নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
আরণ্যক রাখাল
ইদানিং ব্লগ পাড়াতে
ঢঙের পোষ্টেরি আকাল;
দুঃসময়েরি জ্যোতি এক
''আরণ্যক রাখাল''।
কালো কি ধলা না জানি
পোলা কিবা মাইয়া;
জীবিত না বিবাহিত
শহুরে না গাঁইয়া।
ট্যালেন্ট সে বেশ বুঝি
পোষ্ট ভারি মানবিক;
যুক্তিতে দেবে টাইট
হিরোশিমা আনবিক।
ক্ষুরধার পোষ্ট সব
মোটে নয় দাম্ভিক;
তবু বলি সিধে কথা
কভু লাগে নাস্তিক।
বিশ্বাস আর অবিশ্বাস
বিষয়টি যার যার;
কর্মই মূল কথা জেনো
লিখায় সেকি ধার তার।
তারে নিয়া মোর কথা
প্রিন্স অব রম্য;
সাবলীল লেখনিতে
সহজিয়া বোধগম্য।
রম্যতে তার কাছে
বাকী সবে নস্যি;
নামেতে ভেবোনা বোকা
পাজী মহা দস্যি।
প্রায়ই লিখা শুরু করে
বলে এক চুটকি;
সে শুনেই হেসে কাত
ভাবি দেব ছুট কি?
হেসে হবে কুটি কুটি
লিখার প্রতি ছত্রে;
মান তার ভারী উঁচু
পড়েন মহা গোত্রে।
কবিদের নিয়ে তার
আছে লিখা ধ্রুপদি;
গোগ্রাসে গিলি সব
লিখেন যা এ অবধি।
ধর্মীয় পোষ্টে কভু
কমেন্ট করে শক্ত;
সেসবে দ্বিমত আছে
তবু তারি ভক্ত।
নই অত বড় জ্ঞানী
মোটে নই বিশেষজ্ঞ;
পাঠকটি হয়ে তার
ফিল করি সৌভাগ্য।
লিখনির ক্রিটিসাইজ
নেই অত স্পর্ধা;
শুধু জানি সামু ব্লগে
সে রম্যের পুরোধা।
অতশত বুঝিনাকো
নই বড় বোদ্ধা;
লেখকেরে জানালুম
অধমেরি শ্রদ্ধা।
অরণ্যে চরাও তুমি
আমায় নিও সঙ্গে;
সে বনের ধুলো সব
মাখবো এ অঙ্গে।
উৎসর্গঃ
রাখালদা বেঁচে থাক
লিখে যাও আজীবন;
লেখনীর জ্যোতি দিয়ে
আলো কর ব্লগ ভূবন।
ছবিঃ
ফেবু ঘেটে পেনু এক
ফুটফুটে বাচ্চা;
পিচ্চিতে এত তেজ!!!
বাহ বহুত আচ্ছা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোলাডার ব্রেন দেখে
খাই সদা টাসকি;
গুন্ডা কইলা কারে
মোরে দিলা বাঁশ কি??
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তারে নিয়া মোর কথা
প্রিন্স অব রম্য;
সাবলীল লেখনিতে
সহজিয়া বোধগম্য।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গ্রানমা শোন গো বলি
কথা জেনো সত্যি,
যত বলা ভীন কথা
মানিনে এক রত্তি।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
অগ্নি কল্লোল বলেছেন: আমার বন্ধু উৎস।।তার একটা ঘটনা বলি।
যখন আমরা ক্লাস নাইন এ পড়তাম তার প্রতিভা দেখে আমাদের প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় জাহাঙ্গির সার বলেছেন, উৎস যা জানে পুরো স্কুলের শিক্ষকরা তা জানে না।।সত্যি বিশ্বয় বালক।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্যারই বলে দিলো সবি
আমার আর কাম কি?
তার কাছে মোর জেনো
নেই সিকি দাম কি।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
মোঃ আলামিন বলেছেন: আমি ভাই নতুন লোক
এসেছি এই রম্যে ,
লেখা লেখি করি না
নেবে মোরে সঙ্গে ?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে ভায়া এসো এসো
কেনো এত লজ্জা;
কি খাবে বলতো দেখি
বারগার নাকি পিজ্জা?
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
প্রামানিক বলেছেন: চমৎকার
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি এতো দেখি
ছড়ারাজ প্রামানিক;
আকুল হইল প্রাণ
ব্লগ মোর ঝিকমিক।
কেমন আছো প্রমিদা
কতদিন দেখিনা;
খুব করেছিগো মিস
ভেবো মোটে মেকিনা।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
প্রথমত: ছড়াকারে লেখার দরকার ছিলো না; উনি পড়ার মতো করে লিখছেন, সাথে বিষয়ের নিজের অবস্হানও জানান দিয়ে যাচ্ছেন।
বর্তমান জগতে, লেখকের ব্যক্তিগত জীবন ইত্যাদি নিয়ে লেখা খুবই ভুলের কাজ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুনলুম মন দিয়ে
থ্যাংকস্ ফর এডভাইস;
জানিনা মানবো কিনা
আমি আবার মহা খাটাইশ...........
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
সুমন কর বলেছেন: ছবি দেবার আগে কি অনুমতি নেয়া হয়েছে ? যদি না নেওয়া হয়, সরিয়ে ফেলুন। এটি ফেবু না। আর অনুমতি থাকলে, ঠিক আছে।
আপনি তো জিনিয়াস !! সেইরাম হইছে...+++++
তারে নিয়া মোর কথা
প্রিন্স অব রম্য;
সাবলীল লেখনিতে
সহজিয়া বোধগম্য।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: না মানে....ইয়ে ভায়া
বলি মাথা চুলকে;
নেইনিকো অনুমতি
হো গেয়াসা ভুলকে।
তুমি ভায়া দিলে মোরে
ভেতরটা নাড়িয়ে;
নিজেরেই চর মেরে
ভৎসনা করি গালি-য়ে।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
আরণ্যক রাখাল বলেছেন: আমার হার্টফেল হয়ে যাবে!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই যে নাটের গুরু
কলি যুগে কালিদাশ;
হার্টফেল করোনাকো
এ ব্লগে তুমি যে খাস।
বহূদূর যেতে হবে
দিওনাকো ত্বরা যতি;
সে একা তোমার নয়
ব্লগেরি সমূহ ক্ষতি।
কানেকানে আরো বলি
পড়নাকো নারী প্রেমে;
শেষ করে দেবে সব
কলম যাবেগো থেমে।
ভালো চাই তাই বলি
প্লিজ বি সিরিয়াস;
নো গার্ল;নো ডেট
লিভ ইন থ্রী চিয়ার্স।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
বনমহুয়া বলেছেন: জানা গেলো তার নাম উৎস। তারে আমারও ট্যালেন্ট মনে হয়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ট্যালেন্ট বলছো কিগো
নাম-ই তার উৎস;
কিলবিলে বুদ্ধিতে
আলোকিত সোনা বৎস্য।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
আরজু পনি বলেছেন: নামেতে ভেবোনা বোকা
পাজী মহা দস্যি।
হাহাহাহা
রাখালের দারুণ ব্যবচ্ছেদ করেছেন ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা করেছি ঐটুকু
ছোরার বায়োপসি;
তাই শুনে এত ত্বরা
করোনাকো ছি ছি।
আরো আছে কত কথা
শুনে খাবে ধাক্কা;
এটুকুনই স্রেফ বলি
বিচ্ছু সে পাক্কা।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
তার আর পর নেই… বলেছেন: এ যে এক পিচ্চি
লিখে আবার চুটকি
নিয়ে আসে বড়দের কথা
এতে পাই বড় ব্যথা।
ছোট মিয়া , ছোট থাকো
মোটেও সে শোনেনাকো
নিয়ে আসে আঠারো প্লাস
টানেনা সে একটুও রাশ
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর বলোনাকো ভায়া
ছোরা মহা টেটনা;
পাকামোর শেষ নেই
ভাবেনা সে লেট না।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা। পরিপূর্ণ বিনোদন পেলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানালুম শ্রদ্ধা
তুমি পেলে বিনোদন;
গেনু পুরো চুপসে
নিজেরে লাগে মদন।
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর বিনোদন হয়েছে বেশ ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার সে একি কথা
যা বলেছি পূর্বে;
আসলেই গবেট আমি
যা বলে ব্লগে সর্বে।
কানেকানে বলি শোনো
যেই বলেছো সুন্দর;
যতই করিনা ঢং
ভর গেয়া মেরা অন্দর।
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: পোলাডার ব্রেন দেখে
খাই সদা টাসকি;
গুন্ডা কইলা কারে
মোরে দিলা বাঁশ কি??
না, না, মোটেও না।
ও কথা মোটেও না।
ছড়াকাটা ভাল লাগে,
আসি তাই পড়তে।
পারি নাকো নিজে নিজে
এতটুকুও বুনতে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভায়া তুমি পারো বটে
কি যে সব কওনা;
তোমার জ্ঞানের কাছে
আমি মোটে ''ক'' ও না।
ভালো কথা কোন ব্রান্ড
লীফ নাকি বেনসন?
আমি ফুঁকি তাজ বিড়ি
যদি থাকে টেনশন।
সাচ সাচ বলো ভায়া
কাল কি কি প্রোগ্রাম?
মোর ধারে নার্স খালা
ওজন ১০০ কিলোগ্রাম!!!
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১
সোহানী বলেছেন: ছড়ার রাজ্যে........++++++++++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুনে দেখি এক দুই
প্লাস মোট চৌদ্দ;
খুশীতে হনু আটখানা
পুরো বাড়ীশুদ্ধ।
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরণ্যক আমারো প্রিয়। রম্যে দুর্দান্ত। ওর ভালো না বলাটা বেশ ভালো লাগে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো না লেগে কি কোনো
উপায় আছে বলো?
যে পড়েছে রম্য তার
শিউর করবে তারে ফলো।
১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
আরইউ বলেছেন: এই নিক কি বহুল সমালোচিত বৃ ভে সকাল এর?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোর কাছে নেই ভায়া
এ ব্যপারে তথ্য;
নিক তার যাই হোক
প্রিয় সে জেনো সত্য।
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ওরে অামারও খুব ভাল্লাগে । ছড়া সুন্দর হইসে!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেন ভায়া মিছে বল
হয়ে সাধু সন্ত;
হলোনাগো ভালো লিখা
ট্রাই করেও প্রাণান্ত।
১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরে সেরেছে দেখো
কতকিছূ হল মিস
ছাড়াকার ভায়া লিখে
চলছে- অহর্নিশ!
রাখাল রাজা ব্যবচ্ছেদ
দেখে উনি হার্টফেইল
আমরা সবাই ভারি খুশি
কি দেখালেন খেল
আহা কি মায়া ভরা
মূখটি দেখো তার
বাকী সবে একমত
পথ নাই ভিন্নতার !!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া এইবার
মোরে ভাতে মারবে;
যা শুরু করলে বাপু
পজিশনও কাড়বে।
তোমার ঐ ছড়া পড়ে
আমারি হয় হার্টফেল;
অকাল পতন দেখে
বুকে বিধে চোখা শেল।
বুঝি গেছি এইবার
দিন মোর ফুরলো;
ভৃগু ভায়া ধরে মোরে
লাথি মেরে দৌড়লো।
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
অভ্রনীল হৃদয় বলেছেন: তার পোষ্ট আমারো ভালো লাগে। তার সম্বন্ধে অনেক কিছু জানা ও হয়ে গেলো এই সুযোগে। কাব্যের কথা আর বলতে হবে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট তার ভালো লাগে
এতে আর নয়া কিবা;
কাব্যের কথা বলে
কেনো বাপু বাঁশ দিবা।
২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এত ভাব আর এত ছন্দ কই পান?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভায়া তুমি ভারি ইয়ে
ঢঙের আর শেষ নেই;
খালি দ্যাও মিছে পাম্প
ব্লগে মোর আসলেই।
অত মঘা ভেবনা
এইটুকু ঠিকি বুঝি;
ছন্দেতে ভাত নেই
ভাবে নেই রুটিরুজি।
২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: ভায়া তুমি পারো বটে
কি যে সব কওনা;
তোমার জ্ঞানের কাছে
আমি মোটে ''ক'' ও না।
ভালো কথা কোন ব্রান্ড
লীফ নাকি বেনসন?
আমি ফুঁকি তাজ বিড়ি
যদি থাকে টেনশন।
সাচ সাচ বলো ভায়া
কাল কি কি প্রোগ্রাম?
মোর ধারে নার্স খালা
ওজন ১০০ কিলোগ্রাম!!!
বেনসন চলে,
নাই কোন প্রবলেমো।
টেনশনের দিছি ছুটি,
চলিবেক পাগলামো,
আনন্দভ্রম কিনেছি,
বাসায় এনে পড়ছি।
নার্স খালা ১০০কেজি??
কি বলো ভায়া এ কি? এ কি?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেকি তুমি বিড়ি খাও!!!
বাধাবেতো ক্যানসার!
বেচে দিতে হবে পরে
পাজেরো আর ল্যানসার।
ছাড়ো ভায়া ফুঁকাফুঁকি
অযথাই মিছা;
তারচেয়ে বলি টানো
সুগন্ধি সীসা।
বাজে কিছু খাইনাকো
করিনাকো তেড়িবেড়ি;
দু'বেলা ভদকা খাই
সন্ধায় ব্লাডিমেরি।
সঙ্গীত পিপাসু তাই
পাড়া যাই টুকটাক;
মাঝেমাঝে ইয়াবাতে......
পড়ে কমু আজ থাক।
২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
কল্লোল পথিক বলেছেন: আরণ্যক রাখাল আমারও প্রিয় ব্লগার।
ছড়াটি বেশ চমৎকার হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এসো করি হ্যান্ডশেক
রাখাল দুজনেরি প্রিয়;
তোমাকে অনেক থ্যাংকস্
শুভেচ্ছা জানিও।
২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: কী কবো!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি কবে পাওনা খুঁজে
দ্যাও দুটো বাজে গালি;
তাই শুনে উৎসাহে
দিমু শীষ হাতে তালি।
ভাবছ ব্যাপার কি তা
শালার কিবা ফন্দি;
আরি বাবা না না বাপু
নই প্রতিদ্বন্দি।
পোষ্টটি তোমার নামে
তুমি হেথা রাজা;
যা খুশী তা ক'তি পারো
গালি কিবা সাজা।
২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
অগ্নি কল্লোল বলেছেন:
আরণ্যকের কলমে আছে
শত কবির তেজ
ফাগুনেতে সামু দেখলো
প্রিয় ব্লগার প্যাকেজ।
লেখক তুমি ভায়া আমার
কি বলবো তোমায় নিয়ে
ছন্দে তুমি বরই পাকা
ভালবাসা গেলাম দিয়ে।।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্যাকেজেতে নয়া কিবা
ফাগুন কি বর্ষা;
রাখালের তেজ দেখে
জাগে বড় ঈর্ষা।
আমারে বানিয়ে দিলে
টসটসে পাকা কুল (বরই);
তোমাকেও জানালুম
ভালবাসা হার্ট ফুল।
২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
রুদ্র জাহেদ বলেছেন:
তারে নিয়া মোর কথা
প্রিন্স অব রম্য;
সাবলীল লেখনিতে
সহজিয়া বোধগম্য।
আরণ্যক রাখালরে নিয়ে চমৎকার ছড়া বাঁধছেন...
কিছুই মিথ্যে নয়!
সত্যই সত্য
প্রিয় ছড়াকার এবং আরণ্যক রাখালের জন্য শুভকামনা
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেনো ভায়া মিছে কবো
লাগলো যে অহমে;
এইবার বেঁচে গেলে
খোদার ই রহমে।
হাছা হাছা কও দিনি
আমি কি তোমার প্রিয়?(ছড়াকার)
খাও ভায়া যত খুশী
ভালোবাসা সঅব নিও।
২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যাপক! আপনার এই ছড়া লেখার ক্ষমতা দেখে আমি দারুন ভাবে হিংসিত।
চর্চা চালিয়ে যান। একদিন অনেক বিখ্যাত ছড়াকার হয়ে উঠুন, এই প্রত্যাশা করি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি কেগো তুমি
জোরে খাই চিমটি;
কাভা ভায়া ভুল করে!!!
এই নাও গ্রীন টি।
অবশেষে মোর ব্লগে
দিলো পাড়া মডুরাজ;
চোখেতে টাসকি খেনু
পড়লো খুশীর বাজ।
কেনো বাপু মিছি মিছি
মোর সনে মশকরা;
পাছে কথা ট্রাস্ট করে
ধরাকে ভাবিনু সরা।
হিংসের লোক বুঝি
খুঁজে আর পাওনা?
নাকি টুকিটাকি লিখি
তাও তুমি চাওনা।
যত লিখি অগাবগা
জানি ঠিকি সবি ভূয়া;
তুমি ভায়া উঁচু জ্ঞাণী
খাস দিলে করো দোয়া।
২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪
বিজন রয় বলেছেন: দারুন ছড়াকার আপনি।
++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া পাম মারো
ভাবো কিছু বুঝিনা,
ঘটে যা ধরে তাই লিখি
অত বাপু চুজি না।
২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: উৎসর্গটা ঘুরে গেল মনে হচ্ছে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাবা না না বাপু
কেনো ভাবো উল্টা;
আচানক শক খেনু
ফেবুয় দেখে খোলটা।
তাইতো বলেছি ভায়া
এত তেজী পিচ্চি;
যাবে সে ছাড়িয়ে সঅব
এই বলে দিচ্ছি।
৩০| ১০ ই জুন, ২০১৬ রাত ১১:৩৫
মিঃ অলিম্পিক বলেছেন: অনাকে আমারও অনেক ভাললাগে। দারুন প্রতিভা।
১১ ই জুন, ২০১৬ ভোর ৫:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: না লেগে কি উপায় আছে
এমনি সে চীজ;
আহা যদি মাথাখানা
দিত সে মোরে লীজ।
৩১| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:১৯
আবুল হায়াত রকি বলেছেন: অসাধারণ।
৩২| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩০
কাল্পনিক কামিনী বলেছেন: এ কোন ছড়ার জগতে আসলাম রে ভাই!!!! চোখে তো কিচ্ছু দেখিনা।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২
গেম চেঞ্জার বলেছেন: পোলাডার আমারও ভাল্লাগে। নিষ্পাপ একখানা মুখ। আমার মতো গুন্ডা নাহ।