নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
হ্যালো আমি বিসিআই
প্রেসিডেন্ট বলছি,
হ্যা হ্যা আমি আইসিসি
বলুন স্যার শুনছি।
জানোইতো ওয়ার্ল্ড কাপে
আছি মোরা ডেথ গ্রুপে;
আরো আছে টাইগার
পুরো টিম ডরে কাঁপে।
বাকীদের নিয়ে বাবা
অত নেই টেনশন;
টাইগারে যত জ্বালা
সাজাও ড্রামা ফিকশন।
ওকে ওকে ঠিকাছে
প্লীজ স্যার ডোন্ট ওরি;
অনেক হলো টেনশান
পায়ে পড়ি,ভেরি সরি।
আলবাৎ আলবাৎ
আদেশ শিরোধার্য;
শুনলুম মন দিয়ে
বাকী অধমেরি কার্য।
টিম স্পিরিটি হলো
টাইগার্স মূল শক্তি;
সামহাউ দাও ধ্বসে
দিয়ে ক্রিকেটীয় যুক্তি।
যেই ভাবা সেই কাজ
আম্পায়ারে দাও ডিরেকশান;
ডাউট অন স্ট্রাইক বোলার
ইলিগ্যাল বোলিং একশান।
প্লান মতো হলো সবি
অবৈধ আরাফাত সানি;
খোশ হলো বিসিআই
ফিরে এলো বুকে পানি।
সোনায় সোহাগা দেখ
ব্যান হলো তাসকিন;
ডাবল বোনাস পেয়ে
দল নাচে ধিনধিন।
এই হলো শর্টকাটে
নাটকের ইতিহাস;
ছ্যাঁচড়ামী করে তারা
ফেলে শেষে সুখশ্বাস।
আরি ব্যাটা ছাগলেরা
করে ষড়যন্ত্র;
যত খুশী আরো কর
কালা যাদু মন্ত্র।
জানিসতো এসবই
আজীবন যা করলি;
লাভ নেই এইবারে
নিজ আগুনে পোড়লি।
এটুকুতে টিম মগো
একফোটা দমেনি;
স্পিরিট বেড়েছে বৈ
এতটুকু কমেনি।
পুরো টিম তেতে আছে
বুঝাবে পেলে সামনে;
মরনের আগে তোরা
যত খুশী দম নে !!!
উপসংহারঃ
দাদাদের কথাতে ব্যান
করে দিলি সানিরে!!
কি করে ঘোচাবি তোরা
এ কলংক গ্লানিরে??
শয়তানি সীমাহীন
আরো ব্যান তাশকিন!!
থুক থুক আইসিসি(হিন্দী চুল)
নামে লাগে ঘিনঘিন।
ন্যাক্কার এ কান্ডে
সবে করে চিৎকার;
শেম শেম আইসিসি
বিশ্ব জুড়ে ধিক্কার।
এশিয়ান কাপ জয়ের গোমর
২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসাম আর কোলকাতা
যেখানেই হোক;
সর্বে দেব বাঁশ মোরা
শালাগো থুক থুক।
২| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
নিউটনিয়ান বলেছেন: ভয় পেয়ে দাদারা
শুরু করছে ভণ্ডামি
খেচড়ের জাত ওরা
তাই করে ছ্যাঁচড়ামি।
২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিনমিনে শালারা
পিছনে করে গুটি;
এইবার দেমু বাঁশ
মাঠেতে চেপে টুটি।
৩| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
কালনী নদী বলেছেন: আমারতো মনে হয় সামসাময়িক ব্যাংক জালিয়াতি ডাকতেই এসব নাটক হচ্ছে পাশপাশি ইন্ডিয়ার সাথে বন্ধুত্বও জুড়াল হলো। শয়তানের সাথে শয়তানি করেই বন্ধুত্ব করতে হয়।
বাহ ছড়ায় ছড়ায় এ যেন নির্বিচারকেই আঘাত করা হল।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেশ আজ লুটে খায়
প্রতিবেশী হায়েনা;
চলি মোরা উঁচু শিরে
সে-ই তারা চায় না।
শয়তান সনে কভু
হয়না সখ্যতা;
মুগুরেই সমাধান
এ ম্যাচে মুখ্য তা।
৪| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:০০
অন্তঃপুরবাসিনী বলেছেন: "পুরো টিম তেতে আছে
বুঝাবে পেলে সামনে;
মরনের আগে তোরা
যত খুশী দম নে !!!"
দাদারা পালাবি কোথায়!!!
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাশ্মীর সে কন্যাকূমারি..............
আসমূদ্র হিমাচল;
যেখানেই পলায়ে থাক
দেবো ধরে বাঁশডল।
৫| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৩
দইজ্জার তুআন বলেছেন: হাহা।বরাবরের মতোই ফাটাফাটি,দারুণ।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুনেই লাগে সেরাম ভালো
আর বলোনা বেশী;
খুশীর ঠেলায় হেঁচকি উঠে
দমকে দমকে কাশি।
৬| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
দইজ্জার তুআন বলেছেন: এইবার রক্ষা নাই
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আলবাৎ এক মত
নাই মোটে রক্ষা;
বড় পরাজয়টাই (গো হারা হারাবো)
এবারে দেব ভিক্ষা।
৭| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার লেখা।।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখা দিয়ে কাম কি
কথা হবে ব্যাটে বলে;
যতই করুক তারা
কূটনামী ছলেবলে।
৮| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৩
নুর আমিন লেবু বলেছেন: ওয়াও।। হেব্বি সুন্দর ছড়া
।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাইট মুডে লিখলুম
তুমি কও হেব্বি;
বাঁশ এবার ঠিক দিমু
এই খেনু দিব্বি।
৯| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:২১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মারহাবা মারহাবা। আমিও একটা লিখছি। শেষ পর্যায়ে আছে।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাড়াতাড়ি লিখো ভায়া
মেনি শুভ কামনা;
বাঁশ দিয়ো বরাবর
একটুও থেমোনা।
১০| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪২
দইজ্জার তুআন বলেছেন: আইজকা দেমু অজিগো
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝাল মেটানোর ভায়া
গিনিপিগ খুঁজি;
আজ এলো সে সুযোগ
সামনে পেনু অজি।
১১| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪২
দইজ্জার তুআন বলেছেন: শয়তানি সীমাহীন
আরো ব্যান তাশকিন!!
থুক থুক আইসিসি(হিন্দী চুল)
নামে লাগে ঘিনঘিন। (
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা বলি মন থেকে
বড় লাগে ঘেন্না;
মন চায় শালাদের
সেথা ভরি গেন্না (ইক্ষুদন্ড)।
১২| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮
বিদ্রোহী সিপাহী বলেছেন: দাদাদের জন্য বিশ্বজুড়ে ধিক্কার...
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধিক্কার দেবে যদি
কেনো বল দাদা;
বাছাদের .........তে
দ্যাও ভরে গদা।
১৩| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮
হাসান নাঈম বলেছেন: এই অবিচার মেনে নেয়া যায় না
আমাদের এখন বিশ্বকাপ বয়কট করা উচিত।
২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরাতো অজি নই
ডরে করি বয়কট;
বাঘের বাচ্চা মোরা
ফিরি মেরে উইনশট।
১৪| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০
আবু শাকিল বলেছেন: ভরে দে মাইরি -আই চি-চি রে
প্লাস ভাই
২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পদলেহি আই চি চি
মাছ ঢাকে দিয়ে শাক;
মুঞ্চায় হালাগোরে
দেই করে চিচিং ............
১৫| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
লজ্জা নাই। স্বার্থান্ধ।
২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি ভায়া,কি করেছি
ক্যান দ্যাও গালি!!
দোষ করে আইসিসি
গালি মোরে খালি খালি।
১৬| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
অগ্নি সারথি বলেছেন: আইসিসির ল্যাবে জলবিয়োগ করতে মুঞ্চায়।
২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জলেরও প্রকার আছে
কোনটা তুমি খসাবে?
ছোটটাই করো বাপু
ভাসিয়ে দিও প্রস্রাবে।
১৭| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৯
আইএমওয়াচিং বলেছেন: ++
২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দু'দুটি প্লাস পেয়ে
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তাতে কি
হৃদয়ে দাগ কাটলো।
১৮| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫
কল্লোল পথিক বলেছেন:
বাহ!দারুন প্রতিবাদী কাব্য।
২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রতিবাদে লাভ নেই
চাই ভায়া প্রতিরোধ;
কাল সেই মহাক্ষন
নেবো মহা প্রতিশোধ।
১৯| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৩
প্রামানিক বলেছেন: ছিঃ ছিঃ করা ছাড়া কওয়ার কিছু নাই।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছিঃ ছিঃ করতেও
মনেতে লাগে ঘিন;
আজি দেবো বাঁশ ডলা
এলো সেই দিন।
২০| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহা কি লিখেছ ভায়া
এসো বুকে বুক মিলাই
তোমার ছড়ায় পাই
দারুন দেশের মায়া।।
খেলায় পারেনা ওরা
তাই করে গুটিবাজি
শেইম অন দেম
তারা আসলেই পাজি!
২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা কি লিখেছ ভায়া
এসো বুকে বুক মিলাই
তোমার ছড়ায় পাই
দারুন দেশের মায়া।।
লাভ কি মায়ামোহে পড়ি
মায়া মানে মায়া বড়ি;
বীর সব গেছে মরি
বদে গেছে দেশ ভরি।
খেলায় পারেনা ওরা
তাই করে গুটিবাজি
শেইম অন দেম
তারা আসলেই পাজি!
শুধুকি খেলায় ভায়া
দেশটাই নিলো কিনে;
এই বুঝি স্বাধীনতা?
বিষে মন ঘিনঘিনে।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসাম!