নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
আগে দেখ ভিডিও
তারপরে ছড়াটিও
নির্দেশিকাঃ
১. ছড়া পড়ে পাবে মজা
দেই এক সূত্র;
সুরে সুরে গাইবে
অন্তরার ছত্র।
২. জুনায়েদ উচ্চারিও
'তিন' প্রতিবার;
চোখ মোদে ভেবে নিও
বাজে ঝংকার। (ব্যাকগ্রাউন্ড মিউজিক)
সাহস কি?সাদিয়ারে
কইছস ..........;
ঠাস ঠাস ধুম ধাম
চর দিলো রাগী।
মাথা ঝেঁকে চুল নেড়ে
ঝারে সব খেদ;
আমি.......... জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ।
রিজভী ভাই আর মোর মাঝে
করছস গুটি;
চোখেতে আগুন ঝরে
চেপে ধরে টুটি।
কতশত পোজ মেরে
দেখায় তার জেদ;
আমি......... জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ।
তুই ছিলি বেস্ট ফ্রেন্ড
ভাই চেয়ে দামী;
আইজ তর ক্ষমা নাই
ছুটামু ফাইজলামী।
বুকেতে পাথর বেঁধে
রিলাশানে বিচ্ছেদ;
আমি........ জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ।
মাইর খেয়ে মদনাটা
করে শেষে কেস;
পুলিশের ডরে পোলা
করে কনফেস। (ভিডিও কনফেস)
পুলিশে ধরে তারে
জেলেতে করে কয়েদ; (অবশেষে)
আমি ..........জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ।
সারাদেশ তোলপাড়
ছেলেমেয়ে সব একি মুডে;
ঘটনা ছড়িয়ে দেয়
ভিডিও করে আপলোডে।
ছেলেমেয়ে ভিডিও করে
নাই ভেদাভেদ;
আমি..... জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ।
ঈশপের মোরালঃ
করনাকো বোকামী
করছে যা বেকুবে; (জুনায়েদ)
মারো ধরো যত খুশী
ছেড়না তা ইউটিউবে।
শেষ কথাঃ
সমাজের একি হাল
এ যুগের পোলাপান;
যা করে নোংরামী
সবি লাইভ একশান !!!
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে আর বলতে ভায়া
হেথা নয় কোন ডিবেট;
সারাদিনই বিরবির
আমি জুনায়েদ জুনায়েদ জুনায়েদ.....................
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রাউড মানে কইছ কি
আবার জিগায়;
মর্দানি কারে কয়
হে মোগো হিগায়।
৩| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন:
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কুকি দুটো ফাশক্লাস
মজাদার চা-টি;
তোমাকেও গুড মর্ন
এই নাও গ্রীন টি।
৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৭
অগ্নি কল্লোল বলেছেন: আপনার লেখা বরাবরই ভাল লাগে।। ভালো থাকবেন।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জুনায়েদ ডরে বাপু
ভালো থাকা শেষ;
সন্ত্রাসে ছেয়ে গেলো
আজ পুরো দেশ।
৫| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৭
কালনী নদী বলেছেন: ছড়াটা সুন্দর হইছে, আশা করি এটা পড়ে ও দেখে সবার বিবেক বুদ্ধি বাড়বে। আর সে উদ্দেশ্যে ফেবুতে শেয়ার করেছ্।
তবে উয়াবার পথ বন্ধ করতে হবে। একানে দুজনের কারো দুশ নেই যদি মাদকটা এত সহজে পাওয়া না যেত।
কথায় আছে পাপীকে নয় পাপকে ঘৃণা কর।
যাই হোক লেখাতে ভালোলাগা থাকল।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে সব কও বাপু
খাইছ কি ইয়াবা?
একবার ট্রাই কর
ব্যপঅঅঅঅক মজা পাবা....................
৬| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২২
কালনী নদী বলেছেন: ছড়াটা সুন্দর হইছে, আশা করি এটা পড়ে ও দেখে সবার বিবেক বুদ্ধি বাড়বে। আর সে উদ্দেশ্যে ফেবুতে শেয়ার করেছি।
তবে ইয়াবার পথ বন্ধ করতে হবে। এখানে দুজনের কারো দুষ নেই যদি মাদকটা এত সহজে পাওয়া না যেত।
কথায় আছে পাপীকে নয় পাপকে ঘৃণা কর।
যাই হোক লেখাতে ভালোলাগা থাকল। (আগের মন্তব্যেত অনেক ভুল ভ্রান্তি রয়ে গেল তা কি ডিলিট করা যায় না? নাকি জুনায়েদের(সাইলেন্টজো) মত আমিও বাশ খাইছি
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হলোইবা ইকো হেথা
নেই কোন ক্ষতি;
ভেরি ভেরি গুড মর্ন
ভালো থেকো অতি।
৭| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৬
কালনী নদী বলেছেন: বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে দুই একটা টান মেরে বাঁশ আমিও খাইছি, তবে খুশির কথা হল গত মাসের ২০ তারিখ থেকে আর খাচ্ছি না। এত বাজে নেশা যার কোন মানে নাই, ঘুম কাইড়া নেয় আর সেক্স বাড়িয়ে দেয়! এই নেশার কোন মানে নাই। এর শেষ নির্ঘাত পাগল হয়ে যাওয়া। বিষয়টা নিয়ে ডিটেইলসে গেলে অনেক বড় করে লিখতে হবে। বব মার্লের একটা কথা বলি-
Herb is a healing for a nation
alchohol fo destruction . . ..
আরেকটা বলি, আমাদের সকলের উদ্দেশ্যে- বব মার্লের আমার খোব প্রিয় একটা কথা-
Conquer The devils with a little thing called love . . .
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যেই দিনু টোকা
শুরু হলো বাজনা;
ছেড়ে দাও নেশা বাপু
মোটে ভালো কাজ না।
ইউ নেভার এ্যাবল টু কনকয়ার ডেভিলস,উইজডম ইজ টু এ্যাভয়েড এন্ড কিপ মাইলজ ফার এওয়ে..................
কথাটুকু রেখো মনে
দিলুম এক বাণী;
দেখলেতো এবেলায়
আমি কত জ্ঞাণী।
৮| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯
দইজ্জার তুআন বলেছেন: দারুন
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললে দারুন
লাগলো ভালো;
ছোট্ট কমেন্ট তাই
মন ঈষৎ কালো।
৯| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০০
দইজ্জার তুআন বলেছেন: হাসিতে হাসিতে
ফাটিলো মেদ
আমি জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাবধান হেসে হেসে
ফাডাইওনা ঐ পেড;
আমি ........জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ।
১০| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
সাবলীল মনির বলেছেন: লেখায় বেশ ভিন্নতা পেলাম ।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে বলো ধেৎ ভায়া
লাজে মরি শরমে;
এসিতেও ঘামে ভিজি
চৈত্রের গরমে।
১১| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯
বিজন রয় বলেছেন: এই সেই জুনায়েদ?
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই সেই.........এসব কি?
ভেরি আনএক্সপেক্ট;
বলো জুনায়েদ হিজ অনার
শো সাম রেসপেক্ট।
১২| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৩
বিজন রয় বলেছেন: হা হা াহ াহ াহ াহ াহ াহ
হা হা হা হা
এমাসের সেরা পোস্টু।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইসব ছাই বলে
আমারে দিয়োনা বাঁশ;
মোর লিখা সেরা পোষ্ট!!
সামুরই সর্বনাশ।
১৩| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০০
তাসলিমা আক্তার বলেছেন: junayeder nam shune doraich. dorer chote okkhor o English hoya geche...
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যেই ঢঙে জুনায়েদে
ইংলিশে দিলো ঝারি;
এতো খুবি স্বভাবিক
পড়বে ঠিক তার আছর-ই।
১৪| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬
আমিই মিসির আলী বলেছেন: এক ভিডিও দিয়াই জুনায়েদ সফল।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মহাজ্ঞাণী গুণীজন
যে পথে করে গমন;
জুনায়েদও সেই পথে
ভিডিও দিয়ে অমন।
১৫| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
অন্তঃপুরবাসিনী বলেছেন: "সমাজের একি হাল
এ যুগের পোলাপান;
যা করে নোংরামী
সবি লাইভ একশান !!"
খাটিঁ কথা।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গরীবের কথা বাপু
বাসী হলে খাঁটি;
মানলোনা তাও দিয়া
প্রেমে পড়ে বেটি।
১৬| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আজকে এফবিতে জুনায়েদের আরো নতুন ভিডিও দেখলাম
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভিডিওর শেষ নেই
ডেলিকেট সেলিব্রেট;
আমি........জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ।
১৭| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪১
শেয়াল বলেছেন:
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরিবাবা শেয়ালের
হাসিটা কি দুষ্ট;
লেজখানা পুরো আর
চশমাটা পুষ্ট।
১৮| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এতো দেখি ভয়াবহ
অবক্ষয় চিত্র
ইয়াবা জেনারেশন
ভাবনা বিচিত্র!
ফানের নামে একি
ভয়ানক চেতনা
বাড়বে ঝামেলা
চেয়ে চেয়ে দেখনা।
এদের কি কারো
নেই মা -বাপ
কি ষ্টাইল কি ভাষা
চুলে কি ছাপ!!!
ফেবু ক্রেজ ফেবু ছেড়ে
আসে যদি সমাজে
বাড়বে যে ঝগড়াটা
ভুগবে নিরিহ যে!
সামাজিক চেতনা
হোক সব সুন্দর
জ্ঞান, প্রজ্ঞা আর
শালীনতা নির্ভর।।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এদের কি কারো
নেই মা -বাপ
কি ষ্টাইল কি ভাষা
চুলে কি ছাপ!!!
বাপ-মা নাই হেগো
আছে মাম ড্যাডি;
তাইতো টাইন্না মাল
কান্ড করে এডি।
ঘরেইতো পায় তারা
মডার্ন সব দীক্ষা;
যে গাছের যেই ফল
চিরন্তনী শিক্ষা।
মা-য়ে বিজি সোশাল ওয়ার্ক
বাপে বিজি ব্যবসাতে;
ছানাপুনা গড়ে উঠে
খানসামা বুয়ার হাতে!!!
ফ্যামিলি ভ্যালু পাবে কোথা
পরিবার-ই বুঝেনা;
আদর্শ কাকে বলে
কভু তারা খুঁজেনা।
সিনেমাতে যাই দেখে
তা-ই ভাবে হিরোইক;
সুখ খুঁজে ইয়াবাতে
মননেতে পুরো সিক।
এই হলো শর্টকাটে
প্রজন্মের চিত্র;
ভাবছো কি মনে মনে
বলো প্রিয় মিত্র।
১৯| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৪
খোলা মনের কথা বলেছেন: জুনায়েদ এখন পুরাই হিটে। ব্লকবাস্টার অস্কার পাওয়ার মত
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার জিগায় ভায়া
বললে যা মোক্ষম;
জুনায়েদ একাই 'শ'
সবি পেতে সক্ষম।
২০| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৫
দায়ী বলেছেন: আমি ..........জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ। হাহাহা
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্যাঙ্গ করে যতই হাসো
নাইকো মনে খেদ;
আমি........জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ।
২১| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪
সাদিয়া আফরোজ বলেছেন: আমি..... জুনায়েদ
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি আমি সকলেই...........
নাই ভেদাভেদ;
আমি.......জুনায়েদ
জুনায়েদ জুনায়েদ।
২২| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৮
নুর আমিন লেবু বলেছেন: হাহাহা।
ভাইয়া দারুণ হয়েছে
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দারুন কোনটা বাপু
মাইর নাকি ছড়া;
এই নাও এক কাপ
লিকার দিয়ে কড়া।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: জুনায়েত তো দেখি পুরাই হিট