নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগার \'\'বিদ্রোহী ভৃগু\'\'

১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৬



মান জ্ঞান টনটনে
ভীষন তার ইগো;
নামখানা দাঁতভাঙ্গা
প্রিয় বিদ্রোহী ভৃগু

পুরনো ব্লগার তিনি
নামে লাগে রাশভারী;
ভুল ভুল জেনো ভুল
সুকোমল মন তারি।

নবীনের তরে তিনি
সতত প্রাণসখা;
সদা দেন উৎসাহ
যাহাই হোক লিখা।

সামু ব্লগে আমি এক
কাঁদামাটি ধূলিকণা;
স্নেহে তার মাথায় উঠি
আপন এমন, ক'জনা?

কলম তার সদা চালু
লিখে যান অবিরত;
জীবনের অসঙ্গতি
সমাজেরি যত ক্ষত।

যা দেখেন গোলমেলে
তাতেই তিনি আগ্রহী;
সেই দেখে বেশ বুঝি
কেনো নাম বিদ্রোহী।

কাব্যে কি গভীরতা
সেকি তার ছন্দ;
তারি মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

লিখা তার পড়ে বুঝি
আমি কত তুচ্ছ;
নিজেরেই লাগে যেনো
সারমেয় পুচ্ছ। |-)

ছড়া লিখা নয় সোজা
ঘটে লাগে মশলা;
কলম ঘষে লাভ নেই
যত হাত কচলা।

দিনশেষে বুঝি ঠিকি
ঘাটের আমি কুত্তা;
লোকে হয় হেসে খুন
লিখবোনা ধূৎ তা।

তোমার ছন্দ দেখে
মরি আমি শরমে;
জ্ঞানীরে টেক্কা দেয়া
মানা আছে ধরমে।

কাব্য ছাড়াও তিনি
লেখেন নিয়ে রাজনীতি;
খিস্তি খেওরটি নেই
বিনয় ভরা পরিমিতি।

লিখার সেকি মান তার
কোট করেন উক্তি;
সাবলীল লেখনীতে
দেন ক্ষুরধার যুক্তি।

সাহিত্য শুধু নয়
সর্ব জ্ঞানে পটিয়সী;
অনায়াসে যান লিখে
কথা সব রসি রসি।

জ্ঞানের বহর দেখে
লাজে হই ম্রিয়;
এটুকুনই বলে যাই
তুমি বড় প্রিয়।

জ্ঞানের 'গ' ও নেই
নই কোনো বোদ্ধা;
লেখকেরে জানালুম
কাঁচা হাতে শ্রদ্ধা।

ভায়া তুমি ভালো থেকো
লিখা কভূ ছেড়োনা;
তোমার-ই লিখা পড়ে
পাই ব্লগে প্রেরনা।

উৎসর্গঃ
ডেডিকেটে কার নাম
লাগবে বলা কিগো?
হ্যাগো হ্যাগো সেগো মোগো
প্রিয় বিদ্রোহী ভৃগু



ছবিঃ
প্রপিখানা ছাড়া হাতে
নেই কোনো ছবি;
দিনু ছেপে,তাই সই
ক্ষমো মোরে কবি।

সেকেন্ডখানা ফেবুতে
ভৃগুদার প্রপি;
চুপি চুপি চামে চামে
তাই দিনু কপি। :P

মন্তব্য ১১০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

তার আর পর নেই… বলেছেন: কী কঠিন কাজ! :( :(

১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলেছ মনের কথা
তারে নিয়ে লিখা শক্ত;
কি লিখেছি খোদা জানে
হাত নয় মোটে পোক্ত।:(

২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫২

শায়মা বলেছেন: বিদ্রোহী ভাইয়ার জুড়ি নাই জুড়ি নাই
তার লেখা পড়ে আমি মুগ্ধ যে হয়ে যাই!!!!!!!!:)


১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নও তুমি একা আপু
আমিও হই মুগ্ধ;
নামেই যত ঝামেলা
পড়ে সব দাঁত মাড়িশুদ্ধ। :P

৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: এক কথায় দারুণ !! +।

কিভাবে পারেন ?

১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক হইছে
কত তার রঙঢঙ;
শুনে শুনে অরুচি
জবাবে পড়েছে জং। :P

৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৮

নিউটনিয়ান বলেছেন: আপনিও যে দারুণ ছড়াকার
কথায় কথায় ছোটে ছন্দের বাহার।
মনে মনে ভাবি আহারে
সৃষ্টিকর্তা এমন প্রতিভা দিল তাঁহারে।

১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর বেশি বলনাকো
ডোজ দ্যাও অল্প;
পাম মারাটারে তুমি
বানিয়েছো শিল্প।;)

৫| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:


অসাধারণ। :)

১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান ভায়া অধমেরে
দ্যাও মিছিমিছি পাম;
সবি বুঝি ঠিকি আমি
কর চামে অপমান।(হুহ......)

৬| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩১

রুদ্র জাহেদ বলেছেন: কী অসাধারনভাবেই গেঁথে ফেললেন।প্রিয় ব্লগাররে নিয়া দারুণ ছড়া, অসাধারন।আপনি পারেনই বটে :)

১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ দেখো আইছেন
আরো এক পামবাজ;
তুমি ভায়া বড় জ্ঞানী
আমি জুতো,তুমি তাজ।:)

৭| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:০০

অগ্নি সারথি বলেছেন: ভৃগু জিনিসটা আমারো প্রিয় তালিকায় রয়েছেন। কবিতা বালাইচে।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব হুদিন মোর ব্লগে
ভায়া তুমি আসোনা;
যদিওবা বুঝি সবি
লিখা মোর খাসও না। |-)

৮| ১৩ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫৫

দইজ্জার তুআন বলেছেন: বালা অইয়ে:)

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হইও ওয়া অইয়ে বালা
মনত লাইগ্গে গম;
হন্ডে ওয়া তুঁয়ার বাড়ী
হামাকা যাইওম।:)

৯| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১১

দইজ্জার তুআন বলেছেন: আঁই বোয়াইল্লা,তুঁই হডিয়ার?

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দইন কুলর মানুষ আঁই
হাস্যবাজাইরজা ফুঁয়া;
ফুরান হতা কি হইওম আর
মেডইত ফইল্লে লুয়া।:)

১০| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১২

দইজ্জার তুআন বলেছেন: চিটাং আছনে?

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ন'রে বদ্দা ন'রে
আইস্সম হদিন ফরে:( (ডাহাত আছি)

১১| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩১

দিয়া আলম বলেছেন: অনেক সুন্দর ছড়িতা, উনি আমারও প্রিয় ব্লগার।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয় না হয়ে কি আর
উপায় আছে কারো;
মান তার ভারী উঁচু
লিখায় সে কি ধারও!!

১২| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৫

অন্তঃপুরবাসিনী বলেছেন: "পুরনো ব্লগার তিনি
নামে লাগে রাশভারী;
ভুল ভুল জেনো ভুল
সুকোমল মন তারি।"

প্রথম প্রথম সত্যিই ওনাকে রাশভারী মনে হত। :):) =p~
উনি আমারো একজন পছন্দের ব্লগার।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গরীবের কথা বাপু
ফলে হলে বাসি;
কমেন্টে মেনি থ্যাংকস্‌
শুভেচ্ছা রাশি রাশি।:)

১৩| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১২

কালনী নদী বলেছেন: :)

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুশীতেই আটখানা
যেই পেনু ইমো;
বলতো কি খাবে ভায়া
তোমারে কি কি দিমু? :-B


১৪| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আহা মরি মরি, আমার প্রিয় ব্লগারকে নিয়ে চমৎকার ছড়াটা আপনি কিভাবে লিখলেন আমি ভেবে পাই না.........ভালোলাগা

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কলম নিয়েই লিখতে বসি
খানিক করে চিন্তা;
লাগলো ভালো জেনে আহা
তাকধিনা ধিন ধিনতা। =p~

১৫| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

সাদা মনের মানুষ বলেছেন:

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন:
রজনীগন্ধা নাকি?
সে মোর ভারী প্রিয়;
তোমাকে দিনু গোলাপ
ভালবাসা নিও।:)

১৬| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭

কালনী নদী বলেছেন: বাহ: এখন তো বোন পেটে ক্ষিদা পাইছে দেখি বিদ্রোহি ভাইরে ফোনে পাই নাকি! নয়তো একা একাই গরীবউল্লাহ্ হোটেলে খিচুরি খেয়ে আসি । বিদ্রোহি ভাই আমারও খোব প্রিয়। ধন্যবাদ বোন ফর ইউর সুইট ফুড :)

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খিচুরির কথা শুনে
জীভে এলো লোল'
অমৃত লাগে সাথে
চপ,বীফ ঝোল।

ফোনে কি পেয়েছ তারে
আমিও আছি লাইনে;
চলো তারে ছিলি আজ
কতদিন ভালো খাইনে। :P

১৭| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: গত দুদিন ধরে
পুড়ছি মরে জ্বরে
ছিলুম অফলাইন, দেখিনি
ভায়া ক্ষমো মোরে।।

কি করে শোধাবো ঋন
তোমার প্রেম অমলিন
অতি সাধারনে দিলে
স্থান অতি সুমহান।

এসব তোমারই দান
মহান - সকলেরে ভাবে তেমন;
তাই অতি তুচ্ছ আমি
তোমার কলমি খোঁচায় পেনু প্রাণ।

ভায়া তুমি কত সুমহান
তোমার ছড়ার গুনে
জানলুম কতজন
অধমেরে ভালবেসে ভাবে গুনিজন।

নামখানা নিয়েছিতো
ভেবে যে চেতনা
কবি গুরু নজরুল
নিজ গুনে ক্ষমো তা।

ভৃগু দিয়েছিল একে
পদচিহ্ণ ভগবান বুকে
আমরাতো মরি ভুগে
গুম খুন কর্পোরেট রোগে।।

ভায়া তোমার ছড়া পড়ে
মনটা গেল খূশীতে ভরে
হোক না একজনের মনে
আছি-তাই করনু সীনা টান।

অশেষ প্রীত ভালবাসা
যেন এমন ছড়া খাসা
তারে ভালবেসে লিখতে পাই-
কি করি আজ ভেবে না পাই।।

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি করে শোধাবো ঋন
তোমার প্রেম অমলিন
অতি সাধারনে দিলে
স্থান অতি সুমহান।


কেনো গুরু মিছিমিছি
দ্যাও মোরে লজ্জা?
খেলবোনা আমি আর
তোমা সনে ধ্যূৎ যা। ;)

তোমার গুণের কাছে
আমি অতি নস্যি;
নেওনাগো এই আমারে
সাগরেদ পোষ্যি।:)

শরীরেের কি খবর?
এখনও কি আছে জ্বর?
নিজের যত্ন নিও
ভালো থেকে সখা প্রিয়।

১৮| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৩

রাবেয়া রাহীম বলেছেন: অসম্ভব ভালো একজন মানুষের জন্য উপযুক্ত একটি লেখা । সত্যি সে একজন মহান মনের মানুষ । এই ব্লগে আমিও খুব নতুন কিন্তু তাঁর অন্তহীন সহযোগিতা পেয়েছি । তাঁর সুস্থ সবল দীর্ঘ জীবন কামনা করছি।

কাব্যে কি গভীরতা
সেকি তার ছন্দ;
তারি মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয়া তুমি তাতে কিবা
তোমারও বাপু সে কি ধার;
মোর লিখা পড় জেনে
লাজে লুকি মুখ বারবার। :`>

১৯| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

জুন বলেছেন: আমারও অনেক প্রিয় ব্লগার বিদ্রোহী ভৃগু ।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয় না হয়ে ভৃগু
উপায় নেই কোনো;
সেই দলে আছেন আরো
প্রিয় আপু জুনও।:)

২০| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৪

মানসী বলেছেন: এ ছড়ার কবি এবং ছড়ার কবি দুজনেই আমার পছন্দের প্রিয় ব্লগার | দুজনকেই শুভেচ্ছা |

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ ছড়ার কবি এবং ছড়ার কবি.........................

মারপ্যাচ কত বাপু
কি গভীরতা লিখাতে;
প্লিজ এসো মোর ব্লগে
রোজ রোজ শেখাতে।:)

২১| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




যোগ্যপাত্রে আর এক যোগ্যের নৈবেদ্য নিবেদন।

আমিও আজ ভেবে না পাই, কতোখানি ভালোবাসা থাকলে পরে নির্ঝরিনীর মতো এতো ঝরঝরে আবেগ ঝরে পড়ে !

সহ-ব্লগার নিউটনিয়ান এর ছড়া মন্তব্যটি লাগসই হয়েছে ।
আর যাকে নিয়ে এমন ছড়াগাঁথা তিনিও কম যাননি কিন্তু ।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
কি লিখেছি আগডুম
সে কি ছাই কম জানি? :P

২২| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৯

গেম চেঞ্জার বলেছেন: হেঃ হেঃ হেঃ :)

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানালুম শ্রদ্ধা
তুমি দিলে ভেটকি;
বদ মতলব নাকি
বল বাপু কেস কি?;)

২৩| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

অগ্নি কল্লোল বলেছেন: ভালো ছড়া।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়াতো ভালোই হয়
লিচু কি বা কলার;
অপমান ঠিকি বুঝি
যা চেয়েছ বলার।;):)

২৪| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

আরণ্যক রাখাল বলেছেন:
নবীনের তরে তিনি
সতত প্রাণসখা;
সদা দেন উৎসাহ
যাহাই হোক লিখা।
কলম তার সদা চালু
লিখে যান অবিরত;
জীবনের অসঙ্গতি
সমাজেরি যত ক্ষত।
চরম বলেছেন

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত হই অগামগা
কথা কই হাছা;
তুমিও ভারী প্রিয়
বুঝলে সোনা বাছা? :-B B-)

২৫| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: রাবেয়া রাহীম বলেছেন: অসম্ভব ভালো একজন মানুষের জন্য উপযুক্ত একটি লেখা শায়মা বলেছেন: বিদ্রোহী ভাইয়ার জুড়ি নাই জুড়ি নাই
তার লেখা পড়ে আমি মুগ্ধ যে হয়ে যাই!!!!!!!!:)
দিয়া আলম বলেছেন: অনেক সুন্দর ছড়িতা, উনি আমারও প্রিয় ব্লগার। জুন বলেছেন: আমারও অনেক প্রিয় ব্লগার বিদ্রোহী ভৃগু । রুদ্র জাহেদ বলেছেন: কী অসাধারনভাবেই গেঁথে ফেললেন।প্রিয় ব্লগাররে নিয়া দারুণ ছড়া, অসাধারন।আপনি পারেনই বটে তিনি আমার খুব প্রিয় একজন।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তারে নিয়া ভালো কথা
লোকে বলবেইতো;
এতে আর নয়া কি বা
অবাক কিছু নেইতো। :)

২৬| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫০

কালনী নদী বলেছেন:
(poem notes for love!)
I.
Your casual disregard
Salt on a wounded heart
You gave me time to see you
When you kept yourself apart
II.
There’s not a single minute
In all the hours of my day
That I’m not sorry you’re not in it
That I’m not sad you went away
III.
Upon reflection
You were never mine at all
And I’m sorry, truly sorry
You see, I never meant to fall
IV.
When my thoughts turn to you
As I find they often do
I turn them to my grocery list
And try to forget that you exist
When they lead me back again
I think my thoughts are not my friend
I take them down a different way
“If you had loved me, you would stay”
And when my thoughts escape my reign
And nothing I do can stop the pain
I’ll sit with them a little while
This ghost of you, your eyes, your smile
I’ll let the thoughts run to the last
When you placed me firmly in your past
And I will let you go again
(I wish I’d never let you in)
V.
Break my heart
It’s now old hat
But you would never
Think of that
I’ll find the pieces
Pick them up
Pretend that I
Don’t give a fuck
Burn your effigy
Delete your name
(My heart will never be the same)
The truth is this
I love you still
Rage hides hurt
(It hurts to feel)
So go away!
Don’t say goodbye!
(I’ll never let you see me cry)
And when at last
I close that door
On you,
(The one that I adore)
I’ll glue my heart
Find every shard
(Love should never be this hard)
VI.
The din of your silence is hurting my head
Your absence is crowding me out of my bed
VII.
I’d trade my pride
For one more time
To hold you close to me
I’d trade my peace
For one more night
Just to watch you sleep
VIII.
Wound tight, wrapped inside
I keep the darkness in
Then pressed against the darkness, tight,
I emerge transformed again
Author: Crystal Jackson
Editor: Nicole Cameron
Image: Samuel Zeller/Unsplash

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি লিখেছ ভায়া তুমি
অং বং ইংলিশে;
বাংলাই বুঝিনা ভালো
রিপ্লাই দিব কিসে?


All the Broken Pieces. {Poem}
We’ve all experienced loss and heartache in relationships.

Our reactions can range from intense anger to overwhelming sorrow to resignation.

''I wrote the following pieces to be part of a whole, meant to be read both separately and together, to form a picture of a relationship’s end. Wherever we are in the grieving process, we can take comfort in knowing that it is a cycle. We will inevitably come full circle and, hopefully, find peace and love within ourselves ...........................'' Crystal Jackson

২৭| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
শায়মা বলেছেন: বিদ্রোহী ভাইয়ার জুড়ি নাই জুড়ি নাই
তার লেখা পড়ে আমি মুগ্ধ যে হয়ে যাই!!!!!!!!:)

মহারাণীর মহা বাণী
জেনে খূশী এত্তখানি---
আমি কিবা লিখি ছাই
মুগ্ধতাতো সব আপুর লেখায়।।






১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মাপু চিরসখা
নবীনের তরে;
রাণী হয়ে বসে আছে
হর অন্তরে।

২৮| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

কালনী নদী বলেছেন: বিদ্রোহী ভাইয়ের কোন তুলনা নাই!
সে যে শুধু আমার ভাই :P

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নামেই তিনি ইউনিক
কামে কি বা বলবো;
তিনি স্রেফ লিখবেন
মোরা স্রেফ পড়বো।

২৯| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:

লেখক বলেছেন:
নও তুমি একা আপু
আমিও হই মুগ্ধ;
নামেই যত ঝামেলা
পড়ে সব দাঁত মাড়িশুদ্ধ। :P

<<হায় হায় সেকি ভায়া
মোটে দাত ফেলো না..
লাগে দেব আকিকা
নুতন নাম খোঁজো- না।।

তোমার মতো সুন্দর
কাব্যিক গতিময়
একটা নাম দাও
সর্বতেই শ্রুতিময়।। ;


১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পায়ে পড়ি আর ভায়া
নামে দিয়োনাগো খোটা;
এত বড় নাম নিয়ে
রোজ ফেলি আহি ফোটা। B:-/

৩০| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২

শামছুল ইসলাম বলেছেন: ছড়ার মাধ্যমে খুব সুন্দর ভাবে একজন মহৎ ব্লগারের (বিদ্রোহী ভৃগু) সম্বন্ধে আপনি যা বলেছেন এবং তার উত্তরে উনি ছড়ার মাধ্যমে যেমন সুন্দর ভাবে তার উত্তর করেছেন, তাতে আমি অতি সাধারণ ব্লগার মুগ্ধ।

সবাই এত স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে দেখে খুবই ভাল লাগছে - সামু পরিবারে এই সম্প্রীতির হাওয়াটা চালু থাকুন অনন্তকাল।

বিদ্রোহী ভৃগু ভাইয়ের আশু রোগমুক্তি কামনা করছি।

ভাল থাকুন। সবসময়।

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সবাই এত স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে দেখে খুবই ভাল লাগছে - সামু পরিবারে এই সম্প্রীতির হাওয়াটা চালু থাকুন অনন্তকাল।
সারাতো দেবেই সবে
দেখবেনা গুরু কার;
সামু হোক সৌহার্দের
মত হোক যার যার।

৩১| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন:

নিউটনিয়ান দিশেহারা রাজপুত
রুদ্র জাহেদ অগ্নি সারথ
সকলেরই কাছে কৃতজ্ঞতা অনেক
ভালবাসায় সদা বিনীত ।।


১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালবাসা সকলেরে
অনেক শুভেচ্ছা;
অগ্নিদা বড় পাজি
আসেন যথেচ্ছা। X((

৩২| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:

দিয়া আলম বলেছেন
উনি আমারও প্রিয় ব্লগার
এই প্রিয়তার ঋণ
শোধিব কি দিয়ে আর!

একরাশ ভালবাসা
কিবা শুভকামনা
দিয়ে কি শোধ হয়
রত্তি বা একআনা?

<< অন্তঃপুরবাসিনী
করেছেন চির ঋণী
প্রিয়তার বাঁধনে
বেঁধে এ অধম জনে।

সবে আস চলে যায়
কেউ নয় অক্ষয়
রয়ে যায় স্মৃতিটুকু
প্রিয়তায় যা রয়।




১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সবে আসে চলে যায়
কেউ নয় অক্ষয়
রয়ে যায় স্মৃতিটুকু
প্রিয়তায় যা রয়।


দু'আপুই মোর প্রিয়
সামু ব্লগে রাণী;
তাদের ভালবাসা অমূল্য
শোধ হয় কি একআনি?

৩৩| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: জানালুম শ্রদ্ধা
তুমি দিলে ভেটকি;
বদ মতলব নাকি
বল বাপু কেস কি?;)


হেঃ হেঃ হেঃ (এগেইন)

প্রচেষ্টা সফল!! বিভ্রান্ত করতে সক্ষম হয়েছি। :)

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরি বাবা পোলাডার
মাথা ভরা শয়তানি;
চলো গিয়ে চিপাতে
মন সুখে বিড়ি টানি।

৩৪| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

কালনী নদী বলেছেন: বিদ্রোহী ভাই চল, ককটেল বোমা নিয়ে রাস্তায় যাই,
কারা যেন আমার ভাষা কেড়ে নিছে!
আর লিখতে পারতেছি না।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানি জানি কি বিষয়
ইডেনের গেটে গিয়ে;
ভুলে গেছ নিজ বোল
লোল ফেলে কর ইয়ে............ :P

৩৫| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

ঢাকাবাসী বলেছেন: উনি আমারও প্রিয় একজন লেখক। আপনার লেখাটি ভাল লাগল।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট পড়েছেন,লাগলো ভালো
এইতো আমার পাওয়া,
ভালো থাকুন,সুস্থ থাকুন
খোদার কাছে চাওয়া।

৩৬| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

জ্যোস্নার ফুল বলেছেন: ছড়া পড়িলাম
টাস্কি খায়া গেলাম তব্দা খায়া গেলাম
ঐ আমাদের তাল গাছ
ঐ আমাদের গাঁ

মিলল না মিলল চিলল তো :)

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে বলে মিললো না
ছন্দেতে রহস্য;
তোমারে গুরু মানিলাম
লও মোরে শিষ্য। :P

৩৭| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চমৎকার লিখেছেন ভাই,
সামুতে আমি নতুন, তাই
তার কবিতা পড়া হয় নাই!
কি করি আজ ভেবে না পাই,
আপনার ছড়ায় মুগ্ধতা রইল,
এখন বিদ্রোহী ভৃগুর ব্লগে যাই।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্লগেতে মোর রয়না কেউ
মিনিটে শেষ কাম;
তবু ভালো কয়ে কয়ে
মিছেই দেয় যে পাম। |-)

৩৮| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

বিজন রয় বলেছেন: জয়তু বিদ্রোহী ভৃগু।

আপনাদের দুজনকেই শুভকামনা।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জয়তু ভৃগু দাদা
বড় তিনি আপনা;
তোমাকেও মেনি থ্যাংকস
অনেক শুভ কামনা।:)

৩৯| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ দারুন ছরিতা :)

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলেছেন বাহ বাহ
উৎসাহ পেলুম
পাঠে জানাই কৃতজ্ঞতা
কৃতার্থ হলুম। :-B

৪০| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন:

কালনী নদী হাসলে শুধু
বলার কিছূ পেল না.
সাদা মনের মানুষ সাদা
বলতে সত্য ভাবেন না।

রাবেয়া বুবু ভালবেসে
সকল ভাল ঢেলে
দিল এই অধমেরে
ভিষম লাজে ফেলে;

জুন আপিটার -
কথা বলব কি আর
তাহার বানী- প্রিয় ব্লগার
মন খুশিতে পগারপার;

ব্লগার মানসী
জ্ঞানে যেন অসী
ঘোর প‌্যাচে একফুঁতে
দুজনেরই বাজায় বাঁশী।।



১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কালনা নদী,সাদা ভায়া
রাবেয়া জুন মানসী;
সবাই হেথা সামুর তারা
বিনে ব্লগ যে পানসি।:)

৪১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৫

শায়মা বলেছেন: ২৭. ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
শায়মা বলেছেন: বিদ্রোহী ভাইয়ার জুড়ি নাই জুড়ি নাই
তার লেখা পড়ে আমি মুগ্ধ যে হয়ে যাই!!!!!!!!:)

মহারাণীর মহা বাণী
জেনে খূশী এত্তখানি---
আমি কিবা লিখি ছাই
মুগ্ধতাতো সব আপুর লেখায়।।


আমি লিখি অং বং
তুমি ভালোাবাসো
মেইন মেইন টপিকতো
তুমি নিয়ে আসো।

বিদ্রোহী ভৃগু মন
জেগে ওঠে রোষে
অন্যায় দেখলেই
রুখে ওঠে, ফোসে।

সমাজের অলিগলি
কোথায় কি হলো,
মানবতা জয়গান
লেখাতেই তোলো!

বিস্ময়ে কাঁপে প্রাণ
দুঃখে তা কাঁদে
অবিচার দেখলেই
কুটিলতা ফাঁদে।

তুমি ভায়া সেরা মন
সেরা প্রাণ তাই
তোমাকেই ভালোবাসি
বিদ্রোহী ভাই!



১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিয়েলি বস যে তুমি
ছন্দের মহারাণী;
মানছি হার নাক খতে
সজোরেতে কান টানি। :(

গান পারো,নাচ পারো
ছড়াতেও টনটনে;
আমি গাইলে লোকে ধায়
স্বর শোনে খনখনে। /:)

নাচগান বাদ দিনু
ভেবেছিনু ছড়াতে;
বিট করে তোমাকে
পারবো যে সরাতে।

সে আশায় গুড়েবালি
পাশ নিয়ে টানাটানি;
লজ্জায় ঢাকি মুখ
লোকে হবে কানাকানি।

মাতবরি ঘাট হলো
করো মোরে ক্ষমা;
পারছিনা আর নিতে
বুকের এই ট্রমা।

তারচেয়ে বলি বাপু
আমি আপুর পিএস;
যাই বলো তাতে সায়
সদা বলি ইয়েস। ;)

৪২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৯

কালনী নদী বলেছেন: !:#P কালনী নদী হাসলে শুধু
বলার কিছূ পেল না.
সাদা মনের মানুষ সাদা
বলতে সত্য ভাবেন না। :``>>

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাসিকে করোনা হেলা
স্মাইল ইজ এ চ্যারিটি;
সাদা ভায়া পিউর হার্ট
নিডলেস টু ক্লারিটি।:)

৪৩| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই
আমি তার ভক্ত ,
সামুতে তাঁর আসন
যেন রাজ তখত ।

তাঁর নাম দেখে লগিন
করতে হলাম বাধ্য ,
গুণ বর্ণন করবো তাঁর
নেই মোর সাধ্য ।

ভৃগু আর ''কি করি''
দুজনেই গুণী ,
সামুতে তাদের শুধু
গুণগান শুনি ।

ছান্দসিক নই আমি
লিখিও অতি বাজে
তাদের নিয়ে লিখতে গিয়ে
মরছি আমি লাজে ।

দুজনের লাগি মোর
কামনাটা শুভ ,
দুজনেই ভাল লোক
এটা কিন্তু ধ্রুব !

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি কেগো তুমি
এলে বুঝি পথ ভুলে?
টিকির পাইনা দেখা
এড়াও যে কৌশলে।(হুহহ.......)

জানি জানি লিখা মোর
সবি যে অখাদ্য;
তাই বলে ছুড়ে ফেলে
করে দেবে শ্রাদ্ধ!!!

যাও এলে সমারোহে
কি করে যে বলি তা;
ঢোক গিলি বারে বারে
যেই লিখেছ ছড়িতা !!!

তুমি ভায়া এইবার
মোরে ভাতে মারবে;
যা শুরু করলে বাপু
পজিশনও কাড়বে।:(

তোমার ঐ ছড়া পড়ে
আমারি হয় হার্টফেল;
অকাল পতন দেখে
বুকে বিধে চোখা শেল। |-)

বুঝি গেছি এইবার
দিন মোর ফুরলো;
লিটন ভায়াটা মোরে
লাথি মেরে দৌড়লো। :-<

৪৪| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১০

উপপাদ্য বলেছেন: দারুন তো...

বিদ্রোহীকে নিয়ে লেখা অসাধারন এই ছড়ায় অসংখ্য লাইক দিয়ে গেলাম।

ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিলে কত মিছে পাম
করে কত বড়াই;
লাইকের টিকিটিও
লিস্টে খুঁজে না পাই।(হুহহ........)
:P

৪৫| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪২

কামরুন নাহার বীথি বলেছেন: আমার প্রিয় ব্লগার বিদ্রোহী ভৃগু ভাইকে নিয়ে লেখা এই অসাধারণ ছড়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা ছড়ার পাখিকে!!!

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন হলো ফুরফুরে
আপু তুমি যেই এলে;
আমিতো ভেবেছিনু
আমারে গেছই ভুলে।

কেমন আছ আপু তুমি
কতদিন দেখিনা;
মিস করেছিনু খুব
ভেবো মোটে মেকি না।

৪৬| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহমেদ জি এস
লিখনিতেই আছে রেশ
এমন গুনি মূখে "যোগ্য" বর্ণনা
শুনে মরি লাজে তুমি কিছূ বলো না।

গেমু ভায়া বলে গেল
হেঃ হেঃ হেঃ
এর মানে তিনি ছাড়া
বলবে আর কে?

অগ্নি কল্লোল
করেনি কোন ভুল
ভাল ছড়া বলেছে
সবার মন ভরেছে :)

আরণ্যক রাখাল মাতাল ঋত্বিক
প্রেমকথা তার যেন ঋগ্বেদ;
তিনি বলেছেন প্রিয়জন
তাই মেনে নিনু বাক্য-বেদ।।


ঢাকাবাসীর কমেন্টে
কি যে খূশি হায়-
তিনি মহান তাই নাদানে
বলেন প্রিয়, মন ভরে যায়।।

জোৎস্নার ফুল ভায়া
নজরুলেরই শীষ্য
দিল কলাগাছের তীর মারা
ঐ ছন্দের ভাষ্য ;)


১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @বিদ্রোহী ভৃগুঃ
মানছি যে গুরু তুমি
মাঠে দিনু পিছটান;
হারিজিতি যাই হই
সে তোমারি বাড়ে মান।

খেললে কি বাবারে
ছন্দের টপপা;
মোক্ষম দিলে চাল
পুরো খাপে খাপ্পা।:)

৪৭| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:০৪

কালনী নদী বলেছেন: এ যেন ছড়া আর ছবির স্বপ্নের দেশে হাড়িয়ে যাওয়া, হঠাৎ দুঃস্বপ্নের মত আমার ভাষা হারিয়ে যায়!
ওরা আমার ভাষা কেড়ে নেয়। চলো বিদ্রোহি ভাই রাজপথে যাই- ককটেল বোমা হাতে নিয়ে।
অস্ত্র জমা দিছি মাগার ট্রেনিং জমা দেই নাই। (কেউ না বোঝলে ক্ষমা করবেন ভৃগু ভাইয়ের নাম স্মরণে বিপ্লবি চেতনার বহিঃপ্রকাশ মাত্র)

তুমি দেখেছ ওরা আমার ভাষা কেড়ে নিছে?

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিঞ্চিৎ খুলে বলো
ব্রেন মোর পুরো ডাল;
লোকে করে ফান আর
আমি ভাবি গালাগাল। /:)

দেশ আজ লুটে খায়
প্রতিবেশী হায়েনা;
সিনা টান করে চলি
সেটি তারা চায় না।

বেশী কথা বলা মানা
দেয়ালেরও আছে কান;
মনকি সে বাধা মানে?
গায় সদা দ্রোহের গান।

৪৮| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শামছুল ইসলাম
যদিও বলেন তিনি অতি সাধারন
অসাধারন বটে তিনি ভাবনা প্রমাণ
ভেবেছেন প্রিয় তাই খুশি এই মন।।

চন্দ্ররথা রাজশ্রী শুরুতেই মাত
তার ছড়ার কাছে দুজনেই কাত
স্বাগতম ছড়াকারে ভরে যাক ব্লগ
ছন্দের লড়াইয়ে মন্দ সব ভাগ।

বিজন রয় বলেছেন: জয়তু বিদ্রোহী ভৃগু
ভালবাসা এত হয় ভাবিনিতো কভু
কৃতজ্ঞতার ঋণে বেঁধে আমারে
বিজনে নয় রয় সকল জনের অন্তরে।

মনিরাপু বেশ খুশি হয়েছেন ছড়িতায়
লেখক খুশি আমরাও না হয়ে কি উপায় ;)



১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাম নিলে যার যার
সবে মহারথী;
এই মুই একলাই
আকামের অতি। |-)

৪৯| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
গিয়াস উদ্দিন লিটন
আরে আরে ---
দাও কেউ চিমটি আমারে-
আছি কি ঘুমে? না জাগরণ! ।।

এত্ত ভালবেসে ভায়া
দিওনা আকাশে তুলি
পরে গেলে থাকবেনা
হাড়গোর কিবা খুলি..

তোমাদের সাথে সাথে
ধরনীতেই থাকতে দাও
হৃদয়ের কোনে যদি
মন চায়- ঠাই দাও।

তোমাদের কাছে মোরা
চুনোপুটি নস্যি
ভালবেসে মিছে কেন
পাম দাও অবশ্যি! ;)

তোমার তুলনা তুমি
আর কেউ হবেনা
মিথ্যা নয় এক রত্তি
জনে জনে পুছনা।

তোমাদের কাছ থেকে
আজও শিখি কত কিছূ
দোলনা থেকে কবর
শেখায় নেই লাজ মিছু।।


সবে মিলে ব্লগে আছি
এইতো বেশ
নেই কোন উঁচুনীঁচু
নেই কোন ভেদ।।

অধমেরে ভালবেসে
লিখেছেন ছড়িতা
কি করি আজ ভেবে না পাই
তোমরাও তাতে দিলে তা :)

ধন্য সবার ভালবাসায়
থ্যাংকু সবার তরে
যেদিন চলে যাব অগোচরে
যেন এমনি মনে পড়ে।। :((



১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্য সবার ভালবাসায়
থ্যাংকু সবার তরে
যেদিন চলে যাব অগোচরে
যেন এমনি মনে পড়ে।। :((

কি যে সব কও বাপু
অলুক্ষুনে,বালাই ষাট;
মোর পুরো আয়ু যেনো
তব তরে জমা থাক।

লিটন ভায়ারে আজকাল
কালে ভদ্রে দেখি মাঝি;
শুনেছি ডেটিং নিয়ে
ভায়া নাকি ভারী বিজি।;)

স্কুলগোয়িং ছুড়ির নাকি
পড়েছেন প্রেমে;
তারি তরে চিঠি লিখে
দিনরাত নেয়ে ঘেমে। :P

মন তার নেই আর
ধরার এই দুনিয়ায়;
বউ বিবি সব গেলো
বেখবর,হায় হায়। B:-/

৫০| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:

উপাপাদ্য ভায়া
বহুদিন পর আয়া
বলল সুন্দর-দিল কিবা লাইক
লিস্টে নাকি টিকিটিও নাইক্য :P

কামরুন নাহার আপা
রঙিন ফুলের সুবাসে
ভরিয়ে দিল মনটা সবার
আমি তুমি আর সে!

বিশেষ করে তুমি ভায়া
এমন বাঁধনে বাঁধলে
শোধ হবেনা ঋণ বুঝি তার
গা'র চামে জুতা বানালে..

এত ভালবাসা ছিল মনে
বুঝিনিতো আগে
কতকথা বলেছি
রেখোনা মনে রাগে।

চলতে পথে এই বিনিময়
হয়তো অর্থে মূল্য নাই
হৃদয় বোঝে এর কিযে দাম
হৃদয় তাতেই খূশি রয়।

দোয়া করি রব যেন
রাখে সূখে সবকালে
পাপীদের জন্যেও
মাঙ্গো দোয়া সকলে।।

ভুল ত্রুটি নিজগুনে
ভুলে যেও আনমনে
ভালবাসায় বেঁচে থাক
সামু চিরজাগরুক।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইবারে ঠিকঠিক
করলুম ভারী রাগ;
উঠলুম হিসহিসে
ফুঁসে উঠা কালনাগ। X((

আর কত এইভাবে
দেবে মোরে লজ্জা;
ভাব যেনো চিরতরে
বনধ হলো দরোজা।:(

কাঁচা হাতে অগাবগা
কি লিখেছি জানিনে;
তাই বুঝি দুটো কথা
দিলে চামে শুনিয়ে। /:)

ব্লগার আমি বাজে জানি
মন জেনো খুব বড়;
সঁপেছি সাধে শ্রদ্ধা
খুশী হবো যদি গ্রহন কর।

৫১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: কেমন আছ আপু তুমি
কতদিন দেখিনা;
মিস করেছিনু খুব
ভেবো মোটে মেকি না।
----------

আছি ভাই আলহামদুলিল্লাহ্‌!!!!
কিন্তু খুব বেশী ব্যস্ত আছি, দৌড়ের উপরে আছি।
দোয়া করবেন তাড়াতাড়ি যেন ঝামেলামুক্ত হই!!!

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এত কেনো দৌঁড়ঝাপ
অত কিসে ঝামেলা;
আমি থাকি বেডে শুয়ে
মানা আছে পা মেলা। /:) |-) B:-/

তুমিও মোরে দোয়া করো
মন থেকে দিল খুলে;
আমিও আছি শত পাকে
সব যেনো যায় চলে। :-*

৫২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: এইবারে ঠিকঠিক
করলুম ভারী রাগ;
উঠলুম হিসহিসে
ফুঁসে উঠা কালনাগ। X((


ওলে বাবা রেগে গেছে
ঠিক ঠিক কবি ভাই
ঘাট মানি ভুল হলে
রাগ পানি করা চাই :)

দূর ছাই দরজা
হবে নাকো বন্ধ
ছুড়ে ফেলো দূরে
যত মিছে দ্বন্ধ!

এই পোষ্টে টানতে ইতি
গেয়েছিনু ঐ গীতি

তুমি ব্লগার বড়
জানি সবে মানি
তাইতে কেতজ্ঞতায়
বলি ইনি বিনি..

তোমার সঁপা শ্রদ্ধা
নেবোনা নেই আস্পর্ধা,
গ্রহনেই প্রীত হই
প্রেমে কৃতার্থ রই। :)

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই পোষ্টে টানতে ইতি
গেয়েছিনু ঐ গীতি


অত তাড়া কিসে বাপু
খানিকটে রোষ না;
দেশ রাজনীতি নিয়ে
গপ করি বস না।

রাজব্যাংক লুটে নিলো
আটশত কোটি টাকা!!!
সুরাহা কি হবে আদৌ
কার বাপু অত ঠ্যাকা?

খড়্গ নামে অধমে
চুনোপুটিরা বরখাস্ত;
মন্ত্রী বহাল আছেন!!!
নাটক কত মাস্ত।

চিফ জাস্টিসে খায়
ফ্রিতে কত ঝারি;
ক্ষমা চেয়ে লাভ কি বা
ঢিলটা ছুড়ে মারি।

এইদিকে ঘনিয়েছে
নিজামীর ফাঁসি;
আজবাবু এটুকুই
ভালো থেকো,আসি।

৫৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪০

উপপাদ্য বলেছেন: লাইক ফাইক বুঝিনা
দেইনিতো পাম,
এই বুঝি প্রেম আর
ভালোবাসার দাম??
:P :P :P

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা বাপু চটো ক্যান
মোটে কি বুঝনা মজা?
তুমি মোর বড় প্রিয়
কথা মোর অতি সুজা। :P

৫৪| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

উপপাদ্য বলেছেন: বাপুতো চটে নি
ছিলো অভিমান,
প্রিয় হয়েছি শুনে
লাগছে ভালো
ভীষন ভালো,
পেয়েছি সম্মান।

জনাবের প্রতি
হাজার সালাম,
ভালো থেকো
সুখে থেকো
বাড়ুক সুনাম।

২১ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পেলুম সালাম,দিলুম সালাম
তোমায় জানাই ধন্যবাদ;
আলোয় ভরা পূর্ণ জীবন
কানায় কানায় হোক আবাদ। :)

৫৫| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩০

আমি মিন্টু বলেছেন: বাহ! বাহ কি অসাধারন কবিতা :)

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানি জানি পড়নি
মিছে দিলে পাম;
কি যে লিখি অগাবগা
নেই সিকি দাম |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.