নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
ফেলানীর লাশের দোহাই
আজ কিছু কর ম্যাশ;
এমন দাগা দে যেনো
আজীবনি রয় রেষ।
আশায় বাঁধে বুক যে জাতি
খেল দেখাবে ব্যাট আর বলে
বিশ্ব সেরা সাকিব মোদের
এ-ম্যাচেতে উঠবে জ্বলে।
আর কত আলসেমী???
উঠনা জেগে সৌম্য;
তোর ব্যাটে রানের খরা!!!
হয়না বোধগম্য।
ছন্দে আছিস,রাখিস ধরে
আরেকটা কর সেঞ্চুরি;
আশায় আছি জিতব এ ম্যাচ
তামিম সোনার হাত ধরি।
কি হলোরে মুশফিক তোর
আছিস মেরে ঠান্ডা?!?
আজ হলো সে মাহেন্দ্র'খন
মার হালাগো ডান্ডা।
দেখতে যেমন,কামেও তেমন
বাহরে জোয়ান সাব্বির;
আজ খেলা চাই সেরা ইনিংস্
ক্রীজে থাকিস ধীরস্থির।
বুক ভরে যায় খেলা দেখে
বলছি রিয়াদ তোকে;
আজও খেলিস টর্নেডো এক
চার আর ছক্কা হেঁকে।
পেসটা বাপু ভালোই করিস
লেংন্থটা রাখিস ঠিক;
আলআমিনের বলেই যেনো
ভারত হারায় দিক।
বিশ্ব ক্রিকেট রইবে চেয়ে
করবে কি আজ নয়া চীজ;
সে আমাদের তাস তুরুপের
ছিপছিপে ঐ মুস্তাফিজ।
তাশকিন আর সানির দোহাই
দাঁতভাঙ্গা আজ দে জবাব;
মোড়লগো রে দে জানিয়ে
দলে লোকের নেই অভাব।
এটুকুতে টিম মগো
একফোটা দমেনি;
স্পিরিট বেড়েছে বৈ
এতটুকু কমেনি।
পুরো টিম তেতে আছে
বুঝাবে আজ সামনে;
মরনের আগে তোরা
যত পারিস দম নে !!!
মিনমিনে শালারা
পিছনে করে গুটি;
এইবার দেমু বাঁশ
মাঠেতে চেপে টুটি।
কাশ্মীর সে কন্যাকূমারি..............
আসমূদ্র হিমাচল;
হিন্দুস্তানের রক্ষা নাই
আইজ দিমু বাঁশডল।
২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখা দিয়ে কাম কি
কথা হবে ব্যাটে বলে;
যতই করুক তারা
কূটনামী ছলেবলে। (
২| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
রিয়াদের ছবিটা ভুল এসেছে।
ছড়া চমৎকার হয়েছে। আজ হারাতেই হবে কিন্তু লাস্ট ম্যাচে টিমটারে খুব অগোছালো লেগেছিল। তবু বিশ্বাস রাখি।
২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চশমাটা গেছে ক্ষয়ে
ভালো করে চাও;
রিয়াদের-ই ছবি সেটা
ভুল কবে তাও??
কানে কানে ফিসফিস
খেয়ালই করিনি তা;
মোরও বুঝি গেছে ক্ষয়ে
পুরনো চশমাটা।
৩| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩
কঙ্কাল দ্বীপ বলেছেন: আজকের ম্যাচে জেতার স্বপ্ন দেখি না , বরং মাশরাফি মুস্তাফিজরা ভালো ভাবে খেলে ষড়যন্ত্রের জালে আটকা না পড়ে দেশে ফিরে আসতে পারলেই আমি খুব খুশীচোরের দল এবার শুয়োরের দলে পরিণত হয়ে গেছে। সেই সাথে চেনা গেছে শুয়োরদের এদেশীয় দালালদের। এবার সিদ্ধান্ত দেশবাসীর। ওরা কি মাশরাফিদের সাথে থাকবে নাকি শুয়োরের দালালদের সাথে থাকবে?
আজকে ম্যাচে বাংলাদেশের জেতার পরিবেশ সৃষ্টি হলে ক্রিকেট বিশ্ব দেখবে ষড়যন্ত্রের আর ও কতগুলো নতুন রূপ আছে। গত ম্যাচেই অফিসিয়াল হিসেবে আলিমদার-ইয়ান গোল্ড জুটি দাড়িয়েছিলো আজকে সম্ভবত তাদের সাথে রড টাকার যোগ দিবে। তাসকিন সানির পর ওদের মিডিয়া মাশরাফির পেছনে লেগেছে, আর তাতে ঘি ঢালছে আমাদের দেশীয় পত্রিকাগুলো যার লীড এ আছে প্রথম আলো । একজন উৎপল শুভ্রের মতো বাংলাদেশ বিরোধির হাতে সেই মিডিয়া র নাটাই। এটাও বোঝা যাচ্ছে এর পরও পরিস্থিতি বদলে গেলে আরও দুই চারটা গোপন অবৈধ অস্ত্র ওরা মজুদে রেখে দিয়েছে।
২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেশ আজ লুটে খায়
প্রতিবেশী হায়েনা;
চলি মোরা উঁচু শিরে
সে-ই তারা চায় না।
শয়তান সনে কভু
হয়না সখ্যতা;
মুগুরেই সমাধান
এ ম্যাচে মুখ্য তা।
বেশী কথা বলা মানা
দেয়ালেরও আছে কান;
আশায় বুকটি বাঁধি
বধ হবে শয়তান।
৪| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩
বিদ্রোহী সিপাহী বলেছেন: মার হালাগো ডান্ডা
২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আলবাৎ এক মত
নাই মোটে রক্ষা;
বড় পরাজয়টাই (গো হারা হারাবো)
এবারে দেব ভিক্ষা।
৫| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৫
অন্তঃপুরবাসিনী বলেছেন: ছবি দিয়ে দারুণ সাজিয়েছেন!!
আজ জিততেই হবে টাইগারদের!!!
পুরো টিম তেতে আছে
বুঝাবে আজ সামনে;
মরনের আগে তোরা
যত পারিস দম নে !!!
(হা হয়ে হালুম করে খেতে যাওয়ার ইমো)
২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খাবতো বটেই আজ
কচ কচ চিবিয়ে;
দেব আজ শয়তানি
চিরতরে নিভিয়ে।
৬| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১
ছাসা ডোনার বলেছেন: অদ্ভুদ হয়েছে, আশা করি বাংলার দামাল ছেলেরা এতে উৎসাহ পেয়ে আমাদের সবাইকে খুশী করবে।
২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রতিবাদে লাভ নেই
চাই ভায়া প্রতিরোধ;
আজ সেই মহাক্ষন
নেবো মহা প্রতিশোধ। (
৭| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬
দিশেহারা আমি বলেছেন: কি হলোরে মুশফিক তোর
আছিস মেরে ঠান্ডা?!?
আজ হলো সে মাহেন্দ্র'খন
মার হালাগো ডান্ডা।
কেউ ওরে একটু বুজান
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝিয়েই লাভ কি বা
তীরে এসে গেলো তরী;
কোথা রাখি এই দুখ
রাগে মাথা কুটে মরি।
৮| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩১
দইজ্জার তুআন বলেছেন: সিম্পলি অসাম,,,
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসাম আর কোলকাতা
যেখানেই হোক;
সর্বে দেব বাঁশ মোরা
শালাগো থুক থুক।
৯| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:০৩
সচেতনহ্যাপী বলেছেন: দারুন ++
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুনেই লাগে সেরাম ভালো
আর বলোনা বেশী;
খুশীর ঠেলায় হেঁচকি উঠে
দমকে দমকে কাশি।
১০| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১১
চৌধুরী ইপ্তি বলেছেন:
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিজেগো ফ্যানগো কই
ধ্যূৎ ছাই হইছে কি?
টাইগারে ডরে সবে
আলামত পাইছ কি?
এইডাতো ট্রেইলার
বাকী আছে পিকচার;
হুঙ্কারে দে জানান
আছে যত ফিক্সচার।
নেক্সট যত কাপ আছে
বাকী সবি আমগো;
বিশ্ব চিনছে মগো
দেয় ডরে দামগো।
১১| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭
এডওয়ার্ড মায়া বলেছেন: হইল হইল আমরা হারাতে পারলাম না।
দারুন ছড়া।
প্লাস
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইশশশিরে আরিট্টু
লাগেনাই ঘাঁই টা;
দিছিলাম প্রায় হালাগো
কল্লাডা কাইটা।
পুরা ম্যাচে হালাগোর
চেহারার কি যে ছিরি;
হারলেই কনফার্ম
করতো যে হারিকিরি।
দয়ার শরীল মগো
এবার দিলাম ছাইড়া;
গুটি ফের করলেই
ইজ্জত লমু কাইড়া।
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: অসাধারণ