নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

সাবধান পোলাপান!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬



সামু ব্লগে শোনো সবে
আছ যত পোলাপান;
করনাকো প্রেম ভুলে
লাইফ হবে খানখান।

ভালো চাই,তাই জেনো
করি সব শেয়ারিং;
কথা শোনো মন দিয়ে
খুব করো কেয়ারিং।

জানি জানি ভাবছো কি
আঙ্গুর ফল টক?
দু'একটা স্টোরি বলি
শুনে খাবে পুরো শক্‌!!

প্রেম করেছিলো আহা
আমাদের প্রামানিক;
আজো তার চোখে পানি
সদা করে চিকচিক।

ভালোবেসে প্রেমিকাকে
করেছিলো নমিনি;
টাকা সব তুলে নিয়ে
চম্পট মারে নাগিনী।

সেই শোক প্রামানিকে
উঠেনি আজো কাটিয়ে;
প্রায়ই কাঁদে গলা ছেড়ে
দেয়ালে মাথা ফাটিয়ে।

গিয়াস লিটন ছিলো
এ যুগের রোমিও;
তার দুখে কাঁদে আজো
ফুল পাখি টমি-ও।

প্রেমিকারে গিফট দেবে
তাই বেচে ভিটে মাটি;
সোনা দিয়ে মুড়ে দেয়
আগাগোড়া পরিপাটি।

সেই ছেড়ি দেয় চিঠি
বিয়ে মোর সামনে;
ভুলে যা'রে,তোবা খা'রে
আল্লাহর নাম নে!!!

সেই থেকে ভায়া মোর
হলো পুরো বিবাগি;
কিসব খায় ছাইপাশ
সারাক্ষন রাগী রাগী।

বিদ্রোহী ভৃগু আজ
কেনো অত বিদ্রোহী?
বলবো কি সে কিসসা
শুনতে কি আগ্রহী??

এককালে ছিলো সে যে
পাড়ার বেস্ট হ্যান্ডসাম;
কি রূপে কি গুণে ভায়া
পাড়া জুড়ে তারি নাম।

বেডলাক কাকে বলে
পড়ে ডাইনীর নজরে;
ভালোবেসে ঘর ছেড়ে
পালায় সে ফজরে।

সাথে আনে ক্যাশ টাকা
মা'র সব গয়না;
ডাইনীরে দিয়ে কয়
তোমার সব,ময়না।

ডাইনিটা হেসে কয়
ওয়েট করো গলিতে;
সেই ছিলো শেষ দেখা
পারমুনা আর বলিতে।

সেই থেকে ভৃগু ভায়া
দেখলেই নারী;
খেপে উঠে তেড়ে আসে
দেবে লাঠি বাড়ি।

আমারই বা কম কি
বলি দুটো ঘটনা;
খুব করে বুঝে নিও
ভেবো মোটে ছোট না।

চিঠি লিখি ব্লাড দিয়ে
''ভালোবাসি তানিয়া'';
হারামীটা কত বদ
দৌড়ানি দেয় দা নিয়া !!!

গিফট দিয়ে সুমিরে কই
চল করি পিরিতি;
চড় খেয়ে বুঝি শালী
ব্ল্যাকবেল্ট কারাতি।

মাইয়াগো কাছে জেনো
মন হলো খেলনা;
খেলে যেই মন উঠে
ছুড়ে মারে ঢেলনা।

তোমরাই বলো ভায়া
কত চাও কাহিনী;
মাইয়াডি সব বদ
কাল সাপ নাগিনী।

সময় থাকতে সবে
হয়ে যাও সাবধান;
একা আছ,বেশ আছ
হয়োনাকো বলিদান।

শেষকথা বলে যাই
যত আছ সিঙ্গল;
ভুলেও হয়োনা কেউ
নারী সনে মিঙ্গল।


উৎসর্গঃ
প্রিয় ভায়া আদরের
প্লেবয় গেম চেঞ্জার;
আহা যদি বুঝতো রে.........
নারী কতো ডেঞ্জার!!!

ছবিঃ
পুরনো সেই কথা
ভরসা সে নেট;
কপি করে দেই মেরে
চামে চামে পেষ্ট।;)

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বেচ্ছায় নেয়া দুঃখকে ঐশ্বর্যের মতই ভোগ করা যায় ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দ্যাও দ্যাও বুঝ দ্যাও
ফান্দে পড়ে বগা;
তুমিও একি পথিক
জানে এই মঘা।;)

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

তার আর পর নেই… বলেছেন: কি যে ভালো লাগছে ……… সব দেখি ছ্যাঁকার গল্প ……… খালি এক একখান করে ছ্যাঁকা ………

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাম শুনে ঠিকি বুঝি
ডালে আছে কালা;
তাইতো ফেলো পেয়ে
লাগে এত ভালা।:)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

শায়মা বলেছেন: শেষকথা বলে যাই
যত আছ সিঙ্গল;
ভুলেও হয়োনা কেউ
নারী সনে মিঙ্গল।



আহা আহা আসলেন
একালের মজনু।
পেটে পেটে প্যাচ তার
এতদিনে বুঝনু......


তানিয়ারে ব্লাড দিয়ে
লিখেছিলে পত্র
সেই ব্লাড পাওয়া যায়
যত্র ও তত্র।

দা নিয়া দৌড় সে কি
সাধে দিয়েছিলো?
ব্লাড খানা পুটিমাছ
মশা হতে ছিলো।

মশা মেরে ব্লাড দিয়ে
লেখো তুমি তারে!!!!!!!
শোকরাও ভায়া আজও
বেঁচে আছো প্রাণে।

:) :) :)

আহা আমাল ভাইয়াটা জানে বেঁতে আতে!!!!!!!!:)



১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি আপু তুমি
জানো নাকি ভুডু জাদু?
ব্লাডখানা মোর নয়
কেমনে কইলা চাদু!!!

কানেকানে কই শোনো
উঠেছিলো গালে ফোঁড়া;
সেইখানা টিপেটুপে
চিঠি লিখে খেনু তাড়া। B-)

এটা ঠিক বেঁচে গেছি
সুমিটারে করে প্রপোজ;
জুডোতে জেতে সাফ সোনা
কত যে জানে সে পোজ।

বুঝে গেছি দেশি মাল
প্রেম ঠিক বুঝেনা;
ভীনদেশী সেইরাম
অতশত খুঁজেনা।

আগেইতো বলেছি
ফেরার আগে হ্যাংআউট;
ইট ওয়াজ এমেজিং............
ফুল ফান,,,নো ডাউট।;)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: মাইয়াগো কাছে জেনো
মন হলো খেলনা;
খেলে যেই মন উঠে
ছুড়ে মারে ঢেলনা।



খেলনাটা কি ছিলো
পুতলা না হাতী?
মারলো যেথায় ছুড়ে
কি যে হলো গতী!


ভাবছি যে বসে বসে
কোথা সেটা পড়লো!
কোথাকার যদু মধু
তাতে বুঝি মরলো। :(

ঢেলনাটা খেয়ে বুঝি
পেলো কেউ অক্কা
জানি জানি কিছু আছে
গাধারাম বোক্কা। ( তোমার মত :P )

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুতুল হলে বেশ হতো
রাখতো যে সাজিয়ে;
ঘটা করে দিতো বিয়ে
ঢাক ঢোল বাজিয়ে।

ঢিল মারে মনডারে
যেনো কুতকুত চারা;
ঘর কেটে ছুড়ে মারে
কভু পায়ে মারে পাড়া। X(

মনইতো,চারা নাতো
খাবোইতো অক্কা;
শাপ দিবো মন থেকে
হজ্বে গিয়ে মক্কা। :-<

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

সুমন কর বলেছেন: রেসিক মানুষগুলো প্লাস দেয় না..... B-) +।

তা, তানিয়া আর সুমি কই গেল !!!

সুন্দর হয়েছে !!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইলজা লাগেগো ভায়া
দিতে হলে প্লাস;
লোকের কি আছে নাকি
তোমা যেথা ক্লাস। B:-/

লিখি কত খেটে খুটে
পাঠকেরা পড়েনা;
পড়লেও ঐটুকুই
এর বেশী নড়েনা। /:)

মাঝে মাঝে হতাশায়
হই ডিমোটিভেটেড;
পাঠক আছে,রুচি নেই
নয় এডুকেটেড।

ভাবি পরে ধেত্তেরি
কি যে ভাবি ফালতু;
চাইনে সে হিট লাইক
মিছি মিছি....ভালোতো!! :P

সলিড যাদের পেনু
ভরে যায় অন্দর;
জানটুশ শায়মাপু
আর প্রিয় সুমন কর। :)

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

শায়মা বলেছেন:
নারী বড় ডেঞ্জার!!!!!!!!!! B:-)

বুঝেনি সে, বলো কি যে!
বুঝে বুঝে আজ তিনি
গান গায় একা একা
চিনি গো তোমারে চিনি।

নারীদের শত কলা
এক কলা খেয়ে
গেমুভায়া ভাগলো যে
দিলে চোট পেয়ে।

বসে বসে আজকের
দিনে ভ্যালেনটাইন
নো লাভ টেনশন
করছে সে আইন। :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কত করে বল্লাম
কথা পাজী শুনেনা;
আজ কাঁদে গলা হেড়ে
সুর আর থামেনা। X((

মাঝে মাঝে মন চায়
দেই দুটো থাবড়া;
চাবকে চাবকে তার
তুলে নেই ছাবড়া। X(

শত কলা তাতে কি
কলা হালি পাঁচ টাকা;
ফুটপাথে কত বেচে
কাঁদি কাঁদি থোকা থোকা।

মেয়েরা লোকাল বাস
যাবে এক আসে এক;
কেন বাপু মিছিমিছি
ফাঁদে পড়ে খাবি ছ্যাক।

গেমুর কষ্ট আর
বুকে মোটে সয়না;
গোটা পাড়া পড়ে ঢি ঢি
মান আর রয়না। :(

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: =p~ =p~

অনেক মজা পেয়েছি পড়ে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট দিনু সিরিয়াস
তুমি পেলে মজা;
দুনিয়ায় এর চেয়ে
নেই বুঝি সাজা। B:-/

ভুলিনিকো আজো আপু
সেই ফ্রিজে দৈ;
রেডি রেখো,এসে খাবো
মেখে চিড়ে খৈ। :-B

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: ইয়া খোদা সেটারে কি হ্যাং আউট বলো!!!!!
শুনেছিনু গলা দিয়ে ব্যাং আউট ছিলো।
ভীনদেশী সেই নারী ছলে বলে তলে
খায়েদিলো ভাইয়ারে ব্যাঙ ভাজা বলে!!!!
জেনে শুনে ভায়া তুমি ইয়াক থু থু করে
ঘেন্নায় বমি বমি যাচ্ছিলে মরে!!!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুনে ঘিনে ছেপ ফেলি
গুণে গুণে আটাশ;
কি যে কও ইয়াক ইয়াক
তুমি বড় খাটাশ। X((

ভীনদেশী তাতে কি
জাদু তার ঠোটে;
আজো ব্যাথা সারা গায়ে
লাভ বাইট চোটে।

ছি ছি দেখ কিযে কই
মরি আমি শরমে;
আপুনিও রেগে কাই
দিব বাড়ি খড়মে।

আজকাল ঐসব
স্কাইপিতে চালাই;
আপুনি আসছে তেড়ে
ওরিবাবা পালাই।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝি বুঝি সবি ঠিকি
মনটা তোমার কষটা;
নাইলে কও চমৎকার!!!
পড়েও ছ্যাকার পোষ্ট টা?

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

রক্তিম দিগন্ত বলেছেন: ইয়াল্লা! খাইছে! এইটা কী ছিল? B:-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভ্যালেন্টাইন ডে'তে ছিল
এ মোর অমর বাণী;
ভালো চাই তাই বলি
মানবেনা তা-ও জানি। B:-/

পোলাপান আজকাল
ভালো কথা শুনেনা;
উপদেশ কারে দিমু
গুরুজনও গুনেনা। B:-)

তুমি ভায়া ভালো ছেলে
পড়নাকো ফাঁদে;
দেখছনা ছ্যাকা পার্টি
আজও শোকে কাঁদে। :-<

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

প্লাবন২০০৩ বলেছেন: মুই ক'লাম ডরাই নাইক্কা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরি বাবা কি দেখালে
নির্ঘাত সেটি মুরগী;
মোরগরা কভু নয়
নারী যেথা বর্গী।

ভেবনাকো ছবি দেখে
কেবলি মুর্গীর কাহিনী;
সব নারী এক যেথা
পিশাচিনী বাহিনী।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

গেম চেঞ্জার বলেছেন: হায় হায়!! আমারে পিলিবয় বানায়া দিলি রে ভাই!! :-B

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথাকি কইছি মিছা?
কইরনা ঢঙ;
হাবেভাবে বুঝা যায়
মনে কত রঙ।.......(হুহ)

একদিন বুঝবিরে
যবে সব হারাবি;
কত আশা তরে নিয়া
সোজা হয়ে খাড়াবি।

ফিরে আয় সোনা ভাই
বাদ দে রে মাস্তি;
নারী হলো মিস কুফা
সর্বগ্রাসী নাশ্‌তি।:(

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭

দিগন্ত জর্জ বলেছেন:
ঠিক সময় তুমি ভায়া
করে দিলে সাবধান
নারী ফাঁদে পড়বো না
এই ধরলাম দুই কান।

কথা বার্তা হচ্ছিলো
করবো রিলেশন
আপনার ছড়া পড়ে
বেড়ে গেল টেনশন।

একা আছি ভালো আছি
করছি তো মাস্তি,
মিঙ্গেল হয়ে গেলে
পেতে হবে শাস্তি।

ধন্যবাদ আপনাকে
নড়ে গেল টনক,
তাই বলে বলছিনা
আঙ্গুরফল বড়ই টক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিগন্ত জর্জ বলেছেন:
একা আছি ভালো আছি
করছি তো মাস্তি,
মিঙ্গেল হয়ে গেলে
পেতে হবে শাস্তি।


এইতো বুঝেছো ভায়া
শুনে লাগে বড় ভালো;
নাও নাও এক পেগ
যদি লাগে আরো ঢালো।

কথা যেনো মনে থাকে
করনাকো ধুনফুন;
যদি দেখি ডেটিংএতে
হয়ে যাবে গুমখুন।

পুরুষের অপমান
মোটে দিলে সয়না;
নারী সনে মিশলেই
মান আর রয়না।

বাপের ব্যাটাগো তুমি
চলো বুক ফুলিয়ে;
ফাঁদে পড়ে মাথাটাকে
ফেলোনাকো গুলিয়ে।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১

সোহানী বলেছেন: নারীদের শত কলা
এক কলা খেয়ে
গেমুভায়া ভাগলো যে
দিলে চোট পেয়ে।................


হাহাহাহা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ ..................

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথাতো শুনেনা কভু
বুঝ মজা চান্দু;
মেয়েদের মত করে
ফিচফিচ কাঁন্দু। X((

গেমুর কষ্টে আর
সিমপ্যাথি জাগেনা;
কি যে করি বলতো
ভালোওতো লাগেনা। /:) B:-/ :(

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এত দেরিতে বুঝলে ভায়া
কেন বুকে এত কষ্টের ছায়া
সেই থেকে প্রেমকে যে একবারে ছেড়েছি
এখন্ বন্ধু বড় ভালো সোডা ছাড়া হুইস্কি :P

আহা কি সে দিন ছিলো
আকাশ বাতাস রঙিন
বাসীফূলেও কত সুঘ্রান
এখন তাজাও অর্থহীন।

তারা লোভি তারা দেবী
একে খূশী নহে যাচে বহুজন
আহা গুরু নজরুলও তবে
পেয়েছিল এমনই প্রবঞ্চন :((

দিলেতো ভায়া ভোলা ঘা তাজা করে
এখন সক্কালেই ফের যেতে হবে পানঘরে ;)
তবে জেনো কিছু স্মৃতি কষ্টেও মজাদার
আহা সে সোনাদিন ফিরে কি পাবো আর?

বোকা নারী বুঝেনি সে
কত দামী এ হৃদয়
সোনা-দানা লোভে হয়
মানুষের পরাজয়!



১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
তারা লোভি তারা দেবী
একে খূশী নহে যাচে বহুজন
আহা গুরু নজরুলও তবে
পেয়েছিল এমনই প্রবঞ্চন :((

বোকা নারী বুঝেনি সে
কত দামী এ হৃদয়
সোনা-দানা লোভে হয়
মানুষের পরাজয়!


এতক্ষনে বুঝেছি
প্রবলেম কোথায়?
বোকা মোটে নারী নয়
সে তোমার মাথায়।

নারী ঘটে খোঁজ তুমি
মগজ আর বুদ্ধি!!
এও বুঝি জানোনা ওতে
নেই এক রদ্দি।

শুনে বড় ভালা লাগে
খাও বেশ হুইস্কি;
সদা 'র' টেনোনাকো
সে যে বড় রিস্কি।

সোডা নাও,লাইম নাও
রং বুঝে কোক স্প্রাইট;
রসিয়ে রসিয়ে খাও
ক্ষন করো মুন ব্রাইট।

আমি ভায়া 'সাদা' পার্টি
খাই সুখে ভোদকা;
নারী সাতে পাচে নেই
অল দেম আর 'ফটকা'।

এসোনাগো একদিন
বেশ হবে মজলিশ;
গজল আর মদিরাতে
মজে যাবো দিয়ে শীষ।;)

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: নারী ঘটে খোঁজ তুমি
মগজ আর বুদ্ধি!!
এও বুঝি জানোনা ওতে
নেই এক রদ্দি।

<<একি একি বললে ভায়া
ওই বুঝি এলো মহারানী
লয়ে রাম দা ;) :P


এসোনাগো একদিন
বেশ হবে মজলিশ;
গজল আর মদিরাতে
মজে যাবো দিয়ে শীষ।;)

<<আহা কী প্রীত
মনে বাজে খুশগীত
সুরা আর সাকিতে
গালিবে মন মাতে :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি একি বললে ভায়া
ওই বুঝি এলো মহারানী
লয়ে রাম দা ;) :P

জানি জানি শায়মাপু
শান দেয় দা'তে;
হবোনাকো পিছ পা
যা থাকে কিসমতে।

আহা কী প্রীত
মনে বাজে খুশগীত
সুরা আর সাকিতে
গালিবে মন মাতে :)


গালিবের কথা শুনে
ফের জাগে মনে টক;
সাচ বলি তোমা সনে
আসরের বড় শখ।

কানেকানে বলি ভায়া
আইটেমও থাকবে;
ছুপা রুস্তম তুমি, জানি
সারারাতই জাগবে.......... ;) :P =p~

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
,

আমাদের 'কি করি'
প্রেমে পড়ে কুসুমার
তার ভাই'র হাতে নাকি
খেয়েছিল ধুস মার !

তার পর শেফালীকে
দিয়েছিল পত্র
এই দোষে পিঠে তার
ভেঙ্গেছিল ছত্র ।

একদিন জরিনাকে
বলেছিল লাভিও ,
জরিনাতো মেরেছিল
মেরেছিল ভাবীও ।

যেই বার সোনিয়ারে
দিয়েছিল পত্তর
ওই প্রেমের সিরিয়াল
ছিল নাকি সত্তর ।

সব কথা মিছে জানি
'হাঁচা' নেই রত্তি
শায়মা'টা বলেছিল
সব নাকি সত্যি ! :-P

আমি আপনার আপনা লোক
তাই করলাম সতর্কিত
সব মেয়ে এক হয়ে
যদি দৌড়ানী দেয় অতর্কিত ! =p~ :-P



০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিলেতো ভায়া কাঁচা ঘায়ে
বিট লবনের ছিটা;
আজো আছে সেই দাগ
কুসুমের ভাইয়ের পিটা। :-<

শেফালিটা ধরিবাজ
ব্লাড চোষা ডাইনি;
থ্যাংকস্‌ গড,ডিসমিস
আর হেথা যাইনি। :|

ফরগেট জরিনা
পেয়ে গেছি নয়া পিয়া;
সে ভাবীরই সাথে আজ
চুটিয়ে চলে পরকীয়া।;)

সোনিয়ারে গেছি ভুলে
নয়া পিস মৌসুমী;
সেকি ভালবাসা আহা
রোজ তারে ঢের ....... :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.