নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

ব্লগার দিয়া আলমের \'\'কিছুইনা......\'\' পোষ্টের দীর্ঘশ্বাস

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৩



মূল পোষ্টঃ কিছুইনা......
কপোত কপোতিরা
এমনি কয় পয়লা;
আর যাক ক'টা দিন
ক'বে জান কয়লা। :D

কত যে দেখেছি বাপু
নিজেই তার সাক্ষী;
আজ মোর দুখ দেখে
কাঁদে পশু পক্ষী। :-<

আমারেও নয়া নয়া
কইতো কিছু চাইনে;
আজ সেই বদনীটা
কেঁড়ে রাখে পুরো মাইনে। B:-/

স্বাধীনভাবে বিড়ি খাবো
সেও নেই অধিকার;
দু'টো টাকা চাইতেও
টেপা লাগে বডি তার। |-)

নিজ ঘরে লাগে আজ
নিজেরেই পরবাসী;
রোজ ভাবি একবার
আজ ঠিক নেবো ফাঁসি। /:)

সাহসে কূলোয়না
পাছে যদি জেনে যায়;
ঠ্যাঙ্গাবে মনের সুখে
ভারী চোখা হিল পা'য়। :-*

থাক বাবা এইসব
মরন কাঁসুন্দি;
বলি কথা ভালো জেনে
বুকে পাথর বান্ধি।

যা বলেছে শায়মাপু
আর অন্তঃপুরবাসিনী;
কথা জেনো সিরিয়াস
প্রেম জিন্দেগী নাশিনী।

যত কও ''কিছু চাইনে''
দেই এক তথ্য;
অভাবেতে প্রেম ধায়
অমোঘ এক সত্য।

খবরদার ভুল করে
পীরিতি রোগে পরোনা;
দেখছ না মোর দশা
লাগেনা তোমা করুনা??

প্রেম হলো এই যুগে
সেচ্ছায় ডাকা দুঃখ;
আবেগটা ক্ষনিকের
হেথা স্বার্থটা মুখ্য।

কথা যেন থাকে মনে
ভালো জেনে বলছি;
এক ভুলে জান শেষ
ধুকে ধুকে মরছি। |-)

গরীবের কথা জেনো
ফলে হলে বাসী;
আজ মোর কথা শেষ
ভালো থেকো,আসি।

শেষ কথাঃ
যতই বুঝাই তারে
কোনো লাভ নাই;
লাড্ডুটা এমনি
সবেরি খাওয়া চাই। /:)

কোরবানী হলো বলে
আরো এক পিস;
দীর্ঘশ্বাস ছাড়ি
আহহারে.....ইশ।



উৎসর্গঃ
চওক্‌খের জল ফেলে
স্মরণি প্রিয় আপুরে;
কে আবার?শায়মাপু
বুঝনা ক্যান বাপুরে। X(

ছবিঃ
নেট থেকে মারলুম
পারি নাকো আঁকা আঁকি;
ভরসা গুগল সার্চ
ভারী মজা দিয়ে ফাঁকি :P

মন্তব্য ৫৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১২

শায়মা বলেছেন: ঐ ভাইয়া কে কোরবাণী হইসে?
নাম বলো নি কেনো?

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে আবার?আমাগোই
নয়া লাইলী দিয়া;
বড় আছি টেনশানে
পোলাপান নিয়া। X((

২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯

শায়মা বলেছেন: ওহ সবে বুঝিলাম দিয়ামনি কাব্য :D
পড়ে দুখ উথলিয়ে উঠলো ও ভাব্যও। B-)
তাই নিয়ে তড়িঘড়ি ছড়ি লিখে দিলে? ;)
আহা আহা সাধু ভাই চমকালো পিলে। B:-)

জান হলো কয়লা তাইনা? X((
সিমপ্যাথী পশুটারও পাইনা! X((
আগে সে বলিতো কিছু চাইনা!!!!!! X((
বিড়ি খাওয়া অধিকার পাইনা!!!! X((

বলি ভাইয়া বিড়ি খাওয়া
খুব কি হে ক্রেডিট?
হিল দিয়ে খাও মার
মিছা কথা এক্ষুনি করো এডিট! X((

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছা কথা ক্যান কবো
কারো খাই নাকি পড়ি?
বদনি শকুনীটারে
মোটে নাহি ডরি।

বিড়ি হলো পুরুষের
শান বান আন;
কি করে বুঝবে তা
না দিলে কভু টান??

এই মাথা ছুঁয়ে কই
কথা জেনো সত্য;
হিল দিয়ে মারে শালী
গাল পারে অকথ্য। |-)

৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:২২

শায়মা বলেছেন: উৎসর্গঃ
চওক্‌খের জল ফেলে
স্মরণি প্রিয় আপুরে;
কে আবার?শায়মাপু
বুঝনা ক্যান বাপুরে। X(



উৎসর্গে থ্যাংকু, লাভ্যু ভাইয়ু
দাওয়াৎ থাকিলো কাল এসে যেও খাইয়ু!!!!!!:)

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক হইছে
ব্লাফ আর দিওনা;
বাড়ী গেলে ফল হাতে
দরোজাও খুলোনা।

দাড়োয়ান দিয়ে কও
মেমসাব নাই বাড়ী;
লাজে দুখে যাই মরে
ফলসব ফেলি আছারি। X((

৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: কি হইতে কি হইল?????

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি কব দুখের কথা
সুখেই ছিলো দিয়া;
প্রেম রোগ ভর করে
সব সুখ নিয়া। B:-/

তুমিই কওনা বাপু
মোর নেই ফেস ভেলু;
পোলাপান ভোগে অকালে
ভাইরাস.........ইলু ইলু। :(

৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২

শায়মা বলেছেন: এই মাথা ছুঁয়ে কই
কথা জেনো সত্য;
হিল দিয়ে মারে শালী
গাল পারে অকথ্য।





এতক্ষনে কি শোনালে!
তুমি বাহাদূরা! B:-)
এও ছিলো কপালেতে!
তুমি দূর্ভাগা! :((

শালীও মারে নাকি!
বউ এর সাথে মিলে? B:-/
কি কথা শোনালে ভায়া
চোট লাগে দিলে! :(( :((

মেরা ভাই হয়ে তুমি
এত ডরপুক! X((
দিতে হবে শিক্ষাটা
সাথে ঝাঁড়ফুক। ;)

ডরো মাৎ ভাইয়াটা
নো ফোচ,ফ্যাচ :-/
কালকেই নিয়ে যাবো
হুজুর কি পাস। :-<

কবজেতে বেঁধে দেবো
তাবিজটা বড়, B-))
কবজটা গলাতেই
নো গড়বড়ো। B-))

পানি পড়া দিয়ে দেবে
চাল পড়া ভাজা :-&
সেসব তো খেয়ে তুমি
হয়ে যাবে তাজা। :)

এর পর নো ভয়
যত মার মারে :D
এদিক কি ওদিকটা
হাতে মাথে ঘাড়ে। B-)

সবচেয়ে সিক্রেট
এবা বলি ভাই
হিলগুলো লুকিয়েই
আজই রাখা চাই।:)


১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বদটারে খিস্তিতে
ডাকি রাগে শালী;
শালী নেই,জেঠাশ আছে
খাটাশ এক হালি। /:)

সারাদিন বদগুলি
করে বসে ফিসফিস;
কূটনামি দেখে রাগে
হাত করে নিশপিশ। X((

মার কি সাধে খাই
ভাই সব গুন্ডা;
টু শব্দ করলেই
ফেলে দেবে মুন্ডা। :-<

তাবিজ আর বলবো কি
কমতো করিনি ট্রাই;
হারামীরে কোনোমতে
আছর করেনা তা-ই। /:)

জলের মত টাকা ঢেলেছি
মেরেছি কত বান;
কোনো কামই হয়নাকো
শালীর বিলাইয়ের জান। :(

জুতো হিল লুকাবো
হারামী তাইতো চায়;
হারালেই কিনে নয়া
দো'জোড়া গলায় পায়। X(

নেই বুঝি এজীবনে
মোর কোনো আশা;
ধুকে ধুকে মরি রোজ
করে ভালোবাসা। :-< |-)

৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:০১

অন্তঃপুরবাসিনী বলেছেন: কেস খারাপ কেন বলেছি বোঝেন নি?
পুরুষের স্বভাব সে
অভিজ্ঞতা না থাকলেও কিছু কিছু জানি! :)

নিজেই দিলেন কত শত নমুনা
যাক, এসব কিছু ভাবীকে কমু না
বিয়ের আগে জান পাখী ময়না
আর এখন বলেন বদনী শকুনি কত কি অজানা X(

=p~=p~=p~

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝি বুঝি সব ঠিকি
তুমিও তো জাতি নারী;
ভ্রুক্ষেপ নেই কি বা
ভাই গেলোধুকি মরি। B:-/

মার খাই সে কিছুনা
গালিটাই দেখলে;
নারী সদা অবলা
এ কথাই শিখলে। /:)

৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৯

সোহানী বলেছেন: আহারে !!!!!!!!!!

১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিই বুঝলে দুখ
ভাই ভেবে আপনা;
একজনও আছে ভেবে
ঘুচালো সিকি যাতনা।:)

৮| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৬

নুর আমিন লেবু বলেছেন: ভায়া, তুমি যাহা বলো;
সবি, সত্যি।
প্রেম জিন্দেগী নাশিনী।
:|

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো চাই বলে বলি
বুঝে ক'জনা;
তুমিও থেকো সাবধানে
প্রেমেতে মজোনা।

৯| ১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৪৫

দিয়া আলম বলেছেন: কপোত কপোতিরা
এমনি কয় পয়লা;
আর যাক ক'টা দিন
ক'বে জান কয়লা

তুমি জানো ঘোড়া ডিম
বউ'র মাইরে হিমশিম,
চোখে দেখো শর্সে
মাথা ধরে আছে ঝিম।

আমার আর তার প্রেমে
দেখে তোমার গা জ্বলে,
কাছে তোমায় পেলে তবে
দিতাম আমি কান মলে। ( বড় ভাই হলে মাফ করে দিও) :)



আমারেও নয়া নয়া
কইতো কিছু চাইনে;
আজ সেই বদনীটা
কেঁড়ে রাখে পুরো মাইনে। B:-/

টাকা দিয়ে গাজা খেলে
কেড়ে সেতো নিবেই,
ভাবি নাহয় আমি হলে
নাকে দিতাম জল ঢেলে।

বাসায় এসে ফ্রেস হয়ে
ল্যাপিতে বসেছি
পেটে ক্ষুধা বড় জ্বালা খেয়ে
লাঠি নিয়ে ফিরছি....



১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি জানো ঘোড়া ডিম
বউ'র মাইরে হিমশিম,
চোখে দেখো শর্সে
মাথা ধরে আছে ঝিম।

আমার আর তার প্রেমে
দেখে তোমার গা জ্বলে,
কাছে তোমায় পেলে তবে
দিতাম আমি কান মলে। ( বড় ভাই হলে মাফ করে দিও)


আছতো মহা মৌজে
ফুঁ দিলে খুব বাজে,
যাই কই ভালো কথা
শুনে লাগে মাথা ব্যথা।

নয়া নয়া পিরিতিতে
স্রেফ ''তুমি'' আর ''আমি'';
দুনিয়াটা দুশমন
বাকী সবে হারামী।

মোর কথা শুনে লাগে
কত করি হিংসে;
যত কই হক কথা
শুধাবে মোরে মিনসে। B:-/

টাকা দিয়ে গাজা খেলে
কেড়ে সেতো নিবেই,
ভাবি নাহয় আমি হলে
নাকে দিতাম জল ঢেলে।

বাসায় এসে ফ্রেস হয়ে
ল্যাপিতে বসেছি
পেটে ক্ষুধা বড় জ্বালা খেয়ে
লাঠি নিয়ে ফিরছি....

সিগারেট খাই বলে
নাম দিলে গাজাখোর!!
ভাই হলো চোখশূল
প্রেমেতে এতই ঘোর??

কত প্ল্যান নিলে বাপু
কান মলা,লাঠিসোটা!
এই ছিলো বাকী বুঝি
বোন মুখে শোনা খোটা। :-<

১০| ১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২৪

দিয়া আলম বলেছেন:

নিজ ঘরে লাগে আজ
নিজেরেই পরবাসী;
রোজ ভাবি একবার
আজ ঠিক নেবো ফাঁসি।

কে বলেছে ভেবে
কিছু পাওনা
এটাই ঠিক হবে
ফাঁসিটাই নাওনা।

বলো মোরে মন খুলে
কোন গাছে যাবে
বড় গাছ না মিললে
কচুটাই পাবে।

আমি ভাবি মিলে মিশে
দড়ি খুজে আনবো
ঘড়ি দেখে কাপড় ফেলে
সময়টা ঘুনবো।

ফাঁশিটা শেষে উল্লাসে
দুজন বাড়ি ফিরবো,
জনে জনে খুশি মনে
রসগোলা বিলাবো।

আবারও সাময়িক বিরতিতে
ফিরে আমি আসছি,
তোমার সব দেহ সমাধি
কোথা দেবো ভাবছি....

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে বলেছে ভেবে
কিছু পাওনা
এটাই ঠিক হবে
ফাঁসিটাই নাওনা।

বলো মোরে মন খুলে
কোন গাছে যাবে
বড় গাছ না মিললে
কচুটাই পাবে।

আমি ভাবি মিলে মিশে
দড়ি খুজে আনবো
ঘড়ি দেখে কাপড় ফেলে
সময়টা ঘুনবো।

ফাঁশিটা শেষে উল্লাসে
দুজন বাড়ি ফিরবো,
জনে জনে খুশি মনে
রসগোলা বিলাবো।

আবারও সাময়িক বিরতিতে
ফিরে আমি আসছি,
তোমার সব দেহ সমাধি
কোথা দেবো ভাবছি....


ও আচ্ছা এই কথা
সব নারী এক জোট!!
ফাঁস নেয়া ক্যানসেল
প্রতিশোধে হাত মুঠ।

অত নই দূর্বল
করবে যা খুশী মনে;
এবার নেবো বদলা
যা ঘটেছে মোর সনে।

মনে আছে সব কথা
দিয়েছে দিলে যত ঘা-ই;
এই নিলুম ইউটার্ন
চুকাবো সব পাই পাই।

হাতে নিলু ছুরি আর
বাকানো রডের শিক;
পিস্তল রেডি আছে
কিনেছি হকিষ্টিক।

১১| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৫

অন্তঃপুরবাসিনী বলেছেন: কি করি আজ ভেবে না পাই ভাইয়াকে,

তুমি ভায়া ভালো ভেবে
দিয়েছিলে উপদেশ
হয়ে গেল বিপরীত
বদনাম হল শেষমেশ =p~

যেও নাকো লাগতে
শায়মা,দিয়ার সাথে
দিয়ে দেবে ফাঁসি ওরা
পারবে না প্রাণ নিয়ে পালাতে:(

দিয়া আপুকে

খেয়েছে বউয়য়ের মার
মন পুড়ে ছারখার
মাথায় গন্ডগোল
তাইতো পাকিয়েছে তালগোল=p~

কষ্টেতে এখন এসে
ভুলভাল বকছে
উপদেশের নামে
নিজের দোষ ঢেকে ভাবীর দোষ বলেছে X(

ভায়াকে দাও ছেড়ে
ভুল করে ফেলেছে
তোমার মনে প্রেমের ঢেউ
অত কি আর বুঝেছে? :P

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এতো দেখি বিভীষন
ঘরে থাকা শত্তুর;
ভেবোনা মদন মোরে
আমি বীর পুত্তুর।

ফাঁসির মঞ্চে গিয়ে
করবনা মাথা নত;
মুখ আমি খুলবোই
আঘাত করুক যত।

দিয়ামনি সোনাখনি
শোনো কথা মন দিয়া;
ভুলে কভু পড়নাকো
প্রেম ফাঁদে পিছলিয়া।

আর কত বলবো
ক্যান কথা বুঝনা;
দু'আপুই অতি বদ
দেয় যে কু মন্ত্রনা।

১২| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:

হায় হায় একি ভাই
জোটবদ্ধ আক্রমন X(
ভয় মোটে পেও নাকো
আছি হেথা দুর্যোধন! B-)

তার আগে এসো কাছে
দুটো কথা জেনে নেই
এত কিছূ হয়ে গেল
বলোনি কিছু ভাইকেই। :-/

বাসর রাতে মারনি বেড়াল :P
তাই বুঝী হুলুস্থুল :-/
সময় কালে জোয়াল পড়ালে
থাকতো ঠিকই কন্ট্রোল!

স্বাধীনতার মানে যারা
করে অপব্যবহার
ভালবাসারে ভাবে
চান্স দুর্বলতার-

তাহাদের তরে আর
ভালবাসা নাই
খেলা হবে সমানে
নো মার্সি ভাই! :)



১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওহহ্‌
ধরে এলো প্রাণ যেনো
যেই দেখি তোমারে;
লেডিদের জাল থেকে
বাঁচাও প্লিজ আমারে।

তিন লেডি ধরে মোরে
বানিয়েছে ভর্তা;
পুরুষের দাম নেই
নারী হেথা কর্তা।

কানেকানে বলি ভায়া
সব আপুনির কারসাজি;
জোট বেঁধে সবে মিলে
মোর সনে রংবাজি।

গরম খুন্তি নিয়ে
গালে দেয় ছ্যাকা;
রড দিয়ে বাড়ি মেরে
পা করেছে বেকা।

মরিচের গুড়ো দিয়ে
চোখে মারে ডলা;
খামচিতে তুলে ছাল
কানে মারে মলা।

এরা কি মানুষ বলো
একেকটা ..............;
তিনদিন বেঁধে রাখে
কোনো কিছু খাইনি।:(

১৩| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০১

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খেলুম বেদম মার
তোমার লাগলো ভালো!!
দিল হুয়া চুরচুর
হৃদয়টা ভেঙ্গে গেলো।:(

১৪| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯

বিজন রয় বলেছেন: এতো দেখি ছড়ার দুনিয়ার এলাম!!!

বাহ!!!

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুনিয়া ছড়ার তবে
আছে তিন সন্ত্রাসী;
মেরে মেরে এ আমারে
বানিয়েছে কোরবানীর খাসী।:(

১৫| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২

রুদ্র জাহেদ বলেছেন: ছড়ার লড়াই প্রেম বদের লড়াই
প্রেম যদি এসে বলে আমি পালাই ;)
ভালোবাসা এসে বলে এরা বড় অসহায়? :(

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত কও ''কিছু চাইনে''
দেই এক তথ্য;
অভাবেতে প্রেম ধায়
অমোঘ এক সত্য।

প্রেম হলো এই যুগে
সেচ্ছায় ডাকা দুঃখ;
আবেগটা ক্ষনিকের
হেথা স্বার্থটা মুখ্য।

১৬| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

শায়মা বলেছেন: কি বললে আমি বদ?
সাথে আছে আরও আপু!
দেখাচ্ছি মজা ওকে
করে দেবো হাঁটু কাপু।

শুধু শুধু কাঁপু নয়
ভেঙ্গে দেবো ঠ্যাং টাও
ভাঙ্গা ঠ্যাং দেখে তবে
হাসবেও ব্যাঙটাও!:)


১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ তোমার এক দোষ
খালি শুনো কান কথা;
কে বা কি কি বললো
শুনে আমারে ঝাড়ো যা তা। |-)

বকুনির শেষ নাই
আরো দ্যাও হুমকি;
ডরে দেই ইয়ে করে
কলিজা উঠে চমকি। #:-S

১৭| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫

শায়মা বলেছেন:

নো বাঁচাবাঁচি ভায়া
বিদ্রোহী মম ভাই
জাল থেকে তোমার আর
কাভি কুছ রক্ষা নাই।

ভর্তার কত ঝাল
আজ তুমি বুঝবে
কর্ত্রী মেনেই আজ
ভাবীকেই খুঁজবে।

রংবাজী সংবাজী
দাঁড়া বের করছি
চুনকালি গুলে দিয়ে
মাথাতেই ঢালছি।

খুন্তিতে ছ্যাক ছোক
আজকেই ভাজবো
পাটাতেই থেতো করে
কাটাতেই কাঁচবো।:)

(এরা কি মানুষ বলো
একেকটা ..............;
তিনদিন বেঁধে রাখে
কোনো কিছু খাইনি।:()

কি বলতে চাইছিলা
ফিল ইন দ্যা ব্লাংক
শিঘরী সাফাই করো
নইলে চুবাবো পানির ট্যাংক! X((

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি করেছি বলবাতো
হুদাহুদি সেকি মার;
তোমা সনে বেয়াদবি?
কার ধরে কটা ঘাড়??

তুমিতো জানোই সবি
তোমারি করি জয়োগান;
কুকুরের মত মেরে
দিলে তারি প্রতিদান। :-<

সদা বলি সকলেরে
আমি আপুর পিএস;
যা যা বলেন মহারাণী
জবাব আমার ইয়েস।

এই হলো কাল মোর
ভাত নাই ভক্তির;
মারো মারো,আরো মারো
খাটাও জোর শক্তির। |-)

মেরে মেরে দাও আরো
মিছে কত বদনাম;
আধামরা হয়েও বলি
এসব নয় মোর কাম।

ফিল ইন দ্য ব্লান্ক হলো
তুমি সদা ''শাইনি'';
চকচকে অপরূপা
এইতো ছিলো লাইন-ই। :P

১৮| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭

বিদ্রোহী সিপাহী বলেছেন: চরম হইতেছে ভাই, চালিয়ে যান

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চরম,,,সে তো বুঝলুম
কও যেতে চালিয়ে!!
জানি নিয়ে কোনমতে
বেঁচে গেছি পালিয়ে। /:)

তোমার চিন্তে কি বা
তুমি হলে সিপাহী;
আমার মরন দশা
জান হলো ত্রাহি ত্রাহি। |-)

১৯| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: নিজ ঘরে লাগে আজ
নিজেরেই পরবাসী;
রোজ ভাবি একবার
আজ ঠিক নেবো ফাঁসি।
=p~ =p~


আহারে কি দুঃখ, কি দুঃখ

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এতক্ষনে হলো বুঝি
তোমার হেথা ফুরসত;
এইদিকে মেরে মোরে
নিলো চেপে দাসখত |-)

তুমিও ছিলেনা পাশে
ওরা এই সুযোগে;
বদ সব জোট বেঁধে
দিলো ছেঁচা হুজুগে। :-<

এক চোখে দেখিনাকো
হাঁটি নুয়ে খুঁড়িয়ে;
গলায় দিলো ঘুটে মালা
মাথা দিলো মুড়িয়ে। #:-S

এ অপমান আপু
প্রাণে আর সয়না;
মাথা ঠুকি বিলাপি
মরন কেনো হয়না। :( /:)

২০| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পায়ে দিয়ে মাফলার
গলে দিয়ে মোজা ।
শায়মা'টা সেজেছে
বিরাট এক ওঝা !

তার কোবরেজি কথা
যদি তুমি ধরবে
হাই হিলের বাড়ি খেয়ে
বেঘোরেই মরবে ।

বেছে নাও কে সঠিক
গিয়াস না শায়মা ,

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গলা হেড়ে জোরে জোরে
পাড়া জুড়ে করি শাউট;
আলবাৎ তুমি ঠিক
নেই এতে কোনো ডাউট।

পায়ে পড়ি ভায়া তুমি
করো মোরে উদ্ধার;
সাথে এনো উইপনস
আর্মস্‌ যত যোদ্ধার।

ভেবোনা অবলা হেগো
ভীষন তারা ফেরোশাস;
ড্রাকূলার নানী তারা
রক্তে মেটায় পিপাস।

ইয়া বড় নখ দিয়ে
মারে গায়ে খামচি;
আঁচড়ে আঁচড়ে গোশ
ঝড়ে হনু আমসি। |-)

মালিকা হামিরা তারা
কালা যাদু ..........;
শিগগির এসো ভায়া
আজো মারা যাইনি। :-< |-)

২১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
দ্রুম দ্রুম দ্রিম দ্রিম
যুদ্ধের ঘোষণা .
ভায়া তুমি ডরো নাকো
জেনো তুমি একা না

আর ভায়া মিছে
তুমি খুজো যুদ্ধাস্ত্র
চাই শুধু বাঘা তেতুল
মান বুঝে বুনো ওল!

ওই দেখো নাম শুনে
কেমন জল ঝরছে
কি করে ভাব হবে
সেই পথ খুঁজছে ;)



আর ভায়া মিছে
তুমি খুজো যুদ্ধাস্ত্র
চাই শুধু বাঘা তেতুল
মান বুঝে বুনো ওল!



ওই দেখো ছবি দেখে
কেমন জল ঝরছে
কি করে ভাব হবে
সেই পথ খুঁজছে ;)






১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি মাল দেখালে ভায়া
স্রুপ স্রুপ সুররররুৎ;
শায়মাপু লোল ফেলে
আপাতত ফুররররুৎ।:)

তোমারে সেলাম বস
এরে কয় বুদ্ধি;
এটিরই অভাব মোর
নেই এক রদ্দি। /:)

২২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: তুমিই কওনা বাপু
মোর নেই ফেস ভেলু;
পোলাপান ভোগে অকালে
ভাইরাস.........ইলু ইলু।
------

শুধু কি পোলাপানেই ইলু (ILU) ইলু (ILU) রোগে ভোগে????
যারা এই রোগে ভোগে তারা পোলাপান নয়!!!! :)

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা সে কি গভীরতা
তুমি আপু জ্ঞাণী; (বিরররাট)
যারা এই রোগে ভোগে তারা পোলাপান নয়!!!! :)
এইডা মুই মানি। :P

শুধু কি পোলাপানেই ইলু (ILU) ইলু (ILU) রোগে ভোগে????

কি জানি ক্যামনে কই
জিগাও শায়মাপুরে;
আমিতো এসবে নাই
বুঝিনাকো বাপুরে।

২৩| ১৮ ই মার্চ, ২০১৬ ভোর ৬:১০

দিয়া আলম বলেছেন: বিদ্রোহী ভৃগু



দ্রুম দ্রুম দ্রিম দ্রিম
যুদ্ধের ঘোষণা .
ভায়া তুমি ডরো নাকো
জেনো তুমি একা না

বিদ্রোহী ভৃগুনা
নাম হোক ভীতু
ঢাল নেই তরোবার
নিয়ে এলে তেঁতু।

একে বলে মহাবীর
দুর্বলশিং
জয়ী হতে ঝার ফুক
আন্গুলে রিং।

তেঁতুলের তেলেচমাতি
হবেনাতো কাজ
পুরুষ যদি হয়ে থাকো
রাখো কিছু লাজ।

নামের আর বাহাদুরি
দেখতে চাইনা
ঘাড়ে মাথা কয়টা?
যুদ্ধে আয়না। :P (ছন্দ মিলাতে তুই বলসি মাফ করে দিও)

ভেবেছো কি নতুন আমি
পারবোনা কিছু
সরাসরি দেখলেই
নিবে জানি পিছু :P

এখানেই শেষ নয়
আসছি আবারো
মাথা থেকে তোমাদে
মাটিতে নামাবো।





১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভেবেছো কি নতুন আমি
পারবোনা কিছু
সরাসরি দেখলেই
নিবে জানি পিছু :P

এখানেই শেষ নয়
আসছি আবারো
মাথা থেকে তোমাদে
মাটিতে নামাবো।

সাধেই কি কই প্রেম
সর্বনেশে বিরহী?
সেই প্রেমে পড়ে দেখ
দিয়া ক্ষূধার্ত সিংহী।

গালাগালি মারধর
আরো তুই তোকারি;
পারলে মেরেই ফেলে
পুরনো ব্লগে সখারি।:(

ভালো চাই বলে মোরা
দিনু তারে সাজেশান;
রেগে তিনি উল্টো
ভেঙ্গে দেন রিলেশান।

এইবার বুঝলেতো
কারে কয় প্রেমরোগ;
আছি যেনো সদা সাথে
কাটবোনা সংযোগ।

২৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩

দিয়া আলম বলেছেন: অন্তঃপুরবাসিন



ভায়াকে দাও ছেড়ে
ভুল করে ফেলেছে
তোমার মনে প্রেমের ঢেউ
অত কি আর বুঝেছে?

না না না অন্তঃ আপু
তাকে তুমি ছাড়বেনা,
যত দিক নাকে খৎ
মন আমার গলবেনা।

নেমে গেছি ময়দানে
আচল বেঁধে কোমড়ে,
ভুলে যাবে বিয়ে বউ
বেচারা আহারে!!

ভেবেছে কি সাথে আছে
বিদ্রোহী কতজন,
আমারো আছো তুমি
শায়মা সহ কোটি জন।

ধর্য্য ধরো মজা দেখো
পাশে থেকো মরণে,
ওদের এবার শিক্ষা দেবো
বিয়ে করবে স্বপনে।

কই তারা নাই সাড়া
দেখছি তারে লিষ্টে,
আমার ভয়ে উল্টো দৌড়
হাত বাঁধা পিষ্ঠে।








১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কই তারা নাই সাড়া
দেখছি তারে লিষ্টে,
আমার ভয়ে উল্টো দৌড়
হাত বাঁধা পিষ্ঠে।


বটে,,,ফিরে আসছি
কিছুক্ষন পরে;
হাতের জরুরী টাস্ক
ত্বরা শেষ করে।

পিঠে মোর হাত বাঁধা???
শুনে লাগে জেদ X(( X(
আমি জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ................... :-B

২৫| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
@ দিয়া

ভীতু আনে তেতু
বলেছে কে তোমারে
যেমন ওল তেমন তেতুল
শেখায়নি কেউ - আহারে

যেই রোগে যে অষুধ
তাতে হয়না দুর্বল
সেটাই জ্ঞানের প্রকাশ
জ্ঞানেই মহাবল।

লাজ সেতো নারীধন
রবে কেন আমাতে
পুরুষে লড়তে এসে
হেন কথা, কি -লুকাতে?

নামে আজ কাম কি
ফলেতে পরিচয়
মারব বিড়াল বাসর রাতে
এসোনা কাছে থাকলে ভয় ;)

(ছন্দে মেলাতে তুইএ কুন মাইন্ড নাইক্যা ;) )

নিজেই করলে স্বীকার
তুমি পু.পা
হায় একি বললে
শুনে কান ঝা ঝা

আছি অপেক্ষায়
এসো বীর নারী
বীর গর্ভে নাকি
হয় বীর উত্তসূরী। :P


১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাভ কি গো উলু বনে
ছড়িয়ে দামী মুক্তা;
বোকা কভু বুঝেনা তা
বাদ দাও,ধূৎ তা।

আপন ভেবেই মোরা
গিয়েছিনু ফেরাতে;
উল্টো তেনারা মোগো
মারে জুডো কারাতে।

ভালোদের নাই ভাত
কি জামানা আইলো;
ভালা কথা কইলেই
কাঁচা ধরে খাইলো।

বুদ্ধি মাথায় নাই
আছে হেগো হাঁটুতে;
মোরা দুটি মাস্টার্স
আর তারা পড়ে কেজি টু-তে।;)

অসম এ লড়াইয়ে ভায়া
মোরা দুটি বেমানান;
সিজ ফায়ার,সিজ ফায়ার
নারীদের দেই জানান।

২৬| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪০

দিয়া আলম বলেছেন:




আছি অপেক্ষায়
এসো বীর নারী
বীর গর্ভে নাকি
হয় বীর উত্তসূরী

শোন শোনো কে কোথায়
শোনো ভৃগু কি বলে
তারও নাকি গর্ভ আছে
সেখানে নাকি বীর ফলে।

ভাইয়া নাকি আপু তুমি
করে দিলে কনফিউজ্ড
আপু বলে ডাকবো তোমায়
ভাইয়া হবে রিফিউজ্ড। হিহিহিহিহি

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে ভৃগু বললো
যদি কভু বুঝতে;
দাঁত নখ শিং তেড়ে
রাগে জ্বলে উঠতে।

খিক খেক খাক খুক
হেসে খাই গড়াগড়ি;
ও বাবা মলাম হেসে
কি বোকা কলিযুগ নারী। :) :D B-) ;) :P :-B :-0 !:#P =p~

২৭| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:

লেখক বলেছেন: কি যে ভৃগু বললো
যদি কভু বুঝতে;
দাঁত নখ শিং তেড়ে
রাগে জ্বলে উঠতে।

খিক খেক খাক খুক
হেসে খাই গড়াগড়ি;
ও বাবা মলাম হেসে
কি বোকা কলিযুগ নারী। :) :D B-) ;) :P :-B :-0 !:#P =p~

=p~ :P B-) :D :)

খিক খেক খাক খুক
হেসে খাই গড়াগড়ি;
ও বাবা মলাম হেসে
কি বোকা কলিযুগ নারী। :) :D B-) ;) :P :-B :-0 !:#P =p~

এই নিয়ে দ্রুম দ্রুম
যুদ্ধের ঘোষনা
হেশেলেও এই ঘটে
জমে রুচি হবে না :P

থাক ভায়া অবুঝেরে
আর নাড়া দিও না
কেঁদে কেটে হবে শেষ
আইসক্রিম খাবে না!

তবে তাই হোক ভায়া
মেনে নিবু তব কথা...

বুদ্ধি মাথায় নাই
আছে হেগো হাঁটুতে;
মোরা দুটি মাস্টার্স
আর তারা পড়ে কেজি টু-তে।;)

অসম এ লড়াইয়ে ভায়া
মোরা দুটি বেমানান;
সিজ ফায়ার,সিজ ফায়ার
নারীদের দেই জানান।

এজাতি একজন/দুইজন আনেওয়ালা সম্ভাব্য বীরকে হারাল :P :) :D B-) ;) :P :-B :-0 !:#P =p~ :((



১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এজাতি একজন/দুইজন আনেওয়ালা সম্ভাব্য বীরকে হারাল :P :) :D B-) ;) :P :-B :-0 !:#P =p~ :((
হেসেফই কুটিকুটি
যা বাণী দিলে মস্ত;
আজ বুঝি তুমি ভায়া
মহা ছুপা রুস্তঁ।

যত ভাব ধর বাপু
চোখের ঐ হাসিতে;
ঠিকি ধরা পড়ে তোমা
মন ভরা পাজীতে।

এইবার তোমা-আমা
জমে যাবে রস;
জানোইতো আমি সদা
বদেদের বস।;)

২৮| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ সব ছড়াকারদের সমাবেশ ঘটেছে এ পোস্টে। প্রামানিক এখানে নেই দেখে একটু অবাকই হ'লাম।
ছড়ার লড়াই বেশ উপভোগ্য হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.