নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

বসবাসি কোন সমাজে!!!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৫৮



শুনে ঐ ব্রেকিং নিউজ
বুক উঠে মোচড়ে;
সমাজের একি হাল!!
কোথা আছি, উফ্‌রে!!!

শ্বাসরোধ করে মারে
মা নিজ শিশুরে!!
মিডিয়ায় মাতামাতি
কি মজার এক ইস্যূরে!!!

মা নামে কলন্ক এক
নারী না সে ডাইনী;
গালি দিয়ে মোরা ক্ষান্ত
মূলে কভু যাইনি।

বাপ দাদা সবে ছিল
ধর্মের অনুশাসনে;
আজ শুনি নীতি কথা
সেক্যুলার ভাষনে।

সিলেবাসে নেই ধর্ম
আছে নৈতিক শিক্ষা;
ধর্মকে ছুড়ে ফেল
এই হোক দীক্ষা।

বাচ্চারা শেখে আজ
টুপি-দাড়ি রাজাকার;
হিজাবীরা মুখ ঢাকে
কারণ তারা কদাকার।

ছুড়ে ফেলো বোরখা
পর্দা কি ওড়না;
আয় চলি কাঁধে কাঁধে
কোলাকুলি কর না।

বিয়ে সাদী বন্ধন
সব ওল্ড কনসেপ্ট;
বৈষ্ণবী কোকিল মোরা
যত খুশী রাখো কেপ্ট।

বিবাহিত, নো প্রব
অপশন পরকীয়া;
তেরে বিন অধুরা ম্যায়
বাহুমে আ মেরে পিয়া।

ঘরে ঘরে আজকাল
হলো যে তা মহামারী;
অবুঝ শিশুরা মরে
পিতা করে আহাজারি।

তুমিই বলোনা ভায়া
কিসে তার সমাধান;
এইভাবে আর কত
শিশুরা হবে বলিদান??

ভাবছো কি বোকা আমি
এতো স্রেফ এক ঘটনা;
এইটে নয়কো শেষ
ঘটনাকে ভেবো ছোট না।

সমাজের এ হাল কেনো
কে নেবে তার দায়ভার;
মরছে মরুক শিশু
কি বা এসে গেলো কার???

শেষ কথাঃ
ভেঙ্গে গেছে বুক মোর
কি বিভৎস কান্ড;
ছন্দে খেলেনা মাথা
ফুরিয়েছে ভান্ড।

পাঠকেরা ক্ষমো মোরে
হেথা আর নয় ছড়া;
আর কতো বিষাক্ত
হবে এ ধূলির ধরা!

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০৩

শায়মা বলেছেন: ভাইয়া এ কোন ইস্যু নিয়ে লিখলে আজকে!:(

০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভেঙ্গে গেছে বুক মোর
কি বিভৎস কান্ড;
ছন্দে মাথা খেলেনা
ফুরিয়েছে ভান্ড।

পাঠকেরা ক্ষমো মোরে
হেথা আর নয় ছড়া;
আর কতো বিষাক্ত
হবে এ ধূলির ধরা!


স্রেফ দিমু ইমো
আপু মোরে ক্ষমো :(

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: কো্থায় আছি আমরা!!!

০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নরকেরি কোন সড়কে.............:(

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০৮

কল্লোল পথিক বলেছেন:






সমাজে এ কোন নতুন অপরাধ যুক্ত হল?
কবিতায় তুলে এনেছেন অপরাধ চিত্র।
ধন্যবাদ ভাই।

০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কল্লোল পথিক বলেছেন:
সমাজে এ কোন নতুন অপরাধ যুক্ত হল?

মা শিশু নারীর এক নয়া মহামারী................:(

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০৯

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: দারুণ তো !

০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শ্বাসরোধ করে মারে
মা নিজ শিশুরে!!
মিডিয়ায় মাতামাতি
কি মজার এক ইস্যূরে!!!

আসলেই দারুন...............অভিনব বিনোদন

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: অপরাধ চিত্র দারুণ ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ

০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুরুর কাছ থেকে আরো বিষদ লিখা আশা করছি.................

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৪২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নৈতিকতার অবক্ষয়'ই
এসব কিছুর মূলে,
বুঝে নিয়েন 'সব কথা কি'
যায় বলা আর খুলে!

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অবক্ষয়ের সংজ্ঞাটি কি
কি যে তার পরিমাপ;
চুপ করে আর কত
জাতির উঠে বুকে কাঁপ। B:-)

৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

অন্তঃপুরবাসিনী বলেছেন: আপনার প্রতিভা দেখি আর আশ্চর্য হই।:)

সিলেবাসে নেই ধর্ম
আছে নৈতিক শিক্ষা;
ধর্মকে ছুড়ে ফেল
এই হোক দীক্ষা।

বাচ্চারা শেখে আজ
টুপি-দাড়ি রাজাকার;
হিজাবীরা মুখ ঢাকে
কারণ তারা কদাকার।

এ দায় কার?

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হয়তো কপালের,,
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। /:)

৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

জ্যোস্নার ফুল বলেছেন: ধারালো।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেবল বুকটাই চিরালো............ |-)

৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১২

নেয়ামুল নাহিদ বলেছেন: যথেষ্ট ভাল হয়েছে।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিডিয়ায় মাতামাতি
কি মজার এক ইস্যূরে!!!

ঠিক,,,জাতি যথেষ্ঠ ভালো বিনোদন পেয়েছে.................:(

১০| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৫

মুসাফির নামা বলেছেন: খুবই ভাল লেগেছে।++++++

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে-ই,,,
নয়া এক মহামারী..............সব্বাই বিনোদিত
তবে চিন্তা হলো শংকাটি ঘরে ঘরে প্রযোজ্য।খড়গটি কার মাথায় কে জানে।:(

১১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: মিডিয়ায় মাতামাতি
কি মজার এক ইস্যূরে!!!
সমাজের এ হাল কেনো
কে নেবে তার দায়ভার;
মরছে মরুক শিশু
কি বা এসে গেলো কার???
এরপর আর কিছু বলতে ইচ্ছে করছে না।।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমাদের বলতে ইচ্ছে করছেনা আর প্রতিরোধে যাদের কিছু করার তাদের করতে ইচ্ছে করছেনা।
এই ইচ্ছে রাজ্যে বেড়িয়েই মোদের সুখ..................:(

১২| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

দিগন্ত জর্জ বলেছেন: পরকীয়ায় মেতে উঠে
রাত দিন ভরপুর,
একারণে পারে এরা
হতে এতো নিষ্ঠুর।

কতদিন আর দেখবো
এতোশত অন্যায়
ন্যায় নীতি ভেসে গেলো
অধুনার বন্যায়।

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চলছে দেদার আকাশী টিভি
ঘরেই হাজির দৈত্য;
ঘর ঘরকি এক কাহানী
এটিই অমোঘ সত্য।

১৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১১

কামরুন নাহার বীথি বলেছেন: সত্যিই দুঃখজনক!!!! :(

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিভৎস ঘটনাগুলো আজকাল স্রেফ দুঃখজনকই ঠেকছে,,,,,,,,
এটি আরো বেশী দুঃখজনক।:(

১৪| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

অগ্নি কল্লোল বলেছেন: বাংলাদেশ পঁচে গেছে।।
আসেন প্রকাশ্যে চুমু খাই।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনি দাদা বড্ড সেকেলে.........
প্রকাশ্য দিবালোকে ক্যাম্পাসে লাইভ থ্রীএক্স নিয়মিত দেখতুম আরো এক যুগ আগে।
ভালো কথা,,,যদি সম........কিছু বুঝিয়ে থাকেন তবে ভাবনায় বৈচিত্র আছে বৈকি।

১৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

নারকীয়।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নারকীয় এবং পরকীয়.............দুটোই

১৬| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন:

আহা কিয়ে কষ্ট
ভেবে ফাটে কলিজা
কেমনে কাতরে
চেয়েছিল আত্মজা!

তবুও হয়নি দয়া
থামেনি পাষান হাত
নিজ হাতে কেমনে
করেছে প্রাণপাত??

নিজে পাতকিনী হায়
নিজেতো ডুবলি
মা' জাতিরেটারে কেন
সাথে জড়ালি!

তোরা কভু মা নস
কেবলই জন্ম সারা
মা কভু পারেনাকো
করতে প্রাণহারা।।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দের আজ মন ভালো নেই ভায়া...............তাই কপিপেস্টই সই
ভেঙ্গে গেছে বুক মোর
কি বিভৎস কান্ড;
ছন্দে খেলেনা মাথা
ফুরিয়েছে ভান্ড।

পাঠকেরা ক্ষমো মোরে
হেথা আর নয় ছড়া;
আর কতো বিষাক্ত
হবে এ ধূলির ধরা!

তোরা কভু মা নস
কেবলই জন্ম সারা
মা কভু পারেনাকো
করতে প্রাণহারা।।


মা-তো হয়নি বেটি
পেটে ধরে করে সেক্স;
সমাধান কি দেব বাপু
বসাও সেক্সে ট্যাক্স।

আরো করো বেশি বেশি
বিউটির কনটেস্ট;
সংস্কৃতি নামে আজ
চলছে নগ্ন ফেস্ট।

রসুলেরে দ্যাও গালি
হবে যে মুক্তমনা;
মেলে রাষ্ট্রীয় স্বীকৃতি
ট্রফি ক্রেষ্ট আলোচনা।

ধর্মের কথা কও
খাবে গালি রাজাকার;
ঘুন ধরে যায় পঁচে
কি বা এসে গেলো কার। /:)

১৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

এম এইচ নাজমুল বলেছেন: মানসিকতা বিকৃতি।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কারো বিকৃত মানসিকতা আর কারো প্রকৃত ঊননাসিকতা.................দুটোই সমান দায়ী এবং ভয়ংকর।

১৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: এমন আর কত বীভৎস কর্মকান্ড দেখতে হবে।
ছন্দে ছন্দে অসাধারন

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধরে নিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে......................

১৯| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:


তাদের ফেলে ভায়া
বলো কিসে সমাধান
এভাবে আর কত
খুন হবে সন্তান?

কোন পথে গেলে পরে
পাব সবে মুক্তি
সমাজের সকলের
হবে দায় মুক্তি।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভারতীয় সিরিয়াল
আগে করো বন্ধ;
জানি জানি মা-বোনের
তা হবেনা পছন্দ।

ধর্মীয় শিক্ষার
নেই যে বিকল্প;
সমাজে প্রয়োগে তা
অপ্রতুল ও স্বল্প।

মুক্তির পথ স্রেফ
সিরাতুল মুস্তাক্বীম;
হাঁটছি কি সে পথে
যে পথে সরল দ্বীন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.