
উৎসর্গটা দেখ
আই করে ব্লিন্ক।
view this link

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২

তার আর পর নেই… বলেছেন: অনেক দিন আপনার ছড়া দেখিনি। এখন কি ভাল আছেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর ভায়া বলোনাকো
আমারো নেই তারপর;
এই আছি কোন মতে
জিরজিরে মরমর।

মোর কথা বাদ দাও
তোমার কি হালচাল?
বেশতো লিখছো কবি
ঢুঁ মেরেছি গতকাল।:)

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন: এই পোস্টটাতে কমেন্ট করবো ভেবে রেখেছিলাম, আসা হয়নি ।

আশা করি ভালো আছেন , সুস্থ আছেন ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসি আসি করে তুমি
আসিয়া পড়েছ যেই;
আমি পুরো সুস্থ..........
খুশিতে নাচি যে ধেই। :-B

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংকস্‌ আপু,তোমাকেও
অনেক শুভ কামনা;
লড়ে যাব শেষতক
যত হোক যাতনা।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

যুগল শব্দ বলেছেন:


বসন্ত এসে গেছে
যন্ত্রণা আর নয়,
শিমুল পলাশ কানে
শালিকেরা কথা কয়।

ব্লগার সামুর সবে
আয়ু হোক শত,
সুখ-দুঃখে একসাথে
মাথা নয় নত।



১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ ভারি মিষ্টিতো
শোনে ভরে মন;
এসোনা ভায়া একদিন
আলাপ হবে'খন। :)

চা দেব,কফি দেব
আরো দেব ঝাল মুড়ি;
স্যুপ ছাড়া সব মানা
সলিড খেতে মরি মরি। |-)

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো বলি আহা
গেল কই ছড়া ভায়া
নেই কেন মজাদার
ছড়া আর কোন তার?

এই পোষ্ট পড়ে শেষে
বুঝেনিলুম অবশেষে
ছিলে ভায়া হাসের পাতালে
এখন কি যাচ্ছে দিন হেসেখেলে?

আহা দেখ কত পঁচা
মোরা রাখিনি কোন খবর
তুমিতো ভুলনি মোদের
লিখেছ ছড়া স্মরণের পর!

ক্ষমা করে দিও ভ্রাতা
অধমেরে মন থেকে
রইল পাপীর দোয়া
যদি প্রভু নেয় লিখে!

আসা যাওয়া এ জীবন
তাতে আর কেন ভয়
আসলে ভয় নয়
আকড়ে থাকে মোহটাই!

মুক্তি পথে যারা সাহসী সৈনিক
হাসি মূখে নির্ভিক
ডরেনাকো কোন হালে
আসা যাওয়া হেসে খেলে :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা দেখ কত পঁচা
মোরা রাখিনি কোন খবর
তুমিতো ভুলনি মোদের
লিখেছ ছড়া স্মরণের পর!

ক্ষমা করে দিও ভ্রাতা
অধমেরে মন থেকে
রইল পাপীর দোয়া
যদি প্রভু নেয় লিখে!


আহা ভায়া বড় মধু
কথা শুনে ভরে বুক;
ভুলে যাই আছে যত
রোগে যন্ত্রনা শোক। :)

''পাপীর দোয়া'' বলো কিহে!!
তুমি মোমিন সাচ্চা;
রব শোনেন আলবাৎ
মোমিনেরা চান যা।

প্লিজ করো দোয়া ভায়া
এই-ই মোর সম্বল;
পাপেতেই ছিনু মজে
মরনে বড় কম বল। |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.